পেন্সিল দিয়ে আনারস অঙ্কন 🍍🍍[১০% লাজুক খ্যাঁকের জন্য]

25-04-2022

১২ বৈশাখ, ১৪২৯ বঙ্গাব্দ


আসসালামুআলাইকুম সবাইকে


কেমন আছেন সবাই ? আশা করছি ভালোই আছেন। তো আজকে হাজির হলাম একটি আর্ট পোস্ট নিয়ে। এখানে অনেকেই আর্টপ্রেমী আছে এবং অনেকের আর্ট দেখে আমি নিজেও শিখছি। তো আমরা সবাই আনারসের সাথে কমবেশি পরিচিত। আনারস খেতে তো ভালোই লাগে। বিশেষ করে এই গরমের মধ্যে আনারস বাজারে পাওয়া যায় বেশি। তো আমি মূলত আপনাদের সাথে আনারস আর্ট শেয়ার করবো। চলুন তাহলে শুরু করা যাক।

IMG20220424230609.jpg

চলুন তাহলে শুরু করা যাক

🔴 প্রয়োজনীয় উপকরণ 🔴


পেপারপেন্সিল
রাবার

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iNzq2MSXKSji21JRspt4nqpkXPR5ea7deLzvmJtuzVBwdLJUpBqtgAZ5gHtHPbayD2jR3CWqjkJ.png

ধাপঃ০১

IMG20220424224309.jpg

প্রথমেই আয়তাকার শেপে একটি বৃত্তের মতো অঙ্কন করে নিলাম।

ধাপঃ০২

IMG20220424224539.jpg

তারপর আনারসের দুটি পাতা দিয়ে দিলাম।

ধাপঃ০৩

IMG20220424224656.jpg

এ পর্যায়ে আরও কিছু পাতা দিয়ে দিলাম।

ধাপঃ০৪

IMG_20220424_234120.jpg

তারপর পাতার শেপ সম্পূর্ণ করে দিলাম।

ধাপঃ০৫

IMG20220424225021.jpg

তারপর আনারসের ভিতরে রেখা টেনে দিলাম।

ধাপঃ০৬

IMG20220424225115.jpg

পুরোটা অংশে এভাবে রেখা টেনে দিলাম।

ধাপঃ০৭

IMG20220424225223.jpg

রেখার বিপরীত পাশে একইভাবে রেখা টেনে দিলাম।

ধাপঃ০৮

IMG20220424225410.jpg

তারপর আনারসের ভিতরের ছোট ছোট ছিদ্রের মতো করে অঙ্কন করে নিলাম।

ধাপঃ০৯

IMG_20220424_234459.jpg

তারপর আনারসের ভিতরে রেখাগুলো ডিপ কালার করে দিলাম পেন্সিল দিয়ে।

ধাপঃ১০

IMG_20220424_234655.jpg

এ পর্যায়ে আনারসের পাতাগুলো পেন্সিল দিয়ে শেড কালার করে দিলাম। অনেকটা হয়ে গেল আনারস।

শেষধাপ

IMG20220424230609.jpg

ব্যাস! হয়ে গেল পেন্সিল আকাঁ একটি আনারস 🍍

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iNzq2MSXKSji21JRspt4nqpkXPR5ea7deLzvmJtuzVBwdLJUpBqtgAZ5gHtHPbayD2jR3CWqjkJ.png

ছবির বিবরণ
বিষয় পেন্সিল দিয়ে আনারস অঙ্কন 🍍🍍 ।
ডিভাইসoppo A12
ফটোগ্রাফার@haideremtiaz
লোকেশনw3w

আশা করি আজকের আনারস আর্ট আপনাদের কাছে ভালো লেগেছে। আপনারা চাইলে খুব সহজেই স্টেপগুলল ফলো করে এভাবে আনারস অঙ্কন করতে পারবেন। ভালো লাগলে কমেন্ট করে জানাবেন। সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকের মতো এখানেই শেষ করছি।

ধন্যবাদ


WhatsApp Image 2021-12-23 at 19.46.54.jpeg



আমি কে?

IMG20210908180509.jpg

আমার নাম হায়দার ইমতিয়াজ উদ্দিন রাকিব। সবাই আমাকে ইমতিয়াজ নামেই চিনে। পেশায় আমি একজন ছাত্র। নিজেকে সবসময় সাধারণ মনে করি। অন্যের মতামতকে গুরুত্ব দেয় এবং তা মেনে চলার চেষ্টা করি। বাংলা ভাষায় নিজের অভিমত প্রকাশ করতে ভালো লাগে। তাছাড়া ফটোগ্রাফি,ব্লগিং,কুকিং,রিভিউ,ডাই ইত্যাদি করতে ভালো লাগে। অসহায় মানুষদের পাশে দাঁড়াতে ভালো লাগে। বাংলাদেশে জন্মগ্রহণ করতে পেরে নিজেকে ধন্য মনে করি। ভবিষ্যতে প্রিয় মাতৃভূমির জন্য কিছু করতে চাই।

Sort:  
 2 years ago 

আপনি খুব সুন্দরভাবে আনারসের চিত্র অঙ্কন করেছেন। আমি তো ভাবতেই অবাক হয়ে গেছি। প্রথমেই চারকোনা করে পেন্সিল দিয়ে দাগ টেনে নিলেন। অবশ্য কোনা বললে ভুল হয়। যাইহোক এত সুন্দর দক্ষতা সম্পন্ন আপনার কাজের প্রশংসা করা উচিত। আশা করি এভাবেই অন্যান্য ফলের দৃশ্য আমাদের মাঝে তুলে ধরবেন।

 2 years ago 

আপনার মন্তব্য দেখে খুশি হলাম ভাই । আপনাকে অসংখ্য ধন্যবাদ

 2 years ago 
 2 years ago 

পেন্সিল দিয়ে আপনার আনারস অংকনটি খুবই চমৎকার হয়েছে। তবে এটি যদি আপনি কালার করতেন তাহলে দেখতে আরো অনেক বেশি আকর্ষণীয় লাগতো ।যাই হোক আর্ট টি আমার কাছে খুবই ভালো লেগেছে ।এই ধরনের পেন্সিল আর্ট গুলো দেখতে বেশ ভালই লাগে ।ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে এত সুন্দর একটি আর্ট শেয়ার করার জন্য।

 2 years ago 

জি আপু ঠিক বলেছেন। কালার করলে আরও সুন্দর লাগতো। তবে আমার কাছে কালার পেন্সিল ছিলনা 🙂

 2 years ago 

ভাইয়া আপনি অনেক দক্ষতার সহকারে পেন্সিল দিয়ে আনারসের চিত্র অঙ্কন করেছেন। চিত্রটি অনেক সুন্দর হয়েছে। অসংখ্য ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি চিত্র অঙ্কন করে আমাদের মাঝে শেয়ার করার জন্য

 2 years ago 

আপনাকেও ধন্যবাদ ভাইয়া

 2 years ago 

আপনি খুব চমৎকার করে পেন্সিল দিয়ে আনারস অংকন করে আমাদের মধ্যে শেয়ার করেছেন। আনারসের অংকন টি দেখতে খুব ভালো লাগছে। অংকনটির মধ্যে কালার দিলে আরো অনেক বেশি সুন্দর লাগতো। পেন্সিল দিয়ে আনরসের অংকন এর প্রত্যেকটি ধাপ আপনি খুব সুন্দর করে উপস্থাপন করেছেন। আনারসের অংকন টি আমাদের মধ্যে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

ঠিক তাই ধরেছেন। কালার করলে আরও সুন্দর লাগতো। আপনাকে ধন্যবাদ ভাইয়া

 2 years ago 

আপনার পেনসিল এ আঁকা আনারস খুবই সুন্দর হয়েছে ভাই। আমাদের হাফিয ভাই এর পছন্দের ফল আনারস। হেহেহে। আমার ও ভালোই লাগে আনারস। খাইতে। এই নিয়ে সেই এক গল্প আছে আমার। একদিন বলবোনে।

 2 years ago 

আপনার গল্প শোনার অপেক্ষায় থাকলাম ভাই 😊

 2 years ago 

পেন্সিল দিয়ে আনারস অঙ্কন করেছেন অসাধারণ হয়েছে। রং করলে হয়তো আরো সুন্দর হতো। অসংখ্য ধন্যবাদ আপনাকে ভাইয়া আপনার জন্য শুভ কামনা রইলো ভালো থাকুন সুস্থ থাকুন।

 2 years ago 

আপনাকেও ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্য করার জন্য ❤️

 2 years ago 

আমিও কিন্তু আপনার মতই ভাই, সবার আর্ট দেখে দেখে আমিও শিখছি। আর আপনার আনারসের আর্ট টি সত্যিই দারুণ ছিল। তবে আফসোস হচ্ছে এই মৌসুমে এখন পর্যন্ত আনারস খেতে পারলাম না 😁। এখন কি আনারসের মৌসুম চলছে?

 2 years ago 

হ্যা ভাই এখনই তো আনারসের মৌসুম চলতেছে। বাজারে গেলেই কম দামে আনারস কিনতে পারবেন ☺️

 2 years ago 

আমাদের কমিউনিটি তে এসে আর্ট করার প্রতি ধীরে ধীরে আগ্রহী হয়ে উঠি। যার ফলে সপ্তাহে অন্তত একটি হলেও আর পোস্ট রাখার চেষ্টা করি। গরমের এই মৌসুম আনারস এমনিতে খেতে কিংবা ইফতারিতে জুস করে খেতে ভীষণ মজার হয়। আপনার অংকন করা চিত্র টি অনেক সুন্দর ছিল ভাই। ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

একদম ঠিক বলেছেন ভাই গরমের মধ্যে আনারসের জুস খাওয়ার মজাই অন্যরকম।

 2 years ago 

পেন্সিল দিয়ে যেকোনো ধরনের চিত্র অঙ্কন করতে আমি খুবই পছন্দ করি। যেটা মাঝে মাঝে অঙ্কন করে থাকি ।আপনি আজকে খুব সুন্দর করে আনারসের চিত্র অঙ্কন করেছেন। যেটা দেখতে অনেক সুন্দর লাগছে ।আনারসের চিত্রটি অঙ্কন নিখুঁতভাবে সম্পন্ন করলেন ভালো লাগলো।

 2 years ago 

আপনাকে ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্য করার জন্য।

Coin Marketplace

STEEM 0.21
TRX 0.14
JST 0.030
BTC 68220.71
ETH 3321.59
USDT 1.00
SBD 2.74