স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর ৫০ বছর পূর্তি উদযাপন |[১০% লাজুক খ্যাকের জন্য ]|

16-12-2021

৩ পৌষ, ১৪২৮ বঙ্গাব্দ


আসসালামুআলাইকুম


আমার বাংলা ব্লগ
এর সকল সদস্যবৃন্দ, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালোই আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।


আজকের পোস্টটি লেখার আগে আমি শদ্ধার সাথে স্মরণ করছি যাদের আত্নত্যাগের বিনিময়ে স্বাধীন যে ভূখণ্ড পেয়েছি তাদেরকে। আরও স্মরণ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে যার অসামান্য অবদানের মধ্যে দিয়ে বাংলাদেশ স্বাধীন হয়।
আজ ১৬ ই ডিসেম্বর । আমাদের মহান বিজয় দিবস। দিনটি সারাদেশে যথাযথ মর্যাদার সাথে রাষ্ট্রিয়ভাবে পালন করা হয়। এ দিনটি বাঙালি জাতির জন্য গৌরবের একটি দিন, আনন্দের একটি দিন। দীর্ঘনয়মাস রক্তক্ষয়ী যুদ্ধের মধ্যে দিয়ে আমরা পেয়েছি স্বাধীনতা।
১৯৪৭ সালে ভারত উপমহাদেশ বিভক্ত হওয়ার পর দুটি রাষ্ট্রে বিভক্ত হয়। একটি হয় ভারত আরেকটি হয় পাকিস্তান। পরবর্তীতে পাকিস্তান আবার দুটি দেশে ভাগ হয়ে যায়। একটির নাম দেয় পশ্চিম পাকিস্তান আরেকটির নাম দেই পূর্ব পাকিস্তান। পূর্ব পাকিস্তান ছিল আমাদের বর্তমান বাংলাদেশ। আর পশ্চিম পাকিস্তান ছিল বর্তমান পাকিস্তান। শুরু থেকেই বাঙালীর উপর শোষণও নির্যাতন করতে থাকে পশ্চিম পাকিস্তান সরকার। তাদের ভাষা ছিল উর্দু। আর পশ্চিম পাকিস্তানও চেয়েছিল এদেশের ভাষাও যেন উর্দু হয়। কিন্তু বাংলাদেশের ছাত্রসমাজ তখন এটার বিরুদ্ধে রুখে দাড়ায়। তাদের দাবি ছিল পূর্ব পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা হবে বাংলা। কিন্তু ঢাকা বিশ্বাবিদ্যালয়ের কিছু ছাত্র যখন মিছিল নিয়ে বের হয় তখন মিলিটারি এসে হত্যা করে সালাম,রফিক,শফিক,জব্বারসহ আরও অনেককে। তারপর সারাদেশে সকল শ্রেণিপেশার মানুষ তখন ঐক্যবদ্ধভাবে রুখে দাড়ায়। মূলত তখন থেকেই যুদ্ধ শুরু হতে থাকে।

অবশেষে ১৯৭১ সালে নয়মাসব্যাপী রক্তক্ষয়ী যুদ্ধের মধ্যে দিয়েই বাংলাদেশ স্বাধীনতা অর্জন করে। পৃথিবীর ভূখণ্ডে নতুন একটি রাষ্ট্রের জন্ম হয়। আমরা পেলাম স্বাধীন একটি দেশ।
আমরা হয়তো যুদ্ধ দেখিনি কিন্তু বই পড়ে আর মুরব্বিদের কাছ থেকে শুনেছি বিজয়ের কথা, স্বাধীনতার কথা। এই স্বাধীনতা যেন অনেক কষ্টের পাওয়া। আমরা বর্তমান প্রজন্ম এখন উপলব্ধি করতে পারি।
প্রতিবছর ১৬ ই ডিসেম্বর উপলক্ষে সাংস্কৃতিক ও কুচকাওয়াজের আয়োজন করা হয়। যেহেতো বিজয় আমাদের জন্য গর্বের বিষয় এজন্য দিনটি বিশেষভাবে উদযাপন করা হয়। আমাদের এখানে অর্থাৎ ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলায় প্রতিবছর বিজয় দিবস উপলক্ষে সাংস্কৃতিক ও কুচকাওয়াজের আয়োজন করা হয়। অনুষ্ঠানটি মূলত আমাদের বিদ্যালয় চন্ডীপাশা সরকারি উচ্চ বিদ্যালয়ে হয়ে থাকে। প্রধান অতিথি হিসেবে আমাদের এমপি ও মেয়র মহোদয় সেখানে উপস্থিত থাকে। করোনার কারণে দুবছর বিজয় দিবস উদযাপন হয়নি।

WhatsApp Image 2021-12-17 at 01.29.33.jpeg

ছবিঃবন্ধুদের সাথে

আজ বিজয় দিবস উপলক্ষ অনুষ্ঠান হয়। সেখানে আমাদের উপজেলা থেকে ১২ টি সরকারি ও বেসরকারিভাবে প্রাইমারি,উচ্চমাধ্যমিক ও কলেজ অংশগ্রহণ করে। অনুষ্ঠানের শুরুতেই একে একে কুচকাওয়াজ প্রদর্শন করে স্কুল ও কলেজের প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। আমি তাড়াতাড়ি যেতে পারিনাই। এজন্য কুচকাওয়াজ দেখতে পারিনি। গিয়ে অবশ্য সাংস্কৃতিক অনুষ্ঠান দেখতে পেয়েছিলাম। মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে শর্ট নাটক, নৃত্য পরিবেশন করে শিক্ষার্থীরা। অবশ্য আমার কাছে ভালো লেগেছিল। কারণ অনেক বছর পর মনে হচ্ছিল অনুষ্ঠানটি দেখতে পেরেছি। আর বন্ধুদের সাথেও সেখানে দেখা হয়ে গেছিল।

আমি একটি ভিডিও শেয়ার করেছি সাংস্কৃতিক নৃত্য পরিবেশনের। আলহাজহার সরকারি প্রাথমিক বিদ্যালয় ও নান্দাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের নৃত্য পরিবেশনা দেখতে পাবেন।

তারপর পুরষ্কার বিতরণের মধ্য দিয়ে বিজয় দিবস উদযাপন শেষ হয়। বিজয় দিবসে একটাই কাম্য দেশ যেন দারিদ্র্য ও দুর্নীতিমুক্ত হয়। এই তরুণ প্রজন্মকে নিয়েই এগিয়ে যাবে এ দেশ।


ধন্যবাদ সবাইকে পোস্টটি পড়ার জন্য। সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকের মতো এখানেই শেষ করছি।

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iNzq2MSXKSji21JRspt4nqpkXPR5ea7deLzvmJtuzVBwdLJUpBqtgAZ5gHtHPbayD2jR3CWqjkJ.png

ধন্যবাদ

gPCasciUWmEwHnsXKML7xF4NE4zxEVyvENsPKp9LmDaFuzVwHnY92rponrLLcEknitVG5yvYaPTExVtjfc6Bi4cvC9ppuyLmaATGbhg8UF4suiCxVfuw2YuSWJftJo9C74dQUN2WE1yNJmdtXp.png

qQb1qbB44WNL4kcw8YRpvpA9rhDMdw5Qkx9ZgyU.png



আমি কে?

IMG20210908180509.jpg

আমার নাম হায়দার ইমতিয়াজ উদ্দিন রাকিব। সবাই আমাকে ইমতিয়াজ নামেই চিনে। পেশায় আমি একজন ছাত্র। নিজেকে সবসময় সাধারণ মনে করি। অন্যের মতকে গুরুত্ব দেয় এবং তা মেনে চলার চেষ্টা করি। বাংলা ভাষায় নিজের অভিমত প্রকাশ করতে ভালো লাগে। তাছাড়া ফটোগ্রাফি,ব্লগিং,কোকিং,রিভিউ,ডাই ইত্যাদি করতে ভালো লাগে। অসহায় মানুষদের পাশে দাঁড়াতে ভালো লাগে। বাংলাদেশে জন্মগ্রহণ করতে পেরে নিজেকে ধন্য মনে করি। ভবিষ্যৎ এ প্রিয় মাতৃভূমির জন্য কিছু করতে চায়।

Sort:  
 3 years ago 

আপনাকে বিজয় দিবসের শুভেচ্ছা।বাহ দারুণভাবে বিজয় দিবসটি উপভোগ করেছেন। আমিও অনেকটা আপনার মতোই উপভোগ করেছি বিজয় দিবসটা। ভিডিওটি বেশ ভালো ধারণ করেছেন।

 3 years ago 

আপনাকে ধন্যবাদ ভাই।

 3 years ago 

মহান বিজয় দিবসের শুভেচ্ছা আপনাকে ও ভাইয়া।এই দিনটি বাঙালির জন্য চিরস্মরণীয়।আপনার ভিডিওটি খুবই সুন্দর।ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

আপনাকেও ধন্যবাদ দিদি।

 3 years ago 

অনেক সুন্দর সময় কাটিয়েছেন। আপনার পোস্টের ভিডিওটি অনেক ভালো লাগলো। আপনার জন্য শুভকামনা রইলো ভাই।

 3 years ago 

ধন্যবাদ আপনাকে ভাই।

মহান বিজয় দিবসের শুভেচ্ছা রইল ভাইয়া. খুব সুন্দর সময় কাটিয়েছেন দেখে বোঝা যাচ্ছে স্কুল কলেজের সেই পিটি প্যারেড মিস করি ১৬ ই ডিসেম্বরে করতাম.

আপনার জন্য শুভকামনা রইল ভাই এত সুন্দর একটা মোমেন্ট শেয়ার করার জন্য আমাদের মাঝে।

 3 years ago 

জি ভাই আপনি ঠিক বলেছেন সেই সময়টাকে আসলেই খুব মিস করি। ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.15
JST 0.029
BTC 56588.25
ETH 2399.94
USDT 1.00
SBD 2.32