নাটক রিভিউঃ- সে বসে একা

in আমার বাংলা ব্লগ10 months ago

10-11-2023

২৬ কার্তিক , ১৪৩০ বঙ্গাব্দ


আসসালামুআলাইকুম সবাইকে


কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো ও সুস্থ্য আছেন। আসলে ভালো থাকতে পারাটাই মূল কথা। আজ যেহেতু শুক্রবার এজন্য সবাই একটু ফ্রি মনে হয়। তো আজকে চলে এলাম একটি নাটক শেয়ার করার জন্য আপনাদের সাথে। নাটকটির নাম হচ্ছে সে বসে একা। আসলে রিভিউর করাটা কিন্তু টাফ বলা চলে। একটা নাটক দেখতে হয় তারপর লিখে আপনাদের সামনে উপস্থাপন করতে হয়। তো কাজটা করতে আমার ভালো লাগে তাই আপনাদের সাথেও শেয়ার করি। আজকের নাটকটিও আশা করছি ভালো লাগবে আপনাদের।

Screenshot_2023-11-10-14-43-22-48.jpg

ছবিঃইউটিউব থেকে নেয়া স্ক্রিনশট



নাটকের কিছু তথ্য


নামসে বসে একা ।
গল্প ও পরিচালনামিজানুর রহমান আরিয়ান ।
প্রযোজকমোঃ কামরুজ্জামান ।
অভিনয়েখাইরুল বাশার,ইয়াশ রোহান, তানজিম সায়েরা তটিনী, জাহিদুল হক অপু, শাহবাজ সানি, নাইমা জাহান নিশু, মোঃ নাজিম সহ আরও অনেকে।
দৈর্ঘ্য৪৩ মিনিট ৩১ সেকেন্ড।
আবহ সংগীতজাহিদ নীরব ।
মুক্তির তারিখ০৯ ই নভেম্বর , ২০২৩ইং
ধরনসামাজিক, রোমান্টিক, ড্রামা ।
ভাষাবাংলা।
দেশবাংলাদেশ


চরিত্রেঃ


রুমেলঃ
ইয়াশ রোহান।
আকাশঃ
খাইরুল বাশার ।
নীলাঃ
তানজিম সায়েরা তটিনী ।



কাহিনী সারসংক্ষেপ


Screenshot_2023-11-10-14-20-05-01.jpg

Screenshot_2023-11-10-14-18-17-18.jpg

Screenshot from Youtube

নাটকের শুরুতে দেখা যায় রুমেল তার বসের সাথে কথা বলছে ।রুমেল একটি কোম্পানিতে জব করে সেখানে বিভিন্ন ধরনের নাটক বানায় । কিন্তু রুমেল রোমান্টিক কবিতা ,গান আর হচ্ছে নাটক দেখতে খুবই ভালোবাসে । কিন্তু তার বস হচ্ছে থ্রিলার মুভি থ্রিলার গল্প লিখতে বেশি পছন্দ করে । রুমেলের অনেকদিন ধরে স্বপ্ন তার বস যেন কোন রোমান্টিক গল্প লিখে । কিন্তু তার বসের মাথায় রোমান্টিক গল্প আসলেও মাঝে মাঝে থ্রিলার হয়ে যায় ।এজন্য রুমেল ফেসবুকে পোস্ট করে রোমান্টিক গল্প সংগ্রহ করে বেশ কিছু । সেখান থেকে একটি মেয়ের গল্প তার খুবই ভালো লাগে । যে মেয়েটির গল্প পছন্দ করে সে মেয়েটির নাম হচ্ছে নীলা ।

Screenshot_2023-11-10-14-27-07-79.jpg

Screenshot_2023-11-10-14-31-51-65.jpg

Screenshot from Youtube

এদিকে নীলার ফোনে হঠাৎ করে একটি অচেনা নাম্বারে মেসেজ আসে । বছরে নাম্বার থেকে বিভিন্ন রোমান্টিক কবিতা নীলার কাছে পাঠায় । প্রথমে নীলার কাছে বিরক্তিকর মনে হলেও আস্তে আস্তে নীলা সেই অচেনা নাম্বারের মানুষটি প্রেমে পড়ে যায় । কারণ সে অচেনা মানুষটির কবিতা তার পড়তে একদম ভালো লাগে । একদিন কবিতা না পড়লে নীলা থাকতে পারেনা । বিষয়টা নীলা তার বান্ধবীর কাছে শেয়ার করে । তার বান্ধবী নীলাকে বলে হয়তো সেই প্রডিউসারের কেউ তাকে মেসেজ দিয়ে ইমপ্রেস করার চেষ্টা করছে । এদিকে নিলার আগ্রহটাও বেড়ে যায় । যে অচেনা নাম্বার থেকে মেসেজ পাঠানো হয় সে মানুষটির সাথে নীলা দেখা করতে চাই ।

Screenshot_2023-11-10-14-34-50-99.jpg

Screenshot from Youtube

কিছুদিন পর নীলাকে ফোন দিয়ে সেই কোম্পানির কাছে যেতে বলে । কারণ নীলার গল্পটি তাদের পছন্দ হয়েছে । নিলা অনেকটা খুশি নিয়ে সেই কোম্পানিতে যায় । নীলা কোম্পানিতে যেতেই , রুমেল তাকে দেখে পছন্দ করে ফেলে । তারপর নীলা সেই ব্যাপারটি খুলে বলে ,যে অচেনা নাম্বার থেকে তাকে রোমান্টিক কবিতা শেয়ার করছে । সে ভেবেছিল যে, এই কোম্পানির কেউ তাকে মেসেজ দিয়ে কবিতা লিখছে ‌। তারপর রুমেলকে নাম্বারটি দেখায় । নাম্বারটি দেখে রোমেল চিনে ফেলে ‌। কারণ হচ্ছে রুমেল যেখান থেকে ফটোকপি করে স্ক্রিপ্ট গুলা সেই দোকানদারের নাম্বার হচ্ছে এটি । পরদিন রুমেল দোকানদারের কাছে গিয়ে সে ফোনটি জোর করে নিয়ে নেয় ।

Screenshot_2023-11-10-14-41-29-35.jpg

Screenshot from Youtube

কিছুদিন পর সেই নাম্বার থেকে রুমেল নীলাকে মেসেজ পাঠাতে শুরু করে । তারপর একদিন রুবেল নিলার সাথে দেখা করতে চায় । আর তখন রুমেল বলে যে সেই তার ফোনে রোমান্টিক সব কবিতা লিখে পাঠাতো । নিলা সেটা বিশ্বাস করে এবং অন্ধভাবে তাকে ভালোবেসে ফেলে । তারপর তাদের ভালবাসার সম্পর্ক ধীরে ধীরে আগাতে থাকে কিন্তু নীলা যে কবিতা পাঠায় সেগুলোর রিপ্লাই রুমেল দিতে পারে না । নীলা রুমেল এর সাথে দেখা করে এবং সে বলে যে এখন থেকে কবিতা তার জন্য জমিয়ে রাখবে ।তারপর তাকে একসাথে অনেকগুলো কবিতা শুনাবে । একদিন রাস্তা দিয়ে যাওয়ার সময় আকাশ দাঁড়িয়ে থেকে দেখতে পাই যে রুমেল আর নীলা হেঁটে হেটে যাচ্ছে । আকাশ সেটা মেনে নিতে পারেনি । তারপর কি হয়েছিল জানতে হলে অবশ্যই আপনাকে নাটকটি দেখতে হবে !


ব্যক্তিগত মতামত


আসলে ব্যক্তিগতভাবে নাটকটি আমার কাছে খুবই ভালো লেগেছে । নাটকটির ট্রেলার কিছুদিন আগে মনে হয় দেখেছিলাম। মিজানুর রহমান আরিয়ান স্যারের নাটকগুলোর আসলে খুবই ভালো হয় । বিশেষ করে নাটকের গল্পগুলো খুবই ইউনিক হয় । এই নাটকে শেষের দৃশ্যপট আসলে ভালো লাগার মত । আশাকরি আপনারাও দেখলে নাটকটি উপভোগ করতে পারবেন । তটিনী, খাইরুল বাশার , ইয়াশ রোহান ভালো অভিনয় করছে নাটকটিতে ।

ব্যক্তিগত রেটিং


৯.৭/১০


নাটকটির লিংক




10% beneficary for @shyfox ❤️

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iNzq2MSXKSji21JRspt4nqpkXPR5ea7deLzvmJtuzVBwdLJUpBqtgAZ5gHtHPbayD2jR3CWqjkJ.png

ধন্যবাদ সবাইকে



WhatsApp Image 2021-12-23 at 19.46.54.jpeg



আমি কে?

আমার নাম হায়দার ইমতিয়াজ উদ্দিন রাকিব। সবাই আমাকে ইমতিয়াজ নামেই চিনে। পেশায় আমি একজন ছাত্র। সম্প্রতি আমি ইলেকট্রিক্যাল থেকে ডিপ্লোমা ইন-ইঞ্জিনিয়ারিং শেষ করেছি। এখন বিএসসি এর জন্য প্রিপারেশন নিচ্ছি। পাশাপাশি লেখালেখি করে আসছি গত দু বছর ধরে। ভালো লাগার জায়গা হলো নিজের অনুভূতি শেয়ার করা, আর সেটা আমার বাংলা ব্লগের মাধ্যমেই সম্ভব হয়েছে। যাক,
নিজেকে সবসময় সাধারণ মনে করি। অন্যের মতামতকে গুরুত্ব দেয় এবং তা মেনে চলার চেষ্টা করি। বাংলা ভাষায় নিজের অভিমত প্রকাশ করতে ভালো লাগে। তাছাড়া ফটোগ্রাফি,ব্লগিং,কুকিং,রিভিউ,ডাই ইত্যাদি করতে ভালো লাগে। অসহায় মানুষদের পাশে দাঁড়াতে ভালো লাগে। বাংলাদেশে জন্মগ্রহণ করতে পেরে নিজেকে ধন্য মনে করি। ভবিষ্যতে প্রিয় মাতৃভূমির জন্য কিছু করতে চাই।

Sort:  

You've got a free upvote from witness fuli.
Peace & Love!

 10 months ago 

পরিচালক মিজানুর রহমান আরিয়ান এর নাটকগুলো বরাবরই আমার কাছে খুবই ভালো লাগে। আর বর্তমানের সেরা অভিনেতা ইয়াস রোহান খায়রুল বাসার ও তটিনি। নাটকটা আমি গত রাত্রেই দেখেছি আমার কাছে খুব ভালো লেগেছে। কি অদ্ভুত এক নিয়ম এখানে মানুষ মানুষের শূন্য জীবনে আসে আরো একা করে দেওয়ার জন্য। এই সংলাপটা দারুন ছিল।

Posted using SteemPro Mobile

 10 months ago 

একদম ঠিক বলেছেন ভাই! নাটকটা আমার কাছেও খুব ভালো লেগেছিল। সংলাপটাও দারুণ ছিল

 10 months ago 

আমি হলে নাটকটি কে ১০/১০ দিয়ে দিতাম। ট্রেলার কিছুদিন আগেই দেখেছিলাম। নাটকটি আমি কালকেই দেখে ফেলেছিলাম। তবে শেষে একদিন থেকে ভালোই হয়েছে সবাই একা। একজন পেলে অন্য জনের জন্য খারাপ লাগতো।

 10 months ago 

হুমম, এটার জন্যই নাটকটা আমার কাছে ভালো লেগেছে বেশি। অসংখ্য ধন্যবাদ আপনাকে 😍

 10 months ago 

এই নাটকটা ইউটিউবে ঢোকার পরে দেখেছিলাম। তবে নাটকটার সম্পূর্ণ কাহিনী দেখা হয়নি। সে বসে একা নাটকটার রিভিউ খুব সুন্দর ছিল। খাইরুল বাশার,ইয়াশ রোহান এবং তানজিম সায়েরা তটিনীর নাটক অনেক সুন্দর লাগে। তটিনীর সাথে যদি এই দুই নায়ক অভিনয় করে তাদের যদি অনেক সুন্দর লাগে। সময় পেলে অবশ্যই নাটকটা দেখে নেওয়ার চেষ্টা করব আমি। কারণ রিভিউ টা খুব ভালো লেগেছে।

 10 months ago 

জি ভাইয়া, নাটকটা উপভোগ করার মতো ছিল। অসংখ্য ধন্যবাদ আপনাকে 🦋

 10 months ago 

একদম ঠিক বলেছেন ভাইয়া রিভিউ দেওয়া খুবই কঠিন। প্রথমে নাটক দেখতে হয় এরপর রিভিউ দিতে হয় আর সেজন্য আরও বেশি সময়ের প্রয়োজন। তবে আমার কাছেও নাটক রিভিউ দিতে অনেক ভালো লাগে।এই নাটক দেখা হয়নি কিন্তু আপনার রিভিউ পড়ে অনেক ভালো লেগেছে।সময় পেলে অবশ্যই দেখবো। ধন্যবাদ এত সুন্দর নাটক রিভিউ দেওয়ার জন্য।

 10 months ago 

জি আপু আশা করছি দেখলে নাটকটি উপভোগ করতে পারবেন

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.15
JST 0.028
BTC 54787.37
ETH 2302.94
USDT 1.00
SBD 2.35