"লাভ বক্স" নাটক রিভিউ

in আমার বাংলা ব্লগ2 years ago

03-07-2022

১৯ আষাঢ় ,১৪২৯ বঙ্গাব্দ


আসসালামুআলাইকুম সবাইকে


কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি। তবে মিডটার্ম পরীক্ষার জন্য একটু প্রেসার যাচ্ছে মাথার উপর দিয়ে সাথে অসুস্থ। যায়হোক, আজকে পরীক্ষা দিয়ে এসে ইউটিউব এ একটি নাটক দেখতে বসলাম। আর সেটি আপনাদের সাথেও শেয়ার করে নিচ্ছি । নাটকের নাম হচ্ছে লাভ বক্স। নাম শুনেই হয়তো বুঝে গেছেন নাটকটি রোমান্টিক হবে। হ্যাঁ! একদম ঠিক ধরেছেন। চলুন তাহলে শুরু করা যাক।

Screenshot_2022-07-03-15-59-37-91.jpg

ছবিঃইউটিউব থেকে নেয়া স্ক্রিনশট



নাটকের কিছু তথ্য


নামলাভ বক্স ।
রচনা ও পরিচালনাসাগর জাহান।
প্রযোজকমুশফিকুর রহমান মঞ্জু
অভিনয়েতাহসান খান, সাবিলা নূর, আখন্দ জাহিদ, রেজা জামান, শবনম, সাথী, সোনিয়া সহ আরও অনেকে ।
দৈর্ঘ্য৪২ মিনিট ২১ সেকেন্ড ।
আবহ সংগীতবাংলা বিডি টাইম
মুক্তির তারিখ১৫ই জুন , ২০২২ ইং
ধরনকাল্পনিক , রোমান্টিক।
ভাষাবাংলা।
দেশবাংলাদেশ

চরিত্রেঃ
আনাফ→ তাহসান খান
রিমঝিম → সাবিলা নূর


কাহিনী সারসংক্ষেপ


Screenshot_2022-07-03-16-16-25-66.jpg

নাটকের শুরুতে দেখা যায় একটি মেয়ে আরেকটি ছেলে লিফটে প্রবেশ করে ঠিক তখনই বিদ্যুৎ চলে যায়। বিদ্যুৎ চলে যাওয়ায় লিফটও অফ হয়ে যায়। মেয়েটি তখন লিফটে খুব ভয় পেতে থাকে। কারণ মেয়েটির প্যানিক ডিসর্ডার সমস্যা ছিল। মুহূর্তেই মেয়েটির শরীর খারাপ হয়ে যায়। ছেলেটি চেষ্টা করে মেয়েটির সাথে কথা বলে যেন প্যানিক ডিসর্ডার সমস্যা না হয়। কিন্তু মেয়েটি ছেলেটিকে ভুল বুঝে। মেয়েটি তখন ছেলেটিকে বলে ফোন দিয়ে জেনারেটর অন করে দিতে। ফোন দেয়ার কিছুক্ষণ পরই কারেন্ট চলে আসে। মেয়েটি তখনও ছেলেটির উপর ভীষণ রেগে ছিল। কারণ লিফটে মেয়েটিকে একা পেয়ে নাম, ঠিকানা জানতে চেয়েছিল। মেয়েটি ভেবেছিল ছেলেটি হয়তো অন্য মতলব নিয়ে বলেছে। তারপর সেখান থেকে বের হয়ে এসে দেখে ছেলেটি রিকশা নিয়ে দাড়িঁয়ে আছে। মেয়েটি তখনও ছেলেটিকে ভুল বুঝতেছিল। ছেলেটি তখন তার পরিচয়। আর আজকের নাটকের গল্পের কাহিনীর শুরুটাই সেখান থেকে।

Screenshot_2022-07-03-16-18-14-89.jpg

আনাফ জায়ান্ট কোম্পানির প্রতিষ্ঠাতা ও হেড। মায়ের একমাত্র ছেলে। দুইমাস আগে তার বাবা মারা গিয়েছেন। এজন্য ব্যবসার ভার তার কাধেঁ এসে পড়েছে। এদিকে আনাফের মা বাসায় একা থাকে। সেজন্য আনাফকে বিয়ে করাতে চাচ্ছিল। কিন্তু আনাফ তার বাবার বিজনেস নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। মাকে ভুলভাল বুঝিয়ে একের পর এক বিয়ে বাতিল করেছে আনাফ। এদিকে রিমঝিম মধ্যবিত্ত পরিবারের মেয়ে। রিমঝিম এর বাবা কিছুদিন হলো চাকরি থেকে অবসর নিয়েছে। পরিবারের বড় মেয়ে রিমঝিম। ভাইবোনের পড়ালেখার খরচ সে জেগাড় করে। আনাফের প্রতিষ্ঠানের নয়তালায় একটা প্রাইভেট কোম্পানিতে জব করে। যে টাকা পায় সেটা দিয়ে মোটামোটি সংসার চলে যায়।

Screenshot_2022-07-03-16-23-55-78.jpg

সেদিন আনাফ রিমঝিমকে তার পরিচয়। তারপর রিকশা নিয়ে আনাফ বাসায় চলে আসে। এদিকে রিমঝিম বাসায় এসে নিজের কাছে খারাপ লাগতেছিল। শুধু শুধু আনাফের সাঘে রুড ব্যবহার করেছে। পরদিন রিমঝিম আনাফের অফিসে আসে দেখা করার জন্য। আনাফ এই প্রতিষ্ঠানের মালিক শুনে অবাক হয়ে যায়। মূলত আনাফকে সরি বলার জন্য রিমঝিম আনাফের অফিসে এসেছে। সেখান থেকে তাদের সম্পর্কের শুরু। আনাফ সেদিনের পর থেকেই রিমঝিমকে ভালো লেগেছিল। এজন্য সে চেয়েছিল রিমঝিম যেন তার পাশে সবসময় থাকে। এজন্য রিমঝিমকে নিয়ে আনাফ একটি রেস্টুরেন্ট এ যায়। আনাফের গার্লফ্রেন্ড এর সাথে দেখা করার জন্য। আটদিনের সম্পর্ক আনাফ আর আদিবার। এটা শুনে রিমঝিম অবাক হয়ে যায়। আটদিনের সম্পর্কেই এতো ইমোশন! আদিবা এসে বলে তার পুরনো প্রেমিক আবার ফিরে এসেছে। এখন তারা বিয়ে করবে। আনাফ রীতিমত অবাক হয়ে যায়। এদিকে রিমঝিম এমন কান্ড জেনে হাসতে থাকে। আনাফ এ কাজগুলো করেছে মূলত তার মায়ের জন্য। কারণ সে এখন বিয়ে করবেনা। তারপর রিমঝিমকে বলে সে যেন তার গার্লফ্রেন্ড হয়! রিমঝিম আবার অবাক হয়ে যায়। তারপর রিমঝিমকে বলে তাকে বাসায় নিয়ে যাবে তার মায়ের সাথে পরিচয় করাবে।

Screenshot_2022-07-03-16-25-23-75.jpg

রিমঝিম শাড়ি পড়ে বাসায় চলে আসে। আনাফের মা রিমঝিমকে দেখে ভীষণ খুশি হয়। কিন্তু রিমঝিম বাসায় সব সত্যি কথা বলে দেয় যে আনাফ বিয়ে করতে চাইছেনা। রিমঝিম আনাফের মাকে প্রতিশ্রুতি দেয় যে তার ছেলের জন্য একটি মেয়েকে খুঁজে দিবে। তারপর আনাফ আর রিমঝিম এর সম্পর্কটা আরও গভীর হতে থাকে। রিমঝিমকে আনাফ ভালোবেসে ফেলে কিন্তু আনাফ রিমঝিমকে বলতে পারিনি যে সে অনেক ভালোবাসে। তারপর একদিন আনাফ রিমঝিমকে একটা সারপ্রাইজ দিবে এজন্য বাসায় যেতে বলে। তারপর রিমঝিমকে নিয়ে বাসায় এসে দেখে আনাফের খালাতো বোন এসেছে। খালাতো বোন আনাফকে ভালোবাসে। এটা শুনে রিমঝিম ভীষণ কষ্ট পায়। আনাফের মা ঠিক করে খালাতো বোনের সাথে তার বিয়ে দিবে। আনাফ তখন রিমঝিমকে কিছু বলতে যাওয়ার আগেই রিমঝিম সেখান থেকে চলে যায়।

Screenshot_2022-07-03-16-27-26-06.jpg

কিছুদিন খুব কষ্টে সময় পার করে আনাফ ও রিমঝিম। কারণ রিমঝিম এর মনেও আনাফের জন্য ভালোলাগা কাজ করে। রিমঝিম আানফকে ভালোবেসে ফেলে। কিন্তু আনাফের বিয়ে হয়ে যাবে এটা ভাবতেই রিমঝিম এর কষ্ট যেন বেড়ে যায়। রিমঝিমকে দাওয়াত দেয় আনাফ। বিয়ের দিন যখন আংটি পড়াবে তার খালাতো বোনকে ঠিক সেসময় কারেন্ট চলে যায়। আর তখন আনাফের মা বলতে থাকে, ঠিক এভাবে লিফটে কারেন্ট চলে গিয়েছিল সেদিন। আর সেদিন লিফটের সাথে অচেনা একটি মেয়ের সাথে পরিচয় হয় আনাফের।। মেয়েটির প্যানিক ডিসর্ডার ছিল। প্যানিক ডিসর্ডার যেন না হয় এজন্য আনাফ ভুলভাল বলিয়ে অন্যমনস্ক করতে চেয়েছিল। কিন্তু মেয়েটি আনাফকে ভুল বুঝে। আর তখন থেকেই শুরু হয় আনাফ আর রিমঝিম এর মিষ্টি প্রেমের গল্প। ঠিক তখন রিমঝিম আসে। আর আনাফ তার ভালেবাসার কথা রিমঝিমকে বলে দেয়। ফাইনালি আংটি পড়ায় রিমঝিমকে। আর এভাবেই ভালোবাসার পূর্ণতার মাধ্যমেই নাটকের সমাপ্তি ঘটে।

শিক্ষনীয় দিক

নাটকটি আসলে রোমান্টিক টাইপের হলেও শিক্ষণীয় আছে। ভালোবাসার পূর্ণতা পায় হয়তো যখন জীবনে প্রিয় মানুষটিকে পাওয়া যায়। ভালোলাগা থেকেই ভালোবাসার শুরুটা হয়। আর ভালোবাসা কখনো প্রভাব প্রতিপত্তি দেখে হয়না। মধ্যবিত্ত পরিবারের মেয়ে আর কোটি টাকার মালিক ছেলের মধ্যেও ভালোবাসা হয়।


ব্যক্তিগত মতামত


নাটকটি ব্যক্তিগতভাবে আমার কাছে খুবই ভালো লেগেছে। নাটকটি এর আগেও আমার কয়েকবার দেখা কিন্তু আপনাদের সাথে শেয়ার করা হয়নি। তাহসান খান বাংলাদেশের জনপ্রিয় একজন অভিনেতা, সিঙ্গার। তাহসান বরাবরই ভালো অভিনয় করে। সাবিলা নূর বর্তমান সময়ে ভালো অভিনয় করে যাচ্ছে। অল্পতেই দর্শকদের মনে জায়গা করে নিয়েছে। আনাফ আর রিমিঝিম এর চরিত্রে দুজনই ভালো অভিনয় করেছে। সবমিলিয়ে নাটকটি ভালো লেগেছে আমার কাছে।

ব্যক্তিগত রেটিং


৮.৫/১০


নাটকটির লিংক


সবগুলো ছবির স্ক্রিনশট এখান থেকে নেয়া


আশা করি নাটকটি আপনাদের কাছে ভালো লাগবে। নাটকটি দেখে না থাকলে লিংকে প্রবেশ করে দেখতে পারেন। সবাইকে ধন্যবাদ নাটকের রিভিউটি পড়ার জন্য। সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকের মতো এখানেই শেষ করছি।



10% beneficiary for @shyfox❤️



ধন্যবাদ

WhatsApp Image 2021-12-23 at 19.46.54.jpeg



আমি কে?

IMG20210908180509.jpg

আমার নাম হায়দার ইমতিয়াজ উদ্দিন রাকিব। সবাই আমাকে ইমতিয়াজ নামেই চিনে। পেশায় আমি একজন ছাত্র। নিজেকে সবসময় সাধারণ মনে করি। অন্যের মতামতকে গুরুত্ব দেয় এবং তা মেনে চলার চেষ্টা করি। বাংলা ভাষায় নিজের অভিমত প্রকাশ করতে ভালো লাগে। তাছাড়া ফটোগ্রাফি,ব্লগিং,কুকিং,রিভিউ,ডাই ইত্যাদি করতে ভালো লাগে। অসহায় মানুষদের পাশে দাঁড়াতে ভালো লাগে। বাংলাদেশে জন্মগ্রহণ করতে পেরে নিজেকে ধন্য মনে করি। ভবিষ্যতে প্রিয় মাতৃভূমির জন্য কিছু করতে চাই।

Sort:  
 2 years ago 

ভালোবাসার পূর্ণতা পায় হয়তো যখন জীবনে প্রিয় মানুষটিকে পাওয়া যায়

আপনি একদম ঠিক কথা বলেছেন ভাইয়া ভালোবাসার পূর্ণতা তখনই হয় যখন জীবনের সবথেকে প্রিয় মানুষটিকে পাওয়া যায়। আসলে ভালোবাসা ধনী গরিব কোটিপতি সব কিছু ঊর্ধ্বে যে কারোর সাথে যে কারোর ভালোবাসা হয়ে যেতে পারে।

আজকে আপনি আমাদের মাঝে লাভ বক্স নাটকের রিভিউ খুবই সুন্দরভাবে প্রদান করেছেন। এই নাটকের দ্বারা আমরা ভালবাসার একটি অনন্য কাহিনী দেখতে পাই।

 2 years ago 

আপনি একদম ঠিক ধরেছেন। ভালোবাসা আসলে উপর নিচ কিছুই মানে না। আপনাকে অসংখ্য ধন্যবাদ চমৎকার মন্তব্যের জন্য।

 2 years ago 

বাহ ভাইয়া আপনি খুব সুন্দর একটি নাটকের রিভিউ আমাদের মাঝে শেয়ার করেছেন।তাহসানের নাটক আমার খুবই ভালো লাগে।প্রিয় মানুষটিকে কাছে পেলেই ভালোবাসা পূর্ণতা পায়।আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাইয়া সুন্দর নাটকের রিভিউ টি আমাদের মাঝে শেয়ার করার জন্য।আপনার জন্য শুভেচ্ছা রইল।

 2 years ago 

জি আপু ঠিক বলেছেন। ভালোবাসার মানুষটিকে কাছে পেলেই ভালোবাসা পূর্ণতা পায়। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু

 2 years ago 

তাহসান আমার অনেক প্রিয় একজন গায়ক এবং এক্টর।তাহসানের লাভ বক্স নাটকটি আমি দেখেছি। বিশেষ করে সাবিলা নুর এর জন্যই নাটকটি আমার বেশি ভালো লেগেছে। কারণ সাবিলা নূর আমার খুবই প্রিয় একজন এক্টর। যাইহোক এত সুন্দর ভাবে লাভ বক্স নাটক এর রিভিউ আমাদের মাঝে পেশ করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ভাইয়া।

 2 years ago 

দুজনই ভালো এক্টর। আমার কাছে দুজনের অভিনয় ভালো লাগে। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই

 2 years ago 

অনেক সুন্দর একটি নাটকের রিভিউ শেয়ার করেছেন আপনি। আমি মাঝে মাঝে নাটক দেখি। কিন্তু অনেকদিন যাবত নাটক দেখা হচ্ছে না। আপনি আজ যে নাটকটি শেয়ার করলেন এটি দেখে আমার অনেক ভালো লাগলো তাই আমি সুযোগ করে দেখে নেব।

 2 years ago 

জি আপু সুযোগ করে দেখে নিয়েন নাটকটি। আশা করি উপভোগ করতে পারবেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু

 2 years ago 

সাবিলা নূর ও তাহসান খান আমার খুব পছন্দের অভিনেতা ও অভিনেত্রী। তাদের দুজনের অভিনয় দুর্দান্ত হয়। সাবিলা নূর বর্তমানে অনেক সুন্দর কাজ উপহার দিচ্ছে। নাটকটি আমার এখনো দেখা হয়নি রেটিং দেখে মনে হচ্ছে দেখতে হবে। ধন্যবাদ একটি রিভিউ শেয়ার করার জন্য।

 2 years ago 

জি আশা করি নাটকটি দেখলে আপনারা উপভোগ করতে পারবেন। আপনাকে ধন্যবাদ আপু

 2 years ago 

খুবই চমৎকার একটি নাটক রিভিউ আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন আপনার এই নাটক দেখে বোঝা যাচ্ছে নাটকটি আসলেই অনেক বেশি ভালো ছিল। যদিও নাটকটি এখন পর্যন্ত দেখা হয়নি তবে খুব শীঘ্রই দেখবো শেয়ার করার জন্য ধন্যবাদ।

 2 years ago 

জি ভাই নাটকটি চমৎকার ছিল। আপনাকে ধন্যবাদ চমৎকার মন্তব্যের জন্য।

অনেক সুন্দর ভাবে নাটকটির রিভিউ আমাদের মাঝে প্রকাশ করেছেন। এভাবে রিভিউ দিলে অনেকেই নাটক দেখার জন্য উৎসাহিত হবে। নাটকটি আমার দেখা হয়নি। তাহসান আমার প্রিয় একজন অভিনেতা। আপনার রিভিউ এর মাধ্যমে নাটকটি দেখার ইচ্ছে হচ্ছে। খুব শীঘ্রই নাটকটি দেখে ফেলব। ধন্যবাদ আপনাকে পোস্টটি করার জন্য। আপনার জন্য শুভকামনা রইল।

 2 years ago 

আমারও ভাই তাহসান প্রিয় একজন অভিনেতা। উনার সব নাটকই আমার কাছে ভালো লাগে। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া চমৎকার মন্তব্য করার জন্য।

Coin Marketplace

STEEM 0.29
TRX 0.13
JST 0.033
BTC 63175.14
ETH 3047.55
USDT 1.00
SBD 3.63