যাত্রী নাটক রিভিউ [১০% @shyfox ❤️]

20-04-2022

৭ বৈশাখ ,১৪২৯ বঙ্গাব্দ


আসসালামুআলাইকুম সবাইকে


কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি ভালো আছি। এই কয়েকদিন পরীক্ষার জন্য আপনাদের মাঝে আসতে পারেনি। পরীক্ষা শেষ! এখন থেকে ফ্রি বলা চলে এই একটা মাস মাথার উপর দিয়ে কি যে একটা প্রেসার গেছে বলে বুঝানো যাবেনা। যায়হোক রিফ্রেশমেন্ট এর জন্য একটি নাটক দেখলাম। নাটকটি সম্প্রতি মুক্তি পেয়েছে। তাই চলে এলাম আপনাদের সাথে নাটকের রিভিউ শেয়ার করার জন্য। নাটকের নাম হচ্ছে যাত্রী। মুক্তি হওয়ার পর থেকেই ভালোই সাড়া পাচ্ছে নাটকটটি। যায়হোক চলুন তাহলে শুরু করা যাক।

Screenshot_2022-04-20-21-28-11-07.jpg

ছবিঃইউটিউব থেকে নেয়া স্ক্রিনশট


নাটকের কিছু তথ্য


নামযাত্রী ।
রচনানাসরিন আক্তার।
পরিচালনাগিয়াস উদ্দিন সেলিম ।
প্রযোজকআবু শাহেদ ইমন ।
অভিনয়েচঞ্চল চৌধুরী, শ্যামল মাওলা, শাহেদ আলী, আহসানুল হক মিনু, হায়াতুজ্জামান খান হিমন, রমিসা নীলা, সুমন, সালমা আক্তার ।
মিউজিকআরাফাত মহসিন নিধি
দৈর্ঘ্য৩০ মিনিট।
ধরনড্রামা, সামাজিক ।
ভাষাবাংলা।
দেশবাংলাদেশ


কাহিনী সারসংক্ষেপ


Screenshot_2022-04-20-21-50-51-53.jpg

নাটকটি মূলত একজন মফৎস্বল থেকে উঠা আসা এক ছেলের গল্প। ছেলেটির নাম হচ্ছে মতি। ছোট বেলা থেকেই মা বাবাকে হারিয়েছে। অনেক টানা পোড়নের মধ্যে সে বড় হয়েছে। করোনাকালীন সময়ে মতি চাকরি খোঁজার জন্য ঢাকা শহরে আসে। একটি সিকিউরিটি কোম্পানির অধীনে সে গার্ডের চাকরি পায়। করোনাকালীন সময়ে একটি বাসার গার্ডের চাকরি পায়। তো তার ব্যবহারের জন্য বাসার সবাই অনেক ভালোবাসে। বাসার ফ্লাটের সদস্যরা মতির মাধ্যমে বাজার করিয়ে থাকে।

Screenshot_2022-04-20-21-52-02-36.jpg

আর করোনার মধ্যে বাজার করাটাও রিস্ক! কিন্তু কি আর করা দায়িত্ব যখন দেয়া হয়েছে সেটা তো পূরণ করতে হবে। কয়েকদিন যাওয়ার পর তার শরীরের জ্বর আসে। তখন বাসার আরেক কেয়ারটেকার সুমন দেখতে পায় মতি জ্বরে কাপঁছে। সুমন দেখে বুঝে যে করোনা হয়েছে। তখন সুমন বাসার মালিককে জানায়। বাসার মালিক তখন ইমার্জেন্সি এ্যাম্বুলেন্স নিয়ে আসতে বলে। কিন্তু বাসার মালিক হিসেবে তার মানবিক দায়িত্ব ছিল মতিকে হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসা করানো। কিন্তু সেটা করেনি!

Screenshot_2022-04-20-21-53-37-13.jpg

তার পরেরদিন কোম্পানির পক্ষ থেকে এ্যাম্বুলেন্স পাঠানো হয় মতিকে হাসপাতালে চিকিৎসা দেয়ার জন্য। কিন্তু ঢাকা শহরে বেশিরভাগ হসপিটাল তখন করোনার রোগীতে ফিল আপ! সিট বুকিং করার জন্য টাকাও দিয়ে রাখা হয়। ফাইনালি একটি হাসপাতালে সিট খালি পাবে। কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয় আগামীকাল সকালে নিয়ে আসার জন্য। এদিকে মতির অবস্থাও খারাপ হতে থাকে। রাতে মতিকে বাসায় নিয়ে যাওয়ার সময় দেখতে তার বদলে নতুন গার্ড লোক দেয়া হয়েছে। মতিকে কোনোভাবেই ভিতরে আসতে দেয়নি। তারপর মতি বাধ্যহয়ে রাস্তার পাশে শুয়ে থাকে। এ্যাম্বুলেন্স এর গাড়ির ড্রাইভার তখন মতিকে এভাবে রেখে যেতে পারেনি। মতিকে তার বাড়িতে নিয়ে যাওয়া হয়। কিন্তু পরেরদিন মতি চিকিৎসা না পেয়েই মৃত্যুবরণ করে।

Screenshot_2022-04-20-21-54-29-00.jpg

এদিকে মতি যে বাসায় গার্ডের কাজ করতো সে বাসায় তার রুমে একটি মেয়েকে দেখতে পায় সুমন। মেয়েটিকে সুমন চিনেনা। মতির এলাকার লোক এজন্য এখানে এসেছিল। কিন্তু বাসার মালিক তা জানতো না। সুমন তখন বাসার মালিককে বিষয়টি বলে। মেয়েটি তখন বলে সে মতির এলাকা থেকে এসেছে। আর এ্যাম্বুলেন্স এর ড্রাইভার এর নাম্বার দিয়ে যোগাযোগ করতে বলেছে। তখন মেয়েটি এ্যাম্বুলেন্স ড্রাইভার এস সাথে যোগাযোগ করে এবং সে জানতে পায় মতি আর নেই! এভাবেই নাটকটি সমাপ্তি ঘটে।


নাটকটি থেকে শিক্ষা


আমাদের দেশে এখনও এভাবে চিকিৎসার অভাবে মানুষ মারা যায়। মতি যেন তার দৃষ্টান্ত। ঢাকা শহরে এমন অনেক বাড়িওয়ালা থাকে যারা তাদের কর্মীদের সাথে সহানুভূতিশীল আচরণ করেনা। নাটকটি থেকে আমাদের শিক্ষা নেয়া উচিত।


ব্যক্তিগত মতামত


ব্যক্তিগতভাবে আমি চঞ্চল চৌধুরীর নাটক ও ফিল্ম দুটোই দেখতে পছন্দ করি। একদম সাবলীল অভিনয় তার মাঝে দেখা যায়। বাংলাদেশে করোনাকালীন সময়ে এমন অনেক ঘটনাই ঘটেছে। গল্পের মতির মতো চিকিৎসার অভাবে মারা যেতে দেখা গেছে। পরিচালক বর্তমান সময়ের আলোকে ভালো একটি নাটক নির্মাণ করেছেন।

ব্যক্তিগত রেটিং


৮/১০


নাটকটির লিংক


সবগুলো ছবির স্ক্রিনশট এখান থেকে নেয়া


আশা করি নাটকটি আপনাদের কাছে ভালো লাগবে। নাটকটি দেখে না থাকলে লিংকে প্রবেশ করে দেখতে পারেন। আমি চেষ্টা করেছি মূল কাহিনীটা শেয়ার করার জন্য। আশা করি বুঝেছেন। সকলের সু্স্থ্যতা ও দীর্ঘায়ু কামনা করে আজকের মতো এখানেই শেষ করছি।


ধন্যবাদ

WhatsApp Image 2021-12-23 at 19.46.54.jpeg



আমি কে?

IMG20210908180509.jpg

আমার নাম হায়দার ইমতিয়াজ উদ্দিন রাকিব। সবাই আমাকে ইমতিয়াজ নামেই চিনে। পেশায় আমি একজন ছাত্র। নিজেকে সবসময় সাধারণ মনে করি। অন্যের মতামতকে গুরুত্ব দেয় এবং তা মেনে চলার চেষ্টা করি। বাংলা ভাষায় নিজের অভিমত প্রকাশ করতে ভালো লাগে। তাছাড়া ফটোগ্রাফি,ব্লগিং,কুকিং,রিভিউ,ডাই ইত্যাদি করতে ভালো লাগে। অসহায় মানুষদের পাশে দাঁড়াতে ভালো লাগে। বাংলাদেশে জন্মগ্রহণ করতে পেরে নিজেকে ধন্য মনে করি। ভবিষ্যতে প্রিয় মাতৃভূমির জন্য কিছু করতে চাই।

Sort:  
 2 years ago 
 2 years ago (edited)

আজ বিকেলে নাটকটি দেখেছি। আর এখন নাটকটির রিভিউ পড়ে বেশ ভালো লাগছে। নাটকটিতে করোনাকালীন সময়ের উপর ভিত্তি করে নির্মাণ করা হয়েছে। তবে অসমাপ্ত অবস্থায় নাটকটি শেষ করে দেয়া হয়েছে। শেষের দিকে জানানো হয়নি মেয়েটি আসলে কে।

 2 years ago 

জি ভাইয়া ঠিক বলেছেন। নাটকের শেষে মেয়েটির পরিচয় জানা যায়নি। একটা রহস্য যেন থেকেই গিয়েছিল। আপনাকে অনেক ধন্যবাদ ভাইয়া

 2 years ago 

এই নাটকটি করোনা কালিন সময়ের। নাটকটি আমি সম্পূর্ণ দেখেছি। আপনার নাটকের রিভিউ দেখে ভালো লাগলো। আপনার এই নাটকটি শেষ পর্যন্ত দেখা যায় কিন্তু মেয়েটা কে এখানে বলে নি।এই পোস্টটি আমাদের মাঝে শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ ও অভিনন্দন জানাই।

 2 years ago 

হুম ঠিক ধরেছেন শেষ মুহূর্তে মেয়েটি তার পরিচয় দেয়নি তবে যতদূর জানা গেছে মেয়েটি মতির এলাকা থেকে এসেছিল।

 2 years ago 

রিভিউ দেখে বুঝা যাচ্ছে নাটকটি খুবই ভালো হইছে বলা যেতে পারে সামাজিক নাটক।সময় করে দেখে নিব।ভালো একটি রিভিউ দিছেন

ঢাকা শহরে এমন অনেক বাড়িওয়ালা থাকে যারা তাদের কর্মীদের সাথে সহানুভূতিশীল আচরণ করেনা।

অনেক অনেক আছে তারা মনে মনে ভাবে আমরা অনেক কিছু হয়ে গেছি।ধন্যবাদ সুন্দর রিভিউ দিছেন

 2 years ago 

হ্যা ভাইয়া নাটকটি দেখলে উপভোগ করতে পারবেন আশা করি। আপনাকে ধন্যবাদ

 2 years ago 

বাংলাদেশের মধ্যে সবচেয়ে প্রিয় অভিনেতা হলো আমার চঞ্চল চৌধুরী। উনার অভিনয় আমাকে এতটাই ভাল লাগে যে শুধু মুগ্ধ হয়ে তাকিয়ে থাকি। কিন্তু দুর্ভাগ্য এখন পর্যন্ত এই নাটকটি দেখা হয়নি। আপনার সুন্দর হিরো দেখে ভালো লাগলো, অবশ্যই চেষ্টা করব নাটকটি দেখার।

 2 years ago 

নাটকটি দেখবেন আশা করি ভাই
অনেক ভালো লাগবে আপনার কাছে।

সমাজে কিছু উচু মহলের বিত্তবান মানুষ আছে যারা শ্রমজীবী মানুষদের শুধুমাত্র তাদের নিজের প্রয়োজনে ব্যবহার করে। নাটকটি আমি দেখেছি কিন্তু নাটকটি শেষ হয়েও হইল না শেষ কারণ মেয়েটির পরিচয় প্রকাশ করেনি। আর আজকে তার রিভিউ দেখে ভালো লাগলো। নাটকটির রিভিউ দেওয়ার জন্য ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

হুম আপু ঠিক বলেছেন। মেয়েটির পরিচয় যতদূর জানা গেছে মতির এলাকা থেকে এসেছিল, তার বাবা মা ও নেই। আপনাকে ধন্যবাদ

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.15
JST 0.029
BTC 56477.82
ETH 2390.38
USDT 1.00
SBD 2.33