বৃষ্টিবিলাসী ঈদ-উল-ফিতর উদযাপন

in আমার বাংলা ব্লগ3 years ago

03-05-2022

২০ বৈশাখ ,১৪২৯ বঙ্গাব্দ


আসসালামুআলাইকুম সবাইকে



শুরুতেই সবাইকে পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা। আশা করছি আজকের দিনটি সবাই আনন্দে উদযাপন করতে পেরেছেন। তবে আজকে সকাল থেকেই বৃষ্টি ছিল। এজন্য একটু মন খারাপ হচ্ছিল। বৃষ্টির দিনে কিভাবে মসজিদে নামাজ পরতে যাবো সেটাই ভাবতেছিলাম।

IMG20220503105330.jpg

ঈদের আগের রাতে আমি সারারাত প্রায় সজাগ ছিল। কয়েকবার ঘুমানোর চেষ্টা করার পরেও ঘুম আর আসছিল না। ডিস্কর্ড এ কয়েকভার প্রবেশ করে দেখলাম কেউ আছে কিনা। শুভ ভাইয়া তখন এক্টিভ ছিল। তো বেশিক্ষণ থাকেনি ডিস্কর্ড এ। তারপর ইউটিউব এ দেখলাম আবহাওয়া অফিস থেকে বলা হচ্ছিল ঈদের দিনে বৃষ্টি থাকতে পারে। তো যে কথা সেই কাজ! সকাল থেকেই আকাশ ঘন কালো মেঘে ঢেকে ছিল। করোনার পর থেকে আমাদের এখানে ঈদের জামাত আমাদের প্রধান ঈদগাহে হয়না । প্রত্যেক মসজিদে মসজিদে ঈদের জামাত আদায় করা হয়। তো আমাদের বাড়ি থেকে মসজিদ কাছেই ছিল। সকাল থেকেই মাইক দিয়ে বলে দিয়েছিল ঈদের জামাত সকাল ৯:৩০ টায় অনুষ্ঠিত হবে। তো সারারাত সজাগ থাকার পর চোখ থেকে যেন ঘুম সরতেই ছিল না। আম্মা সকাল থেকে ডাকাডাকি করা শুরু করে দিয়েছিল। আর রোযার শেষে অনেকদিন পর সকাল সকাল কিছু খাবো এটা ভেবেই কেমন ফিল হচ্ছিল।

IMG20220503092303.jpgIMG20220503091516.jpg

তো আম্মা সকালে উঠেই সেমাই,পিঠা রান্না করে ফেলে। ঈদের নামাজের আগে হালকা মিষ্টি খেয়ে মাঠে নামাজ পড়তে যাওয়া সুন্নত। তো সকাল ৮:৩০ টার দিকে গোসলের কাজ সেরে নেয়। গোসলের কাজ সেরে নতুন পাঞ্জাবী আর পায়জামা পরে রেডি হয়ে পড়ি। এদিকে এক প্লেট সেমাই ভাজা পিঠা দিয়ে খেলুম। কিন্তু বৃষ্টি তো কোনোভাবেই থামছে না বাহিরে। এদিকে আমাকে রেখে আমার বাবাও চলে যায় মসজিদে নামাজ পড়তে । তারপর আমি আম্মাকে সালাম করে নিলাম। আম্মা সালামি হিসেবে আমাকে ১০০ টাকা দিলো। ঈদের দিনে মায়ের কাছ থেকে সালামি পেয়েই ভালো লাগছিল। আম্মা তারপর দোয়া করে দেয় 😍 । তারপর এদিকে বৃষ্টি পড়া কিছুটা কমেছিল। তো জায়নামাজ নিয়ে বেরিয়ে পড়ি ঈদের নামাজ পড়ার উদ্দেশ্যে। মসজিদ যেহেতু কাছেই ছিল তো হেটেঁ যেতে বেশিক্ষণ লাগেনি। তো মসজিদে গিয়ে হুজুরের কিছু গুরুত্বপূর্ণ কথা শুনলাম।

IMG20220503105356.jpg

তারপর যথাসময়ে নামাজ অনুষ্ঠিত হয়। নামাজ শেষ হয়ে গেলে দেখলাম বাহিরে তখনও বৃষ্টি পড়ছে। এবার যেন আরও বেশি বৃষ্টি হচ্ছে। তো মসজিদের ভিতরে বন্ধুদের সাথে দেখা হয়ে গিয়েছিল। তাদের সাথে কিছুক্ষণ কুশল বিনিময় করে নিলাম এবং ঈদের দাওয়াত দিলাম। তারপর দেখলাম এবার ঝিরঝিরিয়ে বৃষ্টি পড়ছে। ভাবলাম এবার বাড়িতে যাওয়া যাবে। তো জায়নামাজ মাথায় দিয়ে বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। বাড়িতে পৌঁছে গেলাম খুব তাড়াতাড়ি । তবে নতুন পাঞ্জাবীর এক পাশ যেন ভিজে একাকার হয়ে গিয়েছিল। বাড়িতে দেখি আম্মা তেহেরী রান্না করেছে। তো তেহেরী আমার প্রিয়। আর দেড়ি না করে হাত পা ধুয়ে বসে পড়লাম খেতে। খাওয়া-দাওয়া শেষ করে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে নিলাম। তো বিকালে প্লেন ছিল বন্ধুদের সাথে ঘুরতে বের হবো। কিন্তু তার আর হলো কই! বৃষ্টি যে থামছেই না। তার মাঝে আবার একবার রোদ এসে উকিঁ দিয়ে চলে যায়। তার কিছুক্ষণ পরেই আবারো আকাশ যেন ঘন কালো হয়ে যায়। শুরু হলো টিপ টিপ বৃষ্টি। তো বাইরে যাওয়ার প্লেন বাদ দিলাম। এজন্য একটা ফ্রেশ ঘুম দিয়ে দিলাম বিকালে। ঘুম থেকে উঠে অবশ্য দেখি আকাশে মেঘ জমে নেই। কিন্তু এখন বাহিরে কোথায় যাবো। তো বৃষ্টির সঙ্গে নিয়েই ঈদের দিনটিই কেটে গেল।

DeviceOppo A12
Photographer@haideremtiaz
LocationNandail

আশা করি আপনারা ভালোভাবেই ঈদ উদযাপন করেছেন। ঈদ আপনাদের মাঝে আবার বয়ে আনুক শান্তি ও সম্প্রতি এটাই কামনা করছি। আবারো সকলকে ঈদের শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিলাম। আপনাদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি।

ঈদ মোবারক



WhatsApp Image 2021-12-23 at 19.46.54.jpeg



আমি কে?

IMG20210908180509.jpg

আমার নাম হায়দার ইমতিয়াজ উদ্দিন রাকিব। সবাই আমাকে ইমতিয়াজ নামেই চিনে। পেশায় আমি একজন ছাত্র। নিজেকে সবসময় সাধারণ মনে করি। অন্যের মতামতকে গুরুত্ব দেয় এবং তা মেনে চলার চেষ্টা করি। বাংলা ভাষায় নিজের অভিমত প্রকাশ করতে ভালো লাগে। তাছাড়া ফটোগ্রাফি,ব্লগিং,কুকিং,রিভিউ,ডাই ইত্যাদি করতে ভালো লাগে। অসহায় মানুষদের পাশে দাঁড়াতে ভালো লাগে। বাংলাদেশে জন্মগ্রহণ করতে পেরে নিজেকে ধন্য মনে করি। ভবিষ্যতে প্রিয় মাতৃভূমির জন্য কিছু করতে চাই।

Sort:  
 3 years ago 

ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানাই, ঈদ মোবারক

খুব সুন্দর ভাবে ঈদ আনন্দ উদযাপন করছেন জেনে খুব ভালো লাগলো। প্রিয়জনদের সাথে খুব সুন্দর ঈদের আনন্দ উপভোগ করুন এ আশাবাদ ব্যক্ত করছি, ধন্যবাদ।

 3 years ago 

আপনাকেও ঈদের শুভেচ্ছা ভাইয়া। ঈদ মেবারক 😍

 3 years ago 

আমিও ভাই ভিজে ভিজে ঈদের নামাজ পড়তে গিয়েছিলাম। তবে আমাদের নামাজ পড়তে হইছে মসজিদে। আসলে বৃষ্টির জন্য মাঠে পড়া সম্ভব হয় নাই। আপনার অনুভূতি পড়ে ভালো লাগলো।

 3 years ago 

শুরুতেই আপনাকে ঈদের শুভেচ্ছা জানাই ঈদ মোবারক। আমাদের ময়মনসিংহ অঞ্চলের প্রধান ঐতিহ্য হচ্ছে সকালবেলা এ ধরনের হাতে তৈরি পিঠা এবং সেমাই খেয়ে ঈদের নামাজ পড়তে যাওয়া। আমি যদিও এবার ঈদে ময়মনসিংহে নাই তারপরও সকালবেলায় আমার শ্বশুরবাড়িতে ঠিক এ ধরনের সেমাই এবং পিঠার আয়োজন হয়েছিল। তবে আমাদের সৌভাগ্য হলো আমরা ঈদের নামাজ পড়ে আসার ঠিক পরপরই প্রচন্ড ঝড় বৃষ্টি শুরু হয়ে যায় ‌ অর্থাৎ আমরা ঈদের নামাজ সঠিকভাবে পড়তে পেরেছি। যাক আপনার ঈদ পরিক্রমার কথা শুনে আলহামদুলিল্লাহ ভালো লাগলো।

 3 years ago 

জি ভাইয়া আপনি ঠিক বলেছেন । ময়মনসিংহ এর ঐতিহ্য বলা চলে। তবে ঈদে বৃষ্টির জন্য বেগ পোহাতে হয়েছে। সবমিলিয়ে আলহামদুলিল্লাহ ভালোই কেটেছে ঈদ। 😍😍

 3 years ago 
 3 years ago 

ঈদের জামাত ঈদগাহ মাঠে আদায় করতে বেশি ভালো লাগে। মসজিদে মসজিদে ঈদের জামাত আদায় করলে কেমন যেন মনে হয় ঈদের আমেজ অনেকটাই কমে যায়। করোনাকালীন মহামারীর সময় দুইটা বছর আমরা মসজিদে ঈদের জামাত আদায় করেছি। কিন্তু আল্লাহর রহমতে আজকে আবহাওয়ার পরিষ্কার থাকার কারণে ঈদের জামাত মাঠে আদায় করতে পেরেছি। সব মিলিয়ে অনেক ভালো একটা অনুভূতি ছিল। আপনি মসজিদে ঈদের জামাত আদায় করছেন শুনে একটু খারাপ লাগলো। তার পরেও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পেরেছেন তার জন্য আলহামদুলিল্লাহ। ধন্যবাদ আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

হ্যাঁ এবারের ঈদ বৃষ্টি বিলাস এর মাধ্যমে অনুষ্ঠিত হয়ে গেল। প্রত্যেকটা জায়গায় খুব বেশি বৃষ্টি হয়েছে যে কারণে একটু সমস্যার সৃষ্টি হয়েছে। আমরা ঈদগাহে গিয়ে খোলা আকাশের নিচে ঈদের নামাজ আদায় করতে পারেনি। মসজিদেই পরেছি সবার ক্ষেত্রে একই অবস্থা।

 3 years ago 

ঈদের দিন বৃষ্টি হওয়ার কারণে আমার বেশ ভাল লেগেছে। সেই লেভেলের একটি ঘুম দিয়েছি আমি। দীর্ঘ সময় ঘুমিয়ে কাটিয়েছি ঈদের দিন। আপনার পোস্ট আমার কাছে ভীষণ ভালো লেগেছে। শুভকামনা রইল আপনার জন্য।

 3 years ago 

খুবই ভাল লেগেছে আপনার এত সুন্দর ঈদের পোস্ট পড়ে। আপনার এই পোস্ট মোটামুটি ভালো লেগেছে তাই সাথে সাথে ভোট দিয়ে দিলাম। আশা করি যে প্রতিনিয়ত এমন সুন্দর সুন্দর পোস্ট এই ভাবে আমাদের মাঝে শেয়ার করবেন।

 3 years ago 

হাহাহা ভাই ভোট দেয়ার জন্য ধন্যবাদ আপনাকে। আপনাকে ঈদের শুভেচ্ছা ভাই

 3 years ago 

আসলে ভাই প্রায় এলাকায় এরকম আমরা মসজিদে নামাজ পড়েছি। খারাপ লাগারই কথা কারণ আসলে এক বছর পর একটা ঈদের নামাজ আসে।তবে আন্টির কাছ থেকে 100 টাকা সালামি নিয়েছেন শুনে ভালোই লাগলো। খুব সুন্দর করে ঈদের দিনের সব কিছুর বর্ণনা আমাদের সামনে তুলে ধরেছেন। নামাজের কিছু ফটোগ্রাফি সেমাই খাওয়ার কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন। যা দেখে ভালো লাগলো ভাই। ঈদের দিনের আনন্দঘন মুহূর্ত তাকে আমাদের মাঝে শেয়ার করেছেন আপনাকে অনেক ধন্যবাদ। শুভকামনা রইল আপনার জন্য।

 3 years ago 

হ্যা ভাই আপনি ঠিক বলেছেন। করোনার লাগার পর থেকে ঈদগাহে নামাজ পড়া হয়না । মসজিদে নামাজ পড়া হয়ে থাকে। আপনাকে ঈদের শুভেচ্ছা ভাই 🧡

 3 years ago 

ঈদ মোবারক ভাইয়া।
বৃষ্টির কারণে আমাদের এলাকায় বেশ কয়েকটি মসজিদে ঈদের সালাত আদায় করা হয়েছে তবে আমরা ঈদগাহে সালাত আদায় করেছিলাম।
ঈদের দিনের অনুভূতি শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

ঈদ মোবারক ভাইয়া আপনাকেও। ঈদগাহে নামাজ আদায় করতে পারেনি ভাইয়া বৃষ্টির কারণে। তবে মসজিদ কাছে ছিল এজন্য অসুবিধা হয়নি।

Coin Marketplace

STEEM 0.24
TRX 0.25
JST 0.039
BTC 93333.46
ETH 3336.69
USDT 1.00
SBD 3.26