ঝাল ঝাল পাপ্পন ভাজা[১০% লাজুক খ্যাকের জন্য ]

in আমার বাংলা ব্লগ2 years ago

01-01-2022

১৭ মাঘ,১৪২৮ বঙ্গাব্দ


আসসালামুআলাইকুম সবাইকে

কে
মন আছেন সবাই আশা করি আপনারা সবাই অনেক ভাল আছেন । আমি আলহামদুলিল্লাহ ভালো আছি । তো আজকে চলে এলাম আপনাদের মাঝে আরেকটি রেসিপি নিয়ে । এটি খুবই সহজ এবং মুখরোচক একটি রেসিপি । খুব সহজে এটি তৈরি করে ফেলা যায় । আমরা সাধারণত যাত্রাপথে পাপ্পন ভাজা বা বিভিন্ন উৎসবে খেয়ে থাকি । মাঝে মাঝে বিকালে পাপ্পন ভাজা খেতে ভালো লাগে । পাপন ভাজা সাধারণত এক প্যাকেট ১০ টাকা হিসেবে বিক্রি করা হয় বাহিরে । কিন্তু আপনি চাইলেই বাসায় বসে মাত্র পাঁচ মিনিটেই আপনি তৈরি করে ফেলতে পারবেন খুব সহজেই । তো চলে এলাম আপনাদের সাথে রেসিপিটি ভাগ করে নেওয়ার জন্য আশা করি খুব সহজেই তৈরি করে পাপ্পন ভাজা আপনাদের কাছে ভাল লাগবে । চলুন তাহলে শুরু করা যাক ।।

ঝাল ঝাল পাপ্পন ভাজা
খেতে মজা

WhatsApp Image 2022-02-01 at 20.38.35.jpeg

প্রয়োজনীয় উপকরণ
উপাদানপরিমাণ
ভুট্টা৫০ গ্রাম
মরিচের গুঁড়োআধা চামচ
লবণআধা চামচ
তেলপরিমাণমতো

রন্ধনপ্রক্রিয়ার কাজ চলছে
ধাপঃ০১

IMG20220128123859.jpg

প্রথমেই কিছু ভুট্টা নিয়ে নিলাম ।

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iNzq2MSXKSji21JRspt4nqpkXPR5ea7deLzvmJtuzVBwdLJUpBqtgAZ5gHtHPbayD2jR3CWqjkJ.png

ধাপঃ০২

IMG20220128123848.jpg

তারপর একটি কড়াই বসিয়ে দিলাম চুলার উপরে । তারপর পরিমাণমতো তেল দিয়ে দিলাম সেখানে

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iNzq2MSXKSji21JRspt4nqpkXPR5ea7deLzvmJtuzVBwdLJUpBqtgAZ5gHtHPbayD2jR3CWqjkJ.png

ধাপঃ০ ৩

IMG20220128123955.jpg

তারপর ভুট্টাগুলো সেখান দিয়ে দিলাম এবং আধা চামচ লবণ ও সাথে দিয়ে দিলাম

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iNzq2MSXKSji21JRspt4nqpkXPR5ea7deLzvmJtuzVBwdLJUpBqttgAZ5gHtHPbayD2jR3CWqjkJ.png

ধাপঃ০৪

IMG20220128124031.jpg

তারপর চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম লবণ ভুট্টার সাথে ।

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iNzq2MSXKSji21JRspt4nqpkXPR5ea7deLzvmJtuzVBwdLJUpBqtgAZ5gHtHPbayD2jR3CWqjkJ.png

ধাপঃ০৫

IMG20220128124059.jpg

তারপর একটু ঝাল ঝাল লাগার জন্য আধা চামচ মরিচের গুঁড়ো দিয়ে দিলাম

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iNzq2MSXKSji21JRspt4nqpkXPR5ea7deLzvmJtuzVBwdLJUpBqtgAZ5gHtHPbayD2jR3CWqjkJ.png

ধাপঃ০৬

IMG20220128124137.jpg

তারপর তেল গরম হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম ।

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iNzq2MSXKSji21JRspt4nqpkXPR5ea7deLzvmJtuzVBwdLJUpBqtgAZ5gHtHPbayD2jR3CWqjkJ.png

ধাপঃ০৭

IMG20220128124217.jpg

তারপর এভাবে ঢাকনা দিয়ে দুই মিনিটের মত রেখে দিলাম ।

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iNzq2MSXKSji21JRspt4nqpkXPR5ea7deLzvmJtuzVBwdLJUpBqtgAZ5gHtHPbayD2jR3CWqjkJ.png

ধাপঃ০৮

IMG20220128124229.jpg

তার পর ঢাকনা সরিয়ে নিয়ে দেখা যাবে ভুট্টা ভাজা হয়ে গেছে

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iNzq2MSXKSji21JRspt4nqpkXPR5ea7deLzvmJtuzVBwdLJUpBqtgAZ5gHtHPbayD2jR3CWqjkJ.png

ধাপঃ০৯

IMG20220128124329.jpg

তারপর একটা প্লেটে পরিবেশন করে নিলাম । ব্যাস! হয়ে গেল খুব সহজেই পাপ্পন ভাজা ।

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iNzq2MSXKSji21JRspt4nqpkXPR5ea7deLzvmJtuzVBwdLJUpBqtgAZ5gHtHPbayD2jR3CWqjkJ.png

চূড়ান্তধাপ

IMG20220128124347.jpg

ছবিঃঝাল ঝাল পাপ্পন ভাজা নিয়ে আমি

ছবির বিবরণ
বিষয়ঝাল ঝাল পাপ্পন ভাজা ।
ডিভাইসoppo A12
ফটোগ্রাফার@haideremtiaz
লোকেশনw3w

রেসিপিটি সহজ হলেও আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে । বাসায় একদিন এভাবেই তৈরি হয়ে খেয়ে দেখবেন আশা করি আপনাদের কাছে ভালো লাগবে । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন । সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকের মত এখানেই শেষ করছি ।


আল্লাহ হাফেজ

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iNzq2MSXKSji21JRspt4nqpkXPR5ea7deLzvmJtuzVBwdLJUpBqtgAZ5gHtHPbayD2jR3CWqjkJ.png

ধন্যবাদ

WhatsApp Image 2021-12-23 at 19.46.54.jpeg



আমি কে?

IMG20210908180509.jpg

আমার নাম হায়দার ইমতিয়াজ উদ্দিন রাকিব। সবাই আমাকে ইমতিয়াজ নামেই চিনে। পেশায় আমি একজন ছাত্র। নিজেকে সবসময় সাধারণ মনে করি। অন্যের মতামতকে গুরুত্ব দেয় এবং তা মেনে চলার চেষ্টা করি। বাংলা ভাষায় নিজের অভিমত প্রকাশ করতে ভালো লাগে। তাছাড়া ফটোগ্রাফি,ব্লগিং,কুকিং,রিভিউ,ডাই ইত্যাদি করতে ভালো লাগে। অসহায় মানুষদের পাশে দাঁড়াতে ভালো লাগে। বাংলাদেশে জন্মগ্রহণ করতে পেরে নিজেকে ধন্য মনে করি। ভবিষ্যতে প্রিয় মাতৃভূমির জন্য কিছু করতে চাই।

Sort:  
 2 years ago 

আপনি অনেক মজাদার এবং লোভনীয় একটি ঝাল ঝাল পপকন ভাজার অনেক মজাদার এবং লোভনীয় একটি রেসিপি আমাদের সকলের মাঝে অনেক চমৎকার ভাবে উপস্থাপন করেছেন। পপকন ভাজা বরাবরই আমার কাছে অনেক বেশি ভালো লাগে আপনার এই রেসিপিটি দেখে সত্যিই আমার জিভে জল এসে। ধন্যবাদ আপনাকে এরকম একটি পপকন ভাজার রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

ধন্যবাদ ভাইয়া আপনাকে

 2 years ago 

পপকন ভাজা আমার খুব পছন্দের।।
সামনে দোকান পেলে আর রেহাই নাই।। খেতেই হবে 😋😋😋
দেখে তো লোভ সামলানো মুশকিল 😋

 2 years ago 

হাহাহা ভাই ঠিকই বলেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ

 2 years ago 

বাহ বেশ ভালই পাপকন তৈরি করতে পারেন দেখি আপনি। পাপন খেতে বেশ ভালোই লাগে বিশেষ করে মুভি দেখার সময়। যাই হোক অনেক সুন্দর ছিল আপনার ঝাল পপকন বানানোর প্রক্রিয়া।

 2 years ago 

ধন্যবাদ ভাই আপনাকে

 2 years ago 
  • এটাকে আমরা খৈইও বলে থাকি। এগুলো সাধারণত হালকা মিষ্টি হয় তবে এখন ঝাল পপকন ও পাওয়া যায়। ঝাল পপকন টা আমি বাইরে খেয়েছি বেশ ভালো লাগে আমার কাছে। তবে এটা বাসায় তৈরি করে রীতিমতো তাক লাগিয়ে দিয়েছেন আপনি। বেশ সুন্দর ছিল আপনার পদ্ধতি টা। ধন্যবাদ আমাদের সাথে শেয়ার করার জন্য।।
 2 years ago 

আপনাকেও ধন্যবাদ সুন্দর একটি মন্তব্য করার জন্য।

 2 years ago 

পপকন খেতে আমি অনেক ভালোবাসি এটি আমার অনেক প্রিয় একটি রেসিপি বিশেষ করে মুভি দেখতে দেখতে এটি খেতে আমি সবচেয়ে বেশি পছন্দ করি । আপনার তৈরি করা পপকন রেসিপি টা মনে হচ্ছে খুবই সুস্বাদু হয়েছে। দেখতে অনেক লোভনীয় লাগছে ।ধন্যবাদ আপনাকে এমন সুস্বাদু রেসিপি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

আপনাকে ধন্যবাদ ভাই সুন্দর মন্তব্য করার জন্য।

 2 years ago 

এটাকে আমরা ভুট্টার খৈই বলি।অসাধারন সুস্বাদু খেতে এটা।দারুন রেসিপি উপস্থাপন করেছেন আপনি শুভ কামনা রইলো।

 2 years ago 

ধন্যবাদ আপনাকে

 2 years ago 

ঝাল পাপ্পন ভাজা একটি চমৎকার লাগছে ব্যাপার টা। তাই দেখতে আসলাম। পাপ্পন এমনি খাইতেই সেই মজা লাগে। তার উপর ঝাল দিয়ে কত্তো না মজা হয়েছে কে জানে। দেখতে হবে একদিন বাসায় চেস্টা করে। বানানোর প্রসেস সহজ ই লাগলো। ধন্যবাদ ভাই এমন রেসিপি শেয়ার করার জন্য।

 2 years ago 

হুম ভাই একদিন বাসায় চেষ্টা করে দোখবেন খেতে ভালোই লাগবে।

আপনি খুব সহজভাবে জোয়ার ভেজে দেখালেন। আমিও ট্রাই করে দেখব।সুন্দর ধারনা।

 2 years ago 

ধন্যবাদ ভাই আপনাকে

পপকন খেতে ভালো লাগে। তবে কখনো এভাবে বাড়িতে তৈরি করে খায়নি। সব সময় বাজারে কিনে খেয়েছি। বাড়িতে তৈরি পপকন এর স্বাদ কখনো উপভোগ করি নি। সময় পেলে অবশ্যই বাড়িতে আপনার মত করে নিজের হাতে পপকন তৈরি করে খাব ইনশাআল্লাহ। আপনাকে অনেক ধন্যবাদ জানাই ভাইয়া

 2 years ago 

জি বাড়িতে তৈরি করে একবার খেয়ে দেখবেন আশা করি ভালো লাগবে।

Coin Marketplace

STEEM 0.23
TRX 0.12
JST 0.029
BTC 66705.81
ETH 3626.46
USDT 1.00
SBD 2.93