২য় টি-টোয়েন্টি ম্যাচ || পাকিস্তান বনাম নিউজিল্যান্ড

in আমার বাংলা ব্লগ6 months ago

15-01-2024

০২ মাঘ , ১৪৩০ বঙ্গাব্দ


আসসালামুআলাইকুম সবাইকে


কেমন আছেন সবাই? আবারো হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে। তো আপনারা যারা আমার পোস্ট নিয়মিত পড়ে থাকেন তারা নিশ্চয় দেখে থাকেন আমি নিয়মিত আপনাদের সাথে খেলা বিষয়ক পোস্ট শেয়ার করে থাকি। তো আজকে চলে এলাম আপনাদের সাথে খেলা নিয়েই আলোচনা করতে। আপনারা জানেন যে নিউজিল্যান্ড ও পাকিস্তানের মধ্যকার টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ চলছে। আবার এদিকে ভারত ও আফগানিস্তানের খেলাও শুরু হয়েছে দেখলাম। তবে সেগুলো নিয়েও আপনাদের সাথে আলোচনা করবো। তো গতকাল ২য় টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হয় সেডন পার্ক স্টেডিয়ামে। আগের ম্যাচ পাকিস্তান হেরেছিল। সে হিসেবে নিউজিল্যান্ড এক ম্যাচ জিতে এগিয়ে আছে।

Screenshot_2024-01-15-12-11-28-61.jpg

তো গতকাল পাকিস্তান সেইম ভুল আবার করেছে! আগের ম্যাচে টসে জিতে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছিল। কাল দেখলাম আবারো সেই একই ভুল করলো। নিউজিল্যান্ড এমনিতেই তাদের নিজেদের মাটিতে ভালো খেলে। তাদেরকে আটকানো এতো সহজও না। তবে পাকিস্তান হয়তো প্লেন করেছিল অল্প রানের মাঝেই নিউজিল্যান্ড টিমকে আটকে ফেলা। তো ব্যাটিং এ নামে ফিন এলেন ও কনওয়ে। আগের ম্যাচে কনওয়ে কোনে রান পায়নি। গতকাল শুরুটা ভালোই করেছিল দুজন মিলে। কনওয়ে ঠান্ডা মাথার একজন প্লেয়ার। টি-টোয়েন্টি থেকে শুরু করে টেস্ট সব জায়গায় ভালো খেলে। তো প্রথম পাচঁ ওভারে নিউজিল্যান্ড ভালো ব্যাটিং করে। বিশেষ করে ফিন এলেন একের পর এক বাউন্ডারি আর ছক্কা মারতে থাকে। আর টি-টোয়েন্টি খেলাই চার-ছক্কা না হলেও জমে না।। তবে ফিন এলেন ও কনওয়ের পার্টনারশিপ ভাঙে দলীয় সংগ্রহ যখন ৫০ রানের।

Screenshot_2024-01-15-12-11-43-17.jpg

Screenshot_2024-01-15-12-12-04-37.jpg

তারপর মাঠে আসে ক্যাপ্টেন উইলিয়ামসন। আগের ম্যাচে উইলিয়ামসন হাফ সেঞ্ছুরি করেছিল। আর উইলিয়ামসন দেখেশুনেই খেলে। দুজন মিলে দেখেশুনেই খেলতে থাকে। এদিকে ফিন এলেন একের পর এক বাউন্ডারি মারতেই থাকে। উইলিয়ামসন রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়ে। তারপর মাঠে আসে মিচেল। আগের ম্যাচে সে ভালো করেছিল। এদিকে ফিন এলেন নিজের ব্যক্তিগত হাফ সেঞ্চুরি তুলে নেয়। নিউজিল্যান্ড এর দলীয় সংগ্রহ যখন ১৩ ওভারে ১৩৭ রান তখন ফিন এলেন ব্যক্তিগত ৭৪ রান করে আউট হয়ে সাজঘরে ফেরে। তারপর নিউজিল্যান্ড এর মোট সংগ্রহ হয় ২০ ওভার শেষে ১৯৪ রানের। ফিন এলেন আর কিছুক্ষণ থাকলে রানটা ২০০+ অনয়াসে হতো।

Screenshot_2024-01-15-12-13-01-14.jpg

পিচ বিবেচনা করলে ১৯৪ রান চেইস করা সম্ভব। তবে কথা হলো উইকেট দেয়া যাবে না সাথে স্ট্রাইক রোটেইট করে খেলতে হবে। তবে দেখার বিষয় ছিল পাকিস্তান কতটা পারে সেটা। ব্যাটিং এ নামে আইয়ুব ও রিজওয়ান। কিন্তু দুজনের কেউই দাঁড়াতে পারেনি। ২ ওভারের মাঝেই দুই উইকেট হারিয়ে বসে পাকিস্তান। তবে বাবার আজম ও ফখর জামান জয়ের আশাটা বাঁচিয়ে রাখে। ফখর জামান মাঠে নেমেই মারমুখী খেলতে থাকে। এদিকে বাবর আজমও দেখেশুনে খেলতে থাকে। দুজন মিলে ৮৭ রানের একটা পার্টনারশিপ গড়ে তোলে।

Screenshot_2024-01-15-12-14-01-20.jpg

ফখর জামান ২৫ বলেই হাফ সেঞ্চুরি করে এবং তারপর আর ইনিংসটাকে বড় করতে পারেনি। খেলার দায়িত্বটা তখন বাবর আজমের উপর। বাবর আজমও নিজের ব্যক্তিগত হাফ সেঞ্চুরি দেখা পায়। ফখর জামান আউট হয়ে যাওয়ার পর একটা পার্টনারশিপ দরকার ছিল পাকিস্তানের। কিন্তু তারা সেটা পারেনি। এডাম মিলনে একাই চার উইকেট তুলে নেয়। পাকিস্তানের ইনিংস থামে সব কয়টি উইকেট হারিয়ে ১৭৩ রানে। ২১ রানের ব্যবধানে জয়ী হয় নিউজিল্যান্ড। এরই মধ্যে দিয়ে সিরিজের ২-০ তে এগিয়ে যায় নিউজিল্যান্ড। প্লেয়ার অফ দা ম্যাচ নির্বাচিত হয় ৭৪ রান করা ফিন এলেন।



10% beneficary for @shyfox ❤️

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iNzq2MSXKSji21JRspt4nqpkXPR5ea7deLzvmJtuzVBwdLJUpBqtgAZ5gHtHPbayD2jR3CWqjkJ.png

ধন্যবাদ সবাইকে



WhatsApp Image 2021-12-23 at 19.46.54.jpeg

আমি কে?

IMG-20211205-WA0092.jpg

আমার নাম হায়দার ইমতিয়াজ উদ্দিন রাকিব। সবাই আমাকে ইমতিয়াজ নামেই চিনে। পেশায় আমি একজন ছাত্র। সম্প্রতি আমি ইলেকট্রিক্যাল থেকে ডিপ্লোমা ইন-ইঞ্জিনিয়ারিং শেষ করেছি। এখন বিএসসি এর জন্য প্রিপারেশন নিচ্ছি। পাশাপাশি লেখালেখি করে আসছি গত দু বছর ধরে। ভালো লাগার জায়গা হলো নিজের অনুভূতি শেয়ার করা, আর সেটা আমার বাংলা ব্লগের মাধ্যমেই সম্ভব হয়েছে। যাক,
নিজেকে সবসময় সাধারণ মনে করি। অন্যের মতামতকে গুরুত্ব দেয় এবং তা মেনে চলার চেষ্টা করি। বাংলা ভাষায় নিজের অভিমত প্রকাশ করতে ভালো লাগে। তাছাড়া ফটোগ্রাফি,ব্লগিং,কুকিং,রিভিউ,ডাই ইত্যাদি করতে ভালো লাগে। অসহায় মানুষদের পাশে দাঁড়াতে ভালো লাগে। বাংলাদেশে জন্মগ্রহণ করতে পেরে নিজেকে ধন্য মনে করি। ভবিষ্যতে প্রিয় মাতৃভূমির জন্য কিছু করতে চাই।

Sort:  
 6 months ago 

পাকিস্তান দলটা কেমন যেন অগোছালো হয়ে গিয়েছে।
আগের পাকিস্তান দলএখনকার পাকিস্তান দল কেমন যেন ঝাপসা দেখছি মনে হয়।
দুইটা মেসি একই রকম গেল প্রথম অবস্থায় ভালো খেলে পরবর্তীতে এসে অলআউট।
যাহোক বলাই লাগবে যে নিউজিল্যান্ড নিঃসন্দেহে ভালো খেলছে।

Posted using SteemPro Mobile

 6 months ago 

হুমম ভাই, নিউজিল্যান্ড ভালো খেলেছে খুব

 6 months ago 

দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচের খেলাটি আমি দেখেছি ভাই। প্রথম দিক থেকে নিউজিল্যান্ড যেভাবে খেলেছিল তাতে আজকেও ২০০ এর উপরে রান হওয়ার কথা ছিল। কিন্তু পাকিস্তানে বলার শেষের দিকে ভালো বল করায় সেটা পূর্ণ হয়নি। তবে যে টার্গেট দিয়েছে পাকিস্তান তাতেই ২১ রানে হেরেছে।

Posted using SteemPro Mobile

 6 months ago 

হুমম ভাই, পাকিস্তান ফিনিশিং দিতে ব্যর্থ!

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.14
JST 0.029
BTC 57893.29
ETH 3130.56
USDT 1.00
SBD 2.44