নারিকেলের পুলি পিঠা||১২ ই আগস্ট ২০২১ ইং

আসসালামুআলাইকুম সবাই

কেমন আছেন সবাই?আশা করি ভালো আছেন। আমি ভালো আছি।তো আজকে আমি আপনাদের সাথে পুলি পিঠা নিয়া উপস্থাপনের চেষ্টা করবো।অনেকে আবার এটাকে নারকেলের পিঠা বলে চেনে।

চলুন শুরু করা যাক..!

প্রয়োজনীয় উপকরণঃ

  • নারিকেল
  • তেল
  • চিনি
  • লবণ
  • তেজপাতা
  • মশলা
  • চালের গুড়ো

ধাপঃ০১

IMG20210728113653.jpg

  • প্রথমে আমি নারিকেলের খোসা ছাড়িয়ে নিলাম। তারপর নারিকেলের ভিতরের অংশটুকু কুড়ানির সাহায্যে কুড়ে একটি বাটিতে সংগ্রহ করলাম।

ধাপঃ০২

IMG20210728113839.jpg

IMG20210728113925.jpg

  • তারপর একটি কড়াইয়ে নারিকেল গুড়ো রাখলাম,সাথে মশলা আর তেজপাতা এবং পরিমাণমতো চিনি দিয়ে দিলাম।

ধাপঃ০৩

IMG20210728113953.jpg

IMG20210728115515.jpg


  • তারপর কড়াইয়ে সবগুলো একসাথে মাখিয়ে নিলাম ভালো করে।তারপর চুলা ধরিয়ে কড়াই বসিয়ে দিলাম।প্রায় ১০ মিনিটের মতো চুলার উপরে রাখতে হবে যতক্ষণ পর্যন্ত বাদামি রং ধারণ না করে।

ধাপঃ০৪

IMG20210728120728.jpg

IMG20210728120804.jpg


  • অন্যদিকে অপর একটি পাত্রে পানি গরম করে নিলাম।তারপর গরম পানিতে চাউলের গুড়ো পরিমাণমতো দিয়ে দিলাম।এবার কিছুটা ঠান্ডা হওয়ার পর হাতে ভালোভাবে মেখে খেই বানিয়ে নিতে হবে।তারপর রুটি বানানোর জন্য বেলন সংগ্রহ করে নিলাম।

ধাপঃ০৫

IMG20210728121536.jpg

IMG20210728123050.jpg

  • তারপর রুটি বানানোর পর রুটির এক পাশে অল্প অল্প করে নারিকেল দিয়ে নিলাম। তারপর পুলি পিঠার আকৃতির মতো বানানোর জন্য প্লাস্টিকের তৈরি পুলি পিঠার যন্ত্রের সাহায্যে বানলাম।নিচের ছবির মতো করে।

ধাপঃ০৬

IMG20210728121337.jpg

IMG20210728130537.jpg

  • তারপর এভাবে অনেকগুলো পিঠা বানিয়ে নিলাম।নিচের ছবির মতো করে। দেখতে এরকম হবে।

ধাপঃ০৭

IMG20210728114442.jpg

IMG20210728133008.jpg

  • এবার সবগুলো পিঠা ভাজার পালা।কড়াইয়ে পরিমাণমতো তেল দিয়ে নিলাম।তারপর কড়াইয়ের তেল গরম না হওয়া পর্যন্ত
    অপেক্ষা করতে হবে।তেল গরম হয়ে গেলে ৩-৪ টি করে পিঠা কড়াইয়ে দিয়ে ভাজতে হবে।এভাবে সবগুলো পিঠা ভাজতে হবে।পিঠার রংটা বাদামি রং হওয়ার সাথে সাথে কড়াই থেকে নামিয়ে নিতে হবে।

ধাপঃ০৮

IMG20210728133026.jpg

  • হয়ে গেলো আমার তৈরি পুলি পিঠা।আমার প্রিয় একটি পিঠা।

কেমন হয়েছে জানাবেন।সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।

ধন্যবাদ

logo.gif

Sort:  
 3 years ago 

দেখেই বুঝা যাচ্ছে অনেক সুন্দর হয়েছে আপনার নারিকেল পিঠা।‌‌দেখে জিভে পানি চলে এসেছে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ

 3 years ago 

ধন্যবাদ ভাই আপনার সুন্দর মন্তব্যের জন্য।

 3 years ago 

আপনাকেও ধন্যবাদ 💖

 3 years ago 

এই পুলি পিঠাগুলি খেতে অনেক স্বাদের।"আমার বাংলা ব্লগের" প্রথম প্রতিযোগিতায় আমি এই পুলি পিঠাই বানিয়েছিলাম।
আপনারটা ও সুন্দর হয়েছে।ধন্যবাদ আপনাকে ভাইয়া।

 3 years ago 

ধন্যবাদ দিদি আপনার মন্তব্যের জন্য।আজকে আবহাওয়াটাও এরকম ছিল পিঠা খাওয়ার মতো দিদি।ধন্যবাদ

 3 years ago 

আমার প্রিয় খাবারের তালিকা করতে গেলে সবার উপরে থাকবে নারকেলের পুলি পিঠা। রেসিপি দেখেই জিভে জল চলে আসলো। শুভ কামনা ভাই।

 3 years ago 

শুনে ভালো লাগলো অনেক ভাই।ধন্যবাদ আপনাকে

 3 years ago 

শুভ কামনা

 3 years ago 

দেখেই মনে হচ্ছে খেতে খুবই স্বাদ হয়েছে।ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

আপনার মন্তব্যের জন্য ধন্যবাদ আপু।

 3 years ago 

চমৎকার উপস্থাপন ভাই, এটি অনেক স্বাদের পিঠা আমরাও খাই তবে শীতকালে বেশী খাই আরকি। আপনার পিঠাগুলো অনেক সুন্দর হয়েছে। ধন্যবাদ

 3 years ago 

আপনার মন্তব্যের জন্য ধন্যবাদ ভাই।

 3 years ago 

পিঠা দেখেই তো জ্বিহ্বাতে পানি চলে আসলো ভাই, এইটা আমাদের এখানে নারিকেল দিয়ে সমুসা পিঠা বলে। অনেকে নারিকেল পিঠাও বলে। আমার প্রিয় একটি পিঠা

 3 years ago 

হুম ভাই আমাদের এখানেও সমুসা পিঠা বলে।তবে নারিকেল পিঠা বলে চিনে বেশি।আপনার মন্তব্যের জন্য ধন্যবাদ ভাই।

 3 years ago 

😋😋😋😋😋

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.15
JST 0.028
BTC 60191.71
ETH 2410.52
USDT 1.00
SBD 2.43