রঙিন কাগজের তৈরি পোষা কুকুর 🐕‍🦺 [১০% @shyfox এর জন্য ]

12-04-2022

২৯ চৈত্র ,১৪২৮ বঙ্গাব্দ
সোমবার


আসসালামুআলাইকুম সবাইকে


কেমন আছেন সবাই? আশা করি আপনারা ভালোই আছেন। কয়েকদিম ধরে আপনাদের মাঝে নতুন কোনো পোস্ট নিয়ে হাজির হতে পারেনি। কয়েকদিন প্রচন্ড জ্বরে ভুগছি তার মধ্যে পরীক্ষা চলছে। এখন আপনাদের দোয়ায় সুস্থ্য আছি। যায়হোক আপনাদের মাঝে একটি নতুন পোস্ট নিয়ে হাজির হলাম। আজকে আমি আপনাদের সাথে রঙিন কাগজের কুকুর বানিয়ে দেখাব। আমাদের সবারই প্রায় কুকুর পোষার ইচ্ছা থাকে। কুকুর পোষতে অনেকে ভালোওবাসেন। আর একটি প্রিয় কুকুর ছিল। কুকুরটিকে অনেক আগেই হারিয়ে ফেলেছি। কুকুরের সাথে সবসময় আমার একটা সখ্যতা কাজ করতো। যেখানেই আমি যেতাম আমার কুকুরটি আমার পিছন পিছন এসে পড়তো। যায়হোক রঙিন কাগজ দিয়ে কুকুরটি দেখে নেয়া যাক।

IMG20220410201244.jpg
চলুন তাহলে শুরু করা যাক।

🔰 প্রয়োজনীয় উপকরণ 🔰


রঙিন পেপারকাচি
কলম

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iNzq2MSXKSji21JRspt4nqpkXPR5ea7deLzvmJtuzVBwdLJUpBqtgAZ5gHtHPbayD2jR3CWqjkJ.png

ধাপঃ০১

IMG20220410193127.jpg
IMG20220410193246.jpgIMG20220410193410.jpg

প্রথমেই একটি রঙিন পেপার নিয়ে নিলাম। তারপর কাচি দিয় বর্গাকার করে ১০*১০ সেমি সমান করে কেটে নিলাম।
তারপর এক কোণা থেকে আরেক কোণা বরাবর ভাজ করে দিলাম।

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iNzq2MSXKSji21JRspt4nqpkXPR5ea7deLzvmJtuzVBwdLJUpBqtgAZ5gHtHPbayD2jR3CWqjkJ.png

ধাপঃ০২

IMG20220410193522.jpg

IMG20220410193613.jpg

তারপর কোণা থেকে মাঝ বরাবর ভাজ করে দিলাম। ঠিক একইভাবে বাকি কোণাগুলো ভাজ করে দিলাম।

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iNzq2MSXKSji21JRspt4nqpkXPR5ea7deLzvmJtuzVBwdLJUpBqtgAZ5gHtHPbayD2jR3CWqjkJ.png

ধাপঃ০৩

IMG20220410193712.jpgIMG20220410193900.jpg
IMG20220410194010.jpg

তারপর উল্টো করে সমান ভাজ করে দিলাম। তারপর আবার সমান করে ভাজ করে দিলাম।

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iNzq2MSXKSji21JRspt4nqpkXPR5ea7deLzvmJtuzVBwdLJUpBqtgAZ5gHtHPbayD2jR3CWqjkJ.png

ধাপঃ০৪

IMG20220410194216.jpg

IMG20220410194303.jpg

তারপর আবার উপরের কোণা থেকে ভাজ করে দিলাম। ঠিক একইভাবে অপরপাশে আবার ভাজ করে দিলাম।

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iNzq2MSXKSji21JRspt4nqpkXPR5ea7deLzvmJtuzVBwdLJUpBqtgAZ5gHtHPbayD2jR3CWqjkJ.png

ধাপঃ০৫

IMG20220410194444.jpgIMG20220410194546.jpg

তারপর কোণা থেকে ভাজ করে দিলাম। তারপর উপরে ভাজ করে দিলাম।

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iNzq2MSXKSji21JRspt4nqpkXPR5ea7deLzvmJtuzVBwdLJUpBqtgAZ5gHtHPbayD2jR3CWqjkJ.png

ধাপঃ০৬

IMG20220410194714.jpg

IMG20220410194757.jpg

তারপর মাঝখানে কোণা থেকে ভাজ করে দিলাম। ঠিক একইভাবে আরেকপাশে কোণা বরাবর ভাজ করে দিলাম।

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iNzq2MSXKSji21JRspt4nqpkXPR5ea7deLzvmJtuzVBwdLJUpBqtgAZ5gHtHPbayD2jR3CWqjkJ.png

ধাপঃ০৭

IMG20220410195254.jpgIMG20220410195013.jpg

তারপর কুকুরের লেজ এর মতো শেপ দিয়ে দিলাম

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iNzq2MSXKSji21JRspt4nqpkXPR5ea7deLzvmJtuzVBwdLJUpBqtgAZ5gHtHPbayD2jR3CWqjkJ.png

ধাপঃ০৮

IMG20220410195404.jpg

IMG20220410195549.jpg

তারপর কুকুরের অনেকটা শেপ হয়ে যাবে। তারপর লেজ ভাজ করে দিলাম।

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iNzq2MSXKSji21JRspt4nqpkXPR5ea7deLzvmJtuzVBwdLJUpBqtgAZ5gHtHPbayD2jR3CWqjkJ.png

ধাপঃ০৯

IMG20220410200459.jpgIMG20220410200828.jpg

তারপর মুখের ভাজ এবং লেজ এর পুনরায় ভাজ করে দিলাম।

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iNzq2MSXKSji21JRspt4nqpkXPR5ea7deLzvmJtuzVBwdLJUpBqtgAZ5gHtHPbayD2jR3CWqjkJ.png

ধাপঃ১০

IMG20220410201226.jpg

তারপর পেন্সিল দিয়ে লেজে এবং চোখ অঙ্কন করে দিলাম। ব্যাস! হয়ে গেল রঙিন কাগজের তৈরি কুকুর।

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iNzq2MSXKSji21JRspt4nqpkXPR5ea7deLzvmJtuzVBwdLJUpBqtgAZ5gHtHPbayD2jR3CWqjkJ.png

ছবির বিবরণ
বিষয়রঙিন কাগজ তৈরি পোষা কুকুর 🐕‍🦺 ।
ডিভাইসoppo A12
ফটোগ্রাফার@haideremtiaz
লোকেশনw3w

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iNzq2MSXKSji21JRspt4nqpkXPR5ea7deLzvmJtuzVBwdLJUpBqtgAZ5gHtHPbayD2jR3CWqjkJ.png

আশা করি রঙিন কাগজের তৈরি কুকুর আপনাদের কাছে ভালো লেগেছে। আপনাদের কাছে ভালো লাগলেই আমার বানানো স্বার্থক। সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।

ধন্যবাদ

WhatsApp Image 2021-12-23 at 19.46.54.jpeg



আমি কে?

IMG20210908180509.jpg

আমার নাম হায়দার ইমতিয়াজ উদ্দিন রাকিব। সবাই আমাকে ইমতিয়াজ নামেই চিনে। পেশায় আমি একজন ছাত্র। নিজেকে সবসময় সাধারণ মনে করি। অন্যের মতামতকে গুরুত্ব দেয় এবং তা মেনে চলার চেষ্টা করি। বাংলা ভাষায় নিজের অভিমত প্রকাশ করতে ভালো লাগে। তাছাড়া ফটোগ্রাফি,ব্লগিং,কুকিং,রিভিউ,ডাই ইত্যাদি করতে ভালো লাগে। অসহায় মানুষদের পাশে দাঁড়াতে ভালো লাগে। বাংলাদেশে জন্মগ্রহণ করতে পেরে নিজেকে ধন্য মনে করি। ভবিষ্যতে প্রিয় মাতৃভূমির জন্য কিছু করতে চাই।

Sort:  
 2 years ago 

রঙিন কাগজের তৈরি পোষা কুকুর বেশ চমৎকার লাগছে। আপনি আপনার তৈরি পদ্ধতি সুন্দরভাবে উপস্থাপন করেছেন। শুভকামনা রইল আপনার জন্য

 2 years ago 
 2 years ago 

রঙিন কাগজ দিয়ে খুব সুন্দর ভাবে পোষা কুকুর বানিয়েছেন।আপনার কুকুর দেখতে খুবই সুন্দর হয়েছে। প্রতিটা ধাপে ধাপে খুব সুন্দর ভাবে বর্ণনা করেছেন। রঙিন কাগজ দিয়ে বিভিন্ন জিনিস বানাতে আমার কাছেও অনেক ভালো লাগে। আপনার জন্য শুভকামনা রইল।

 2 years ago 

আপনি খুব সুন্দর করে রঙিন কাগজের তৈরি পোষা কুকুর তৈরি করেছেন। ধাপসমূহ খুব চমৎকার ভাবে আমাদের মাঝে উপস্থাপন করেন। এত অসাধারণ ভাই পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

 2 years ago 

নিজের পোষা কুকুরের অনুরূপ রঙিন কাগজ দিয়ে তৈরি অনেক সুন্দর হয়েছে। আসলে এই ধরনের কিছু তৈরি করতে অনেক দক্ষতার প্রয়োজন হয়। যেটা আপনার মধ্যে সবটুকুই আছে ভালো লাগলো আমার কাছে। সুন্দর উপস্থাপনার মাধ্যমে শেয়ার করার জন্য ধন্যবাদ।

 2 years ago 

আপনি অনেক সুন্দর ভাবে রঙিন কাগজ ব্যবহার করে একটি পোষা কুকুর তৈরি করেছেন।
সুন্দরভাবে তৈরি করা পাশাপাশি ধাপগুলো অনেক সুন্দর ভাবে উপস্থাপন করেছেন।
আপনার জন্য শুভকামনা রইল

 2 years ago 

রঙিন কাগজ দিয়ে কুকুরের অবয়ব আমার কাছে বেশ ভালো লাগলো। আসলে আমি নিজে তেমন ভালো এই প্রজেক্ট গুলো কর‍তে পারি না। তবে সবার পোস্ট দেখে অনেক ভালো লাগে। শুভকামনা আপনার জন্য।

 2 years ago 

ভাইয়া খুবই চমৎকার একটি কুকুর তৈরি করেছেন রঙিন কাগজ ব্যবহার করে। রঙিন কাগজের তৈরি পোষা কুকুর দেখে আমার কাছে জাস্ট অসাধারণ লেগেছে। ধাপে ধাপে অনেক সুন্দর ভাবে এটি আমাদের মাঝে উপস্থাপনা করেছেন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর রেসিপি শেয়ার করার জন্য। শুভকামনা রইল আপনার জন্য।

 2 years ago 

রঙিন কাগজ দিয়ে অনেকে অনেককিছু বানিয়েছে যেমনটি আপনি কুকুর বানিয়েছেন। অনেক সুন্দর হয়েছে তবে আশা করি সামনে আরও ক্রিয়েটিভ কিছু আমাদের সাথে শেয়ার করবেন। ভাল থাকুন সবসময়।

 2 years ago 

বাহ চমৎকার তো ভাইয়া, আপনি রঙ্গিন কাগজ দিয়ে এত সুন্দর একটি কুকুর তৈরি করেছেন। আপনার কুকুরটি দেখে তো মুগ্ধ হয়ে গেলাম। রঙিন কাগজ দিয়ে এত সুন্দর ভাবে কুকুর তৈরি করা যায় সেটা তো আমি জানতাম না। ভাইয়া, কুকুর তৈরি করার প্রতিটি ধাপ আপনি খুব সুন্দরভাবে সম্পন্ন করেছেন এবং আমাদের মাঝে উপস্থাপন করেছেন। ধন্যবাদ ভাইয়া এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.15
JST 0.029
BTC 56442.36
ETH 2405.22
USDT 1.00
SBD 2.32