জ্ঞানের সন্ধানে লাইব্রেরীতে কিছুসময় [১০% @shyfox এর জন্য ]

21-03-2022

৭ চৈত্র ,১৪২৮ বঙ্গাব্দ


আসসালামুআলাইকুম সবাইকে


কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তবে কয়েকদিন ধরে পড়াশোনা চাপ যাচ্ছে খুব। এসাইনমেন্ট, সেশনাল খাতা এসব করতে করতে প্রায় অবস্থা শেষ। কিছুদিন পরেই আবার সেমিস্টার ফাইনাল পরীক্ষা। আর মাত্র একটি সেমিস্টার বাকি থাকবে। আর এই ৬ষ্ঠ ও ৭ম পর্ব খুব গুরুত্বপূর্ণ। অল্প সময়ের মধ্যে সেমিস্টারগুলোও শেষ হয়ে যাচ্ছে।

IMG20220316114925.jpg

যায়হোক আজকে ভাবছিলাম কলেজ যাবোনা। কারণ কলেজ গেলে দেখা যায় ক্লাস করা হয়না তেমন। তবে বন্ধুরা বলতেছিল কলেজে যাওয়া জন্য কি আর করা! কলেজ এ যাওয়ার জন্য রেডি হয়ে গেলাম। তো কলেজ এ গিয়ে দেখি অলরেডি ক্লাস শুরু হয়ে গেছে। আর আমরা প্রথম শিফটে পড়ি। এজন্য সকাল সকাল ক্লাস শুরু হয়ে যায়। যায়হোক ক্লাস তখন করি টিডি-১। টিডি মানে হলো ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন। অর্থাৎ বলতে পারেন বৈদ্যুতিক লাইনের যত কিছু আছে এই বইটাতে আছে।

তো যায়হোক ক্লাস শেষ করার পর পরের ক্লাসের জন্য অপেক্ষা করতেছিলাম। কিন্তু স্যার বললো ক্লাস নিবে ১১:৪৫ মিনিটে। আমার এক বন্ধু বললো বাসায় চলে আসতে। কিন্তু বাসা থেকে আবার ক্লাস করতে হবে এটা ভেবে আর যায়নাই। আমি বললাম আমাদের কলেজের লাইব্রেরীতে গিয়ে কিছুক্ষণ বসি। তো যেকথা সেই কাজ বন্ধুকে নিয়ে চলে গেলাম আমাদের লাইব্রেরীতে। আমার বন্ধুর নাম হচ্ছে সোহাগ। একসাথে পড়াশোনা করি। শুরু থেকেই তার সাথে ভালো সম্পর্ক।

IMG20220316115233.jpg

তো প্রত্যেক কলেজ বা ভার্সিটিতে একটি লাইব্রেরী থাকে যেখানে বইয়ের বাইরের আরও বিস্তর জ্ঞান আহরণ করা যায়। মেইন বইয়ের পাশাপাশি বাহিরের জগত বা বিশ্বকে জানার জন্যও হলে লাইব্রেরীতে যাওয়া উচিত। কারণ সেখানে আপনি বিভিন্ন লেখকের বই পাবেনা ;তাদের লেখা পড়ে আপনি অনেক কিছুই জানতে পারবেন। অনেক পুরনো সব বইয়ের সমাহার পাবেন। বই পড়া আসলে মানুষের মনের খোড়াক যোগায়। তবে এখন দেখা যায় তার উল্টো। তথ্য প্রযুক্তির এই যুগে মানুষ এখন বই পড়ার প্রতি তেমন আগ্রহ নেই। আবার অনেকে বই পড়তে ভালোবাসে। এই যেমন আমাদের দাদা। উনার বই পড়ার আগ্রহ আমাকে উদ্বুদ্ধ করে।

IMG20220316114956.jpg

তো যায়হোক আমাদের কলেজের লাইব্রেরীতে আমি কখনো যায়নি। এই প্রথম বলতে পারেন গিয়েছি। এখানে অনেকেই বই পড়তে আসে। লাইব্রেরীতে গিয়ে দেখি অনেক পুড়নো সব বই শোভা পাচ্ছে। আমি প্রথমে খোজঁতেছিলাম গল্প বা সাহিত্য টাইপের বই। কিন্তু পলিটেকনিক যেহেতো ইন্জিনিয়ারিং সম্পর্কিত। তাই দেখলাম বিভিন্ন ডিপার্টমেন্ট এর জন্য অনেক পুড়নো বিখ্যাত ব্যক্তিদের লেখা বই শোভা পাচ্ছে। তাক করে সাড়ি সাড়ি সাজানো নানা রকমের বই। আমি যেহেতো একজন ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্ট এর ছাত্র। তাই ইলেকট্রিক্যাল রিলেটেড বই খোজঁতেছিলাম।

IMG20220316115215.jpg

ফাইনালি আমাদের ডিপার্টমেন্ট সম্পর্কিত অনেক বই দেখতে পেলাম। ভিকে মেহতা লেখকের একটি বই পেয়েছিলাম ট্রান্সমিশন রিলেটেড। কিছুক্ষণ বইটা পড়া শুরু করলাম। আমার বন্ধুও কিছু বই দেখতেছিল। তারপর আমরা দুজনে কিছুক্ষণ বই নিয়ে পড়া শুরু করলাম। তবে এ বইগুলো একদিনে শেষ করা সম্ভব নয়! তাই ভাবলাম আরেকদিন এসে পড়বো। যায়হোক এদিকে আমাদের ক্লাসের সময় হয়েগিয়েছিল। তাই আর বেশিক্ষণ থাকেনি লাইব্রেরীতে। বই তাকে রেখে ক্লাসে চলে গেলাম।

DeviceOppo A12
Photographer@haideremtiaz
Locationw3w

যায়হোক এই ছিল আমাদের কলেজের লাইব্রেরীতে কাটানো কিছু মুহূর্ত। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। কখনো লাইব্রেরীতে গিয়ে বই পড়ে থাকলে জানাবেন। সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকের মতো এখানেই শেষ করছি।

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iNzq2MSXKSji21JRspt4nqpkXPR5ea7deLzvmJtuzVBwdLJUpBqtgAZ5gHtHPbayD2jR3CWqjkJ.png

ধন্যবাদ

WhatsApp Image 2022-02-19 at 00.53.52.jpeg



আমি কে?

IMG20210908180509.jpg

আমার নাম হায়দার ইমতিয়াজ উদ্দিন রাকিব। সবাই আমাকে ইমতিয়াজ নামেই চিনে। পেশায় আমি একজন ছাত্র। নিজেকে সবসময় সাধারণ মনে করি। অন্যের মতামতকে গুরুত্ব দেয় এবং তা মেনে চলার চেষ্টা করি। বাংলা ভাষায় নিজের অভিমত প্রকাশ করতে ভালো লাগে। তাছাড়া ফটোগ্রাফি,ব্লগিং,কুকিং,রিভিউ,ডাই ইত্যাদি করতে ভালো লাগে। অসহায় মানুষদের পাশে দাঁড়াতে ভালো লাগে। বাংলাদেশে জন্মগ্রহণ করতে পেরে নিজেকে ধন্য মনে করি। ভবিষ্যতে প্রিয় মাতৃভূমির জন্য কিছু করতে চাই।

Sort:  
 3 years ago 

আপনার কাটানো লাইব্রেরীতে কিছু সময় পর অনেক ভালো লাগলো ভাই । আমরাও স্কুল জীবনে এরকম লাইব্রেরীতে অনেক সময় পাঠিয়েছিলাম । কিন্তু এখন আর সেটা সম্ভব হয় না ।
আপনার সুন্দর সময়টুকু আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া

 3 years ago 

আপনাকেও ধন্যবাদ ভাই

 3 years ago 

লাইব্রেরী মানেই হচ্ছে জ্ঞানের গোডাউন, আর সেই গোডাউনে আপনারা জ্ঞানের সন্ধানে গিয়েছেন,বাহ বেশ ভালো তো। আশা করি ভালো জ্ঞান অর্জন করেছেন লাইব্রেরী থেকে। অসংখ্য ধন্যবাদ লাইব্রেরীতে জ্ঞানের উদ্দেশ্যে কিছু অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করার জন্য।

 3 years ago 

ধন্যবাদ আপনাকে ভাইয়া

 3 years ago 

আমাদের জ্ঞানকে বিকশিত করার জন্য বই পড়ার কোন বিকল্প নেই। এজন্যই আমাদেরকে মাঝে মাঝে এরকম লাইব্রেরীতে গিয়ে বই পড়া উচিত বা বাসায় পড়া উচিত। আজকে আপনি পোষ্ট টা খুবই ভালো লাগছে যে আপনি অনেক সময় লাইব্রেরীতে কাটিয়েছেন এবং এই মুহূর্তগুলো আমাদের সাথে শেয়ার করেছেন অনেক ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

ধন্যবাদ আপনাকেও ভাইয়া

 3 years ago 

আপনার লাইব্রেরি এর কথা শুনে আমার আগের স্মৃতি মনে পরে গেলো।আগে যখন আমরা ভার্সিটিতে পড়তাম তখন এ রকম পরিক্ষার সময় সবাই মিলে পড়তাম,কিংবা অ্যাসাইনমেন্ট করতাম।খুব ভালো লগতো।ইশ,আবার যদি দিনগুলা ফিরে পাওয়া যেতো।ভালো ছিলো।ভাইয়া।

 3 years ago 

আপনারা পার করে এসেছে পড়েছেন সময়গুলো। আমরা এখন টুকটাক লাইব্রেরীতে গিয়ে বসি। ধন্যবাদ আপনাকে আপু

 3 years ago 

লাইব্রেরীতে গিয়ে বই পড়া মানে জ্ঞান অর্জন করা। আসলে আমিও লাইব্রেরীতে গিয়ে বিভিন্ন ধরনের বই বাড়িতে নিয়ে পড়তে খুবই পছন্দ করি। ভালো লাগলো আপনার পোষ্ট শেয়ার করার জন্য ধন্যবাদ।

 3 years ago 

ধন্যবাদ আপনাকেও ভাই।

 3 years ago 

জ্ঞান অর্জন কিংবা চর্চা করার জন্য লাইব্রেরীর থেকে উৎকৃষ্ট আর কোন জায়গায় হতে পারে না। খুবই সুন্দর ছিল ভাই আপনার উপস্থাপনা। হ্যালো লাইব্রেরী টি ও বেশ বড়সড়ই মনে হচ্ছে।

 3 years ago 

হুম ভাই জ্ঞান চর্চার জন্য উৎকৃষ্ট জায়গা। ধন্যবাদ আপনাকে ভাই

 3 years ago 

লাইব্রেরী তে সময় কাটাতে আমারও খুব ভালো লাগে ।বসে বসে বই পড়তে অনেক ভালো লাগে।আমি প্রায় সময় আমার কলেজ লাইব্রেরীতে যাই এবং বসে বসে পছন্দের বই গুলো পড়ি।আপনার লাইব্রেরির সময় কাটানো দেখে ভালো লাগল ।

 3 years ago 

আপনার কাছে ভালো লাগলো জেনে খুশি হলাম আপু। ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

আমি নিজেও আজ থেকে ক্লাস করা বন্ধ করে দিয়েছি কারণ এখন আর ভালোভাবে ক্লাস হচ্ছে না। লাইব্রেরী হচ্ছে জ্ঞানের ভান্ডার। আমাদের কলেজেও সুবিশাল একটা লাইব্রেরী আছে। এই লাইব্রেরীতে ডিপার্টমেন্টাল অনেক ভালো ভালো বই আছে যা বাজারে খুব একটা পাওয়া যায় না। অনেক ভালো একটি পোস্ট ছিল। ধন্যবাদ আমাদের সাথে পোস্ট টা শেয়ার করার জন্য।।

 3 years ago 

এখন ক্লাস না করে বাসায় পড়াই ভালো হবে। ধন্যবাদ আপনাকে ভাই।

বিশ্ব জ্ঞান ভান্ডার বাড়ি বাড়ি হোক।মোবাইল যুগে এটি প্রায় বিলুপ্তির দিকে যাচ্ছে। ভাল কিছু করলেন।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.16
JST 0.030
BTC 62690.68
ETH 2463.17
USDT 1.00
SBD 2.62