আপন নাটক রিভিউ

আসসালামুআলাইকুম সবাইকে

শা করি সবাই ভালো আছেন।আমি ভালো আছি।তো আজকে আপনাদের সাথে একটি নাটক শেয়ার করবো।নাটকের নাম হচ্ছে আপন

নাটকের কিছু তথ্য

নামআপন
পরিচালককাজল আরেফিন অমি।
অভিনয়তারিক আনাম খান,মনিরা আক্তার মিতু,শামীমা নাজনিন,আফরান নিশো,তাসনিয়া ফারিন,জিয়াউল হক পলাশ,মোঃসাইদুর রহমান।
দৈর্ঘ্য১ ঘন্টা ৬মিনিট।
ধরনপারিবারিক।
ভাষাবাংলা।


কাহিনী সারসংক্ষেপ

নাটকের শুরুতে দেখা যায় আদনান তার বাবার সাথে ভোর বেলা জগিং করতে বের হয়।আদনান মূলত একটি ফার্মে সিনিয়র মার্চেন্টাইজার হিসেবে চাকরি করে। আর তার বাবা একজন অবসর প্রাপ্ত ম্যাজিস্ট্রেট।

Screenshot_2021-08-10-10-01-22-89_f2cb81fb7cf38af7978f186f2a61634a.jpg

আদনান তার বাবার বাধ্য ছেলে বলাই যায়।তার বাবার ইচ্চে ছিল সে কোনো ভার্সিটি চান্স পাবে। কিন্তু সে পায়নি।আর আদনানের মা ছোটবেলায় মারা যায়।যার কারণে তার বাবার আদরেয় বড় হয়ছে আদনান।আদনানদের বাসায় কাজ করে শিমুল।অফিস যাওয়ার আগে দুপুরের খাবার অফিসে নিয়ে যেতে ভুলে যায় প্রায়ই যার কারণে তার বাবার কাছ থেকে প্রতিদিন কথা শুনতে হয়।

Screenshot_2021-08-10-10-11-37-65_f2cb81fb7cf38af7978f186f2a61634a.jpg

এইদিকে আদনান যে অফিসে চাকরি করে ঠিক সেই অফিসে চাকরি করে তার প্রেমিকা।প্রেমিকার দাবি কবে বিয়ে করবে তাকে।বাসা থেকেও তাকে বিয়ের জন্য চাপ দেয়া হচ্ছে।কিন্তু আদনান তার বাবার আদেশ না দেওয়া পর্যন্ত বিয়ে করতে পারবেনা।এইদিকে তার প্রেমিকা তাকে শর্ত দেয় সে যদি সাতদিনের মধ্যে বিয়ে না করে তাহলে সে অন্য কাউকে বিয়ে করে ফেলবে এভাবেবে ঘটনা আগাতে থাকে।

Screenshot_2021-08-10-10-13-49-17_f2cb81fb7cf38af7978f186f2a61634a.jpg

তো এক রাতে আদনান তার বাবার কাছে বিয়ের কথা বলবে ভাবছে।কিন্তু লজ্জায় সে বলতে পারতেছিলনা। আর তার বাবার ও কিছু কথা বলার ছিল আদনানকে।তাই তার বাবা আদনানকে বলে আমি বাসায় খুব একা বোধ করি।সেজন্য আমি বিয়ে করতে চায়।এই কথা শুনে আদনান রীতিমত হতবাক হয়ে যায়।হতবাক হওয়ারই কথা কারণ এই বয়সে সে বিয়ে করতে চাইলে যে কেউ অবাক হয়ে যাবে।যেখানে বিয়ে করার কথা আদনানের সেখানে তার বাবা বিয়ের কথা বলে।পরেরদিন সকালে জগিং করার সময় তার বাবার যে মেয়ে পছন্দ তাকে তার ছবি দেখায়।তার বাবা তার এক বন্ধুকে বিয়ের কথা বলে।তার বন্ধুর নাম জাহানারা।তার দুই ছেলেমেয়ে বিদেশে থাকে আর তার স্বামী।আদনানের বাবার বিশ্বাস তারা দুইজনের সম্পর্কটা অনেক সুন্দর হবে।এইদিকে আদনানের প্রেমিকার কাছে তার বাবার বিয়ের কতাটা বলে।এসব শুনে তার প্রেমিকা অনেক রাগ করে এবং তাকে বলে সে যেন তার বাবাকে বুঝায় যে এখন আদনানের বিয়ে করার বয়স। পরেরদিনে সকালে ঘুম থেকে উঠে আদনান দেখতে পায়। তার বাবা তার বন্ধু জাহানারার সাথে দেখতে পায়। এইদিকে আদনানের প্রেমিকা তার সাথে ব্রেকআপ করে।আদনান তার দোষ হিসেবে তার বাবার কারণকে দায়ী করতে রাজি নয়। পুরো ঘটনা আদনান তার ফুফুকে বলে এবং সকালে সে বাসায় তার ছেলে আসিফকে নিয়ে।আদনানের ফুফুর নাম নাজমা।তার ফুফু এসে তার বাবাকে বুঝানোর চেষ্টা করে।যাতে এখন বিয়ে না করে।কিন্তু আদনানের বাবা একজন সঙ্গী দরকার সে দাবি করে।

এইদিকে আবার আদনানের ফুফাতো ভাই আসিফ আদনানকে বুঝানোর চেষ্টা করে যে মামা যেটা করছে সেটা ভুল করছে।তার দাবি এখন তোমার বিয়ের বয়স।আর এই মুহূর্তে তার মামা বিয়ের কথা ভাবে কি করে।আসিফ এর ভাষ্যমতে তার মামাকে একসময় সে অনেক জ্ঞানী ভাবতো।সে তার মামাকে নিয়ে সবার সাথে গর্ব করতো।কিন্তু এখন বিয়ের কথা ভাবছে তারা মামা।সেজন্য সে কারো সাথে আগেরমতো গর্ব করে কথা বলতে পারবেনা।

পরে আবার আদনানের বন্ধু জাহানার আবার আসে বাসায়।আদনানের বাবা এবং জাহানার বাহিরে বসে আড্ডা দেওয়া অবস্থায় আদনানের ফুফু নাজমার সাথে তার বাবার বন্ধুর সাথে পরিচয় করিয়ে দেয়।নাজমা তার ভাইয়ের বন্ধু জাহানারাকে বুঝানোর চেষ্টা করে আমার ভাই বুড়ো বয়সে পাগলামী করছে।আমাদের পরিবারকে ধ্বংস যাতে না হয় সে কথা বলে।নাজমা বলে আমরা সমাজে মুখ দেখাতে পারবোনা যদি আমার ভাই বিয়ে করে।এখন শুধু আপনিই পারেন আমাদের পরিবারকে রক্ষা করতে।

Screenshot_2021-08-10-11-17-55-92_f2cb81fb7cf38af7978f186f2a61634a.jpg

আদনান তার বাবার বন্ধুর বাসায় গিয়ে অনুরোধ করে যেন তার এবং বাবার মাঝে সে অন্যকাউকে দেখতে চায়না।কিন্তু তার বাবার বন্ধু নাজমা তাকে বলে যে মানুষ যখন কর্মহীন হয়ে যায় তখন তার সময় কাটানো খুব কষ্টকর হয়ে যায়।তখন সে চায় তার সাথে কেউ গল্প করুক,কথা বলুক।

Screenshot_2021-08-10-11-36-05-49_f2cb81fb7cf38af7978f186f2a61634a.jpg

পরবর্তীতে আদনান বুঝতে পারে যে তার বাবা যে কাজটি করছে ঠিক করছে।আর তার বাবা আর বাবার বন্ধুর সাথে বিয়ের মাধ্যমেই শেষ হয় নাটকটি।

নাটকটির থেকে শিক্ষা

সমাজের প্রচলিত প্রথা থেকে বেরিয়ে আসার মূল বিষয়টি দেখা গেছে নাটকে।বয়স বাড়লেই যে দ্বিতীয় বিয়ে করা যাবেনা সে বিষয়টি যথাযথভাবে পরিচালক তুলে ধরেছেন।ছেলের সাথে বাবার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সুন্দর করে তুলে ধরা হয়েছে।

ব্যক্তিগত মতামত

ব্যক্তিগতভাবে বলতে গেলে নাটকটি আমার কাছে অসাধারন লেগেছে।বরাবরের মতো আফরান নিশোর অভিনয় নজরকড়ারমতো।গল্পের প্রত্যকটি চরিত্র অসাধারণ ছিল। তবে একজন দর্শক হিসেবে আমি আদনানের মাকে খুঁজেছই কিন্তু পাইনি।আদনানের মায়ের কিছু ছবি থাকলে হয়তো আরও গল্পটা ফুটে উঠতো।যায়হোক সবদিক মিলিয়ে আমার কাছে ভালো লেগেছে।

ব্যক্তিগত রেটিং

৮/১০

নাটকটির লিংক


ধন্যবাদ সবাইকে

Sort:  
 3 years ago 

খুব সুন্দর লিখেছেন ভাইয়া। ধন্যবাদ শেয়ার করার জন্য

 3 years ago 

ধন্যবাদ আমার পোস্টটি পড়ার জন্য ভাই।

 3 years ago 

খুব সুন্দর রিভিউ এবং উপস্থাপনা ভাই, আমার কাছে ভালো লেগেছে। আশা করছি এই ধারাবাহিকতাটা বজায় থাকবে। যদিও আমি জানি রিভিউ সহজ কোন বিষয় না, কিন্তু সঠিক চেষ্টা সব কিছুকেই সহজ করে দেয়। ধন্যবাদ

 3 years ago 

চেষ্টা করে যাচ্ছি ধারাবাহিকতাটা বজায় রাখার জন্য।ধন্যবাদ ভাইয়া আপনার সুন্দর মন্তব্যের জন্য।

 3 years ago 

আপনাকে স্বাগতম, তবে এর সাথে সাথে অন্যদের সাথেও মন্তব্যের মাধ্যমে সংযোগ বৃদ্ধির অনুরোধ রইল।

 3 years ago 

জি ভাইয়া অন্যদের মন্তব্য করার এবং পোস্ট করার চেষ্টা করি প্রতিদিন।

 3 years ago 

খুব সুন্দরভাবে নাটকের রিভিউ ফুটিয়ে তুলেছেন।শুভকামনা রইলো।ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

ধন্যবাদ দিদি।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.16
JST 0.030
BTC 67282.50
ETH 2627.94
USDT 1.00
SBD 2.68