নাটক রিভিউঃ " লাভ বাজ "

in আমার বাংলা ব্লগ5 months ago

24-02-2024

১২ ফাল্গুন , ১৪৩০ বঙ্গাব্দ


🌼আসসালামুআলাইকুম সবাইকে🌼


কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। তো ভালো থাকতে পারলেই হলো। দিনশেষে নিজের ভালো থাকাটা খুবই গুরুত্বপূর্ণ। তো আজকে চলে এলাম আপনাদের সাথে একটা নাটক রিভিউ শেয়ার করার জন্য। নাটকটি আমি আগেই দেখেছিলাম। তবে আপনাদের সাথে শেয়ার করা হয়নি। নাটকটি ভালোবাসা দিবসে রিলিজ হয়েছিল ইউটিউব এ। নাকটির নাম হচ্ছে লাব বাজ। নাটকটের গল্পটা বুঝতে হলে আপনাকে আগের দুইটা স্টরিও জানতে হবে। একটা ছিল বেড বাজ, আরেকটা গুডবাজ।

Screenshot_2024-02-24-15-05-02-34.jpg

ইউটিউব থেকে নেয়া স্ক্রিনশট


নামলাভ বাজ
চিত্রনাট্য ও পরিচালনাকাজল আরেফিন অমি।
প্রযোজকআকবর হায়দার মুন্না।
এসোসিয়েট ডিরক্টরজিয়াউল হল্ক পলাশ।
অভিনয়েজিয়াউল হক পলাশ, পাভেল, পারসা ইভানা, সাফা কবির, শরাফ আহমেদ জীবন, শ্বস্তা দত্ত, ফারিন খান, আরফিনমৃধা শিবলু সহ আরও অনেকে।
আবহ সংগীতসালমান জাইম ও মিলানা মুনিম।
দৈর্ঘ্য৫৫ মিনিট ৩৫ সেকেন্ড।
মুক্তির তারিখ১৪ই ফেব্রুয়ারি, ২০২৪ ইং।
ধরনরোমান্টিক
ভাষাবাংলা

চরিত্রেঃ

ইরাঃ
সাফা কবির।
ফারিয়াঃ
পারসা ইভানা।
সামিঃ
জিয়াউল হক পলাশ।
রাব্বিঃ
পাভেল।


কাহিনী সারসংক্ষেপ

Screenshot_2024-02-24-14-22-02-87.jpg

Screenshot_2024-02-24-14-24-13-33.jpg

ইউটিউব থেকে নেয়া স্ক্রিনশট

নাটকের শুরুতে দেখা যায়, সামি ও রাব্বি দুজন মিলে ইরার ওয়েডিং পার্টিতে যাচ্ছে। যাওয়ার পথে হঠাৎ ই সামি গাড়ি থামিয়ে রাব্বিকে বলে গাড়ির নিচে আত্মহত্যা করে মারা যাওয়ার জন্য। কারণ গাড়িতে বসে সে সামিরকে অনেক কিছুই বলেছে। রাব্বির ডিভোর্স হয়েছে লামিয়ার সাথে। সেটা বলে সামিরের কাছ থেকে সিমপ্যাথি পাওয়ার জন্য যে এমন করছে সেটা সামি বুঝে যায়। এদিকে সামি মিটিং বাদ দিয়ে ফ্রেন্ডের বিয়েতে যাচ্ছে। অনেকদিন পর সব বন্ধু একসাথে হবে। রাব্বি যখন ফারিয়ার কথা বলতে যায় তখনই রেগে যায় সামি। কারণ ব্রেকআপ হওয়ার পর থেকে ফারিয়ার নামই শুনতে পারে না সামি। সামির ফারিয়াকে একসময় অনেক ভালোবাসতো। কিন্তু তাদের মাঝে ঝামেলার হওয়ার পর থেকে সামি আর যোগাযোগ করেনি ফারিয়ার সাথে।

Screenshot_2024-02-24-14-26-52-07.jpg

Screenshot_2024-02-24-14-31-25-78.jpg

ইউটিউব থেকে নেয়া স্ক্রিনশট

ফারিয়া আমেরিকার চলে যায়। কয়েক বছর পর দেশে ফিরেছে। আবারো ফারিয়ার সাথে দেখা হবে সামিরের। কিন্তু সামি ফারিয়ার নাম শুনতে পারে না। অবশেষে সামি আর রাব্বি মিলে ইরাদের রিসোর্ট এ চলে আসে। রিসোর্ট এর অবস্থা দেখে সামি পুরাই অবাক হয়ে যায়। কারণ মারুফ ভাইয়ের অনেক টাকা। ব্যবসা করে অনেক টাকা পয়সা ইনকাম করেছে। ইরাকে ভালোবেসে সে তার বিয়ের ওয়েডিংটাও বড়সর পরিবেশেই করছে। ইরাও সহজ সরল মানুষটাকে ভালোবাসে। বিয়ের আগেরদিন ফারিয়া চলে আসে! ফারিয়াকে দেখেই সামি অবাক হয়ে যায়। কতো বছর পর ফারিয়াকে দেখছে সামি। ফারিয়া তার কাজিনকে সাথে করে নিয়ে এসেছে। ফারিয়া ও তাদের কাজিনের মেলামেশা মোটেও নিতে পারছিল না সামি। সামিও প্লেন করে তার কাজিন আয়নাকে নিয়ে আসে। যাতে ফারিয়াও বুঝতে পারে তার কাজিনকে কতটা কেয়ার করে তাকে।

Screenshot_2024-02-24-14-35-54-94.jpg

Screenshot_2024-02-24-14-37-24-67.jpg

ইউটিউব থেকে নেয়া স্ক্রিনশট

তারপর একদিন রাতে ফারিয়া একা বসে কাদঁতে থাকে। আর সামির যখন হেটেঁ যাচ্ছিল তখন ফারিয়াকে দেখে। ফারিয়াকে দেখে তাকে বলেছিল সে ভালো আছে কি না। সামি অনেকদিন পর ফারিয়ার সাথে কথা বলে। কিন্তু ফারিয়া যখনই বলে যে সে আমেরিকা চলে যাওয়ার পর তাকে মিস করেছিল কি না। তখন সামির বলতেই ফারিয়ার কাজিন চলে আসে। এদিকে ফারিয়ার কাজিন আর সামির কাজিন দুজন মিলে কথা বলে। কথা বলে যেটা বুঝতে পারে সেটা হলো সামি এখনও ফারিয়াকে ভালোবাসে। আর ফারিয়াও সামিকে অনেক ভালোবাসে। দুজনকে নিয়ে এসেছে শুধু হিংসা বাড়ানোর জন্য। তারপর এ ব্যাপারটা মারুফ ভাই ও ইরার সাথে শেয়ার করে। তখন ইরা ও সামির সাথে বিষয়টা শেয়ার করে। তাদের ফ্রেন্ডসার্কেলে এমন মনমালিন্যের জন্য পুরো ওয়েডিংটাও অন্যরকম হয়ে যাচ্ছে।

Screenshot_2024-02-24-15-13-25-48.jpg

ইউটিউব থেকে নেয়া স্ক্রিনশট

তারপর সামির আর ফারিয়া কথা বলে। বাহিরে দাড়িয়ে থাকে সবাই। মারুফ ভাই সিকিউরিটির জন্য সব জায়াগায় স্পিকার লাগিয়ে রেখেছিল। কে কি বলে শুনতে পাবে। আর যখন সামির বলে যে সে ফারিয়াকে অনেক মিস করে আর সারাজীবন মিস করবে আর তখনই ফারিয়া হাগ করে বসে। আর মারুফ ভাঔ, ইরা, রাব্বি সবাই বুঝতে পারে তাদের মিটমাট হয়েছে। এদিকে দুজনের মনের জোড়া লেগে যায় ঠিকই। কিন্তু ঝামেলা হয়ে যায় যখন ইরার বিয়ের দিন ইরার ডায়মন্ডের আংটিটা হারিয়ে যায়! আর সেটা মারুফ ভাই জানতে পেরে অনেকগুলো কথা শোনায় ইরাকে। মারুফ ভাই ও বলে দেয় সে ইরাকে বিয়ে করতে পারবে না। তারপর কি হয়েছিল জানতে হলে নাটকটি দেখতে হবে।

ব্যক্তিগত মতামত

ব্যক্তিগতভাবে নাটকটি আমার কাছে ভালো লেগেছে। কাজল আরেফিন অমির সবগুলো নাটকই আমার কাছে ভালো লেগেছে। এর আগে বেড বাজ, গুড বাজ দেখেছিলাম সেটাও ভালো ছিল আর এবার লাভ বাজ! তিনটা গল্পই দেখার মতো ছিল। লোকেশন, স্ক্রিপ্ট, কালার সবকিছুই ঠিকঠাক ছিল। আর অভিনয়ের কথা কি বলবো। পলাশ, পাভেল, ইভানা, সাফা সবাই খুবই ভালো অভিনয় করেছে। শেষে পুরোটাই রোমান্টিকতায় ভরপুর ছিল। ভালোবাসা দিবসে নাটকটি দেখার মতো ছিল।

ব্যক্তিগত রেটিং


৯.৭/১০


নাটকটির লিংক




10% beneficary for @shyfox ❤️

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iNzq2MSXKSji21JRspt4nqpkXPR5ea7deLzvmJtuzVBwdLJUpBqtgAZ5gHtHPbayD2jR3CWqjkJ.png

ধন্যবাদ সবাইকে



WhatsApp Image 2021-12-23 at 19.46.54.jpeg

আমি কে?

IMG-20211205-WA0092.jpg

আমার নাম হায়দার ইমতিয়াজ উদ্দিন রাকিব। সবাই আমাকে ইমতিয়াজ নামেই চিনে। পেশায় আমি একজন ছাত্র। সম্প্রতি আমি ইলেকট্রিক্যাল থেকে ডিপ্লোমা ইন-ইঞ্জিনিয়ারিং শেষ করেছি। এখন বিএসসি এর জন্য প্রিপারেশন নিচ্ছি। পাশাপাশি লেখালেখি করে আসছি গত দু বছর ধরে। ভালো লাগার জায়গা হলো নিজের অনুভূতি শেয়ার করা, আর সেটা আমার বাংলা ব্লগের মাধ্যমেই সম্ভব হয়েছে। যাক,
নিজেকে সবসময় সাধারণ মনে করি। অন্যের মতামতকে গুরুত্ব দেয় এবং তা মেনে চলার চেষ্টা করি। বাংলা ভাষায় নিজের অভিমত প্রকাশ করতে ভালো লাগে। তাছাড়া ফটোগ্রাফি,ব্লগিং,কুকিং,রিভিউ,ডাই ইত্যাদি করতে ভালো লাগে। অসহায় মানুষদের পাশে দাঁড়াতে ভালো লাগে। বাংলাদেশে জন্মগ্রহণ করতে পেরে নিজেকে ধন্য মনে করি। ভবিষ্যতে প্রিয় মাতৃভূমির জন্য কিছু করতে চাই।

Sort:  
 5 months ago 

নাটক যদি কাজল আরিফিন ওমির হয় তাহলে একটাও মিস নাই। বিশেষ করে পলাশের অভিনয়টা আমার ভীষণ ভালো লেগেছে। সর্বোপরি সামি আর ফারিয়া বেশ সুন্দর ভাবে আমাদের কে মাতিয়ে রেখেছিল তাদের অভিমান ও ভালোবাসা দিয়ে এবং বিশেষ করে আরো দুইজন ছিল যাদেরকে নিয়ে এত কিছু মারুফ ও ইরা। লাস্টে দুর্দান্ত এন্ডিং ছিল। ভীষণ ভালো লাগলো এবং বেশ সুন্দর একটি মুহূর্ত উদযাপন করেছিলাম নাটকটি দেখে।

Posted using SteemPro Mobile

 5 months ago 

আসলেই ভাই ফারিয়া আর সামির শেষের দিকে সিনটা ভালোই ছিল 🌼

 5 months ago 

লাভ বাজ নাটকটি আমি দুইদিন আগে দেখতাম ভাইয়া। নাটকটি ভীষণ সুন্দর। খেতে এসে তাদের ভালোবাসাটা ও মিলিত হয়ে যায়। তবে আমার সব থেকে বেশি ভালো লাগে যখন স্বামীর আর ফারহানা কথা বলে আর বাইরে সবাই দাঁড়িয়ে থাকে তারা স্পিকারে তাদের কথাগুলো শুনে। যাইহোক নাটক রিভিউটা দেখে বেশ ভালো লাগলো ধন্যবাদ।

 5 months ago 

আসলেই আপু নাটকটি পুরাই শেষের দিকে রোমান্টিকতায় ভরপুর ছিল, 🌼

 5 months ago 

গতকালকেই একটু সময় পাওয়ার পর আমি এই নাটকটা দেখেছিলাম। এই নাটকটা যখন আমি দেখি তখন আমার কাছে তো খুবই ভালো লেগেছিল। আর আজকে আপনার রিভিউ পোস্টের মাধ্যমে এই নাটকটার রিভিউ ও পড়ে নিতে পেরেছি। নাটকটার রিভিউ পোস্ট পড়তে পেরে তো আরো বেশি ভালো লাগলো। লাভ বাজ নাটকটার পুরো কাহিনী কে সুন্দর করে তুলে ধরেছেন আপনি। আসলে ভালোবাসা দিবসে ভালোবাসা দিবসের মতো করেই একটা নাটক ছিল এটি।

 5 months ago 

আসলেই ভালোবাসা দিবসের জন্য ভালো একটি নাটক ছিল এটি 🌼

 5 months ago 

জনপ্রিয় একটি নাটক আজকে আপনি আমাদের মাঝে রিভিউ করে দেখিয়েছেন। অনেক ভালো লাগলো আপনার রিভিউ করা নাটকটি পড়ে। আমিও নাটক রিভিউ করতে ভালোবাসি তাই মাঝেমধ্যে চেষ্টা করে থাকি নাটক রিভিউ করার জন্য। অনেক সুন্দর ছিল আপনার রিভিউ।

 5 months ago 

নাটকটি ভালো ছিল ভাই। আপনি দেখলে উপভোগ করতে পারবেন 🌼

 5 months ago 

ভাই আপনি আজকে আমাদের মাঝে শেয়ার করেছেন লাভ বাজ নাটক রিভিউ। আপনার শেয়ার করা নাটকটি রিভিউ দেখে আমার কাছে বেশ ভালো লেগেছে। আসলে আমি এমনিতেই অবসর সময় যেকোনো ধরনের নাটক দেখতে বেশ ভালোবাসি। আসলে এই নাটকটি এখনো আমার দেখা হয়নি। তবে চেষ্টা করব খুব অল্প সময়ের মধ্যে নাটকটি দেখার জন্য। ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 5 months ago 

আশা করি নাটকটি দেখলে উপভোগ করতে পারবেন। অসংখ্য ধন্যবাদ ভাই 🌼

 5 months ago 

নাটক রিভিউ শেয়ার করলেন অনেক ভালো লেগেছে রিভিউ পড়ে। তাছাড়া স্ক্রিনশট আপনি বেশ ভালোভাবে নিলেন। তবে একটি বিষয় খুব বেশি হাসি পাচ্ছিল সেটা হচ্ছে যে নাটকের নামটা বেশ সুন্দর ছিল লাভ বাজ। এমন কিছু কিছু মানুষ আছে যারা বেশি লাভ বাজ। মাঝে মাঝে নাটক শেয়ার করেন পড়তে পারি এবং বিস্তারিত জানতে পারি। অনেক ধন্যবাদ আপনাকে।

 5 months ago 

লাভ বাজ নাটকটি আমি কিছুদিন আগেই দেখে নিয়েছি৷ খুব সুন্দর একটি নাটক। আমার বাংলা ব্লগের অনেকেই এই নাটকের রিভিউ শেয়ার করেছেন। আজকে আপনিও খুব সুন্দরভাবে এই নাটক এর রিভিউ শেয়ার করেছেন। শেষ পর্যায়ে যখন নায়িকার সাথে নায়কের মিল হলো তখন সবাই অনেক আনন্দিত হল।

 5 months ago 

হুম, শেষের দৃশ্যটাই জন্যই নাটকটা পরিপূর্ণতা পেল 🌼

 5 months ago 

ভাইয়া আপনি খুব সুন্দর একটি নাটক রিভিউ দিয়েছেন। আপনার রিভিউ পড়ে অনেক ভালো লেগেছে। আমার কাছেও নাটক দেখতে খুব ভালো লাগে আর রিভিউ দিতেও খুব ভালো লাগে। যদিও এই নাটক দেখা হয়নি তবে আপনার সম্পূর্ণ রিভিউ পড়ে খুব ভালো লেগেছে। সময় পেলে অবশ্যই দেখে নেব। ধন্যবাদ এত সুন্দর একটি নাটক রিভিউ দেওয়ার জন্য।

 5 months ago 

জি আপু, আপনিও নাটক রিভিউ দেন ভালো করে। এ নাটকটি দেখতে পারেন, ভালো লাগবে 🌼

 5 months ago 

লাভ বাজ নাটকটার রিভিউ এত বেশি ভালো লেগেছে আমার কাছে, আমি পুরো রিভিউটা পড়েছি। আর ভাবতেছি সময় পেলে নাটকটাও দেখব। ১৪ই ফেব্রুয়ারি উপলক্ষে এই নাটকটা বের হয়েছে, আর নাটকটা অনেক দারুন ছিল। আর সবাই কমবেশি অনেক সুন্দর অভিনয় করেছে নাটকটার মধ্যে, তাদের অভিনয়েও ভালো লেগেছে। এরকম সুন্দর করে নাটক গুলোর রিভিউ পোস্ট লিখলে, সেই রিভিউ যদি সুন্দরভাবে পড়া হয় তাহলে নাটকও আর দেখা লাগে না।

 5 months ago 

আসলেই ভাইয়া, নাটকটা উপভোগ করার মতো ছিল। আপনি দেখলে উপভোগ করতে পারবেন 😍

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.14
JST 0.029
BTC 57249.71
ETH 3092.70
USDT 1.00
SBD 2.41