পেন্সিল দিয়ে একটি পাতার মধ্যে সূর্যাস্তের দৃশ্য অঙ্কন🌥️[১০% লাজুক খ্যাকের জন্য]

in আমার বাংলা ব্লগ3 years ago

19-12-2021

O৫ পৌষ,১৪২৮


আসসালামুআলাইকুম সবাই


শা করি সবাই ভালোই আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালোই আছি। আজকে আপনাদের সাথে একটি আর্ট শেয়ার করবো। যদিও আমি প্রফেশনাল আর্টিস্ট নয়। আমার বাংলা ব্লগে অনেক আর্ট প্রেমী আছে। তাদের আর্ট দেখে অনেকটা অনুপ্রাণিত হয়েছি। বিশেষ করে দাদার আর্ট আকাঁর কৌশল দেখার পর থেকে আগ্রহটা আরও কয়েকগুণ বেড়ে যায়। আজকে পেন্সিল দিয়ে পাতার মধ্যে সূর্যাস্তের দৃশ্য অঙ্কন করার চেষ্টা করেছি। আশা করি আজকের আর্টটি আপনাদের কাছে ভালো লাগবে। তো যায় হোক চলেন আর্টের স্টেপগুলো দেখা নেয়া যাক।

IMG_20211219_155648.jpg

চলুন তাহলে শুরু করা যাক।

🔴 প্রয়োজনীয় উপকরণ 🔴


  • HB,2B পেন্সিল
  • রাবার
  • A4 সাইজ পেপার

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iNzq2MSXKSji21JRspt4nqpkXPR5ea7deLzvmJtuzVBwdLJUpBqtgAZ5gHtHPbayD2jR3CWqjkJ.png

↘️ ধাপঃ০১↙️


IMG_20211219_155804.jpg

প্রথমেই পেন্সিল দিয়ে A4 কাগজে একটি পাতার মতো করে অঙ্কন করে নিলাম।

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iNzq2MSXKSji21JRspt4nqpkXPR5ea7deLzvmJtuzVBwdLJUpBqtgAZ5gHtHPbayD2jR3CWqjkJ.png

↘️ ধাপঃ০২ ↙️


IMG20211219122344.jpg

তারপর পাতার একদম শেষের দিকে পেন্সিল দিয়ে বাকা করে রেখা টেনে দিলাম। তার মাঝে একটি সূর্য বুঝানোর জন্য অঙ্কন করে নিলাম।

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iNzq2MSXKSji21JRspt4nqpkXPR5ea7deLzvmJtuzVBwdLJUpBqtgAZ5gHtHPbayD2jR3CWqjkJ.png

↘️ ধাপঃ০৩ ↙️


IMG20211219122500.jpg

তারপর বামপাশে ছোট ছোট গাছ অঙ্কন করে নিলাম

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iNzq2MSXKSji21JRspt4nqpkXPR5ea7deLzvmJtuzVBwdLJUpBqtgAZ5gHtHPbayD2jR3CWqjkJ.png

IMG20211219122557.jpg

একইভাবে ডানপাশে ছোট ছোট গাছের মতো অঙ্কন করে নিলাম।

↘️ ধাপঃ০৪ ↙️


IMG_20211219_155749.jpg

তারপর আরেকটু ডিপ কালার করার জন্য পেন্সিল দিয়ে বর্ডার ডিপ কালার করে দিলাম।

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iNzq2MSXKSji21JRspt4nqpkXPR5ea7deLzvmJtuzVBwdLJUpBqtgAZ5gHtHPbayD2jR3CWqjkJ.png

↘️ ধাপঃ০৫ ↙️


IMG_20211219_155733.jpg

IMG_20211219_155712.jpg

তারপর বর্ডারের পাশে পেন্সিল দিয়ে হালকা হালকা করে শেপ করে দিলাম।

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iNzq2MSXKSji21JRspt4nqpkXPR5ea7deLzvmJtuzVBwdLJUpBqtgAZ5gHtHPbayD2jR3CWqjkJ.png

↘️ ধাপঃ০৬ ↙️


IMG_20211219_155723.jpg

তারপর হয়ে যাবে আমার আর্ট । হাত দিয়ে আরেকটু কালার শেপ করে দিলাম।

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iNzq2MSXKSji21JRspt4nqpkXPR5ea7deLzvmJtuzVBwdLJUpBqtgAZ5gHtHPbayD2jR3CWqjkJ.png

↘️
চূড়ান্তধাপ
↙️


IMG_20211219_155648.jpg

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iNzq2MSXKSji21JRspt4nqpkXPR5ea7deLzvmJtuzVBwdLJUpBqtgAZ5gHtHPbayD2jR3CWqjkJ.png

ছবির বিবরণ
বিষয়পেন্সিল দিয়ে একটি পাতার মধ্যে সূর্যাস্তের দৃশ্য অঙ্কন
ডিভাইসoppo A12
ফটোগ্রাফার@haideremtiaz
লোকেশনMymensingh,Bangladesh

কেমন হয়েছে জানাতে ভুলবেন না ! আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে আজকের আর্টটি। সকলের সু্স্থ্যতা ও দীর্ঘায়ু কামনা করে আজকের মতো এখানেই শেষ করছি।

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iNzq2MSXKSji21JRspt4nqpkXPR5ea7deLzvmJtuzVBwdLJUpBqtgAZ5gHtHPbayD2jR3CWqjkJ.png

ধন্যবাদ


qQb1qbB44WNL4kcw8YRpvpA9rhDMdw5Qkx9ZgyU.png



আমি কে?

IMG20210908180509.jpg

আমার নাম হায়দার ইমতিয়াজ উদ্দিন রাকিব। সবাই আমাকে ইমতিয়াজ নামেই চিনে। পেশায় আমি একজন ছাত্র। নিজেকে সবসময় সাধারণ মনে করি। অন্যের মতকে গুরুত্ব দেয় এবং তা মেনে চলার চেষ্টা করি। বাংলা ভাষায় নিজের অভিমত প্রকাশ করতে ভালো লাগে। তাছাড়া ফটোগ্রাফি,ব্লগিং,কোকিং,রিভিউ,ডাই ইত্যাদি করতে ভালো লাগে। অসহায় মানুষদের পাশে দাঁড়াতে ভালো লাগে। বাংলাদেশে জন্মগ্রহণ করতে পেরে নিজেকে ধন্য মনে করি। ভবিষ্যৎ এ প্রিয় মাতৃভূমির জন্য কিছু করতে চায়।

unnamed.png

Sort:  

ভাইয়া পাতার মধ্যে সূর্যাস্ত দারুন ছবি এঁকেছেন আমার খুব ভালো লেগেছে.

 3 years ago 

আপনাকে ধন্যবাদ ভাই।

 3 years ago 

পেন্সিল দিয়ে একটি পাতার মধ্যে সূর্যের অংকন দেখে আমি মুগ্ধ হয়ে গেছি। আপনি খুব সুন্দর ভাবে চিত্রটি অঙ্কন করেছেন। আপনার উপস্থাপনা আমার খুবই ভালো লেগেছে। আপনার জন্য রইল শুভকামনা।

 3 years ago 

আপনার ভালো লেগেছে শুনে খুশি হলাম। আপনাকে ধন্যবাদ ভাই।

 3 years ago 
পেন্সিল দিয়ে একটি পাতার ভেতর সূর্যাস্তের পেইন্টিং আপনি দারুণভাবে অঙ্কন করেছেন ভাইয়া। খুবই ভালো লাগলো। প্রতিটি ধাপ খুব সুন্দর উপস্থাপনা করেছেন। সব মিলিয়ে অনেক ভাল ছিল। আপনার জন্য শুভকামনা রইল।
 3 years ago 

আপনাকে ধন্যবাদ ভাই সুন্দর মতামত দিয়ে পাশে থাকার জন্য।

 3 years ago 

সত্যিই অতুলনীয়। প্রাচীনকালে পাতার মধ্যেই অনেক চিত্রকর্ম করা হতো। আপনার পোষ্টের মাধ্যমে সেই প্রাচীন যুগের ঐতিহ্য উঠে এসেছে। সুন্দর ছবি এঁকেছেন পাতার মধ্যে। ধন্যবাদ আপনাকে

 3 years ago 

আপনাকে ধন্যবাদ সুন্দর একটি মন্তব্যের জন্য ভাই।

 3 years ago 

আপনার চিত্র অংকন অনেক ব্যতিক্রম এবং ইউনিক একটি চিত্র অংকন।একটি পাতার মধ্যে সূর্য অস্ত যাওয়ার মুহূর্ত চিত্রাঙ্গন এটি একটি অসাধারণ ব্যাপার। এত সুন্দর একটি চিত্রাংকন আমাদের মাঝে উপস্থাপন করেছেন এর জন্য আপনাকে অনেক ধন্যবাদ ভাই

 3 years ago 

আপনাকেও ধন্যবাদ আপু সুন্দর মন্তব্য করে উৎসাহ দেয়ার জন্য।

 3 years ago 

খুবই চমৎকার একটি অঙ্কন আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন ভাইয়া ।পাতার উপরে সূর্যাস্তের অনেক সুন্দর একটি দৃশ্য অঙ্কন করে আপনি আমাদের সকলের মাঝে উপস্থাপন করেছেন ।আপনার অংকন দেখে সত্যিই আমি মুগ্ধ। আপনার অংকন এর প্রশংসা করতেই হয়, শুরু থেকে শেষ পর্যন্ত আপনি অনেক চমৎকার ভাবে অংকন টি সম্পন্ন করেছেন যা দেখি সত্যিই আমার অনেক ভালো লেগেছে। এত সুন্দর একটি অঙ্কন আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। শুভকামনা রইল আপনার জন্য।

 3 years ago 

অসাধারণ হয়েছে ভাইয়া পেন্সিল দিয়ে অঙ্কন করা একটি পাতার মধ্যে সূর্যাস্তের চিত্র অংকন সত্যি ভাবতেই অনেক ভালো লাগছে। এই চিত্র অঙ্কনের প্রতিটি ধাপের বর্ণনাগুলো খুবই সুন্দরভাবে গুছিয়ে গুছিয়ে লিখেছেন। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

Coin Marketplace

STEEM 0.26
TRX 0.25
JST 0.039
BTC 94802.39
ETH 3313.10
USDT 1.00
SBD 3.32