ঘটক নাটক রিভিউ [১০% @shyfox এর জন্য ❤️]

11-03-2022

২৭ ফাল্গুন ,১৪২৮ বঙ্গাব্দ


আসসালামুআলাইকুম সবাইকে


কে
মন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমার দুইদিন ধরে প্রচুর জ্বর বলতে পারেন। আজকে একটু কম। সিজন পরিবর্তন হওয়ার জন্য মনে হয় এরকম জ্বর ও ঠান্ডা একসাথে লেগে গেলো। যায়হোক আপনাদের মাঝে সম্প্রতি আমার দেখা একটি নাটক নিয়ে হাজির হলাম। নাটকের নাম হচ্ছে ঘটক । নাটকটি সম্প্রতি রিলিজ হয়েছে। রিলিজ হওয়ার পর থেকেই নাটকটি বেশ জনপ্রিয়তা লাভ করেছে। তাই চলে এলাম আপনাদের সাথে নাটকটি শেয়ার করার জন্য। আশা করি আপনাদের কাছে নাটকের রিভিউটি ভালো লাগবে।


Screenshot_2022-03-11-17-57-25-40.jpg

ছবিঃইউটিউব থেকে নেয়া স্ক্রিনশট


নাটকের কিছু তথ্য


নামঘটক।
রচনামহিদুল মহিম
পরিচালনামহিদুল মহিম ।
প্রযোজকশেখ সাহেদ আলী পাপ্পু ।
অভিনয়েআফরান নিশো, তানজিন তিশা, শহিদুল আলম সাচ্চু,বাশার বাপ্পী, সোহাগ, কবিতা শামীমী, ইভান শাহির, জয়ীতা জয়ী, শম্পা নিজাম, মিলি মুন্সী, মুকতার প্রমুখ
আবহ সংগীতআবরাল সাহীর।
দৈর্ঘ্য৫৪ মিনিট।
ধরনকাল্পনিক , ড্রামা, রোমান্টিক।
ভাষাবাংলা।
দেশবাংলাদেশ


কাহিনী সারসংক্ষেপ


Screenshot_2022-03-11-18-04-44-20.jpg

নাটকের শুরুতেই দেখা যায় একটি বিয়ের অনুষ্ঠান হচ্ছে। ঠিক সেখানে এসে হাজির হয় জনপ্রিয় ঘটক সায়রা বেগম। সায়রা বেগম বিয়েতে এসে দেখে এক ভদ্রমহিলা তার মেয়ের বিয়ে নিয়ে চিন্তিত। তিনি ভদ্রমহিলাকে বললেন তার মেয়ের বিয়ে খুব শীঘ্রই দিয়ে দিতে পারবে। এক সপ্তাহের মধ্যে বিয়ে হয়ে যাবে তার মেয়ের। ঘটকের কাজই হচ্ছে বিয়ে বন্ধন করানো। সেজন্য সায়রা বেগম বিশ হাজার টাকা দাবি করলো। পাত্র হবে ইঞ্জিনিয়ার তো এ কথা শুনে ভদ্র মহিলা মহাখুশী। এজন্য সায়রা বেগমকে অগ্রীম পাচঁ হাজার টাকা দিয়ে দেয়।

Screenshot_2022-03-11-18-06-21-47.jpg

ঠিক একই বিয়েতে উপস্থিত হন রমিজ ঘটক। তিনি আবার সুনামধন্য একজন ঘটক। অনেক বিয়ের কার্যসম্পাদন করিয়েছেন তিনি। রমিজ ঘটককে বিয়েতে দেখে সায়রা বেগম কিছুটা বিস্মিত হয়ে গেলেন! রমিজ ঘটক এখানে? সায়রা ঘটক মূলত আজকের বিয়ের কার্যসমাধা করিয়েছেন। বলতে গেলে সায়রা বেগমের ক্লায়েন্ট এর বিয়ে আজকে। রমিজ ঘটকের আবার তার ক্লায়েন্ট এর বরের পক্ষ দূর সম্পর্কের আত্মীয় হয়। তারই সুবাধে এখানে আসা রমিজ ঘটকের।

Screenshot_2022-03-11-23-18-40-15.jpg

যায়হোক পরেরদিন এক ভদ্রলোক তার ভাগ্নের জন্য একজন পাত্রী দরকার এর জন্য রমিজ ঘটকের এখানে আসে। ঘটকরা স্বভাবতই একটু গুণ-গান বেশি গায়। রমিজ ঘটকের কাছে ভাগ্নে এর জন্য যেরকম পাত্রী দরকার ঠিক সেরকম পাত্রী আছে। মেয়ে হবে একদম রূপবতী, গুনবতী, সুন্দর। রমিজ ঘটকের মুখে মেয়ের বর্ণনা শুনে ভদ্রলোক খুশি হয়। তো ভদ্রলোক নিশ্চিত হয় যে তার ভাগ্নের জন্য ভালো একজন মেয়ে পেতে যাচ্ছে। এজন্য অবশ্য ঘটক সাহেবকে ভদ্রলোক পাচঁ হাজার টাকা দিয়ে যায় বিয়েটা যেন তাড়াতাড়ি ব্যবস্থা করতে পারে। রমিজ সাহেব আশ্বাস দেয় বিয়েটা শীঘ্রই ব্যবস্থা হয়ে যাবে।

এদিকে সায়রা বানু একদিন রেস্টুরেন্ট এ বসে জুস খাইতেছিল। ঠিক সে সময়ে খেয়াল করলো যে চাচার বয়সী একজন লোক তার ছেলের বিয়ে নিয়ে চিন্তিত। সায়রা বানু চাচার সাথে কথা বলে। চাচাকে আশ্বাস দেয়যে তার ছেলের জন্য ডাক্তার একটি মেয়ে আছে। তার সাথে বিয়ে করার ব্যবস্থা করতে হবে। চাচা একথা শুনে রীতিমত খুশি। আর সায়রা বানু সে হিসেবে তিন হাজার টাকা বকশিশ চায়। চাচা মিয়া অবশ্য বকশিশ দিয়ে দেয়। আর সায়রা বানু যাওয়ার সময় চাচাকে তার ভিজিটং কার্ড দিয়ে যায় যেন পরবর্তীতে তার সাথে যোগাযোগ করে।

Screenshot_2022-03-11-23-20-09-24.jpg

যায়হোক পরবর্তীতে রমিজ ঘটক একটা বিয়ের অফার পায়। কিন্তু সমস্যা হলো তার ছেলে বিয়েতে অমত। সে নাকি কখনো বিয়েই করবেনা। ভদ্রলোক সায়রা বানু ও রমিজ ঘটককে ডেকে এনে বলে তার ছেলেকে বুঝানোর জন্য। তার ছেলের নাম হচ্ছে জিসান। বাবার মায়ের একমাত্র সন্তান। রমিজ ও সায়রা ঘটক অনেক ছবি দেখিয়েছে মেয়ের কিন্তু ছেলে তো মোটেও রাজি হয়না। রমিজ ঘটক তারপর ছেলেকে বুঝায় যে জীবনে ভালোবাসার একজন মানুষ দরকার। যার বুকে মাথা রাখলে অনেক সুখ অনুভূতি পাবে। সায়রা বেগমকে উদাহরণ হিসেবে বলে যে এইযে ধরেন সায়রা বানুর চোখ, ঠোঠঁ, নাক, কান,মিষ্টি হাসি সব ভালো লাগে।

Screenshot_2022-03-11-23-21-56-07.jpg

তারপর ছেলে রমিজ ঘটকের কথা শুনে ভালোবাসা অনুভূতি করে। তার অনুভূতির খাতায় নাম লেখে নেই ঘটক সায়রা বানু!! ঘটকের প্রেমে পড়ে যায় জিসান। আর এদিকে সায়রা বানু রমিজ ঘটকের প্রেমে হাবুডুবু খেতে থাকে। রমিজ ঘটকের প্রেমে পড়ে যায়। রমিজ ঘটকও পরে সায়রা বানুকে অনেক ভালোবেসে ফেলে। কিন্তু সমস্যা হলো জিসান সায়রা বানুকেই বিয়ে করবে সেটা তার বাবাকে বলে। তার বাবা সে কথা শুনে অনেক খুশি হয়। ফাইনালি তার ছেলে বিয়ের জন্য রাজি হয়েছে। তাই সায়রা বানুকে তাদের বাসায় আসতে বলে। ভদ্রলোক জানে যে সায়রা বানুর বাবা মা মারা গেছে সেই ছোটবেলায়। খুব কষ্ট করে পড়াশোনা করে সায়রা বানু প্রতিষ্ঠিত হয়েছে। ভদ্রলোক সায়রা বানুকে বলে ভালোথাকতে হলে টাকার দরকার। আর যেটা জীবনে খুবই প্রয়োজন। তার ছেলের সাথে সায়রা বানুর বিয়ে হলে সে ভালো থাকবে।

Screenshot_2022-03-11-23-23-12-40.jpg

এদিকে রমিজ ঘটককে বাসায় এনে বোঝায় যেন তার বোনকে বুঝানোর জন্য। ভদ্রলোক অবশ্যই তাদের দুজনকে ভাইবোন ভেবেছে। কিন্তু তারা ভাইবোন। একে অপরকে ভালোবাসে। রমিজ ঘটককে বলে তার ছেলের সাথে বিয়েটা করিয়ে দিতে পারলে দশ লক্ষ টাকা দিবে। ফাইনালি বিয়ের দিন আসে। টাকার কাছে তো ভালোবাসা তুচ্ছ। তারা দুজন বিয়ে থেকে পালিয়ে যায় এক অজানায়। এভাবেই মূলত নাটকটি সমাপ্তি ঘটে।


নাটকটি থেকে শিক্ষা


প্রত্যেকটি নাটকটি থেকেই আমরা কোনো না কোনা শিক্ষণীয় দিক পেয়ে থাকি। আমাদের সমাজে এমন অনেকেই আছেন যারা ছেলে বা মেয়ের বিয়ের ব্যবস্থা করে দেন। তাদেরকে এক কথায় ঘটক বলা হয়ে থাকে। ঘটকের জীবনের কিছু গল্প কথা এখানে তুলে ধরা হয়েছে। আমাদের সমাজের ঘটকেরা বিয়ের কাজ সমাধা করে দেন ঠিকই কিন্তু পারিশ্রমিক পর্যাপ্ত পান না। যথাযথ পারিশ্রমিক পেলে হয়তো আরও কাজে গতি আসতো। তবে আরেকটি বিষয় এই ঘটক তাদের বিয়ের কথা চিন্তা করেনা তবে যখন কাউকে সত্যিকারে ভালোবেসে ফেলে তাকেই বিয়ে করে। ভালোবাসা সুন্দর। ঘটকের সুন্দর ভালোবাসার মাধ্যমেই ফুটে উঠেছে।


ব্যক্তিগত মতামত


নাটকের গল্পটি কাল্পনিক হলেও আমার কাছে খুবই ভালো লেগেছিল। ঘটকের জীবনের সুন্দর কিছু গল্পকথা নাটকটিতে ফুটে এসেছে। পরিচালক মহিদুল মহিমের এর আগেও আরও কিছু নাটক দেখেছি। সবগুলো নাটক বেশ দর্শকপ্রিয়তা পেয়েছে। এই নাটকটিতে ঘটক হিসেবে আফরান নিশো যার নাম দেয়া হয়েছে রমিজ ঘটক এবং তানজিন তিশা যার নাম দেয়া হয়েছে সায়রা বানু। খুব সুন্দর অভিনয় করেছে তারা। বর্তমানে এ জুটি দর্শকপ্রিয়তা পেয়েছে। সবদিক মিলিয়ে ব্যক্তিগতভাবে নাটকটি আমার কাছে ভালোই লেগেছিল।

ব্যক্তিগত রেটিং


৮/১০


নাটকটির লিংক


সবগুলো ছবির স্ক্রিনশট এখান থেকে নেয়া


আশা করি নাটকটি আপনাদের কাছে ভালো লাগবে। নাটকটি দেখে না থাকলে লিংকে প্রবেশ করে দেখতে পারেন। আমি চেষ্টা করেছি মূল কাহিনীটা শেয়ার করার জন্য। আশা করি বুঝেছেন। সকলের সু্স্থ্যতা ও দীর্ঘায়ু কামনা করে আজকের মতো এখানেই শেষ করছি।


ধন্যবাদ

WhatsApp Image 2021-12-23 at 19.46.54.jpeg



আমি কে?

IMG20210908180509.jpg

আমার নাম হায়দার ইমতিয়াজ উদ্দিন রাকিব। সবাই আমাকে ইমতিয়াজ নামেই চিনে। পেশায় আমি একজন ছাত্র। নিজেকে সবসময় সাধারণ মনে করি। অন্যের মতামতকে গুরুত্ব দেয় এবং তা মেনে চলার চেষ্টা করি। বাংলা ভাষায় নিজের অভিমত প্রকাশ করতে ভালো লাগে। তাছাড়া ফটোগ্রাফি,ব্লগিং,কুকিং,রিভিউ,ডাই ইত্যাদি করতে ভালো লাগে। অসহায় মানুষদের পাশে দাঁড়াতে ভালো লাগে। বাংলাদেশে জন্মগ্রহণ করতে পেরে নিজেকে ধন্য মনে করি। ভবিষ্যতে প্রিয় মাতৃভূমির জন্য কিছু করতে চাই।

Sort:  
 2 years ago 

এই নাটকটি আমি দেখেছি নাটকটি মোটামুটি আমার কাছে ভালো লেগেছে। নাটকটিতে শেষের দিকে এসে নিশো এবং তিশার পালিয়ে যাওয়ার দৃশ্যটি আমার কাছে খুবই ভালো লেগেছে।
আপনি নাটকটির বেশ ভালো রিভিউটি দিয়েছেন পড়ে আমার খুবই ভালো লেগেছে।

 2 years ago 

আপনার কাছে ভাল লেগেছে শুনে খুবই ভালো লাগলো ভাইয়া ।ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করে আমাকে উৎসাহ দেওয়ার জন্য ❤️

 2 years ago 

আপনি খুবই চমৎকার ভাবে একটি নাটক রিভিউ আমাদের মাঝে শেয়ার করেছেন। আফরান নিশোর প্রতিটা নাটক আমার প্রায় দেখা। ঘটক এই নাটকটি আমি কয়েকদিন আগেই দেখেছি আমার কাছে খুবই ভালো লেগেছে। আপনি খুবই চমৎকার ভাবে এই নাটকের মূল বিষয়বস্তু খুবই সুন্দর ভাবে আমাদের মাঝে তুলে ধরেছেন। আপনার কাছ থেকে পরবর্তীতে আরো সুন্দর সুন্দর নাটক এর রিভিউ আশা করব। শুভকামনা রইল

 2 years ago 

ধন্যবাদ আপনাকে ভাইয়া খুব সুন্দর একটি মন্তব্য করার জন্য ❤️

 2 years ago 

আফরান নিশো আমার ফেভারিট অভিনেতা ।তার প্রতিটি নাটকই আমার দেখা হয় কিন্তু ঘটক নাটক টি ডাউনলোড করে রেখে দিয়েছি এখনো দেখা হয়নি। আপনার রিভিউ পড়ে খুবই ভালো লাগলো নাটকটি দেখার চেষ্টা করব। সুন্দর করে নাটক রিভিউটি আমাদের মাঝে শেয়ার করলেন ধন্যবাদ।

 2 years ago 

জি ভাই আশা করি নাটকটি দেখলে অনেক উপভোগ করতে পারবেন । ধন্যবাদ আপনাকে ❤️

 2 years ago 

আপনি খুব সুন্দর একটি নাটকের রিভিউ দিয়েছেন। নাটকটি আমি দেখেছি খুবই ভালো লেগেছে আমার কাছে। নাটকটির সংলাপ এবং চরিত্র খুবই অসাধারণ নাটকের প্রতিটি দৃশ্যপট খুবই দুর্দান্ত ছিল। এত সুন্দর নাটকের রিভিউ পোস্ট আমাদের মাঝে দেওয়ার জন্য আপনাকে অন্তর অন্তর থেকে আন্তরিক ধন্যবাদ জানাই।

 2 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া ❤️

 2 years ago 

ঠিকই বলেছেন ভাই ঘটক এর মতো অনেক পেশা আমাদের সমাজে আছে যারা কাজ করেও পর্যাপ্ত অর্থ পান না। অনেক সুন্দর শিক্ষনীয় একটি নাটক ছিল এইটা। যদিও নাটকটা আমি এখনও দেখিনি। তবে আপনার রিভিউ টা অনেক সুন্দর হয়েছে। ধন্যবাদ সুন্দর একটি নাটকের রিভিউ করার জন্য।।

 2 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই সুন্দর একটি মন্তব্য করার জন্য ❤️

 2 years ago 

আরফান নিশোর নাটক গুলো আমি অনেক পছন্দ করি তবে এই ঘটক নাটক টি আমি আগে কখনো দেখিনি। আপনি আমাদের মাঝে নাটকটা অনেক সুন্দর ভাবে রিভিউ করেছেন এবং নাটকটি রিভিউ পড়ে যা বুঝতে পারলাম মনে হচ্ছে খুব ইন্টারেস্টিং । ধন্যবাদ আপনাকে এমন সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ খুব সুন্দর একটি মন্তব্য করার জন্য ❤️

 2 years ago 

সত্যি বলতে ভাইয়া আরফান নিশু বস। আমিও দেখেছি নাটকটি বেশ ভালই লাগলো। আপনি অনেক সুন্দর করে উপস্থাপন করেছেন এবং নাটকটি বেশ মজার ছিল।আসলেই অনেক সুন্দর ছিল।

 2 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই

 2 years ago 

নাটকের দৃশ্যপট গল্পটি বেশ ভালই তো। আর আরফান নিশুর বেশ কয়েকটি নাটক আমি দেখেছি দারুন অভিনয় করে সে। আর আপনি আজকে আপনার রিভিউ এর মাধ্যমে খুব সুন্দর ভাবে নাটকের গল্পটি কে ফুটিয়ে তুলেছেন এজন্য ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

নাটকটি পড়ে খুবই ভালো লাগলো ভাইয়া। নাটকটি আমি দেখিনি তবে আপনার লেখাটা পড়ে মনে হচ্ছে নাটকটি খুব ভালো আমার দেখার খুব ইচ্ছা করছে। আমি অবশ্যই দেখবো নাটকটি ।তিশা আরফান নিশোর নাটক গুলা আমার কাছে খুবই ভালো লাগে আগে অনেক নাটক দেখতাম ইদানিং নাটক দেখার সুযোগই পায় না। মনে হচ্ছে আবার নতুন করে দেখতে হবে ।আপনি খুব সুন্দরভাবে নাটকের রিভিউ দিয়েছেন রিভিউটি পড়ে নাটক দেখার ইচ্ছা আরো বেড়ে গেল।

 2 years ago 

জ্বী আপু আপনি নাটকটি দেখে বেশ উপভোগ করতে পারবেন ধন্যবাদ আপনাকে ❤️

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.13
JST 0.028
BTC 57497.94
ETH 3099.12
USDT 1.00
SBD 2.32