DIY-ক্রিস্টমাস উপলক্ষে বাচ্চাদের এঞ্জেল ড্রেস |[১০% লাজুক খ্যাকের জন্য ]
27-12-2021
১৩ পৌষ,১৪২৮ বঙ্গাব্দ
আসসালামুআলাইকুম সবাই
🔴 প্রয়োজনীয় উপকরণ 🔴
- A4 সাইজের রঙিন পেপার
- কাচি
- ফেবিকল গাম
প্রথমেই একটু সবুজ রঙের পেপার নিয়ে নিলাম।
তারপর কাগজটি মাঝ বরাবর সমানভাবে ভাজ করে নিলাম।
আবার ভাজকরা অংশ সমানভাবে ভাজ করে নিলাম
আবার সমানভাবে ভাজ করে নিলাম
তারপর আবার কাগজ সমান করে দুইপাশে ভাজ করে নিলাম
তারপর কাগজের ভাজকরার উপরে কাচি দিয়ে বৃত্তাকার করে কেটে নিলাম
তারপর কাচি দিয়ে ছোট করে কেটে নিলাম একপাশে
↘️ ধাপঃ০৮ ↙️ তারপর মাঝে কেটে নিলাম
↘️ ধাপঃ০৯ ↙️ দুইপাশে কেটে নিলাম
↘️ ধাপঃ১০ ↙️ কাটার পর এরকম উপরে ছবির মতো হবে।
↘️ ধাপঃ১১ ↙️ মাঝ বরাবর ভাজ করে নিলাম
↘️ ধাপঃ১২ ↙️ তারপর মাঝ থেকে দুইপাশে সমান করে নিলাম
↘️ ধাপঃ১৩ ↙️ তারপর গাম লাগিয়ে দিলাম উপরে
↘️ ধাপঃ১৪ ↙️ তারপর সমান পাশে একইভাবে গাম লাগিয়ে দিলাম।
↘️ ধাপঃ১৫ ↙️ তারপর নিচে কাগজের সাথে জোড়া লাগিয়ে দিলাম। দেখতে অনেকটা ড্রেসের মতো হয়ে যাবে।
↘️ ধাপঃ১৬ ↙️ তারপর একটি নীল কাগজ লম্বাকরে কেটে নিলাম। তারপর এভাবে বৃত্তাকার করে গাম দিয়ে বানিয়ে নিলাম
↘️ ধাপঃ১৭ ↙️ তারপর বৃত্তাকার অংশটা ড্রেসের উপর গাম দিয়ে লাগিয়ে দিলাম।
↘️ ধাপঃ১৮ ↙️ তারপর আবার আরেকটি নীল কাগজ কেটে নিলাম। দুইপাশে গাম লাগিয়ে দিলাম
↘️ চূড়ান্তধাপ↙️
তারপর ড্রেসের উপরে লাগিয়ে দেওয়ার পর ড্রেসটি সম্পূর্ণ করে নিলাম। হয়ে গেলে ক্রিস্টমাস উপলক্ষে বাচ্চাদের জন্য এঞ্জেল ড্রেস তৈরি
ছবির বিবরণ
বিষয় ক্রিস্টমাস উপলক্ষে বাচ্চাদের এঞ্জেল ড্রেস। ডিভাইস oppo A12 ফটোগ্রাফার @haideremtiaz লোকেশন Mymensingh,Bangladesh আশা করি আজকের ক্রিস্টমাস উপলক্ষে বাচ্চাদের জন্য কাগজের তৈরি এঞ্জেল ড্রেসটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকের মতো এখানেই শেষ করছি।
ধন্যবাদ
আমি কে? আমার নাম হায়দার ইমতিয়াজ উদ্দিন রাকিব। সবাই আমাকে ইমতিয়াজ নামেই চিনে। পেশায় আমি একজন ছাত্র। নিজেকে সবসময় সাধারণ মনে করি। অন্যের মতকে গুরুত্ব দেয় এবং তা মেনে চলার চেষ্টা করি। বাংলা ভাষায় নিজের অভিমত প্রকাশ করতে ভালো লাগে। তাছাড়া ফটোগ্রাফি,ব্লগিং,কোকিং,রিভিউ,ডাই ইত্যাদি করতে ভালো লাগে। অসহায় মানুষদের পাশে দাঁড়াতে ভালো লাগে। বাংলাদেশে জন্মগ্রহণ করতে পেরে নিজেকে ধন্য মনে করি। ভবিষ্যৎ এ প্রিয় মাতৃভূমির জন্য কিছু করতে চায়।
Twitter link:
https://twitter.com/Emtiaz381602031/status/1475518500743512065?t=Cjj8CtMBSyoYKYRlz5VFDw&s=19
বাচ্চাদের অ্যাঞ্জেল ড্রেস দারুন তো। তাও আবার রঙিন কাগজ দিয়ে। সুন্দরভাবে আপনার উপস্থাপন করেছেন। প্রত্যেকটি ধাপ বোঝার মত ছিল। বাচ্চাদের এগুলো বানিয়ে দিলে ওরা খুব খুশি হয়। ধন্যবাদ।
হুম ভাই বাচ্চারা এগুলো দেখলে বেশ খুশি হয়। ধন্যবাদ ভাই আপনাকে সুন্দর একটি মতামতের জন্য।
ক্রিসমাস উপলক্ষ্যে বাচ্চাদের অ্যাঞ্জেল ড্রেস দারুণভাবে তৈরি করেছেন ভাইয়া। খুবই ভালো লাগলো। প্রতিটি ধাপ খুব সুন্দর করে উপস্থাপন করেছেন। আপনার হাতের কাজ খুব পরিষ্কার। আপনার জন্য শুভ কামনা রইলো ভাইয়া।
ধন্যবাদ ভাই আপনাকে সুন্দর মতামত দিয়ে পাশে থাকার জন্য।
ক্রিসমাস ডে উপলক্ষে আপনার এঞ্জেলস ড্রেস অসাধারণ হয়েছে। আমার খুব ভালো লেগেছে আপনি খুব সুন্দর ভাবে বুদ্ধিদীপ্ত ভাবে একটি ড্রেস বানিয়েছেন। সুন্দরভাবে প্রতিটি ধাপ আমাদের মাঝে তুলে ধরার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
ধন্যবাদ আপু আপনাকে সুন্দর একটি মন্তব্য করার জন্য।
ক্রিসমাস উপলক্ষ্যে আপনার তৈরি করা বাচ্চাদের এঞ্জেল ড্রেস টি দেখতে বেশ আকর্ষণীয় লাগছে। এই ড্রেসটি খেলনা হলেও কোনো পুতুলকে যদি পরিয়ে দেওয়া হয় তাহলে আসলেই এঞ্জেলের মত লাগবে। ক্রিসমাস উপলক্ষ্যে এমন একটি জিনিস দেখে অনেক ভালো লাগছে। আপনি পোস্টটি অনেক গুছিয়ে আমাদের মাঝে উপস্থাপন করেছেন ধন্যবাদ আপনাকে আপনার জন্য শুভকামনা রইল।
আপনাকেও ধন্যবাদ ভাই পোস্টটি পড়ে সুন্দর একটি মন্তব্যের জন্য।
ক্রিস্টমাস উপলক্ষে বাচ্চাদের এঞ্জেল ড্রেস তৈরি দেখতে অনেক সুন্দর লাগছে। এঞ্জেল ড্রেস তৈরীর প্রতিটি ধাপের বর্ণনা গুলো খুবই চমৎকার ভাবে উপস্থাপন করেছেন। আপনার হাতের কাজ অনেক পরিষ্কার। দারুন মেধার অধিকারী আপনি। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।
আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই সুন্দর মতামত দিয়ে পাশে থাকার জন্য।