কবিতা আবৃত্তিঃ কিছু পাওয়ার জন্য স্বার্থপর হতে চাই | লিখেছেন ব্ল্যাক্স দাদা
25-06-2022
১১ আষাঢ় ,১৪২৯ বঙ্গাব্দ
আসসালামুআলাইকুম সবাইকে
কেমন আছেন সবাই? আশা করছি সৃষ্টিকর্তার অশেষ রহমতে ভালো আছেন। আমি ভালো আছি। তবে দুদিন ধরে শরীরে জ্বর তার মধ্যে ঠান্ডাও লেগে গেছে। তো আজকে আমি আপনাদের সাথে একটি কবিতা আবৃত্তি শেয়ার করবো। কবিতাটি লিখেছেন আমাদের সবার প্রিয় ব্ল্যাক্স দাদা। এর আগে একবার আপনাদের সাথে কবিতা আবৃত্তি শেয়ার করেছিলাম। ব্ল্যাক্স দাদার সবগুলো কবিতা আমার খুব ভালো লাগে। এতো ভিতর থেকে লিখে দাদা কি আর বলবো।
আজকের কবিতাটি দাদার কবিতার খাতা থেকে নেয়া হয়েছে। কবিতার নাম হচ্ছে কিছু পাওয়ার জন্য স্বার্থপর হতে চাই। আসলে মানুষের ক্ষুদ্র জীবনে অনেক কিছু চাওয়ার থাকে। কিছু চাওয়া যেন অপূর্ণ থেকে চায়। তবুও জীবন থেমে থাকেনা। জীবন জীবনের নিয়মেই চলতে থাকে। আমাদের সবকিছু উপেক্ষা করেই সামনে এগিয়ে যেতে হয়। আমরা মানুষ। মানুষ পারেনা এমন কোনো কাজ এই পৃথিবীতে নেই। অসাধ্যকে সাধন করেছে মানুষ। আসলে আমরা কিছু মানতে চায়না, কারণ হারানোর বড় ভয়। যা আমাদের তিলে তিলে ঘ্রাস করে ফেলে। তবে মানিয়ে নিতে হয়, কঠিন হলেও তা। যায়হোক, চলুন তাহলে কবিতা আবৃত্তি শুরু করা যাক। নিচে ভিডিও লিংক দিয়ে দিয়েছি।
কিছু পাওয়ার জন্য স্বার্থপর হতে চাই
লিখেছেনঃ ব্ল্যাক্স দাদা
বহুদিন ধরে ভিতরে ভিতরে একটা আভাস
পাচ্ছি,গন্তব্যের খুব কাছাকাছি যেন পৌঁছে গেছি।
আমি স্পষ্ট শুনতে পাচ্ছি বিদায়ের শেষ ধ্বনি
ভীষণ অস্থিরতা আমাকে ঘিরে ধরেছে,আমি বিধ্বস্ত
এখন এক একটা রাত কাটে শঙ্কায়,আমি নিরুপায়,
আমাকে হয়তো সব কিছু মেনে নিতে হবে।
আমরা মানতে চাইনা,হারানোর বড় ভয়
তোমাকে নির্বিকারে বলেছিলাম আমি কত মহান।
আসলে আমি ভীষণ রকম সাধারণ
আমি কিছু পাওয়ার জন্য স্বার্থপর হতে চাই
পারি না মজ্জায় মজ্জায় রয়েছে বিরুদ্ধচারিতা,
তাই পেয়ে ও অনেক কিছুই হারাই।
অনেক সময় সত্য আর বিশ্বাস অবাক করে
তালগোল পাকিয়ে খুব টানাপোড়েনের জন্ম দেয়,
আমি হৃদয়ে ক্ষত নিয়ে তোমার কাছে বিদায় চাই।
জানি অনেক অন্যায় করে পেয়েছি তোমায়,
শত শত অভিযোগ আসবে ধেয়ে
আমি এখনো বিশ্বাস করি আমার কোনো অপরাধ নেই।
আমি তো শুধু ভালোবেসেছি
ভালোবাসার রোমাঞ্চকর যাত্রায় হঠাৎ তোমাকে
সম্পূর্ণ তোমাকে নিজের করে চেয়েছি,
এটা ও হয়তো কেউ বলতে পারে অন্যায়,
আমি জীবনের মাঝ দরিয়ায় দাঁড়িয়ে
বারবার চিৎকার করে বলি আমার কোনো দোষ নেই।
আষাঢ়ের ভীষণ বর্ষায় আমি নিতে চাই বিদায়,
তোমার অশ্রু লুকিয়ে যায় বর্ষার ফোঁটায়।
আসলে আমি তেমন কবিতা আবৃত্তি করতে পারিনা। আপনাদের দেখাদেখি কবিতা আবৃত্তি শুরু করেছি। ব্ল্যাক্স দাদার কবিতার লাইনগুলো বুঝাও কঠিন এতো গভীর থেকে লিখেন উনি। আমি চেষ্টা করেছি শুধু। ভালো লাগলে জানাবেন। ভুল-ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি। আল্লাহ হাফেজ।
ব্ল্যাক্স দাদার এই কবিতাটি আমার কাছে অনেক ভালো লেগেছে। আপনার কন্ঠ শুনতে অনেক সুন্দর লাগছে। আপনি অনেক সুন্দর করে উপস্থাপন করেছেন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটি পোষ্ট আমাদের সাথে শেয়ার করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইল।
আপনাকেও অসংখ্য ধন্যবাদ আপু চমৎকার মন্তব্য করার জন্য।
খুবই চমৎকার একটি কবিতা আবৃত্তি করে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন আপনার কন্ঠে আবৃত্তি আমার কাছে খুবই ভালো লেগেছে। পরবর্তীতে সুন্দর সুন্দর কবিতা আবৃত্তি করে আপনি আমাদের মাঝে শেয়ার করবেন আশা করি।
জি ভাই অবশ্যই শেয়ার করবো কবিতা আবৃত্তি। আপনার ভালো লেগেছে জেনে খুশি হলাম।
আপনি অনেক সুন্দর একটি কবিতা আবৃত্তি করেছেন ভাইয়া। আপনার কবিতা আবৃত্তি শুনে এবং প্রতিটি লাইন পড়ে অনেক ভালো লাগলো। শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিটি লাইন সুন্দর ভাবে শেয়ার করার জন্য ধন্যবাদ। আপনার জন্য শুভেচ্ছা রইল
আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু চমৎকার মন্তব্যের মাধ্যমে আমাকে উৎসাহ দেয়ার জন্য।
সুন্দর হয়েছে অনেক,মনোমুগ্ধকর আবৃত্তি
আপনাকে ধন্যবাদ।
জানি অনেক অন্যায় করে পেয়েছি তোমায়,
শত শত অভিযোগ আসবে ধেয়ে
আমি এখনো বিশ্বাস করি আমার কোনো অপরাধ নেই।
আমি তো শুধু ভালোবেসেছি
এই লাইনগুলো খুব ভালো লেগেছে ভাই৷ জীবনের সাথে মিলে গেছে। কবিতা লিখা বন্ধ করবেন না কখনো। খুব ভালো লাগে আপনার কবিতাগুলি।
ভাই আমি লিখেনি কবিতা। আমাদের শ্রদ্ধেয় ব্ল্যাক্স দাদা লিখেছিল আমি জাস্ট আবৃত্তি করেছি।
ছোট দাদা কবিতা অনেক ভাল লিখেন। আপনি খুব চমৎকার ভাবে আবেগ মিশ্রিত গলায় আবৃতি করেছেন। শুনে ভাল লাগল। কবিতা আবৃতি করতে পারাটা অনেক বড় একটি গুণ। আপনার মধ্যে তা রয়েছে। চালিয়ে যান ভাই। ভালবাসা রইল
আপনার কবিতার প্রতিটি লাইন পড়ে খুব ভালো লাগলো। এর একেকটার বিভিন্ন মিনিং রয়েছে । আপনি অতি সুন্দর ভাবে আমাদের মাঝে উপস্থাপন করেছেন বলে আমাদের বুঝতে সুবিধা হয়েছে। ধন্যবাদ ভাই