প্রতিযোগিতাঃ১০-শীতকালীন সবজি দিয়ে পেয়াজ কলির ভাজির রেসিপি ||[১০% লাজুক খ্যাকের জন্য ]

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামুআলাইকুম


আমার বাংলা ব্লগ
এর সকল সদস্যবৃন্দ, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালোই আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।


20211208_185617_0000.png


মার বাংলা ব্লগ কমিউনিটি কর্তৃক আয়োজিত শীতকালীন সবজি প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে যাচ্ছি। প্রথমেই ধন্যবাদ জানাই এডমিন ও মডারেটরদের যারা এমন একটি প্রতিযোগিতার আয়োজন করেছে। তো আজকে আমি খুব সাধারন একটি রেসিপি শেয়ার করবো। শীতকাল আসলেই শুধু এ সবজিটা পাওয়া যায়। সেটা হচ্ছে পেয়াজ কলি বা পেয়াজ পাতা। পেয়াজ কলি বা পেয়াজ পাতা দিয়ে মূলত ভাজি করে খাওয়া হয়। আর কাছে পেয়াজ কলির ভাজি এতো ভালো লাগে বলে বুঝানো যাবেনা। আর শীতকালে প্রায় অনেক সবজি বাজারে পাওয়া যায়। দামেও সস্তা হয় সবজিগুলো। তবে আমার পছন্দের সবজি হলো পেয়াজ কলি আলু দিয়ে ভাজির রেসিপি। আপনারা হয়তো খেয়ে থাকবেন পেয়াজ কলির ভাজির রেসিপি। আর এই ভাজির রেসিপি খুব সহজেই রান্না করা যায়। তো যায়হোক চলুন দেখা নেয়া যাক

প্রয়োজনীয় উপকরণসমূহ

IMG20211207145551.jpg

IMG20211207145601.jpg
IMG20211207152013.jpg
উপাদানপরিমাণ
পেয়াজ কলি বা পাতা১ কেজি
আলু৫০০ গ্রাম
ডিম২ টি
কাচা মরিচ১০০ গ্রাম
রসুন কুচি৫০ গ্রাম
পেয়াজ কুচি১০০ গ্রাম
হলুদের গুড়ো১চা চামচ
মরিচের গুড়ো১/২ চা চামচ
ধনিয়া গুড়ো১ চা চামচ
তেল২৫০ মিলি
পানিপরিমানমতো
লবণপরিমানমতো

🥗 রন্ধনপ্রক্রিয়ার কাজ চলছে 🥗

🥗 ধাপঃ০১ 🥗


IMG20211207145850.jpg

IMG20211207145914.jpgIMG20211207150059.jpg

প্রথমেই পেয়াজ কুলি বা পেয়াজ পাতা ছোট ছোট করে কেটে নিলাম। সেই সাথে অল্প আলু কুচি করে কেটে নিলাম। তারপর আলু ও পেয়াজ কলি বা পাতা ভালো করে পানি দিয়ে ধুয়ে নিলাম। তারপর চুলাটা অন করে কড়াই বসিয়ে দিলাম। বসানোর পর পরিমানমতো তেল দিয়ে দিলাম। তেল হালকা গরম হয়ে সেখানে পেয়াজ আর কাচা মরিচ দিয়ে দিলাম। দেওয়ার পর চামচ দিয়ে ভালো করে নাড়া-চাড়া করে মিশিয়ে নিলাম।

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iNzq2MSXKSji21JRspt4nqpkXPR5ea7deLzvmJtuzVBwdLJUpBqtgAZ5gHtHPbayD2jR3CWqjkJ.png

🥗 ধাপঃ০২ 🥗


IMG20211207150550.jpg
IMG20211207150558.jpg
IMG20211207150545.jpg
IMG20211207150640.jpg

তারপর পেয়াজ কুচি গরম হয়ে গেলে সেখানে হলুদের গুড়ো,মরিচের গুড়ো, ধনিয়ার গুড়ো দিয়ে দিলাম। তারপর চামচ দিয়ে নাড়া-চাড়া করে ভালো করে মিশিয়ে নিলাম।

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iNzq2MSXKSji21JRspt4nqpkXPR5ea7deLzvmJtuzVBwdLJUpBqtgAZ5gHtHPbayD2jR3CWqjkJ.png

🥗 ধাপঃ০ ৩ 🥗


IMG20211207150651.jpg
IMG20211207151958.jpg
IMG20211207150835.jpg
IMG20211207150742.jpg

তারপর পেয়াজ কলি বা পাতা ও আলুগুলো সেখানে দিয়ে দিলাম। দেওয়ার পর। মশলার সাথে ভালো করে মিশিয়ে নিলাম। তারপর ঢাকনা দিয়ে ৫-১০ মিনিটের মতো ঢেকে দিলাম। খুব তাড়াতাড়ি সিদ্ধ হওয়ার জন্য চুলার ভলিউমটা কমিয়ে দিয়েছি।

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iNzq2MSXKSji21JRspt4nqpkXPR5ea7deLzvmJtuzVBwdLJUpBqtgAZ5gHtHPbayD2jR3CWqjkJ.png

🥗 ধাপঃ০৪ 🥗


IMG20211207153026.jpg

IMG20211207153203.jpg

তারপর সিদ্ধ হয়ে গেলে সেখানে ২টা ডিম ভেঙে দিয়ে দিলাম। দেওয়ার পর চামচ দিয়ে ভালো করে নাড়া-চাড়া করে মিশিয়ে নিলাম। ডিম দিলে খেতে ভালো লাগে বেশি। তারপর ৫-৭ মিনিটের মতো চুলার উপরে চামচ দিয়ে নাড়া-চাড়া করতে থাকলাম।

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iNzq2MSXKSji21JRspt4nqpkXPR5ea7deLzvmJtuzVBwdLJUpBqtgAZ5gHtHPbayD2jR3CWqjkJ.png

🥗 ধাপঃ০৫ 🥗


IMG20211207153500.jpg

IMG20211207153558.jpg

তারপর হয়ে গেলে চুলা থেকে নামিয়ে নিলাম। তারপর খাওয়ার জন্য একটি বাটিতে পরিবেশন করে নিলাম।

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iNzq2MSXKSji21JRspt4nqpkXPR5ea7deLzvmJtuzVBwdLJUpBqtgAZ5gHtHPbayD2jR3CWqjkJ.png

🥗
চূড়ান্তধাপ
🥗


IMG20211207213249.jpg

ছবিঃপেয়াজ কুলির ভাজি সেই সাথে গরম ভাত হাতে নিয়ে আমি।

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iNzq2MSXKSji21JRspt4nqpkXPR5ea7deLzvmJtuzVBwdLJUpBqtgAZ5gHtHPbayD2jR3CWqjkJ.png

ছবির বিবরণ
বিষয়পেয়াজ কলির ভাজির রেসিপি
ডিভাইসoppo A12
ফটোগ্রাফার@haideremtiaz
লোকেশনFeni,Bangladesh

আশা করি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। বাসায় কখনো এভাবে রান্না করে খেয়ে থাকলে কমেন্ট করে জানাবেন। সকলের সু্স্থ্যতা ও দীর্ঘায়ু কামনা করে আজকের মতো এখানেই শেষ করছি।

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iNzq2MSXKSji21JRspt4nqpkXPR5ea7deLzvmJtuzVBwdLJUpBqtgAZ5gHtHPbayD2jR3CWqjkJ.png

ধন্যবাদ

gPCasciUWmEwHnsXKML7xF4NE4zxEVyvENsPKp9LmDaFuzVwHnY92rponrLLcEknitVG5yvYaPTExVtjfc6Bi4cvC9ppuyLmaATGbhg8UF4suiCxVfuw2YuSWJftJo9C74dQUN2WE1yNJmdtXp.png

qQb1qbB44WNL4kcw8YRpvpA9rhDMdw5Qkx9ZgyU.png



আমি কে?

IMG20210908180509.jpg

আমার নাম হায়দার ইমতিয়াজ উদ্দিন রাকিব। সবাই আমাকে ইমতিয়াজ নামেই চিনে। পেশায় আমি একজন ছাত্র। নিজেকে সবসময় সাধারণ মনে করি। অন্যের মতকে গুরুত্ব দেয় এবং তা মেনে চলার চেষ্টা করি। বাংলা ভাষায় নিজের অভিমত প্রকাশ করতে ভালো লাগে। তাছাড়া ফটোগ্রাফি,ব্লগিং,কোকিং,রিভিউ,ডাই ইত্যাদি করতে ভালো লাগে। অসহায় মানুষদের পাশে দাঁড়াতে ভালো লাগে। বাংলাদেশে জন্মগ্রহণ করতে পেরে নিজেকে ধন্য মনে করি। ভবিষ্যৎ এ প্রিয় মাতৃভূমির জন্য কিছু করতে চায়।

unnamed.png

Sort:  
আপনে একটু ভিন্ন ভাবে পেঁয়াজের কালিটা ভাজি করেছেন। আমার একটা পছন্দের খাবার। আলু দিয়ে পেঁয়াজের কালি ভাজি করলে খেতে অনেক মজা লাগে। তবে আমি ভাজির মধ্যে কখনও ডিম দিয়ে খাই নাই। দেখেই মনে হচ্ছে খেতে বেশ মজাদার হয়েছে। এতো সুন্দর একটা রেসিপি শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।
 2 years ago 

আপনাকে ধন্যবাদ সুন্দর মতামত দিয়ে পাশে থাকার জন্য।

 2 years ago 

শীতকালীন সবজি দিয়ে পিঁয়াজ কালির রেসিপি আপনি দারুন ভাবে রান্না করেছেন ভাইয়া আর পেঁয়াজ কালি খেতে এমনি অনেক ভালো লাগে। আপনারটাও ভিন্ন লাগলো। আপনার রান্নার ধরন খুবই ভালো। আপনার জন্য শুভকামনা রইল।

 2 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

আপনি আমাদের মাঝে শীতকালীন সবজির রেসিপি পেঁয়াজের কলি ভাজি রেসিপি নিয়ে এসেছেন খুবই ভালো লেগেছে। সত্যিই পেঁয়াজের পাতা গুলো বাজি করে খেতে খুবই ভালো লাগে। এবং আপনি অনেক সুন্দর করে আপনার রেসিপিটি আমাদের মাঝে উপস্থাপন করেছেন। আপনার জন্য শুভকামনা রইল।

 2 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।

 2 years ago 

পিয়াজের কলি শীতের সময় এর একটি অন্যতম ।এটি সবজির স্বাদ দ্বিগুন করে ।আপনি নতুন আঙ্গিকে রেসিপিটি বানিয়েছেন ।মনে হয় সেই মজা হয়েছে ।ধন্যবাদ এতো সুন্দর রেসিপি শেয়ার করার জন্য।

 2 years ago 

আপনাকে ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.30
TRX 0.12
JST 0.033
BTC 64534.17
ETH 3150.15
USDT 1.00
SBD 4.01