"ফুলের নামে নাম" নাটক রিভিউ 🌼

18-07-2022

৩ শ্রাবণ ,১৪২৯ বঙ্গাব্দ


আসসালামুআলাইকুম সবাইকে


কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে চলে এলাম আপনাদের সাথে একটি নাটক শেয়ার করার জন্য। এবারের ঈদে নাটকটি মুক্তি পেয়েছে। মুক্তি পাবার পর থেকেই ভালো দর্শকপ্রিয়তা পেয়েছে। নাটকটির নাম হচ্ছে ফুলের নামে নাম। মিজানুর রহমান আরিয়ান নাটকটি পরিচালনা করেছেন। আশা করি নাটকের রিভিউটি আপনাদের কাছে ভালো লাগবে।

Screenshot_2022-07-18-23-19-39-20.jpg

ছবিঃইউটিউব থেকে নেয়া স্ক্রিনশট



নাটকের কিছু তথ্য


নামফুলের নামে নাম ।
রচনা ও পরিচালনামিজানুর রহমান আরিয়ান ।
প্রধান সহকারী পরিচালকপথিক সাধন ।
অভিনয়েতৌসিফ মাহবুব, সাদিয়া আয়মান, উজ্জল মাহমুদ, হিমু খান, শারমিন সুলতানা শর্মী সহ আরও অনেকে ।
দৈর্ঘ্য৩৯ মিনিট ২ সেকেন্ড ।
আবহ সংগীতশাহরিয়ার আলম মার্শেল ।
মুক্তির তারিখ১৪ই জুন , ২০২২ ইং
ধরনকাল্পনিক , রোমান্টিক, সামাজিক ।
ভাষাবাংলা।
দেশবাংলাদেশ

চরিত্রেঃ

সাইফঃ তৌসিফ মাহবুব
বেলীঃ সাদিয়া আয়মান

কাহিনী সারসংক্ষেপ


Screenshot_2022-07-18-23-30-14-07.jpg

নাটকের শুরুতে দেখা যায়, সাইফ গাড়িতে বসে ভিডিও দেখছে। ঠিক তখন একজন বই বিক্রেতা এসে সাইফকে বই কিনতে বলতেছে। সাইফ তখন বই কিনবেনা বলে দেয়। ঠিক আবার কিছুক্ষণ পর ফুল বিক্রেতা একটি মেয়ে আসে সাইফের কাছে। মেয়েটি বেলী ফুলের মালা বিক্রি করে ২০ টাকা করে। মেয়েটি সাইফকে বলে একটি ফুলের মালা নিতে। কিন্তু সাইফ তখনও ফুলের মালা নিতে অপারগ প্রকাশ করে। তবে মেয়েটি বলে ফুল আপনারা না নিলে খাবো কি? তৌসিফ তখন সবগুলো ফুলের মালা কিনে নেই। কিন্তু ফুলের মালাগুলো দেয়ার মতো সাইফের কেউ নেই।

সাইফ একটি প্রাইভেট কোম্পানিতে জব করতো, ভালো স্যালারিও পেতো। কিন্তু কোম্পানিতে রাজনীতি প্রবেশ করায় তার জবটা চলে যায়। মা বাবা নিয়েই বসবাস করে সাইফ। ছোট একজন বোন আছে তবে তার বিয়ে হয়ে গেছে। সাইফ সংসারের বড় ছেলে হওয়ায় সংসারের দায়িত্ব এখন তার উপরে। চাকরি চলে যাওয়ার পর থেকে সাইফ এখন গাড়ি ড্রাইভ করে। এপসে ফোন কলে সাইফকে বলে এবং গাড়িতে করে যাত্রীরা যেতে চায়। সাইফের একজন নিয়মিত যাত্রী নাম তার বেলী। বেলী তার বড় ভাইয়ের বাসা থেকে পড়াশোনা করে।

Screenshot_2022-07-18-23-32-26-66.jpg

বেলী ফুলের মালা কেনার পর বেলী সাইফকে ফোন দেয় তাকে লিভ দেয়ার জন্য। সাইফ তখন শান্তিনূর এলাকার পাশে অবস্থান করছিল। বেলী বলে যেন ম্যাপ ধরে তার বাসার সামনে চলে আসে। বেলীকে নিয়ে ভার্সিটিতে যাবে সাইফ । পথিমধ্যে বেলীর নাকে এসির বাতাসের গন্ধ ফিল হলো। সাইফ বললো এটা এসির গন্ধ না, এটা বেলী ফুলের মালা থেকে গন্ধ বের হচ্ছে। বেলী তখন বেলী ফুলের মালা হাতে নিতে চায়। সাইফ তখন বেলীকে বেলী ফুলের মালাগুলো দেয়। তখন বেলী ফুলের মালার গন্ধ নিতে থাকে বেলী। তখন বেলী সাইফকে বলে যে বেলী ফুলের মালাগুলো কার জন্য কিনেছে? সাইফ তখন বলে বেলী ফুলের মালা এমনি কিনেছি; আমার স্পেশাল কোনো মানুষ নেই। সাইফ তখন বেলী ফুলের মালাগুলো বেলীকে দিয়ে দেয়।

Screenshot_2022-07-18-23-33-31-29.jpg

এদিকে সাইফের মা দিনদিন অসুস্থ হয়ে যাচ্ছে ; বাবার শরীরটাও ভালো নেই। সাইফের মা বলে যে সাইফের অনেক কষ্ট হয়ে যাচ্ছে টাকা জোগাড় করতে। সাইফ মাকে আশ্বাস দেয় খুব শীঘ্রই আরেকটি চাকরি নিয়ে নিবে। এর পরদিন বেলীর ভার্সিটিতে রিচাল্ট দিবে। বেলী অনেক চিন্তিত। এপসে গাড়ি খোজেঁছে কিন্তু পায়নি। তাই সাইফকে ফোন দেয় তাকে ভার্সিটিতে নিয়ে যাওয়ার জন্য। বাহিরে বৃষ্টি হচ্ছিল খুব। এজন্য সাইফের আসতে দেড়ি হবে বলে দেয়। বেলী তখন সাইফকে বলে যে ভাড়া বাড়িয়ে দিবে। সাইফ তখন বেলীকে বাসা থেকে ভার্সিটির উদ্দেশ্যে নিয়ে যায়। বেলী অনেক চিন্তুত সাইফ দেখেই বুঝতে পারে। বেলী তখন বলে, আজ ভার্সিটিতে রিচাল্ট দিবে। তাই কিছুটা চিন্তুিত। কিন্তু চিন্তা করে তো লাভ নেই যা হবার তাই হয়ে গেছে যেমনটা সাইফ বললো। ভার্সিটির সামনে চলে আসে। সাইফকে এক হাজার টাকা দিয়ে বলে রেখে দিতে। সাইফ আর না করতে পারেনি। সাইফ তখন ভার্সিটির গেইট এর সামনে দাড়িঁয়ে থাকে। বেলী বের হয়েই দেখতে পায় সাইফকে। সাইফ বলে যে রিচাল্ট শুনার জন্য দাড়িয়েঁছিলাম। বেলীর রিচাল্ট ভালো হয়েছে। মুখ দেখেই বুঝতে পারে সাইফ।

Screenshot_2022-07-18-23-34-37-69.jpg

বেলী আর সাইফের সম্পর্ক গভীর হতে থাকে। একটা পর্যায়ে বেলী সাইফের সরলতার প্রেমে পড়ে যায়। সাইফকে ভালোবেসে ফেলে। কিন্তু সাইফের সাধ্য নেই তাকে ভালোবাসার। কারণ সে মধ্যবিত্ত পরিবারের সন্তান। তবুও বেলী তাকে ভালোবাসে। তাদের সম্পর্ক এভাবেই চলতে থাকে। কিন্তু বেলীর বড় ভাই বুঝতে পেরে যায়। বেলী কিছু না বলেই বাসা থেকে বের হয়ে যায় আর সেটা তার বড় ভাই কয়েকদিন ধরেই লক্ষ্য করছিল। বেলী পরেরদিন সাইফের সাথে দেখা করে। সাইফকে বলে যে ভালো একটা চাকরি করার জন্য। ভাইয়ের সামনে কিভাবে সাইফে ড্রাইভার হিসেবে পরিচয় দিবে। সাইফ তখন বেলীকে বলে দুইমাস সে চাকরির জন্য চেষ্টা করবে। এরই মাঝে বেলীর সাথে কথা বলবে না। সাইফ তখন চাকরির জন্য পড়াশোনা শুরু করে দেয়। কিছু ইন্টার্ভিউ দেয়। অবশেষে সাইফের একটি ভালো জব হয়। এই খুশির সংবাদটা বেলীকে ফোনে বলতে যায়। তখন বেলী কোনো কথা বলেনা। কারণ বেলীর বিয়ে ঠিক হয়ে যায়।

Screenshot_2022-07-18-23-36-09-63.jpg

সাইফ তখন বেলীর বাসায় যায়। গিয়ে দেখে বেলী বাসাতে নেয়! মা-বাবারা বলাবলি করতে থাকে যে বেলী বিয়ে থেকে পালিয়েছে। সাইফ তখন বুঝতে পারে যে, বেলী কোথায় গিয়েছে? বেলীর একটি প্রিয় জায়গা আছে, ছোটবেলায় এই রাস্তা দিয়ে প্রায়ই স্কুলে যেত। সাইফ গিয়ে দেখে বেলী শাড়ি পরে বসে আছে। বেলী তখন বলে, বেলাবোস হেরে গেলেও মিস বেলী কিন্তু হারেনি। এটা শুনে সাইফ খুশি হয়। সাইফ আর বেলীর মিলবন্ধনের মাধ্যমেই নাটকের সমাপ্তি ঘটে।


ব্যক্তিগত মতামত


ব্যক্তিগতভাবে বলতে গেলে নাটকটি অসাধারণ ছিল। মিজানুর রহমান আরিয়ান সবসময় আমাদের নতুন নতুন গল্পের নাটক উপহার দিয়ে থাকে। এই নাটকটিতে নবাগত শিল্পী মিস বেলীর অভিনয় অসাধারণ ছিল। তাকে দেখে মনেই হয়নি যে নতুন অভিনয় করছে। আমার কাছে বেশ ভালো লাগলো অভিনয়। আর তৌসিফ বরাবরই ভালো অভিনয় করে। দুজনের কম্বিনেশন এ নাটকটি অসাধারন হয়েছে।

ব্যক্তিগত রেটিং


১০/১০


নাটকটির লিংক


সবগুলো ছবির স্ক্রিনশট এখান থেকে নেয়া


আশা করি নাটকটি আপনাদের কাছে ভালো লাগবে। নাটকটি দেখে না থাকলে লিংকে প্রবেশ করে দেখতে পারেন। সবাইকে ধন্যবাদ নাটকের রিভিউটি পড়ার জন্য। সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকের মতো এখানেই শেষ করছি।



10% beneficiary for @shyfox❤️



ধন্যবাদ

WhatsApp Image 2021-12-23 at 19.46.54.jpeg



আমি কে?

IMG20210908180509.jpg

আমার নাম হায়দার ইমতিয়াজ উদ্দিন রাকিব। সবাই আমাকে ইমতিয়াজ নামেই চিনে। পেশায় আমি একজন ছাত্র। নিজেকে সবসময় সাধারণ মনে করি। অন্যের মতামতকে গুরুত্ব দেয় এবং তা মেনে চলার চেষ্টা করি। বাংলা ভাষায় নিজের অভিমত প্রকাশ করতে ভালো লাগে। তাছাড়া ফটোগ্রাফি,ব্লগিং,কুকিং,রিভিউ,ডাই ইত্যাদি করতে ভালো লাগে। অসহায় মানুষদের পাশে দাঁড়াতে ভালো লাগে। বাংলাদেশে জন্মগ্রহণ করতে পেরে নিজেকে ধন্য মনে করি। ভবিষ্যতে প্রিয় মাতৃভূমির জন্য কিছু করতে চাই।

Sort:  
 2 years ago 

আপনি খুব চমৎকার একটি নাটকের রিভিউ করেছেন।ফুলের নামে নাম, নাটকটি আমি দেখেছি খুব ভালো লেগেছে আমার। এত চমৎকার নাটকের রিভিউ করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

 2 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া চমৎকার একটি মন্তব্য করে পাশে থাকার জন্য । আপনার জন্য শুভকামনা রইল ।

 2 years ago 

ফুলের নামে নাম নাটকটি চমৎকার রিভিউ করেছেন। বিশেষ করে পুরো গল্পটি বেশ ফুটিয়ে তুলেছেন। দেখা হয়নি এখনও নাটকটি, তবে দেখতে হবে মনে হচ্ছে 😍
শুভ কামনা রইল আপনার জন্য।

 2 years ago 

জি ভাইয়া আসলে নাটকটি অনেক সুন্দর ছিল । আপনি দেখলে উপভোগ করতে পারবেন নাটকটি । ধন্যবাদ আপনাকে ❤️

 2 years ago 

খুবই চমৎকার একটি নাটক রিভিউ আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন আপনার এই নাটক আমার কাছে খুবই ভালো লেগেছে যদিও এখন পর্যন্ত দেখা হয়নি। খুব শীঘ্রই আমি নাটকটি দেখব শেয়ার করার জন্য ধন্যবাদ।

 2 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া চমৎকার একটি মন্তব্য করার জন্য । আপনার জন্য শুভকামনা রইল ।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.13
JST 0.030
BTC 64752.70
ETH 3455.13
USDT 1.00
SBD 2.50