রঙিন কাগজের তৈরি মোবাইল স্ট্যান্ড 📱 [১০% লাজুক খ্যাকের জন্য ]
30-04-2022
১৭ বৈশাখ ,১৪২৯ বঙ্গাব্দ
আসসালামুআলাইকুম সবাইকে
কেমন আছেন সবাই? ভালোই আছেন আশা করছি। তো চলে এলাম আপনাদের সাথে নতুন একটি পোস্ট নিয়ে। আমরা সবাই স্মার্টফোন ব্যবহার করে থাকি। বর্তমান প্রেক্ষাপটে স্মার্টফোন ছাড়া এক মুহূর্ত চলা যায় না। তো এই স্মার্টফোন ব্যবহারের সময় অনেক সময় স্মার্টফোন কোনো এক জায়গায় রাখার প্রয়োজন পড়ে। বিশেষকরে আমরা যখন মুভি বা নাটক বা অন্য কোনো ভিডিও দেখে থাকি তখন ফোন এক জায়গায় রাখার প্রয়োজন হয়। হাতে রেখে দেখার থেকে কোনো জায়গায় ফোন রেখে ভিডিও বা নাটক দেখা বেশি সুবিধা। তো তারই ধারাবাহিকতায় আজকে আমি আপনাদের সাথে রঙিন কাগজের মোবাইল স্ট্যান্ড বানিয়ে দেখাবো। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে এবং কিছুটা হলেও উপকৃত হতে পারবেন।
⏬ প্রয়োজনীয় উপকরণ ⏬
রঙিন পেপার | কাঁচি |
---|---|
পেন্সিল |
ধাপঃ০১
প্রথমেই ২০*২০ সেমি সমান করে কাঁচি দিয়ে কেটে নিলাম। তারপর মাঝ বরাবর দুই পাশ থেকে ভাজ করে দিলাম।
ধাপঃ০২
তারপর ভাজকৃত অংশে আবার উপরে ত্রিভুজের মতো করে ভাজ করে দিলাম ঠিক একইভাবে অপরপাশে থেকে ত্রিভুজের মতো করে ভাজ করে দিলাম।
ধাপঃ০৩
এ পর্যায়ে ভাজ খুলে নিলান। তারপর উল্টো করে নিলাম কাগজ। তারপর পরপর সমান করে ভাজ করে দিলাম।
ধাপঃ০৪
তারপর ভাজ আবার উল্টিয়ে নিলাম। ছোট ছোট করে ভাজ করে দিলাম। সবগুল ভাজ একসাথে করে নিলাম। তারপর ভাজের কোণায় ত্রিভুজের মতো করে ভাজ করে দিলাম।
ধাপঃ০৫
তারপর দুই কোণা বরাবর ভাজ করে দিলাম। ঠিক একইভাবে আরেকটি ভাজ করে দিলাম।
ধাপঃ০৬
তারপর ভাজ খুলে নিলাম। নেয়ার পর তিন কোণাকৃতি করে একসাতে করে ভাজ দিয়ে দিলাম। তারপর নিচে দুই কোণায় ত্রিভুজের মতো করে ভাজ করে দিলাম।
ধাপঃ০৭
এ পর্যায়ে ভাজ উল্টিয়ে নিলাম। অনেকটা হয়ে যাবে তখন মোবাইল স্ট্যান্ড ।
ধাপঃ০৮
তারপর পেন্সিল দিয়ে কাগজে কার্টুন ক্যারেক্টার অঙ্কন করে দিলাম। ব্যাস! হয়ে গেল খুব সহজেই মোবাইল স্ট্যান্ড।
ধাপঃ০৯
একটি মোবাইল স্ট্যান্ডে দিয়ে একটি ছবি তুলে নিলাম। স্ট্যান্ডটি কাজেই আসবে তাহলে।
বিষয় | রঙিন কাগজের তৈরি মোবাইল স্ট্যান্ড 📱। |
---|---|
ডিভাইস | oppo A12 |
ফটোগ্রাফার | @haideremtiaz |
লোকেশন | w3w |
আশা করি আজকের রঙিন কাগজের তৈরি মোবাইল স্ট্যন্ড আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকের মতো এখানেই শেষ করছি।
ধন্যবাদ
আমি কে?
আমার নাম হায়দার ইমতিয়াজ উদ্দিন রাকিব। সবাই আমাকে ইমতিয়াজ নামেই চিনে। পেশায় আমি একজন ছাত্র। নিজেকে সবসময় সাধারণ মনে করি। অন্যের মতামতকে গুরুত্ব দেয় এবং তা মেনে চলার চেষ্টা করি। বাংলা ভাষায় নিজের অভিমত প্রকাশ করতে ভালো লাগে। তাছাড়া ফটোগ্রাফি,ব্লগিং,কুকিং,রিভিউ,ডাই ইত্যাদি করতে ভালো লাগে। অসহায় মানুষদের পাশে দাঁড়াতে ভালো লাগে। বাংলাদেশে জন্মগ্রহণ করতে পেরে নিজেকে ধন্য মনে করি। ভবিষ্যতে প্রিয় মাতৃভূমির জন্য কিছু করতে চাই।
রঙিন কাগজ দিয়ে কত কি তৈরি করা যায় তা আপনাদের দ্বারা প্রমাণিত হয়। রঙিন কাগজ ব্যবহার করে মোবাইলের স্ট্যান্ড তৈরি অনেক সুন্দর হয়েছে ।আপনার মোবাইল রেখে দিয়েছেন দেখতে অনেক ভালো লাগছে ভাই।
রঙিন কাগজের তৈরি মোবাইল স্ট্যান্ড দেখে মুগ্ধ হয়ে গেলাম। ইউনিক আইডিয়া ছিলো এভাবেই এগিয়ে যান। আপনার জন্য শুভ কামনা রইলো। ধন্যবাদ আপনাকে ভাইয়া।
বিষয়টা আমার ভীষণ ভালো লেগেছে। আপনি খুব চমৎকারভাবে রঙিন কাগজ দিয়ে মোবাইল রাখার স্ট্যান্ড তৈরি। শুরু থেকে শেষ পর্যন্ত খুব অসাধারণ ছিলো আপনার উপস্থাপনা। শুভকামনা ও ভালোবাসা রইলো আপনার জন্য।
আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া 🥰🥰
Link
ভাইয়া সত্যই খুবই কাজের একটা জিনিস বানিয়েছেন, মুভি দেখার সময় ফোন হাতে ধরে রাখতে খুবই বিরক্ত লাগে। এটা হলে তো ভালোই হবে এটায় ফোন রেখে আরামে মুভি দেখা যাবে। ভালো হয়েছে ভাইয়া আপনার তৈরি করা মোবাইল স্টান্ডটি। ধন্যবাদ।
হ্যা ভাই ঠিক বলেছেন আপনি। আমারও তাই মনে হলো এটা উপকারে আসবে। আপনাকে ধন্যবাদ ভাই
ভাই আপনার রঙিন কাগজ দিয়ে তৈরি করা মোবাইল স্ট্যান্ড টি খুবই চমৎকার হয়েছে। আপনি ঠিকই বলেছেন মোবাইল ফোন ছাড়া বর্তমানে আমাদের একমুহূর্ত চলা সম্ভব নয় ।আর সেই ফোনটিকে রাখার জন্য আপনি রঙিন কাগজ দিয়ে দারুন একটি স্ট্যান্ড বানিয়েছেন।এই ধরনের জিনিস মাঝে মাঝে খুব প্রয়োজন হয় ফোন টিকে রাখার জন্য।ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে শেয়ার করার জন্য।
জি আপু মাঝে মাঝে এসব জিনিসের খুব দরকার হয়। আপনাকেও ধন্যবাদ আপু
রঙিন কাগজ দিয়ে আপনি খুবই সুন্দর একটি মোবাইল স্ট্যান্ড তৈরি করেছেন। আমারও এমন একটি মোবাইল স্ট্যান্ড তৈরি করা দরকার। আপনার এই পোস্টটি দেখে আমি নিজেই একদিন তৈরি করার চেষ্টা করব। আপনার জন্য শুভকামনা রইল।
এত কষ্ট করে না বানিয়ে 10 টাকা দিয়ে একটা কিনলেই পারতেন🤪।
তবে নিজের তৈরি জিনিসের প্রতি একটা সেটিসফেকশন আছে,এটাও বুঝতে হবে😍।ভালো ছিল ভাই আইডিয়া টা।
হাহাহা ভাই যা বললেন 😄। ঈদ মেবারক
ভালো বুদ্ধি বের করেছেন আপনার মুভি বা নাটক দেখতে আর কষ্ট হবেনা। খুব সুন্দর ভাবে মোবাইলের জায়গা বানিয়ে দিয়েছেন। আমাদের যেমন থাকার জায়গা প্রয়োজন মোবাইলের জন্যও তেমনি দরকার হা হা হা। আপনার মোবাইল স্ট্যান্ড দেখতে খুবই সুন্দর হয়েছে। ধন্যবাদ আপনাকে। আপনার জন্য শুভকামনা রইল।
আমরা সাধারণত দোকান থেকে মোবাইলের স্ট্যান্ড ক্রয় করে থাকি। তবে আপনার এই পোস্ট দেখে ঘরে বসে মোবাইল স্ট্যান্ড তৈরি করে কিছু আর্থিক সাশ্রয়ী হতে পারি। শিক্ষনীয় একটি পোস্ট শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ ভাইয়া।