রঙিন কাগজের তৈরি মোবাইল স্ট্যান্ড 📱 [১০% লাজুক খ্যাকের জন্য ]

in আমার বাংলা ব্লগ3 years ago (edited)

30-04-2022

১৭ বৈশাখ ,১৪২৯ বঙ্গাব্দ


আসসালামুআলাইকুম সবাইকে

কেমন আছেন সবাই? ভালোই আছেন আশা করছি। তো চলে এলাম আপনাদের সাথে নতুন একটি পোস্ট নিয়ে। আমরা সবাই স্মার্টফোন ব্যবহার করে থাকি। বর্তমান প্রেক্ষাপটে স্মার্টফোন ছাড়া এক মুহূর্ত চলা যায় না। তো এই স্মার্টফোন ব্যবহারের সময় অনেক সময় স্মার্টফোন কোনো এক জায়গায় রাখার প্রয়োজন পড়ে। বিশেষকরে আমরা যখন মুভি বা নাটক বা অন্য কোনো ভিডিও দেখে থাকি তখন ফোন এক জায়গায় রাখার প্রয়োজন হয়। হাতে রেখে দেখার থেকে কোনো জায়গায় ফোন রেখে ভিডিও বা নাটক দেখা বেশি সুবিধা। তো তারই ধারাবাহিকতায় আজকে আমি আপনাদের সাথে রঙিন কাগজের মোবাইল স্ট্যান্ড বানিয়ে দেখাবো। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে এবং কিছুটা হলেও উপকৃত হতে পারবেন।

IMG20220430221352.jpg

চলুন তাহলে শুরু করা যাক

⏬ প্রয়োজনীয় উপকরণ ⏬


রঙিন পেপারকাঁচি
পেন্সিল

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iNzq2MSXKSji21JRspt4nqpkXPR5ea7deLzvmJtuzVBwdLJUpBqtgAZ5gHtHPbayD2jR3CWqjkJ.png

ধাপঃ০১

IMG20220430214231.jpgIMG20220430214518.jpg

প্রথমেই ২০*২০ সেমি সমান করে কাঁচি দিয়ে কেটে নিলাম। তারপর মাঝ বরাবর দুই পাশ থেকে ভাজ করে দিলাম।

ধাপঃ০২

IMG20220430214657.jpg

IMG20220430214758.jpg

তারপর ভাজকৃত অংশে আবার উপরে ত্রিভুজের মতো করে ভাজ করে দিলাম ঠিক একইভাবে অপরপাশে থেকে ত্রিভুজের মতো করে ভাজ করে দিলাম।

ধাপঃ০৩

IMG20220430214925.jpg

IMG20220430215125.jpgIMG20220430215242.jpg

এ পর্যায়ে ভাজ খুলে নিলান। তারপর উল্টো করে নিলাম কাগজ। তারপর পরপর সমান করে ভাজ করে দিলাম।

ধাপঃ০৪

IMG20220430215329.jpg

IMG20220430215352.jpg

তারপর ভাজ আবার উল্টিয়ে নিলাম। ছোট ছোট করে ভাজ করে দিলাম। সবগুল ভাজ একসাথে করে নিলাম। তারপর ভাজের কোণায় ত্রিভুজের মতো করে ভাজ করে দিলাম।

ধাপঃ০৫

IMG20220430215803.jpg

IMG20220430215516.jpgIMG20220430215602.jpg

তারপর দুই কোণা বরাবর ভাজ করে দিলাম। ঠিক একইভাবে আরেকটি ভাজ করে দিলাম।

ধাপঃ০৬

IMG20220430220604.jpg

IMG20220430220724.jpg

তারপর ভাজ খুলে নিলাম। নেয়ার পর তিন কোণাকৃতি করে একসাতে করে ভাজ দিয়ে দিলাম। তারপর নিচে দুই কোণায় ত্রিভুজের মতো করে ভাজ করে দিলাম।

ধাপঃ০৭

IMG20220430220849.jpgIMG20220430221142.jpg

এ পর্যায়ে ভাজ উল্টিয়ে নিলাম। অনেকটা হয়ে যাবে তখন মোবাইল স্ট্যান্ড ।

ধাপঃ০৮

IMG20220430221325.jpg

তারপর পেন্সিল দিয়ে কাগজে কার্টুন ক্যারেক্টার অঙ্কন করে দিলাম। ব্যাস! হয়ে গেল খুব সহজেই মোবাইল স্ট্যান্ড।

ধাপঃ০৯

IMG20220430221352.jpg

IMG20220430221409.jpg

একটি মোবাইল স্ট্যান্ডে দিয়ে একটি ছবি তুলে নিলাম। স্ট্যান্ডটি কাজেই আসবে তাহলে।

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iNzq2MSXKSji21JRspt4nqpkXPR5ea7deLzvmJtuzVBwdLJUpBqtgAZ5gHtHPbayD2jR3CWqjkJ.png

ছবির বিবরণ
বিষয় রঙিন কাগজের তৈরি মোবাইল স্ট্যান্ড 📱।
ডিভাইসoppo A12
ফটোগ্রাফার@haideremtiaz
লোকেশনw3w

আশা করি আজকের রঙিন কাগজের তৈরি মোবাইল স্ট্যন্ড আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকের মতো এখানেই শেষ করছি।

ধন্যবাদ


WhatsApp Image 2021-12-23 at 19.46.54.jpeg



আমি কে?

IMG20210908180509.jpg

আমার নাম হায়দার ইমতিয়াজ উদ্দিন রাকিব। সবাই আমাকে ইমতিয়াজ নামেই চিনে। পেশায় আমি একজন ছাত্র। নিজেকে সবসময় সাধারণ মনে করি। অন্যের মতামতকে গুরুত্ব দেয় এবং তা মেনে চলার চেষ্টা করি। বাংলা ভাষায় নিজের অভিমত প্রকাশ করতে ভালো লাগে। তাছাড়া ফটোগ্রাফি,ব্লগিং,কুকিং,রিভিউ,ডাই ইত্যাদি করতে ভালো লাগে। অসহায় মানুষদের পাশে দাঁড়াতে ভালো লাগে। বাংলাদেশে জন্মগ্রহণ করতে পেরে নিজেকে ধন্য মনে করি। ভবিষ্যতে প্রিয় মাতৃভূমির জন্য কিছু করতে চাই।

Sort:  
 3 years ago 

রঙিন কাগজ দিয়ে কত কি তৈরি করা যায় তা আপনাদের দ্বারা প্রমাণিত হয়। রঙিন কাগজ ব্যবহার করে মোবাইলের স্ট্যান্ড তৈরি অনেক সুন্দর হয়েছে ।আপনার মোবাইল রেখে দিয়েছেন দেখতে অনেক ভালো লাগছে ভাই।

 3 years ago 

রঙিন কাগজের তৈরি মোবাইল স্ট্যান্ড দেখে মুগ্ধ হয়ে গেলাম। ইউনিক আইডিয়া ছিলো এভাবেই এগিয়ে যান। আপনার জন্য শুভ কামনা রইলো। ধন্যবাদ আপনাকে ভাইয়া।

 3 years ago 

বিষয়টা আমার ভীষণ ভালো লেগেছে। আপনি খুব চমৎকারভাবে রঙিন কাগজ দিয়ে মোবাইল রাখার স্ট্যান্ড তৈরি। শুরু থেকে শেষ পর্যন্ত খুব অসাধারণ ছিলো আপনার উপস্থাপনা। শুভকামনা ও ভালোবাসা রইলো আপনার জন্য।

 3 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া 🥰🥰

 3 years ago 
 3 years ago 

ভাইয়া সত্যই খুবই কাজের একটা জিনিস বানিয়েছেন, মুভি দেখার সময় ফোন হাতে ধরে রাখতে খুবই বিরক্ত লাগে। এটা হলে তো ভালোই হবে এটায় ফোন রেখে আরামে মুভি দেখা যাবে। ভালো হয়েছে ভাইয়া আপনার তৈরি করা মোবাইল স্টান্ডটি। ধন্যবাদ।

 3 years ago 

হ্যা ভাই ঠিক বলেছেন আপনি। আমারও তাই মনে হলো এটা উপকারে আসবে। আপনাকে ধন্যবাদ ভাই

 3 years ago 

ভাই আপনার রঙিন কাগজ দিয়ে তৈরি করা মোবাইল স্ট্যান্ড টি খুবই চমৎকার হয়েছে। আপনি ঠিকই বলেছেন মোবাইল ফোন ছাড়া বর্তমানে আমাদের একমুহূর্ত চলা সম্ভব নয় ।আর সেই ফোনটিকে রাখার জন্য আপনি রঙিন কাগজ দিয়ে দারুন একটি স্ট্যান্ড বানিয়েছেন।এই ধরনের জিনিস মাঝে মাঝে খুব প্রয়োজন হয় ফোন টিকে রাখার জন্য।ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে শেয়ার করার জন্য।

 3 years ago 

জি আপু মাঝে মাঝে এসব জিনিসের খুব দরকার হয়। আপনাকেও ধন্যবাদ আপু

 3 years ago 

রঙিন কাগজ দিয়ে আপনি খুবই সুন্দর একটি মোবাইল স্ট্যান্ড তৈরি করেছেন। আমারও এমন একটি মোবাইল স্ট্যান্ড তৈরি করা দরকার। আপনার এই পোস্টটি দেখে আমি নিজেই একদিন তৈরি করার চেষ্টা করব। আপনার জন্য শুভকামনা রইল।

 3 years ago 

এত কষ্ট করে না বানিয়ে 10 টাকা দিয়ে একটা কিনলেই পারতেন🤪।

তবে নিজের তৈরি জিনিসের প্রতি একটা সেটিসফেকশন আছে,এটাও বুঝতে হবে😍।ভালো ছিল ভাই আইডিয়া টা।

 3 years ago 

হাহাহা ভাই যা বললেন 😄। ঈদ মেবারক

 3 years ago 

ভালো বুদ্ধি বের করেছেন আপনার মুভি বা নাটক দেখতে আর কষ্ট হবেনা। খুব সুন্দর ভাবে মোবাইলের জায়গা বানিয়ে দিয়েছেন। আমাদের যেমন থাকার জায়গা প্রয়োজন মোবাইলের জন্যও তেমনি দরকার হা হা হা। আপনার মোবাইল স্ট্যান্ড দেখতে খুবই সুন্দর হয়েছে। ধন্যবাদ আপনাকে। আপনার জন্য শুভকামনা রইল।

 3 years ago 

আমরা সাধারণত দোকান থেকে মোবাইলের স্ট্যান্ড ক্রয় করে থাকি। তবে আপনার এই পোস্ট দেখে ঘরে বসে মোবাইল স্ট্যান্ড তৈরি করে কিছু আর্থিক সাশ্রয়ী হতে পারি। শিক্ষনীয় একটি পোস্ট শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ ভাইয়া।

Coin Marketplace

STEEM 0.21
TRX 0.20
JST 0.034
BTC 99331.95
ETH 3298.98
USDT 1.00
SBD 3.05