DIY-রঙিন কাগজ দিয়ে পিকাচু কার্টুন ক্যারেক্টার [১০% প্রিয় লাজুক খ্যাকের জন্য ]

14-01-2022

১ মাঘ,১৪২৮ বঙ্গাব্দ


আসসালামুআলাইকুম সবাই


শা করি আপনারা সবাই সৃষ্টিকর্তার অশেষ রহমতে ভালো আছেন। আমি একটু অসুস্থ । আপনাদের কাছে দোয়া চাই। তো যায়হোক চলে এলাম আরেকটি পোস্ট নিয়ে। আজকে রঙিন কাগজ দিয়ে পিকাচু কার্টুন ক্যারেক্টার তৈরি করেছি। এই পিকাচু কার্টুন ক্যারেক্টারটি বাচ্চাদের খুবই পছন্দের একটি কার্টুন। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। তো চলেন দেখে নেয়া যাক কিভাবে তৈরি করলাম।
IMG20220114004614.jpg

QVdSJhgNm7rjW1q3xF9jL9tPsyRtGcvg6r69KFVj85FmVDc2PaBjpxJyWeNPuerozk1pmubYe1UfAKfzUh3RhnmDBCPZAGxNQ9jKfgiJQxLS8n5RKwQpbuLposTFeJj55NjPjLNVY7ojWgxCifAX7dC9Fg2Awx1mWpQTifehFVeB4V5PffKrpSS.png

চলুন তাহলে শুরু করা যাক।

🔴 প্রয়োজনীয় উপকরণ 🔴


A4 সাইজের রঙিন পেপারকাচি
কলমফেবিকল গাম

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iNzq2MSXKSji21JRspt4nqpkXPR5ea7deLzvmJtuzVBwdLJUpBqtgAZ5gHtHPbayD2jR3CWqjkJ.png

↘️ ধাপঃ১ ↙️

IMG20220114001627.jpg

IMG20220114001718.jpg

IMG20220114001816.jpg

প্রথমেই একটি রঙিন কাগজ নিয়ে নিয়ে নিলাম। তারপর কাচি দিয়ে ১২*১২ সমান করে বর্গাকার করে কেটে নিলাম। তারপর মাঝ থেকে কোণা বরাবর সমান করে ভাজ করে নিলাম।

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iNzq2MSXKSji21JRspt4nqpkXPR5ea7deLzvmJtuzVBwdLJUpBqtgAZ5gHtHPbayD2jR3CWqjkJ.png

↘️ ধাপঃ০২ ↙️

IMG20220114002035.jpg

IMG20220114002138.jpg

IMG20220114002222.jpg

তারপর ত্রিভুজের মতো করে ভাজ করে নিলাম। নেয়ার পর নিচে ১ সেমি সমান করে ভাজ করে নিলাম। তারপর দুইপাশ থেকে ত্রিভুজের শীর্ষ পর্যন্ত দুইপাশ থেকে সমান করে ভাজ করে নিলাম।

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iNzq2MSXKSji21JRspt4nqpkXPR5ea7deLzvmJtuzVBwdLJUpBqtgAZ5gHtHPbayD2jR3CWqjkJ.png

↘️ ধাপঃ০৩ ↙️

IMG20220114002421.jpg

IMG20220114002542.jpg

তারপর দেখতে অনেকটা ঘুড়ির মতো দেখাবে। তারপর কাগজের ভাজ উল্টো করে নিয়ে নিচ থেকে ছোট একটি ত্রিভুজের মতো করে ভাজ করে নিলাম।

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iNzq2MSXKSji21JRspt4nqpkXPR5ea7deLzvmJtuzVBwdLJUpBqtgAZ5gHtHPbayD2jR3CWqjkJ.png

↘️ ধাপঃ০৪ ↙️

IMG20220114002827.jpg

IMG20220114002925.jpg

তারপর তিনপাশের তিন কোণা থেকে ত্রিভুজের মতো করে ভাজ করে নিলাম। তারপর কাগজের ভাজ উল্টো করে নিলাম।

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iNzq2MSXKSji21JRspt4nqpkXPR5ea7deLzvmJtuzVBwdLJUpBqtgAZ5gHtHPbayD2jR3CWqjkJ.png

↘️ ধাপঃ০৫ ↙️

IMG20220114004317.jpg

IMG20220114004731.jpg

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iNzq2MSXKSji21JRspt4nqpkXPR5ea7deLzvmJtuzVBwdLJUpBqtgAZ5gHtHPbayD2jR3CWqjkJ.png

তারপর পিকাচুর চোখ দেয়ার জন্য ছোট করে সাদা একটি পেপার বৃত্তাকার করে কেটে নিলাম। তারপর কালো পেন দিয়ে বল করে দিলাম। গাম দিয়ে চোখ লাগিয়ে দিলাম। অবশেষে মুখ অঙ্কন করে নিলাম। বেস! হয়ে গেলো পিকাচু কার্টুন ক্যারেক্টার।
↘️
চূড়ান্তধাপ
↙️
IMG20220114005212.jpg

ছবিঃপিকাচু কার্টুন হাতে নিয়ে আমি

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iNzq2MSXKSji21JRspt4nqpkXPR5ea7deLzvmJtuzVBwdLJUpBqtgAZ5gHtHPbayD2jR3CWqjkJ.png

ছবির বিবরণ
বিষয়রঙিন কাগজ দিয়ে পিকাচু কার্টুন ক্যারেক্টার।
ডিভাইসoppo A12
ফটোগ্রাফার@haideremtiaz
লোকেশনFeni,Bangladesh

আশা করি আজকের রঙিন কাগজ দিয়ে বানানো পিকাচু কার্টুন ক্যারেক্টার আপনাদের কাছে ভালো লেগেছে। আপনাদের কাছে ভালো লাগলেই আমার বানানো স্বার্থক। সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iNzq2MSXKSji21JRspt4nqpkXPR5ea7deLzvmJtuzVBwdLJUpBqtgAZ5gHtHPbayD2jR3CWqjkJ.png

ধন্যবাদ

WhatsApp Image 2021-12-23 at 19.46.54.jpeg



আমি কে?

IMG20210908180509.jpg

আমার নাম হায়দার ইমতিয়াজ উদ্দিন রাকিব। সবাই আমাকে ইমতিয়াজ নামেই চিনে। পেশায় আমি একজন ছাত্র। নিজেকে সবসময় সাধারণ মনে করি। অন্যের মতকে গুরুত্ব দেয় এবং তা মেনে চলার চেষ্টা করি। বাংলা ভাষায় নিজের অভিমত প্রকাশ করতে ভালো লাগে। তাছাড়া ফটোগ্রাফি,ব্লগিং,কোকিং,রিভিউ,ডাই ইত্যাদি করতে ভালো লাগে। অসহায় মানুষদের পাশে দাঁড়াতে ভালো লাগে। বাংলাদেশে জন্মগ্রহণ করতে পেরে নিজেকে ধন্য মনে করি। ভবিষ্যৎ এ প্রিয় মাতৃভূমির জন্য কিছু করতে চায়।

unnamed.png

Sort:  
 3 years ago 

আপনার তৈরি রঙিন কাগজ দিয়ে পিকাচু কার্টুন টি দেখতে অনেক সুন্দর হয়েছে। আর দেখে খুব ভালো লাগলো আমার। আর যাই হোক সব মিলিয়ে আপনার পোস্টটি অনেক সুন্দর হয়েছে। আর তাই আপনাকে আমার পক্ষ থেকে জানাই প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন ধন্যবাদ আপনাকে ভাইয়া।

 3 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

আপনি রঙ্গিন কাগজ দিয়ে পিকাচু কার্টুন ক্যারেক্টার টি অসাধারণ ভাবে সম্পন্ন করেছেন। বিশেষ করে আপনি রঙ্গিন কাগজ ব্যবহার করায় ক্যারেক্টর টি দেখতে আরও বেশি ভালো লাগছে ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

আপনাকে ধন্যবাদ সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।

 3 years ago 

পিকাচু আমার খুবই পছন্দের একটি কার্টুন। আর আপনি খুবই সুন্দর ভাবে পিকাচুর ডাই টি সম্পন্ন করেছেন। আর সুন্দরভাবে ধাপে ধাপে বর্ণনাও করেছেন শুভকামনা রইল আপনার জন্য।

 3 years ago 

আপনাকে ধন্যবাদ ভাই।

অসম্ভব কিছু একটা করে দেখালেন। আপনার অভিজ্ঞতার গভীরতা অনেক বেশি মনে হয়। অনেক সুন্দর ছিল।

 3 years ago 

আপনাকে অনেক ধন্যবাদ ভাই

আপনাকেও অনেক ধন্যবাদ ভাই

 3 years ago 

EZrGNWcrMDNczaEXa66AEJHcKH7nrfa7r2fnEEb26owGbKmVZzVNY38ZTpQGcSKBRTWKQQ1NYenwo9LEQ2PvU7bfyvF5uQyBcpg9GAJ2va...2w7ep3LhhQa9kvWQkCLWjKffNejcyyHjp9ScganhREzkD3tjt9Po5p3UVrueKo7yazdVpNDXMDDSuBxwSR2of5d3Hw7x1SEccV31Hi7jLan7SSYxXeu1BPFSh4.png
রঙিন কাগজ দিয়ে আপনার তৈরিকৃত কার্টুন ক্যারেটার টি খুব সুন্দর ছিলো। আপনি অনেক সুন্দর ভাবে প্রতিটি ধাপ শেয়ার করেছেন। আমি মনে করি আপনার দেখানো ধাপগুলো ফলো করে যে কেউ এই কার্টুন ক্যারেটার টি তৈরি করতে পারবে কারণ আপনি খুবই সুন্দর ভাবে বিষয়টি উপস্থাপন করেছেন। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইলো ভাই।

EZrGNWcrMDNczaEXa66AEJHcKH7nrfa7r2fnEEb26owGbKmVZzVNY38ZTpQGcSKBRTWKQQ1NYenwo9LEQ2PvU7bfyvF5uQyBcpg9GAJ2va...2w7ep3LhhQa9kvWQkCLWjKffNejcyyHjp9ScganhREzkD3tjt9Po5p3UVrueKo7yazdVpNDXMDDSuBxwSR2of5d3Hw7x1SEccV31Hi7jLan7SSYxXeu1BPFSh4.png

 3 years ago 

আপনাকে ধন্যবাদ ভাই সুন্দর মন্তব্যের মাধ্যমে আমাকে উৎসাহ দেয়ার জন্য।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.16
JST 0.029
BTC 76576.73
ETH 3043.84
USDT 1.00
SBD 2.62