DIY-রঙিন কাগজ দিয়ে পিকাচু কার্টুন ক্যারেক্টার [১০% প্রিয় লাজুক খ্যাকের জন্য ]
14-01-2022
১ মাঘ,১৪২৮ বঙ্গাব্দ
আসসালামুআলাইকুম সবাই
আসসালামুআলাইকুম সবাই
আ
শা করি আপনারা সবাই সৃষ্টিকর্তার অশেষ রহমতে ভালো আছেন। আমি একটু অসুস্থ । আপনাদের কাছে দোয়া চাই। তো যায়হোক চলে এলাম আরেকটি পোস্ট নিয়ে। আজকে রঙিন কাগজ দিয়ে পিকাচু কার্টুন ক্যারেক্টার তৈরি করেছি। এই পিকাচু কার্টুন ক্যারেক্টারটি বাচ্চাদের খুবই পছন্দের একটি কার্টুন। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। তো চলেন দেখে নেয়া যাক কিভাবে তৈরি করলাম।
🔴 প্রয়োজনীয় উপকরণ 🔴
A4 সাইজের রঙিন পেপার | কাচি |
---|---|
কলম | ফেবিকল গাম |
প্রথমেই একটি রঙিন কাগজ নিয়ে নিয়ে নিলাম। তারপর কাচি দিয়ে ১২*১২ সমান করে বর্গাকার করে কেটে নিলাম। তারপর মাঝ থেকে কোণা বরাবর সমান করে ভাজ করে নিলাম। |
---|
তারপর ত্রিভুজের মতো করে ভাজ করে নিলাম। নেয়ার পর নিচে ১ সেমি সমান করে ভাজ করে নিলাম। তারপর দুইপাশ থেকে ত্রিভুজের শীর্ষ পর্যন্ত দুইপাশ থেকে সমান করে ভাজ করে নিলাম। |
---|
তারপর দেখতে অনেকটা ঘুড়ির মতো দেখাবে। তারপর কাগজের ভাজ উল্টো করে নিয়ে নিচ থেকে ছোট একটি ত্রিভুজের মতো করে ভাজ করে নিলাম। |
---|
তারপর তিনপাশের তিন কোণা থেকে ত্রিভুজের মতো করে ভাজ করে নিলাম। তারপর কাগজের ভাজ উল্টো করে নিলাম। |
---|
তারপর পিকাচুর চোখ দেয়ার জন্য ছোট করে সাদা একটি পেপার বৃত্তাকার করে কেটে নিলাম। তারপর কালো পেন দিয়ে বল করে দিলাম। গাম দিয়ে চোখ লাগিয়ে দিলাম। অবশেষে মুখ অঙ্কন করে নিলাম। বেস! হয়ে গেলো পিকাচু কার্টুন ক্যারেক্টার।
আশা করি আজকের রঙিন কাগজ দিয়ে বানানো পিকাচু কার্টুন ক্যারেক্টার আপনাদের কাছে ভালো লেগেছে। আপনাদের কাছে ভালো লাগলেই আমার বানানো স্বার্থক। সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি
|
---|
Twitter link:
https://twitter.com/Emtiaz381602031/status/1482000889456267264?t=69VZfy3BOcZm4ynXnFyxzQ&s=19
আপনার তৈরি রঙিন কাগজ দিয়ে পিকাচু কার্টুন টি দেখতে অনেক সুন্দর হয়েছে। আর দেখে খুব ভালো লাগলো আমার। আর যাই হোক সব মিলিয়ে আপনার পোস্টটি অনেক সুন্দর হয়েছে। আর তাই আপনাকে আমার পক্ষ থেকে জানাই প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন ধন্যবাদ আপনাকে ভাইয়া।
আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া।
আপনি রঙ্গিন কাগজ দিয়ে পিকাচু কার্টুন ক্যারেক্টার টি অসাধারণ ভাবে সম্পন্ন করেছেন। বিশেষ করে আপনি রঙ্গিন কাগজ ব্যবহার করায় ক্যারেক্টর টি দেখতে আরও বেশি ভালো লাগছে ধন্যবাদ আপনাকে।
আপনাকে ধন্যবাদ সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।
পিকাচু আমার খুবই পছন্দের একটি কার্টুন। আর আপনি খুবই সুন্দর ভাবে পিকাচুর ডাই টি সম্পন্ন করেছেন। আর সুন্দরভাবে ধাপে ধাপে বর্ণনাও করেছেন শুভকামনা রইল আপনার জন্য।
আপনাকে ধন্যবাদ ভাই।
অসম্ভব কিছু একটা করে দেখালেন। আপনার অভিজ্ঞতার গভীরতা অনেক বেশি মনে হয়। অনেক সুন্দর ছিল।
আপনাকে অনেক ধন্যবাদ ভাই
আপনাকেও অনেক ধন্যবাদ ভাই
রঙিন কাগজ দিয়ে আপনার তৈরিকৃত কার্টুন ক্যারেটার টি খুব সুন্দর ছিলো। আপনি অনেক সুন্দর ভাবে প্রতিটি ধাপ শেয়ার করেছেন। আমি মনে করি আপনার দেখানো ধাপগুলো ফলো করে যে কেউ এই কার্টুন ক্যারেটার টি তৈরি করতে পারবে কারণ আপনি খুবই সুন্দর ভাবে বিষয়টি উপস্থাপন করেছেন। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইলো ভাই।
আপনাকে ধন্যবাদ ভাই সুন্দর মন্তব্যের মাধ্যমে আমাকে উৎসাহ দেয়ার জন্য।