শেয়ার করো মজাদার ফলের জুস বা শরবত প্রতিযোগিতা-১৫||লেবুর শরবত মজার স্বাদে রেসিপি

14-04-2022

৩০ চৈত্র ,১৪২৮ বঙ্গাব্দ
বুধবার


IMG_20220413_235100.jpg

আসসালামুআলাইকুম সবাইকে

কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালোই আছি। আজকে চলে এলাম আপনাদের মাঝে একটি পানীয় রেসিপি নিয়ে। শুরুতেই আমি ধন্যবাদ জানাতে জানাতে চায় আমাদের সবার প্রিয় শুভ ভাইয়াকে যিনি এই প্রতিযোগিতার আয়োজন করেছেন। এখন আমাদের রমযান মাস চলছে তার মধ্যে আবার চারিদিকে গরমও পড়েছে খুব। সারাদিন রোযা রাখার পর এক গ্লাস ঠান্ডা পানীয় বা জুস খেলে সারাদিনের ক্লান্তি যেন দূর হয়ে যায়। অনেকেই বিভিন্ন রকমের ফলের শরবত তৈরি করেছে। নতুন নতুন ফলের জুসের রেসিপি দেখে ভালোই লাগছে। আমি সিম্পল একটি পানীয় রেসিপি শেয়ার করবো আপনাদের সাথে। চেয়েছিলাম ফলের জুসের রেসিপি শেয়ার করবো কিন্তু মেসে ইলেকট্রিক মেশিন বা প্রয়োজনীয় যন্ত্রপাতি নেই। বিশেষ করে ব্লেন্ডারের সাহায্যে ফলকে ব্লেন্ড করার সুযোগও নেই। তাই সিম্পল একটি পানীয় রেসিপি শেয়ার করবো আপনাদের সাথে। আজকে আমি লেবু দিয়ে শরবতের রেসিপি দেখাবো। রেসিপিটি হয়তো সবার কাছে পরিচিত। তবুও আমি এই পানীয় রেসিপিটি শেয়ার করবো তবে একটু ভিন্ন স্বাদে রেসিপিটি তৈরি করে দেখাবো। চলুন তাহলে শুরু করা যাক।

IMG20220413181340.jpg

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iNzq2MSXKSji21JRspt4nqpkXPR5ea7deLzvmJtuzVBwdLJUpBqtgAZ5gHtHPbayD2jR3CWqjkJ.png

কিছু উপকারীতা

  • লেবুর শরবত খেলে নরমালি ওজন কমাতে সাহায্য করে। ইফতারের পর লেবুর শরবত খেলে শরীরের যকৃতও ভালো হয়।

  • শুনেছি ইসবগুলের ভুসি খেলে নাকি পেটের পীড়া লাঘব হয়। নিয়মিত ইসবগুলের ভুসি খেলে ডায়াবেটিস হওয়ার সম্ভাবনাও খুব কম থাকে। লেবুর সাথে ইসবগুলের ভুসি দেয়াতে খেতেও যেমন মজার হয় ঠিক তেমনি উপকারও বটে।

  • এছাড়াও লেবুর শরবত খেলে শরীরে পানির সাম্যতা বজায় থাকে।

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iNzq2MSXKSji21JRspt4nqpkXPR5ea7deLzvmJtuzVBwdLJUpBqtgAZ5gHtHPbayD2jR3CWqjkJ.png

প্রয়োজনীয় উপকরণ

IMG20220413180335.jpgIMG20220413180325.jpg
IMG20220413180320.jpgIMG20220413180311.jpg
লেবু
ইসবগুলের ভুসি
চিনি
অরেঞ্জ ফ্লেভার

ধাপঃ০১

IMG20220413180531.jpg

প্রথমেই লেবু পানি দিয়ে ধুয়ে নিলাম। তারপর লেবু টুকরো করে কেটে নিলাম।

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iNzq2MSXKSji21JRspt4nqpkXPR5ea7deLzvmJtuzVBwdLJUpBqtgAZ5gHtHPbayD2jR3CWqjkJ.png

ধাপঃ০২

IMG20220413180753.jpg

তারপর লেবু থেকে রস বের করে গ্লাসে রাখলাম

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iNzq2MSXKSji21JRspt4nqpkXPR5ea7deLzvmJtuzVBwdLJUpBqtgAZ5gHtHPbayD2jR3CWqjkJ.png

ধাপঃ০৩

IMG20220413180828.jpg

তারপর এক চামচ ইসবগুলের ভুসি দিয়ে দিলাম।

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iNzq2MSXKSji21JRspt4nqpkXPR5ea7deLzvmJtuzVBwdLJUpBqtgAZ5gHtHPbayD2jR3CWqjkJ.png

ধাপঃ০৪

IMG20220413180916.jpg

তারপর দুইচামচ চিনি দিয়ে দিলাম।

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iNzq2MSXKSji21JRspt4nqpkXPR5ea7deLzvmJtuzVBwdLJUpBqtgAZ5gHtHPbayD2jR3CWqjkJ.png

ধাপঃ০৫

IMG20220413181009.jpg

তারপর অরেঞ্জ ফ্লেভারের জন্য ইপ্সি অরেঞ্জ এক প্যাকেট দিয়ে দিলাম। আপনারা চাইলে এটি পরিহার করতে পারেন। খেতে মজা হবে সেই সাথে একটা অরেঞ্জ ফ্লেভারের জন্য দিয়েছি।

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iNzq2MSXKSji21JRspt4nqpkXPR5ea7deLzvmJtuzVBwdLJUpBqtgAZ5gHtHPbayD2jR3CWqjkJ.png

ধাপঃ০৬

IMG20220413181151.jpg

তারপর চামচ দিয়ে নাড়াচাড়া করে দিলাম। অবশেষে খুব সহজেই হয়ে গেল লেবুর মজাদার স্বাদের রেসিপি।

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iNzq2MSXKSji21JRspt4nqpkXPR5ea7deLzvmJtuzVBwdLJUpBqtgAZ5gHtHPbayD2jR3CWqjkJ.png

চূড়ান্তধাপ

IMG20220413181320.jpg

IMG20220413181757.jpg

IMG20220413181417.jpg

ফাইনালি পরিবেশন করে নিলাম। আশা করি আপনাদের কাছে ভালোই লেগেছে লেবুর স্বাদের মজার রেসিপি।

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iNzq2MSXKSji21JRspt4nqpkXPR5ea7deLzvmJtuzVBwdLJUpBqtgAZ5gHtHPbayD2jR3CWqjkJ.png

ছবির বিবরণ
বিষয় লেবুর শরবত মজার স্বাদে রেসিপি ।
ডিভাইসoppo A12
ফটোগ্রাফার@haideremtiaz
লোকেশনw3w

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iNzq2MSXKSji21JRspt4nqpkXPR5ea7deLzvmJtuzVBwdLJUpBqtgAZ5gHtHPbayD2jR3CWqjkJ.png

আপনারা চাইলেই খুব সহজেই এভাবে মজার স্বাদের রেসিপি তৈরি করে ফেলতে পারবেন। কেমন হয়েছে জানাতে ভুলবেন না কিন্তু! সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকের মতো এখানেই শেষ করছি।

ধন্যবাদ

WhatsApp Image 2021-12-23 at 19.46.54.jpeg



আমি কে?

IMG20210908180509.jpg

আমার নাম হায়দার ইমতিয়াজ উদ্দিন রাকিব। সবাই আমাকে ইমতিয়াজ নামেই চিনে। পেশায় আমি একজন ছাত্র। নিজেকে সবসময় সাধারণ মনে করি। অন্যের মতামতকে গুরুত্ব দেয় এবং তা মেনে চলার চেষ্টা করি। বাংলা ভাষায় নিজের অভিমত প্রকাশ করতে ভালো লাগে। তাছাড়া ফটোগ্রাফি,ব্লগিং,কুকিং,রিভিউ,ডাই ইত্যাদি করতে ভালো লাগে। অসহায় মানুষদের পাশে দাঁড়াতে ভালো লাগে। বাংলাদেশে জন্মগ্রহণ করতে পেরে নিজেকে ধন্য মনে করি। ভবিষ্যতে প্রিয় মাতৃভূমির জন্য কিছু করতে চাই।

Sort:  
 2 years ago 

আপনার ফলের জুস বা শরবত আমার কাছে খুবই ভালো লেগেছে। আপনার লেবুর শরবত দেখে মনে হচ্ছে খুবই সুস্বাদু হয়েছে। ইফতারের সময় আমরা প্রতিদিন লেবু শরবত খেয়ে থাকি। কিন্তু ইসুবগুলের ভুসি ব্যবহার করা হয় না। আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি শরবতের রেসিপি শেয়ার করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

 2 years ago 

লেবুর শরবত যেন এক নিমিষেই শরীর চাংগা করে দেয়।আপনি খুব স্বাস্থ্যসম্মত একটা শরবত রেসেপি দিয়েছেন। আশা করি ভালো ফলাফল পাবেন

 2 years ago 

আপনি লেবুর শরবত তৈরি করেছেন।আমার কাছে লেবুর শরবত খেগে বেশ ভালো লাগে।তবে ইসবগুলের ভুষি আমার তেমন খাওয়া হয় না।যাই হোক ভালো ছিলো।ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

এটা আমি খাবো এটা ভাল লেগেছে। লেবুর শরবত প্রান জুড়িয়ে যায়। আমি মাঝে মাঝেই এটা খাই। তৈরীর প্রক্রিয়া সিম্পল তবে চোখে পড়ার মত। ভাল হয়েছে বলতেই হয়। ধন্যবাদ। শুভেচ্ছা।

 2 years ago 

আপনি খুবই মজাদার লেবুর শরবত রেসিপি তৈরি করেছেন। আসলে ইফতারের সময় লেবুর শরবত খেলে তৃষ্ণা মিটে যায়। আমার খুবই ভালো লাগে এবং সুন্দর ভাবে আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

আমার বাসায় প্রায় প্রত্যেক দিনই ইফতারের সময় এই শরবত তৈরি করা হয়, কিন্তু ইসুবগুলের ভুষি ব্যবহার করা হয় না। তবে আপনার শরবত তৈরি করার রেসিপিটি দেখে মনে হচ্ছে এরপর এভাবে তৈরী করে খেয়ে দেখতে হবে। দারুন একটি শরবত রেসিপি আপনি আজ আমাদের মাঝে উপস্থাপন করলেন। ধন্যবাদ ভাই শুভকামনা রইল।

 2 years ago 

লেবুর মজার শরবত তৈরি করে দেখালেন আপনি। নিশ্চয়ই অনেক মজা হয়েছে। আমার তো দেখেই খেতে ইচ্ছে করছে। কালার ও সেই হয়েছে।আপনাকে অনেক ধন্যবাদ এত চমৎকার একটি শরবত বানিয়ে শেয়ার করার জন্য

 2 years ago 

বাহ! খুব সহজেই খুব সুন্দর করে চমৎকারভাবে প্রাণটা কে শীতল করিয়ে দেয়ার মত একটি লেবুর শরবত। আপনি আমাদের সাথে শেয়ার করেছেন যা দেখি সত্যিই আমার মনটা শীতল হয়ে গেল। ধন্যবাদ আপনাকে♥♥

 2 years ago 

আপনি ফলের জুস অসাধারণ ভাবে তৈরি করেছেন। দেখে আমার লোভ লেগে গেল। আপনি খুবই চমৎকার ভাবে এটা উপস্থাপন করেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ এই ধরনের রেসিপি আমাদের সাথে শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.14
JST 0.030
BTC 67024.68
ETH 3312.25
USDT 1.00
SBD 2.74