চল বন্ধু দান নয়, ভালোবাসা বিলিয়ে দেয়।

02-05-2022

১৯ ,১৪২৯ বঙ্গাব্দ


আসসালামুআলাইকুম সবাইকে



কেমন আছেন সবাই? আশা করছি ভালোই আছেন। রোযা তো শেষের দিকে অনেকেই কেনাকাটা নিয়ে ব্যস্ত হয়তো। কাল দিন পরেই ঈদ। আর এই ঈদকে সামনে রেখেই কতোজনের কতো আয়োজন! অথচ আমাদের প্রতিবেশী যারা আছে তাদের খবর কি আমরা রাখি? রাখবোই বা কেন আমাদের একটা প্রেসটিজ আছেনা! এ কথাগুলো কেন বললাম! কারণ এখন এগুলোই দেখছি আমাদের সমাজের চারাপাশে। উচ্চ পর্যায়ের এমন অনেক মানুষ আছে যাদের প্রেসটিজ এর জন্য ঠিক তার পাশের প্রতিবেশীর খোজঁ খবর নেয়না। দরিদ্র সে লোকটা তিনবেলা পেট ভরে খেয়েছে কিনা, নাকি সে কোনো অসুস্থতায় ভুগছে কিনা সেটা জানার বা বোঝার ইচ্ছে পর্যন্ত নেই। অথচ রমাদান আমাদের কি শিক্ষা দেয়। আদৌ কি আমরা সেটা যথাযথভাবে পালন করতে পেরেছি? আমার মনে হয় সমাজের উচ্চ পর্যায়ের অনেক লোকই তা পারেনাই । আমি আবার সবার কথা বলছিনা। কারণ সবাই তো আর এমন নয়। সমাজে ধনী ও গরিবের মাঝে যে বৈষম্য সেটা দূর হয়ে যেত যদি তারা যাকাত আদায় করতো। ইসলামের পাচঁটি মূল ভিত্তির মধ্যে যাকাত একটি। যাকাত আদায়ের মাধ্যমে সম্পদ পবিত্র হয়। সমাজে বসবাসরত সবাই সমান অধিকার নিয়ে বাচঁতে পারে।

received_528022072177374.jpeg

তো আমাদের ক্ষুদ্র প্রচেষ্টায় প্রতিবারের ন্যায় এবারও সমাজের কিছু মানুষের পাশে দাড়াঁনোর চেষ্টা করেছি। আমরা চন্ডীপাশা সরকারি উচ্চ বিদ্যালয়ের ২০১৮ ব্যাচের সবাই তাদের স্ব স্ব জায়গা থেকে কিছু না কিছু দিয়ে হলেও সাহায্যের হাত বাড়িয়েছি। আমরা এইবার নিয়ে তৃতীয়বারের মতো একশটি পরিবারের মাঝে ঈদ উপহার দেয়ার সিদ্ধান্ত নিয়ে থাকি। আমাদের চারপাশে অনেক মানুষই আছে যারা ঈদের দিনে এক প্যাকেট সেমাই পর্যন্ত কিনতে পারেনা। আমি এমনও দেখেছি তিনবেলা ভাত পর্যন্ত খেতে পারেনা। অথচ দিব্যি হেসে বেড়াচ্ছে। বুঝা মুশকিল তাদের দেখে। আমাদের উদ্দেশ্য হচ্ছে সমাজের অসহায় বঞ্চিত যারা তারা যেন অন্ততপক্ষে আনন্দে ঈদ উদযাপন করতে পারে। ঈদ মানেই খুশি। আর আমরা চাই সে খুশি সবার মাঝে ভাগ করে নিতে। তারই ধারাবাহিকতায় চন্ডীপাশা সরকারি উচ্চ বিদ্যালয়ের ২০১৮ ব্যাচের আমরা সবাই ২০২০ সাল থেকে এ কার্যক্রম শুরু করি। আমাদের লক্ষ্য আজীবন এ কাজ করে যাবো।

received_672683427156235.jpeg

তো কাল দিন পর ঈদ তারই মাঝে ঈদের আগে সবার ঘরে ঈদ উপহার পাঠাতে হবে। আমরা সাধারণত ঈদ উপহার হিসেবে এক প্যাকেট সেমাই,২৫০ গ্রাম সয়াবিন তেল, হাফ কেজি চিনি, এক কেজি পোলাও চাল, একটি সাবান, একটি দুধের প্যাকেট। নরমালি ঈদের দিন অন্ততপক্ষে এই আইটেমগুলো থাকলে ঈদের দিনটা অন্ততপক্ষে খুশিতে কাটাতে পারে। তো আমরা বন্ধুরা সন্ধ্যায় সব আইটেম বাজার থেকে কিনে নিয়ে আসি। কিন্তু বাজারে তেল পাচ্ছিলাম না। যেটা পেয়েছি সেটা খোলা তেল। তবে ভালো মানের সয়াবিন তেলটা বেচে নিয়েছি। যেহেতু একশটি পরিবারের জন্য তেল কালেক্ট করতে হবে তো এর জন্য বোতলও তে প্রয়োজন। সেজন্য আমরা কিছু বোতল কালেক্ট করে সেগুলো ভালো করে পরিষ্কার করে নিয়েছি। তারপর বোতলে তেল পরিমাপ করে দিয়েছি। আর সবগুলো আইটেম পরিমাণমতো করে প্যাকেট করে নিলাম। আমরা কয়েকজন বন্ধুরা ছিলাম এজন্য কাজ শেষ করতে বেশি সময়ও লাগেনি। কথায় আছেনা "একতাই শক্তি"।

IMG20220429215705.jpgIMG20220429201016.jpg
IMG20220429205234.jpgIMG20220429201501.jpg
IMG20220429215611.jpgIMG20220429201025.jpg

তো প্যাকেটিং করা হয়ে গেলে দেয়ার পালা। আমাদের বন্ধুদের বলে রাখি সমাজের সবচেয়ে অসহায় ব্যক্তিটিকে যেন আমাদের ঈদ উপহার দেয়া হয়। আমরা চাই সমাজের দরিদ্র ব্যক্তিটাও ঈদের আনন্দ ভাগ করে নিক তার পরিবারকে নিয়ে। তো বন্ধুদের বাসা যেহেতু একেকজনের একেক জায়গায় তাই নিজ নিজ এলাকার জন্য ঈদ উপহার নিয়ে যায়। আমাদের এখানে সবার এলাকায় এমন অনেক মানুষই আছে। তবে সবাইকে তো আর দেয়া সম্ভব না তো আমরা আমাদের সাধ্যমতো দেয়ার চেষ্টা করি।

পরিশেষে বলতে বলতে চাই চল বন্ধু দান নয়, ভালোবাসা বিলিয়ে দেয়। এ স্লোগানকে বুকে ধারণ করেই এগিয়ে চলেছি আমরা। আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টার মাধ্যমে যেন হাসি ফোটাতে পারি তাহলেই আমাদের ভালোবাসা স্বার্থক। আর তাদের মুখের নির্ভেজাল হাসিটা দেখলেও মনে শান্তি আসে। আপনি বিশ্বাস করেন আর নাই করেন দান বা উপহার দেয়ার মাধ্যমে একজন হতদরিদ্র বা অসহায় লোকের মুখে হাসি ফোটানোর মতো সুন্দর মুহূর্ত আর একটিও নেই। আমরা চাই সমাজের সবাই ঈদ আনন্দে মেতে উঠুক। গরিব-ধনী সব ভেদাভেদ ভুলে সবাই একাসাথে ঈদ উদযাপন করবে এটাই কাম্য।

DeviceOppo A12
Photographer@haideremtiaz
LocationNandail

আশা করি সবাই পোস্টটি মনোযোগ দিয়ে পড়েছেন। আপনাদের বাড়ি বা এলাকাতে যদি কোনো হতদরিদ্র বা অসহায় কেউ থেকে থাকে তাহলে আপনিও সাহায্যের হাত বাড়িয়ে দিন। হতে পারে আপনার অল্প কিছু দেয়াতে সে খুব খুশি হবে। ঈদ বয়ে আনুক অনাবিল আনন্দ ঘরে ঘরে। সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা।



ধন্যবাদ


WhatsApp Image 2021-12-23 at 19.46.54.jpeg



আমি কে?

IMG20210908180509.jpg

আমার নাম হায়দার ইমতিয়াজ উদ্দিন রাকিব। সবাই আমাকে ইমতিয়াজ নামেই চিনে। পেশায় আমি একজন ছাত্র। নিজেকে সবসময় সাধারণ মনে করি। অন্যের মতামতকে গুরুত্ব দেয় এবং তা মেনে চলার চেষ্টা করি। বাংলা ভাষায় নিজের অভিমত প্রকাশ করতে ভালো লাগে। তাছাড়া ফটোগ্রাফি,ব্লগিং,কুকিং,রিভিউ,ডাই ইত্যাদি করতে ভালো লাগে। অসহায় মানুষদের পাশে দাঁড়াতে ভালো লাগে। বাংলাদেশে জন্মগ্রহণ করতে পেরে নিজেকে ধন্য মনে করি। ভবিষ্যতে প্রিয় মাতৃভূমির জন্য কিছু করতে চাই।

Sort:  
 2 years ago 

ভাই খুব ভাল লাগলো আপনাদের এ উদ্যোগ। সত্যি বলতে কি সবাই যদি আপনাদের মত এভাবে ভাবতো তাহলে সমাজে আর দুঃখী মানুষ থাকতো না। প্রত্যেকেরই উচিত যার যার অবস্থান থেকে আশেপাশের মানুষগুলোর দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেয়া। প্রার্থনা করি আপনাদের এই মহৎ কাজ যেনো কোনদিন থেমে না যায়। শুভকামনা রইল

 2 years ago 
 2 years ago 

ভাইয়া বেশ ভালো লাগলো আপনাদের উদ্যোগ দেখে। টাইটেল দেখে আমার অনেক ভালো লাগলো। আসলে এখনকার সময় উচ্চ পর্যায়ের মানুষ প্রতিবেশীর খোঁজ নিতে চায় না। বর্তমানে তারা মানুষকে মানুষ ভাবেই ন। আমাদের উচিত খোঁজ নেওয়া। বেশি ভালো ছিল। আপনারা ঈদ উপহার পাঠালে নেন আমার জানা মতে অনেক ভাল ছিল। আপনার জন্য অনেক অনেক দোয়া রইল।

 2 years ago 

বেশ ভালো একটা উদ্যোগ।আপনার জন্য অনেক অনেক ভালোভাসা ও শ্রদ্ধা রইলো।আর আসলেই বাজারে কেন তেল নেই, আমাদের এখানেও একই অবস্থা। ভালো ছিলো।ধন্যবাদ

 2 years ago 

আপনাদের এই মহৎ উদ্যোগকে সালাম জানাই। বন্ধুরা মিলে ১০০ টি পরিবার এর মধ্যে ঈদ এর উপহার দেয়ার যে উদ্যোগ নিয়েছেন তা সত্যিই প্রশংসার দাবিদার। আজকাল তো বিত্তবান মানুষরাই এরকম কাজ করতে পিছপা হয়। আপনাদের জন্য কিছু অসহায় মানুষের মুখে হাসি ফুটেছে এর থেকে বড় পাওয়া আর কি হতে পারে। আপনাদের সকলের জন্য শুভ কামনা রইলো।

 2 years ago 

আপনাদের উদ্যোগ দেখে খুব ভালো লাগলো। সত্যিই অসাধারণ। আপনারা অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন এইটা সবচেয়ে মহৎ। এই সহয়তার মাধ্যমে তাদের মাঝে ঈদ আনন্দ ভাগাভাগি করে দিয়েছেন। এত অসাধারন পোষ্ট শেয়ার করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই।

 2 years ago 

ভালো লাগলো আপনাদের উদ্যোগ দেখে।ছড়িয়ে পরুক সব স্থানে এই ভালোবাসা।আপনাদের স্লোগানটা ভালোই লাগল।ভালো কাজের জন্য অনেক অনেক ধন্যবাদ।আপনার জন্য অনেক অনেক দোয়া রইল ভবিষ্যতে জেন আরো ভালো কিছু করতে পারেন।শুভ কামনা রইল

 2 years ago 

খুবই সুন্দর একটি উদ্দেগ ছিল ভাই।আমাদের সমাজে নিজেদের প্রেস্টিজ যাতে নষ্ট না হয় সেজন্য আমরা আমাদের চারপাশের গরীব অসহায় মানুষদের খোঁজখবর পর্যন্ত রাখিনা।তবে এই ধারার বাইরে কিছু মানুষ রয়েছে যারা অসহায় মানুষগুলোর পাশে দাঁড়ায়। তাদের ঈদ ও যেনো আনন্দমুখর হয় সে জন্য বিভিন্ন সাহায্য সহযোগীতা করে থাকে।আপনাদের এই উদ্যোগকে সাধুবাদ জানাই। ধন্যবাদ ভাই।

 2 years ago 

ভাই আপনার উদ্যোগে আমি স্বাগতম জানাই। আপনি খুবই ভালো একটি কাজ করেছেন। আসলে ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি, ঈদ মানে সবাইকে খুশি রাখা। আপনি গরিব-দুঃখীদের খুশি করতে এই সুন্দর ব্যবস্থা করেছেন, আপনার জন্য দোয়া রইল।

 2 years ago 

আপনার কাজ দেখে খুবই ভালো লাগলো। আমাদের সকলেরই এইরকম কাজে অংশগ্রহণ করা উচিত। এতে করে অনেক গরীব মানুষের মুখে ঈদের দিন হাসি ফুটবে। আপনাদের টিমের প্রতিটি সদস্যকে আমার পক্ষ্য থেকে স্যালুট জানাচ্ছি এই অসাধারণ কার্যক্রম পরিচালনা করার জন্য। ❣️❣️

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.14
JST 0.030
BTC 66937.04
ETH 3270.78
USDT 1.00
SBD 2.74