বন্ধু নাটক রিভিউ [১০% লাজুক খ্যাকের জন্য ]

in আমার বাংলা ব্লগ2 years ago (edited)

18-01-2022

৫ মাঘ,১৪২৮ বঙ্গাব্দ


আসসালামুআলাইকুম সবাই


কে
মন আছেন সবাই?আশা করি ভালো আছেন।আমি ভালো আছি।আজকে আপনাদের মাঝে সম্প্রতি আমার দেখা একটি নাটক নিয়ে হাজির হলাম। নাটকের নাম হচ্ছে বন্ধু।
নাটকটি সম্প্রতি রিলিজ হয়েছে। রিলিজ হওয়ার পর থেকেই নাটকটি বেশ জনপ্রিয়তা লাভ করেছে। তাই চলে এলাম আপনাদের সাথে নাটকটি শেয়ার করার জন্য। আশা করি আপনাদের কাছে নাটকের রিভিউটি ভালো লাগবে।


Screenshot_2022-01-18-12-09-06-21.jpg

ছবিঃইউটিউব থেকে নেয়া স্ক্রিনশট


নাটকের কিছু তথ্য


নামবন্ধু
রচনামাসুম শাহরিয়ার।
পরিচালনামাসুম শাহরিয়ার ।
প্রযোজকমাসুম শাহরিয়ার।
গল্পজামাল হোসেন।
প্রযোজনারঙ্গন মিউজিক।
অভিনয়েআফরান নিশো, মেহজাবীন চৌধুরী, শহীদুজ্জামান সেলিম, শেখ মাহবুবুর রহমান, আমব্রিন অনিন্দিতা,মুনতাহা এমিলিয়া এমি(শিশু শিল্পী)
আবহ সঙ্গীতবাংলা বিডি টিম।
দৈর্ঘ্য৫৫ মিনিট।
মুক্তির তারিখ১০ জানুয়ারী, ২০২২
ধরনসামাজিক,ড্রামা
ভাষাবাংলা।
দেশবাংলাদেশ


কাহিনী সারসংক্ষেপ


নাটকের শুরুতে দেখা যায় ইমতিয়াজ নাস্তা করার জন্য টেবলে বসে আছি। আমাকে আবার সেই ইমতিয়াজ ভাবিয়েন না! যায়হোক ইমতিয়াজ একটি কোম্পানি চাকরি করে। তার একটি পাখি আর পাখির ছানা আছে। সেই পাখি হলো ইমতিয়াজে স্ত্রী আর পাখির ছানা হলো তার ছোট্র একটি মেয়ে এরিন। এদেরকে নিয়েই তার বসবাস। তো ইমতিয়াজ প্রতিদিন তার ছোট্র মেয়ে এরিনকে স্কুলে নামিয়ে তারপর অফিস যায়। কিন্তু আজ একটু লেইট হয়ে যাওয়ায় তার স্ত্রীকে বলে সে যেন এরিনকে স্কুলে নিয়ে চলে যায়। তাড়াহুড়ো করতে গিয়ে ইমতিয়াজ তার ফোনটি বাসায় রেখে চলে গিয়েছিল অফিসে। যাওয়ার পর অপরিচিত একটি নাম্বার থেকে ফোন আসে। তখন এরিন ফোনটি রিসিভ করে কথা বলে। ঠিক সে সময় এরিনের মা ফোনটি নিয়ে কথা বলতে চাইলে অপরিচিত ব্যক্তি ইমতিয়াজকে চায়। বাসায় নেই বলে এরিনের মা। কিছু জানার আগেই অপরিচিত ব্যক্তিটি কলটি কেটে দেয়।

Screenshot_2022-01-18-12-10-22-83.jpg

এবার আসি মূল ঘটনায়, লবণী একটি লাইফ ইন্সুরেন্স কোম্পানিতে জব করে। সে ফিল্ডে কাজ করে বিমা সংক্রান্ত ব্যাপারে। কিন্তু সে তার কাজ নিয়ে খুব হতাশ। কারণ সাধারন পাবলিক তার বিমার কথা শুনলেই এরিয়ে যায়। তারই অফিসের বস গালিব ভাই সে তাকে কাজে লেগে থাকতে বলে। সর্বোচ্চ চেষ্টা দিয়ে কাজ চালিয়ে যেতে বলে। গালিব ভাই উনিও একজন সাধারণ কৃষকের পরিবার থেকে উঠা আসা ছেলে। কোম্পানিতে শুরু থেকেই লেগে আছে বলেই সে এখন পদোন্নতি লাভ করেছে। এটা শুনে অবশ্য লবনী কিছুটা শক্তি পায়। তখন বলেছিলাম না অপরিচিত ব্যক্তি ফোন দিয়েছিল। এ অপরিচিত ব্যক্তিটি ছিল লবণী। মূলত তাকে ঘিরেই আজকের কাহিনী।

এদিকে ইমতিয়াজের স্ত্রী রীতিমত সন্দেহ করে বসে। এজন্য তার ভাই তপুকে ফোন দিয়ে বাসায় আনে। বাসায় এনে তপুকে অপরিচিত ব্যক্তির কথা বলে। তার আপু বলে তপুর দুলাভাই নাকি মেয়ের সাথে কথা বলে। এটা শুনে অবশ্য তপু বিশ্বাস করেনি। অবশেষে সে ফোন নাম্বারটা তার ফোনে সেভ করে রাখে।

Screenshot_2022-01-18-12-13-38-61.jpg

যায়হোক লবণী ইমতিয়াজের অফিসে আসে বিমার ব্যাপারে কথা বলতে। কিন্তু ইমতিয়াজ বিমার কথা বলতেই কথা ঘুরিয়ে ফেলে। ঠিক সে সময় তপু ফোন দেয় লবণীকে। লবণীর পরিচয় জানতে চাইলে সে ভুল নাম্বারে কল দিয়েছেন বলে কেটে দেয়। কিছুক্ষণ পরে আবার ফোন দেয়। তখন ইমতিয়াজ ফোনটি নিয়ে তপুকে বকা দেয় যেন এভাবে মেয়েদের ফোন দিয়ে ডিস্টার্ব না করে। তারপর আরও সন্দেহ বেড়ে যায়। তপু তার আপুকে বলে মেয়েটিকে আমি ফোন দিয়েছিলাম ঠিক তখন তার দুলাভাই ফোন ধরে। এটা শুনে তার আপু রেগে যায়। তারপর অফিস শেষ করে যখন লবণী বাসায় আসে তখন তপু আবার ফোন দেয়। একটা পর্যায়ে বিরক্ত হয়ে তার বান্ধবী রিপাকে ফোন দিয়ে দেয়। রিপা কিছু না বুঝেই তপুকে গালিগালাজ করে ফেলে।

Screenshot_2022-01-18-12-11-53-19.jpg

যায়হোক, তপু দুলাভাইকে মেয়ের ব্যাপারে জানতে চায় তখন তার দুলাভাই বলে সে বিমা করতে তার অফিসে আসে। তখন তপু বলে তাহলে মেয়েটিকে বাসায় আসতে বলেন। তখন তার দুলাভাই লবণীকে ফোন দিয়ে বাসায় আসতে বলে। লবণী বাসায় আসে। আসার পর তপু বলে তার দুলাভাইয়ের কাছে কেন সে আসে? এটা শুনে লবনী বলে সে একটা বিমা ইন্সুরেন্স করাতে যায়। আরেকটা ব্যাপার হচ্ছে কাল রাতে তপুর বান্ধবী যে তপুকে গালিগালাজ করেছিল এখন সে এটা নিয়ে বলে কে সে এভাবে গালিগালাজ করেছিল। তপু অবশেষে লবণী রাস্তার মেয়ে বলে অপবাদ দেয়! এটা শুনে লবণী দুঃখ পেয়ে চলে আসে।

Screenshot_2022-01-18-12-14-50-76.jpg

তপুর এই কথা শুনে লবণী রীতিমত ভেঙে পড়ে। সে চাকরিটা ছেড়ে দিতে চেয়েছিল। কিন্তু গালিব ভাই তাকে বলে এসব অপমান গায়ে নিলে সমানে আগানো যাবে। আমাদের শহরে এমন অনেক ঘটনাই ঘটে থাকে যারা জীবন সংগ্রামে প্রতিনিয়ত লড়াই করে যাচ্ছে। তারপর লবণী আবার ইমতিয়াজের অফিসে যায়। তখন ইমতিয়াজ রাজি হয় লাইফ বিমা সে করবে। এটা শুনে লবণী অনেকটা খুশি হয়ে যায়।

Screenshot_2022-01-18-12-16-35-48.jpg

ঠিক চার বছর পর বছরের সেরা বিমা কর্মী নির্বাচিত হন লবণী। লবণীর এই সাফল্যের পিছনে গালিব ভাইয়ের অবদান ভুলার মতো নয়। তারই জন্য লবণী আজ এখানে। আর তপুও বুঝেছিল যে সে লবণীর সাথে এমন আচরণ করা উচিত হয়নি।

Screenshot_2022-01-18-12-17-44-60.jpg

লবণী হঠাৎ একদিন জানতে পারে ইমতিয়াজ স্যার খুব অসুস্থ, হাসপাতালে ভর্তি আছে। আর ডাক্তার বলেছিল তার অপারেশনের জন্য অনেক টাকা লাগবে। তখন লবণী গিয়ে ইমতিয়াজ স্যারের স্ত্রীকে বলে ইমতিয়াজ স্যারের বিমা করা ছিল এবং সেটা ক্রেশড করে দিতে বলেছে, টাকার ব্যবস্থা হয়ে যাবে। এছাড়া ইমতিয়াজ স্যার তার মেয়ে এরিনের নামে শিক্ষা বিমা করেছিল যেখান থেকে এরিন ১২ বছর পর্যন্ত উপবৃত্তি পাবে। এভাবেই নাটকটি সমাপ্ত হয়।


নাটকটি থেকে শিক্ষা


নাটকটি অনেক শিক্ষনীয় ছিল। কোনো কাজকে আসলে ছোট করে দেখা ঠিক নয়। হোক সেটা ছোট বা বড়। আপনার কাজ নিয়ে মানুষজন অনেক কিছুই বলবে তাদের উপেক্ষা করে সামনে এগিয়ে যেতে হবে। আর কাজের প্রতি ভালোবাসা থাকলে সফলতা একদিন না একদিন আসবেই। এমনি কিছু শিক্ষণীয় দিক জানতে পারলাম নাটকটি দেখে।


ব্যক্তিগত মতামত


ব্যক্তিগতভাবে যদি বলতে চাই তাহলে নাটকটি আমার কাছে খুব ভালো লেগেছে। নাটকটি মূলত জামাল হোসেনের একটি গল্প থেকে নেয়া। নাটকটিতে বন্ধু হিসেবে গালিব ভাই সবসময় লবণীকে সাপোর্ট দিয়ে গেছে। একজন অফিস সহকর্মী হিসেবে বেস্ট বন্ধু মিলেছে। অবশেষে লবনীর সাফল্যের পিছনে বন্ধুর অবদান আছেই। এমন কাহিনী পরিচালক খুব সুন্দর করে তুলেধরেছেন। আফরান নিশো আর মেহজাবীন বরাবরই আমাদের ভালো ভালো নাটক উপহার দিয়ে যাচ্ছে। এই নাটকটিতেও তাদের অভিনয় দেখার মতো ছিল। একদম বাস্তবধর্মী ও সামাজিক।

ব্যক্তিগত রেটিং


৯.৫/১০


নাটকটির লিংক


সবগুলো ছবির স্ক্রিনশট এখান থেকে নেয়া


আশা করি নাটকটি আপনাদের কাছে ভালো লাগবে। নাটকটি দেখে না থাকলে লিংকে প্রবেশ করে দেখতে পারেন। আমি চেষ্টা করেছি মূল কাহিনীটা শেয়ার করার জন্য। আশা করি বুঝেছেন। সকলের সু্স্থ্যতা ও দীর্ঘায়ু কামনা করে আজকের মতো এখানেই শেষ করছি।


ধন্যবাদ

gPCasciUWmEwHnsXKML7xF4NE4zxEVyvENsPKp9LmDaFuzVwHnY92rponrLLcEknitVG5yvYaPTExVtjfc6Bi4cvC9ppuyLmaATGbhg8UF4suiCxVfuw2YuSWJftJo9C74dQUN2WE1yNJmdtXp.png

WhatsApp Image 2021-12-23 at 19.46.54.jpeg



আমি কে?

IMG20210908180509.jpg

আমার নাম হায়দার ইমতিয়াজ উদ্দিন রাকিব। সবাই আমাকে ইমতিয়াজ নামেই চিনে। পেশায় আমি একজন ছাত্র। নিজেকে সবসময় সাধারণ মনে করি। অন্যের মতামতকে গুরুত্ব দেয় এবং তা মেনে চলার চেষ্টা করি। বাংলা ভাষায় নিজের অভিমত প্রকাশ করতে ভালো লাগে। তাছাড়া ফটোগ্রাফি,ব্লগিং,কুকিং,রিভিউ,ডাই ইত্যাদি করতে ভালো লাগে। অসহায় মানুষদের পাশে দাঁড়াতে ভালো লাগে। বাংলাদেশে জন্মগ্রহণ করতে পেরে নিজেকে ধন্য মনে করি। ভবিষ্যতে প্রিয় মাতৃভূমির জন্য কিছু করতে চাই।

Sort:  

ভাইয়া অনেক সুন্দর একটা নাটক রিভিউ করেছেন আপনি। নাটকটা দেখেছি আমি। সত্যি অনেক সুন্দর একটা শিক্ষনীয় নাটক। এখানে অনেক কিছু শেখার আছে অথবা কাজের দিক থেকে। মানুষ অলসতাকে সফলতাকে ভালোবাসে। ধন্যবাদ সুন্দর একটা নাটক রিভিউ আমাদের সাথে শেয়ার করার জন্য।

 2 years ago 

আপনাকে ধন্যবাদ।

 2 years ago 

বন্ধু নাটক রিভিউ অনেক সুন্দর করে উপস্থাপনা করেছেন ভাই আমি এই নাটকটি দেখেছি তবে আপনার রিভিউ দেখে আবারও দেখা হয়ে গেলো আরফান নিশো ও মেহজাবিন চৌধুরীর নাটক আমার অনেক ভালো লাগে। ধন্যবাদ আপনাকে আপনার জন্য শুভকামনা রইলো

 2 years ago 

আপনাকে ধন্যবাদ,সুন্দর মন্তব্য করার জন্য

 2 years ago 

➡️ খুব অসাধারণ একটি নাটকের রিভিউ দিয়েছেন। নাটকটি আমার খুবই ভালো লেগেছে। নাটকের শুরু থেকে শেষ পর্যন্ত খুব সুন্দর করে উপস্থাপন করেছেন এই পোস্ট এর মাঝে। আপনার উপস্থাপনাটা আমার খুবই ভালো লেগেছে। শুভকামনা রইল আপনার জন্য।
 2 years ago 

আপনাকে ধন্যবাদ সুন্দর একটি মন্তব্য করার জন্য।

 2 years ago 

নাটকটি আমার এখনো দেখা হয়নি যদিও মেহজাবিন আমার অনেক পছন্দের একজন অভিনেত্রী। আপনার রিভিউ পোস্টটি পড়ে দেখার আগ্রহ বেড়ে গেল।

ধন্যবাদ আপনাকে আমাদের মাঝে এটি শেয়ার করার জন্য শুভকামনা রইল

 2 years ago 

আশা করি আপনি নাটকটি দেখবেন। ধন্যবাদ আপনাকে

 2 years ago 

যে কাজকে মূল‍্য দেয় পৃথিবী তাকেই অমূল্য করে দেয়। আফরান নিশো মেহেজাবীন মানেই অন‍্যরকম এক জিনিস। এদের জুটি নাটকে হিট👌। বাংলা নাটক এখন একটু কম দেখি। নাটকটার কাহিনি বেশ শিক্ষনীয় এবং আপনার রিভিউ টা ভালো ছিল।

 2 years ago 

ধন্যবাদ আপনাকে

 2 years ago 

EZrGNWcrMDNczaEXa66AEJHcKH7nrfa7r2fnEEb26owGbKmVZzVNY38ZTpQGcSKBRTWKQQ1NYenwo9LEQ2PvU7bfyvF5uQyBcpg9GAJ2va...2w7ep3LhhQa9kvWQkCLWjKffNejcyyHjp9ScganhREzkD3tjt9Po5p3UVrueKo7yazdVpNDXMDDSuBxwSR2of5d3Hw7x1SEccV31Hi7jLan7SSYxXeu1BPFSh4.png

নাটকটি আমার দেখা হয় নাই কিন্তু আপনার রিভিউ পড়ে অনেকটাই ধারনা পেয়ে গেলাম নাটকটি সম্পর্কে। আপনি খুব সুন্দর ভাবে নাটকের প্রতিটি বিষয় উপস্থাপন করেছেন। আমার কাছে নাটকটি অনেক পছন্দ হয়েছে। এই নাটক থেকে আমাদের অনেক কিছু শেখার আছে। আপনাকে অনেক ধন্যবাদ এতো সুন্দর একটি নাটকের রিভিউ আমাদের উপাহার দেওয়ার জন্য।

EZrGNWcrMDNczaEXa66AEJHcKH7nrfa7r2fnEEb26owGbKmVZzVNY38ZTpQGcSKBRTWKQQ1NYenwo9LEQ2PvU7bfyvF5uQyBcpg9GAJ2va...2w7ep3LhhQa9kvWQkCLWjKffNejcyyHjp9ScganhREzkD3tjt9Po5p3UVrueKo7yazdVpNDXMDDSuBxwSR2of5d3Hw7x1SEccV31Hi7jLan7SSYxXeu1BPFSh4.png

 2 years ago 

রিভিউটি পড়ে সুন্দর মতামত শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে।

নাটক টি আমি অবশ্য দেখিনি কিন্তু আপনার নাটকের রিভিউ দেখে দেখার মতোই হয়ে গেলো।পড়ে বুঝতে পারলাম অনেক কিছু শেখার আছে এই নাটকে। ধন্যবাদ এতো সুন্দর একটি নাটকের রিভিউ আমাদের মাঝে শেয়ার করার জন্য। শুভকামনা রইল আপনার জন্য।

 2 years ago 

আপনাকে ধন্যবাদ আপু সুন্দর মতামত শেয়ার করার জন্য।

ভাল ধারণা না থাকলেও, গল্পটা ভাল ছিল।এটা বুঝি।আপনারা জ্ঞানী মানুষ। তারিফ করতেই হয়।ভাল থাকেন।

 2 years ago 

আপনাকে ধন্যবাদ ভাই।

চলমান

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.14
JST 0.030
BTC 59190.13
ETH 3187.58
USDT 1.00
SBD 2.45