স্বরচিত কবিতাঃ ফেলে আসা পথ

14-06-2023

৩১ জ্যৈষ্ঠ , ১৪৩০ বঙ্গাব্দ


আসসালামুআলাইকুম সবাইকে


png_20230614_183421_0000.png

কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। তিন ব্যাপী বাংলা ব্লগের সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করতে পেরেছেন। দুইটা বছর চলে গেল! সামনে হয়তো আবারও এমন দিন আসবে, সবাই একসাথে মিলে উদযাপন করতে পারবো। যাক, বাংলা ক্যালেন্ডারের পাতা উল্টালেই কাল হয়ে যাবে আষাঢ় মাস! ষড় ঋতুর বাংলাদেশে আষাঢ়-শ্রাবণ দুই মাস বর্ষাকাল! আর বর্ষাকালে সারাদিন ধরেই চলে আকাশে মেঘেদের খেলা। কখনো ভারী বর্ষণে আবার কখনো গুড়িগুড়ি বৃষ্টির দেখা মিলে। তৃষ্ণার্ত হৃদয় যে তৃপ্ত হয় বর্ষার বাদলের ছোয়ায়।

যাক, আবারও একটি কবিতা লেখার চেষ্টা করলাম। কবিতা বরাবরই কঠিন কাজ। মনের অনুভূতি ছন্দের মাধ্যমে ফুটাতে পারলেই হয়। তবে এখনও এতোটাও ফুটাতে পারছি কি না জানি না। আপনাদের কাছে ভালো লাগলেই মনে হয় কবিতা লেখা স্বার্থক। আমি সবসময় দাদার রোলস ফলো করি। একদম সহজ সরল ভাষায় কবিতা লেখার। বলতে পারেন বাংলা ব্যাকরণের এতো শব্দভাণ্ডার সম্পর্কেও আইডিয়া যে কম!

একজন প্রেমিকের কাছে তার প্রিয় মানুষের সাথে কাটানো স্মৃতিগুলোই যেন রয়ে যায়। হয়তো তাদের মধ্যে তৈরি হয় এক আকাশ ব্যবধান। কিন্তু প্রেমিক হৃদয় যে বারবার তার আকাশটাকেই খুজেঁ বেড়ায়।

ফেলে আসা পথ

যতটা পথ ফেলে গিয়েছিলে আমাতে,
ঠিক ততোটাই আমি হারিয়েছিলাম তোমাতে,
আর এখন!
দুজনের মাঝে এক আকাশ ব্যবধান।

তোমার আকাশে রঙিন স্বপ্ন,
ভেসে বেড়ায় মেঘেদের মাঝে,
আর আমার আকাশ -
একলা যে ভীষণ তোমার শূন্যতাতে।

শুকনো ফুলেরও যে একটা গন্ধ থাকে,
শুকনো নদীতেও কিছু পানি থাকে,
কিন্তু তুমি -
তুমি অবশিষ্ট রাখলে কই!

আধারে হারিয়ে গেলে অজানায়,
কতো করে চেয়েছিলাম তোমায়,
আধারের মাঝে খুজেঁও পায়নি।
আধারে কিছু হারিয়ে গেলে -
কেউ কি কখনো পায়, বলো!

আমি খুজেঁ ফিরি তোমাকে,
আমাদের চিরচেনা সরু পথ ধরে,
যেখানে হেটেঁছি দুজনে একসাথে,
পাশাপাশি হাতে হাত রেখে।

আজ সেই পথে শুধু স্মৃতির মিছিল,
চারিদিকে শুধু শূন্যতার প্রতিচ্ছবি,
আমি দেখি শুধু তোমার প্রতিচ্ছবি,
কিন্তু আমি যে পায়না তোমাকে!

তোমার ফেলে আসা পথ ধরে,
আমি আজও হাটঁছি একা একা,
তুমি দিবে কি দেখা!


আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে কবিতাটি। আপনাদের কাছে ভালো লাগলেই কবিতা লেখা স্বার্থক। আপনাদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ 🌼



10% beneficary for @shyfox ❤️

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iNzq2MSXKSji21JRspt4nqpkXPR5ea7deLzvmJtuzVBwdLJUpBqtgAZ5gHtHPbayD2jR3CWqjkJ.png

ধন্যবাদ সবাইকে



WhatsApp Image 2021-12-23 at 19.46.54.jpeg


VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy

আমি কে?

IMG20210908180509.jpg

আমার নাম হায়দার ইমতিয়াজ উদ্দিন রাকিব। সবাই আমাকে ইমতিয়াজ নামেই চিনে। পেশায় আমি একজন ছাত্র। নিজেকে সবসময় সাধারণ মনে করি। অন্যের মতামতকে গুরুত্ব দেয় এবং তা মেনে চলার চেষ্টা করি। বাংলা ভাষায় নিজের অভিমত প্রকাশ করতে ভালো লাগে। তাছাড়া ফটোগ্রাফি,ব্লগিং,কুকিং,রিভিউ,ডাই ইত্যাদি করতে ভালো লাগে। অসহায় মানুষদের পাশে দাঁড়াতে ভালো লাগে। বাংলাদেশে জন্মগ্রহণ করতে পেরে নিজেকে ধন্য মনে করি। ভবিষ্যতে প্রিয় মাতৃভূমির জন্য কিছু করতে চাই।

Sort:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 last year 

খুবি সুন্দর কবিতা লিখেছেন আপনার কবিতা পড়ে অনেক ভালো লেগেছে আমার। শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ ভাই।

 last year 

আপনাকে ধন্যবাদ ভাই কবিতাটি পড়ার জন্য

 last year 

দারুন হয়েছে ভাইয়া আপনার লেখা আজকের কবিতাটি।কবিতা বা যেকোনো কিছুই সহজ সাবলীল ভাষায় লিখলে বুঝতে সুবিধা হয়।আমিও সহজ সরল ভাষা ই লিখি।ভালোবাসার মানুষটির ফেলে আসা পথটির পানে শুধু ই চেয়ে থাকা। এই বুঝি এলো। কবিতাটির প্রতিটি লাইন খুব সুন্দর হয়েছে। শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ আপনাকে।

 last year 

জি আপু। চেষ্টা করি সহজ সরল ভাষায় কবিতা লেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু

 last year 

রোদ বৃষ্টির খেলা দেখতে সত্যি অনেক ভালো লাগে। হঠাৎ করে বৃষ্টি শুরু হয়ে যায়। যাই হোক ভাইয়া আপনি কিন্তু দারুণ কবিতা লিখেন। এর আগে আপনার লেখা কবিতা পড়েছি কিনা মনে পড়ছে না। তবে আজকের কবিতাটি চমৎকার হয়েছে। অনেক সুন্দর ভাবে দক্ষতার সাথে কবিতা লিখে শেয়ার করার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি।

 last year 

আপু, আপনিও কিন্তু ভালো কবিতা লিখেন। আমি এখনও শিখছি আপনাদের কাছ থেকে। অসংখ্য ধন্যবাদ আপনাকে আপু 🌼

 last year 

বাহ খুব সুন্দর কবিতা লিখেছেন আপনি। আপনার কবিতা পড়ে সত্যি অনেক ভালো লাগলো। অসাধারণ হয়েছে কবিতার প্রতি ছন্দ। বিশেষ করে কবিতা এই লাইনগুলো আমার কাছে ভালো লেগেছে।

আধারে হারিয়ে গেলে অজানায়,
কতো করে চেয়েছিলাম তোমায়,
আধারের মাঝে খুজেঁও পায়নি।
আধারে কিছু হারিয়ে গেলে -
কেউ কি কখনো পায়, বলো!

এত চমৎকার কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

 last year 

আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম ভাই । অসংখ্য ধন্যবাদ আপনাকে

 last year 

বাহ ভাই আপনি দারুন একটি কবিতা লিখেছেন। আপনার কবিতাটি পড়ে বেশ ভালো লেগেছে।এ ধরনের কবিতা গুলো পড়তে আমার কাছে ভীষণ ভালো লাগে। এত সুন্দর একটি কবিতা লিখে আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।

 last year 

আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম ভাই। অসংখ্য ধন্যবাদ আপনাকে

 last year 

অসম্ভব সুন্দর একটি কবিতা লিখেছেন ভাই। দাদার রোলস ফলো করে,খুব সুন্দর সহজ সরল ভাষায় কবিতার প্রত্যেকটি লাইন আমাদের মাঝে ফুটিয়ে তুলেছেন। কবিতা লেখা সত্যিই কঠিন কাজ, তবু আপনি খুব সুন্দর করে ,আপনার মনের ভাষাগুলো ছন্দের তালে ফুটিয়ে তুলেছেন।

 last year 

হুমম দিদি। চেষ্টা করে যাচ্ছি আরকি দিদি। অসংখ্য ধন্যবাদ আপনাকে

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.16
JST 0.031
BTC 62209.21
ETH 2436.43
USDT 1.00
SBD 2.66