DIY-কাগজ দিয়ে বাদুড় তৈরি|| ১০% beneficaries for @shy-fox


আসসালামু আলাইকুম


কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন।আমি আপনাদের দোয়ায় ভালোআছি।তো আজকে এ সপ্তাহব্যপী চলমান এসো নিজে করি প্রতিযোগিতার জন্য আজকে একটি কাগজ দিয়ে বাদুড় তৈরি করলাম।@rme দাদাকে ধন্যবাদ দিতে চাই মাসের দ্বিতীয় সপ্তাহব্যপী এই প্রতিযোগিতার আয়োজন করার জন্য।এতে করে নিজের সৃজনশীলতার কিছুটা হলেও বিকাশ ঘটবে আমি বিশ্বাস করি।


20210913_001933_0000.png


বাদুড় সম্পর্কে কিছু কথাঃ

যারা গ্রামাঞ্চলে থেকে থাকেন তারা হয়তো এই প্রাণীটিকে দেখে থাকবেন।এটি বাদুড় বা কলা বাদুড় নামেই চিনে মানুষজন।বাদুড়ের বিশেষ বৈশিষ্ট্য হলো এরা দিনের বেলায় চলাফেরা করতে পারেনা।রাতের বেলা চলাফেরা করে থাকে।এখন আপনার মনে প্রশ্ন জাগতে পারে দিনের বেলায় চলাফেরা করেনা কেন?কারণ বাদুড় কানে শুনতে পায়না।এরা সাধারণত উচ্চ কম্পাঙ্কের শব্দ সৃষ্টি করে চলাফেলা করে।এই শব্দটা আমরা শুনতে পারিনা।মূলত উচ্চ কম্পাঙ্ক সৃষ্টি করেই বাদুড় চলাফেরা করে।

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iNzq2MSXKSji21JRspt4nqpkXPR5ea7deLzvmJtuzVBwdLJUpBqtgAZ5gHtHPbayD2jR3CWqjkJ.png

🦇 দেখে নেওয়া যাক কিভাবে বাদুড় তৈরি করলাম🦇


প্রয়োজনীয় উপকরণঃ

  • রঙিন পেপার
  • কাচি
  • পেন্সিল
    C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iNzq2MSXKSji21JRspt4nqpkXPR5ea7deLzvmJtuzVBwdLJUpBqtgAZ5gHtHPbayD2jR3CWqjkJ.png

ধাপসমূহঃ-


ধাপঃ০১


IMG20210912193026.jpg

IMG20210912192929.jpg

প্রথমেই একটি রঙিন পেপার নিলাম।তারপর মাঝ বরাবর ভাজ করে নিলাম।


ধাপঃ০২


IMG20210912193120.jpg

IMG20210912193124.jpg

তারপর কাগজের দুইপাশে ভাজ করে মাঝ বরাবর সমান সমান করে রাখলাম।উপরের ছবির মতো করে


ধাপঃ০৩


IMG20210912193151.jpg

IMG20210912193458.jpg

তারপর তিনটি ভাজকে একসাথে করে একটি ভাজ করে রাখলাম।তারপর ভাজের উপরে কোণা থেক উপরের ছবির মতো করে নিলাম।


ধাপঃ০৪


IMG20210912193616.jpg

IMG20210912193544.jpg

তারপর কোণার শেষ প্রান্ত থেকে কাগজটা বর্গের মতো করে কাগজের দুইপাশে ভেঙে নিলাম।


ধাপঃ০৫


IMG20210912193705.jpg

IMG20210912193715.jpg

তারপর অনেক ত্রিভুজাকৃতি শেপের মতো হয়ে। উপরের ছবির মতো।


ধাপঃ০৬


IMG20210912193810.jpg

IMG20210912193755.jpg

তারপর ত্রিভুজের মতো অংশটুকু অপর পাশে উল্টিয়ে নিলাম।


ধাপঃ০৭


IMG20210912193919.jpg

IMG20210912193902.jpg

তারপর অনেকটা বাদুড়ের শেপের মতো হয়ে গেল।এটাকে আবার উল্টো করে নিলাম।


ধাপঃ০৮


IMG20210912194118.jpg

IMG20210912194042.jpg

তারপর মাঝ বরাবর থেকে দুইপাশে একসাথে করে সমান করে নিলাম।পিছনের একটু অংশ কাচি দিয়ে কেটে নিলাম।


ধাপঃ০৯


IMG20210912194558.jpg

IMG20210912200250.jpg

হয়ে গেল বাদুড় তৈরি।আপনি চাইলে এভাবে বানাতে পারবেন।
তারপর আরও কিছু বাদুড় বানালাম।


চূড়ান্ত ধাপঃ


IMG_20210913_010432.jpg

ছবিঃকাগজের তৈরি বাদুড় নিয়ে আমি


C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iNzq2MSXKSji21JRspt4nqpkXPR5ea7deLzvmJtuzVBwdLJUpBqtgAZ5gHtHPbayD2jR3CWqjkJ.png



কেমন হয়েছে জানাবেন।আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে আমার কাগজের বাদুড় তৈরিটি।সবাই ভালো থাকবেন,সুস্থ থাকবেন।

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iNzq2MSXKSji21JRspt4nqpkXPR5ea7deLzvmJtuzVBwdLJUpBqtgAZ5gHtHPbayD2jR3CWqjkJ.png

ধন্যবাদ সবাইকে

qQb1qbB44WNL4kcw8YRpvpA9rhDMdw5Qkx9ZgyU.png

Sort:  
 3 years ago 

আপনার কাগজের বাদুর বানানো টি খুব সুন্দর হয়েছে। আপনার জন্য শুভকামনা

 3 years ago 

ধন্যবাদ আপু ❤️

 3 years ago 

আপনার কাগজ দিয়ে বাদুড় তৈরি খুব সুন্দর হয়েছে। আমার কাছে খুব ভালো লেগেছে ।আপনার জন্য শুভকামনা।

 3 years ago 

আপনার ভালো লেগেছে শুনে খুশি হলাম আপু।

 3 years ago 

বাহ! বেশ ভালো হয়েছে। ধাপ মেনে চললে যেকেউই এটা বানাতে পারবে। আচ্ছা বাদুর তো হলো বাদুরের ফল কোথায় 😁?

 3 years ago 

বাদুড়ের ফল দাদা গাছে😇

 3 years ago 

আপনার কাজটি অনেক সুন্দর 😊

 3 years ago 

প্রিয় @naimuu আপু,

চেষ্টা করবেন বড় কমেন্ট করার। এসব ছোট কমেন্টগুলো স্প্যাম এর মধ্যে পড়ে। আশা করি, আমার মন্তব্যটি আপনি বুঝতে পেরেছেন।

ধন্যবাদ।

 3 years ago 

আমার জানা ছিলো নাহ,,ধন্যবাদ আপনাকে

 3 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 3 years ago 

কাগজ দিয়ে বাদুড় তৈরী অনেক সুন্দর হয়েছে ভাই। এভাবেই এগিয়ে যাও শুভ কামনা রইলো 🥀

 3 years ago 

ধন্যবাদ ভাই আপনাকে❤️

মনে হচ্ছে কাগজ দিয়ে প্রায় সব কিছুই বানানো সম্বব। দাদার নিজে করি ইভেন্ট এর জন্য আমরা এত সুন্দর সুন্দর ক্রিয়েটিভ কাজ গুলো দেখতে পাচ্ছি।অনেক সুন্দর হয়েছে আপনার তৈরি বাদুর।অনেক অনেক শুভেচ্ছা ও শুভ কামনা রইলো ভাই।

 3 years ago 

জি ভাই।আপনাকে অসংখ্য ধন্যবাদ❤️

 3 years ago 

আপনার কাজের প্রসংশা অবশ্যই করতে হবে ভাই। অনেক সুন্দরভাবে বাদুরটি বানিয়েছেন । প্রতিটি ধাপ দক্ষতার সাথে সম্পন্ন করেছেন ভাই। ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

ধন্যবাদ ভাই আপনাকে❤️

 3 years ago 

ভাইয়া কাগজ দিয়ে বাদুড় টি হুবুহ তৈরি করেছেন। কাজ টি খুব নিপুণতার সাথে করেছেন। ধাপে ধাপে দেখিয়েছেন। সত্যিই অসাধারণ। শুভেচ্ছা নিবেন ভাইয়া

 3 years ago 

ধন্যবাদ দাদা আপনাকে❤️

 3 years ago 

ভাইয়া আপনার কাগজের তৈরি বাদুরটি খুবই সুন্দর হয়েছে, ব্যক্তিগতভাবে আমি বাদুর দেখতে খুবই ভয় পাই। শুভকামনা রইল আপনার জন্য।

 3 years ago 

বাদুর আসলে আমিও ভয় পায়😐।ধন্যবাদ আপনাকে❤️

 3 years ago 

খুব সুন্দর হয়েছে বাদুরগুলি ভাইয়া।ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

ধন্যবাদ দিদি❤️

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.12
JST 0.027
BTC 63260.19
ETH 3025.69
USDT 1.00
SBD 2.50