রঙিন কাগজ দিয়ে টেবিল তৈরি [10% for @shyfox 💙]

3-04-2022

২০ চৈত্র ,১৪২৮ বঙ্গাব্দ


আসসালামুআলাইকুম

সবাইকে রমজানুল মোবারক,


শা করি আপনারা সবাই সৃষ্টিকর্তার অশেষ রহমতে ভালো আছেন। আমি আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ ভালো আছি। তবে সেমিস্টার ফাইনাল পরীক্ষা শুরু হয়েছে এজন্য বেশি সময় করেও উঠতে পারছিনা। এই রোযার মধ্যেও কারিগরি বোর্ড আমাদের রেহাই দিলোনা। তবে চেষ্টা করবো পরীক্ষার গ্যাপে নিয়মিত পোস্ট করার জন্য। সবার কাছে দোয়া চাই। তো আজকে চলে এলাম আপনাদের মাঝে নতুন একটি পোস্ট নিয়ে। আমি সাধারণত রঙিন বিভিন্ন জিনিস তৈরি করতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি। তবে আর্টের প্রতি প্রবল আগ্রহ আমার। কিন্তু এতো দক্ষ নই। তো যায়হোক আজকে আপনাদের মাঝে রঙিন কাগজের তৈরি একটি টেবিল বানিয়ে দেখাবো। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। যায়হোক চলুন তাহলে দেখে নেয়া যাক।
IMG20220401183910.jpg
চলুন তাহলে শুরু করা যাক।

🔰 প্রয়োজনীয় উপকরণ 🔰


রঙিন পেপারকাচি

ধাপঃ০১

IMG20220401174220.jpg

IMG20220401174606.jpgIMG20220401174434.jpg

প্রথমেই একটি রঙিন পেপার নিয়ে নিলাম। তারপর পেপারটি বর্গাকার করে কেটে নিলাম। তারপর মাঝ বরাবর সমান করে ভাজ করে দিলাম। ঠিক একইভাবে অপরপাশে থেকে সমান করে ভাজ করে দিলাম।

ধাপঃ০২

IMG20220401174844.jpgIMG20220401175152.jpg

তারপর মাঝের ভাজের সমান করে নিচে থেকে সমান করে ভাজ করে দিলাম। তারপর আবার ঠিক বিপরীত পাশে থেকেও মাঝ বরাবর সমান করে ভাজ করে দিলাম।

ধাপঃ০৩

IMG20220401175320.jpg
IMG20220401175436.jpg

তারপর ভাজকৃত অংশ আবার নিচে থেকে মাঝ বরাবর ভাজ করে দিলাম। ঠিক একইভাবে উপর থেকেও ভাজ করে দিলাম।

ধাপঃ০৪

IMG20220401175456.jpg
IMG20220401175604.jpgIMG20220401175653.jpg

তারপর ভাজ খুলে নিলাম। নেয়ার পর তিনটা ভাজের বরাবর রেখা হবে। মাঝের ভাজে ত্রিভুজের মতো করে ভাজ করে দিলাম। ঠিক একইভাবে অন্যপাশেও একইভাবে ভাজ করে দিলাম।

ধাপঃ০৫

IMG20220401175737.jpg
IMG20220401180541.jpg

তারপর অনেকটা নৌকার আকৃতি হয়ে যাবে উপরে। তারপর উপরের দিকে ভাজ করে দিলাম।

ধাপঃ০৬

IMG20220401180641.jpgIMG20220401180707.jpg
IMG20220401180917.jpgIMG20220401181027.jpg

তারপর লম্বা অংশে বর্গাকার আকারে ভাজ করে দিলাম। এভাবে চার কোণায় চারটি বর্গাকার ভাজের মতো হয়ে যাবে।

ধাপঃ০৭

IMG20220401181208.jpg
IMG20220401181444.jpg

তারপর চার বর্গাকার ভাজে চারটি ত্রিভুজের মতো ভাজ করে দিলাম।

ধাপঃ০৮

IMG20220401181701.jpgIMG20220401183301.jpg

তারপর ত্রিভুজের ভাজ খুলে সেখানে তীরের মতো করে ভাজ করে দিলাম।

ধাপঃ০৯

IMG20220401183522.jpg

চার কোণায় চারটি তীরের মতো ভাজ হবে।

ধাপঃ১০

IMG20220401183620.jpgIMG20220401183724.jpg
IMG20220401183800.jpg

তারপর তীরের কোণাগুলো আবার ছোট ত্রিভুজের মতো করে ভাজ করে দিলাম। এগুলো মূলত হবে টেবিলের চারটি পা হবে। বানানো হয়ে গেলে বিপরীত পাশে করে দিলাম।

ধাপঃ১১

IMG20220401183839.jpg

ব্যাস হয়ে গেল রঙিন কাগজের তৈরি একটি টেবিল।

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iNzq2MSXKSji21JRspt4nqpkXPR5ea7deLzvmJtuzVBwdLJUpBqtgAZ5gHtHPbayD2jR3CWqjkJ.png

ছবির বিবরণ
বিষয়রঙিন কাগজ দিয়ে টেবিল তৈরি ।
ডিভাইসoppo A12
ফটোগ্রাফার@haideremtiaz
লোকেশনw3w

আশা করি রঙিন কাগজ দিয়ে বানানো আজকের রঙিন কাগজের টেবিল তৈরি আপনাদের কাছে ভালো লেগেছে । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন । সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকের মত এখানেই শেষ করছি ।

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iNzq2MSXKSji21JRspt4nqpkXPR5ea7deLzvmJtuzVBwdLJUpBqtgAZ5gHtHPbayD2jR3CWqjkJ.png

ধন্যবাদ

WhatsApp Image 2021-12-23 at 19.46.54.jpeg



আমি কে?

IMG20210908180509.jpg

আমার নাম হায়দার ইমতিয়াজ উদ্দিন রাকিব। সবাই আমাকে ইমতিয়াজ নামেই চিনে। পেশায় আমি একজন ছাত্র। নিজেকে সবসময় সাধারণ মনে করি। অন্যের মতামতকে গুরুত্ব দেয় এবং তা মেনে চলার চেষ্টা করি। বাংলা ভাষায় নিজের অভিমত প্রকাশ করতে ভালো লাগে। তাছাড়া ফটোগ্রাফি,ব্লগিং,কুকিং,রিভিউ,ডাই ইত্যাদি করতে ভালো লাগে। অসহায় মানুষদের পাশে দাঁড়াতে ভালো লাগে। বাংলাদেশে জন্মগ্রহণ করতে পেরে নিজেকে ধন্য মনে করি। ভবিষ্যতে প্রিয় মাতৃভূমির জন্য কিছু করতে চাই।

Sort:  
 2 years ago 

রঙিন কাগজ দিয়ে বানানো টেবিলটি কেমন যেন খালি খালি লাগছে দুইপাশে দুইটা চেয়ার দিলে ভালো হতো ।আপনার বানানো টেবিলটি আসলেই খুব সুন্দর হয়েছে দেখতে অনেক কিউট লাগছে ।কাগজ দিয়ে প্রতিটি ধাপে ধাপে খুব সুন্দর করে বানিয়েছেন সত্যিই ভালো হয়েছে।

 2 years ago 

আপু আপনাকে ধন্যবাদ

 2 years ago 

রঙ্গিন কাগজ দিয়ে অনেক চমৎকার করে আপনি একটি টেবিল তৈরি করেছেন। আপনার রঙিন কাগজের টেবিল দেখে আমার খুব ভালো লাগলো। তাছাড়া আপনি রঙ্গিন কাগজ দিয়ে টেবিল তৈরির সবগুলো ধাপ অনেক সুন্দর করে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। পোস্টটি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

আপনাকেও ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

রঙিন কাগজ ব্যবহার করে আপনি অনেক চমৎকার একটি টেবিল তৈরি করে আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার তৈরীকৃত এই রঙিন কাগজের টেবিল টি দেখতে অসম্ভব সুন্দর দেখাচ্ছে। এত সুন্দর একটি রঙিন কাগজের টেবিল আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।

 2 years ago 

আপনাকেও ধন্যবাদ ভাই সুন্দর একটি মন্তব্য করার জন্য।

 2 years ago 

রঙিন কাগজ দিয়ে অসাধারণ একটি টেবিল তৈরি করেছেন ভাই। যা আমার কাছে অনেক ভালো লেগেছে। রঙিন কাগজের কারুকাজ গুলো আমার কাছে অনেক ভালো। আপনি খুব সুন্দর করে রঙিন কাগজ দিয়ে প্রতিটি ধাপের বর্ণনা আমাদের মাঝে শেয়ার করেছেন। এরকম সুন্দর একটি রঙিন কাগজের কারুকাজ আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। শুভকামনা রইল ভাই আপনার জন্য।

 2 years ago 

আপনাকেও ধন্যবাদ সুন্দর একটি মন্তব্য করার জন্য।

 2 years ago 

আপনি খুব সহজেই রঙ্গিন কাগজ দিয়ে টেবিল তৈরি করেছেন। বেশ ভালো ছিল এবং আপনাকে আমি একটি কথা বলব আপনি আরো ভিন্ন কিছু করার চেষ্টা করুন তাহলে আরো ভালো কিছু আশা করবেন এবং এটার জন্য শুভকামনা রইল

 2 years ago 

ধন্যবাদ আপনাকে

 2 years ago 

রঙিন কাগজ দিয়ে কত কিছুইনা তৈরি করা যায়। তা আপনাদের কাজ গুলো দেখলেই বোঝা যায়। আমার কাছে তো ভালো লাগে নতুন নতুন ক্রাফট গুলো দেখতে। খুব সুন্দর করে কাগজ দিয়ে টেবিল তৈরি করেছেন।অনেক ভালো লাগতেছে দেখতে ।
আপনার জন্য অনেক শুভেচ্ছা রইল।

 2 years ago 

আপনাকে অনেক ধন্যবাদ আপু

 2 years ago 

ভাইয়া আপনি খুবই সুন্দর করে রঙিন কাগজ দিয়ে একটি টেবিল তৈরি করেছেন। যা দেখতে অনেক অনেক সুন্দর লাগছে। এই টেবিলটি তৈরি করার প্রতিটি ধাপ অত্যন্ত সুন্দর ভাবে আমাদের মাঝে তুলে ধরেছেন। এজন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। শুভকামনা রইল আপনার জন্য।

 2 years ago 

ধন্যবাদ ভাই আপনাকে

 2 years ago 

রঙিন কাগজের ভাবে ঝটপট একটি টেবিল তৈরি করেছেন বিশেষ করে টেবিল তৈরি করতে যে ধাপগুলো পার করেছেন অর্থাৎ কিভাবে টেবিল তৈরি করতে হয় সেটা তুলে ধরেছেন। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

 2 years ago 

ধন্যবাদ ভাইয়া আপনাকে

 2 years ago 

রঙিন কাগজ দিয়ে আপনি খুব সুন্দর একটি টেবিল তৈরি করেছেন। এই আইডিয়াটা আমার কাছে একদম ইউনিক লাগছে। আপনি এই রঙিন কাগজ দিয়ে টেবিল তৈরি করার পদ্ধতি সহজভাবে উপস্থাপন করার চেষ্টা করেছেন অনেক ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আপনাকেও ধন্যবাদ ভাইয়া

 2 years ago 

রঙিন কাগজ দিয়ে টেবিল তৈরি করেছেন দারুন হয়েছে। দেখে অনেক ভালো লাগলো নিখুঁত ভাবে পুরো কাজটি সম্পুর্ন করেছেন। আপনার প্রশংসা করতে হয়। ধন্যবাদ আপনাকে ভাইয়া

 2 years ago 

ধন্যবাদ ভাইয়া

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.13
JST 0.027
BTC 59329.35
ETH 2613.53
USDT 1.00
SBD 2.44