" নতুন সড়ক তৈরীর কাজ"beneficiaries @shy-fox.

26 August 2021
Tuesday
@haidarf from bangladesh
আসসালামু আলাইকুম,

হ্যালো বন্ধুরা,
ভাই ও বোনেরা আপনারা সবাই কেমন আছেন ? আসা করি আপনারা সবাই ভালো আছেন,সুস্থ আছেন। কিছুদিন ধরে লক্ষ্যyকরছি যে আপনাদেরকে একটা বিষয় খুবই জানানো দরকার যে আমাদের এলাকায় এখন নতুন ৪লাইন সড়ক তৈরি এর কাজ চলতেছে। আমি এই বিষয়টি আপনাদের উদ্দেশ্যে সঠিক ভাবে উপস্থাপন করার চেষ্টা করছি। আমি কাজ চলাকালীন সময় কিছু ছবি তুললাম

![IMG20210826124830.jpg](UPLOAD FAILED)
@haidarf
সড়কের কাজ অনেক দ্রুত চলতেছে।

![IMG20210826124830.jpg](UPLOAD FAILED)
@haidarf

![IMG20210826125353.jpg](UPLOAD FAILED)
@haidarf
অনেক বড় বড় গাড়ি ব্যবহার করা হচ্ছে ।

          রাস্তার ভোগান্তি, 

আমাদের হাইওয়ে রাস্তার করনে মানুষের অনেক ভোগান্তি ছিল জ্যাম থাকতো আর জ্যাম থাকার করনে ৫ মিনিটের পথ ১০ মিনিট লাখতো, রাস্তার উপর পানি জমা থাকতো আবার রাস্তার উপর অনেক
বড় গর্ত থাকতো আর গর্তের করনে অনেক দুর্ঘটনা হচ্ছ যার কারণে অনেকগুলো মানুষের প্রাণ হারাচ্ছে কিছুদিন আগে আগেও বাইক চালকের সাথে বাস চালকের দুর্ঘটনা হয়েছিল দুর্ঘটনা হয়েছিল ভোগান্তি ছিল রাস্তার ভোগান্তি যেন মানুষের জীবনের সাথে মিশে গেছে।

     নতুন রাস্তায় তৈরি হচ্ছে এর সুবিধা

নতুন রাস্তা তৈরি হওয়ার কারণে মানুষের দৈনন্দিন জীবনে অনেকের সুফল দেখা যাবে। মানুষ আর আগের মতো অনেকক্ষণ জ্যাম থাকা লাগবে না সঠিক সময় সঠিক জায়গায় চলে যেতে পারবে । মানুষের রাস্তার ভোগান্তি অনেক কমে যাবে আর রাস্তা উন্নয়নের কারণে গর্ত থাকবে না রাস্তার উপর পানি জমা থাকবে না যার কারণে আমাদের দৈনন্দিন জীবনে রাস্তার কারণে আর কোন সমস্যার সম্মুখীন হতে হবে না।

মানবসভ্যতার উন্নয়ন এসে আমরা যখন রাস্তার সমস্যার সম্মুখীন হই তখন আমাদের দেশের সরকার ৪লাইন সড়কের কাজের উদ্বোধন করে ।

Sort:  
Loading...

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.15
JST 0.031
BTC 60608.46
ETH 2637.09
USDT 1.00
SBD 2.62