মিষ্টি কুমড়ার খোসার ভর্তা রেসিপি || Bengali Recipe by @hafizullahsteemCreated with Sketch.

in আমার বাংলা ব্লগ11 months ago

IMG20230923135321_01--.jpg

হ্যালো বন্ধুরা,

কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। ভালো থাকতে পারাটা এখন বড় চ্যালেঞ্জ আর এই চ্যালেঞ্জে প্রতিযোগী আমরা সবাই। না শুধু সবাই বললে একটু ভুল হতে পারে কারন এখানে বিবাহিত এবং অবিবাহিত দুই ধরনের মানুষই আছে। আর সেই ক্ষেত্রে অবিবাহিতরা একটু কম চ্যালেঞ্জের মাঝে আছেন। কারন আমরা বিবাহিতরা ঘরে এবং বাহিরে দুই ধরনের চ্যালেঞ্জ মোকাবিলা করা থাকি। সেদিন ফেসবুকে একটা বাণী দেখে বেশ হাসি পেয়েছিলো, সত্যি বলছি লেখাটা পড়ার সাথে সাথে আমার হাসি আটকায় রাখতে পারি নাই। বাণীটা অনেকটা এমন ছিলো, বিয়ে একমাত্র যুদ্ধ যেখানে হাসি মুখে শত্রুর সঙ্গে ঘুমাতে হয়।

হাসি পেলেও কথাটা কিন্তু সত্য, তবে সকল ক্ষেত্রে সত্য না। কারন সবাই আবার শত্রু হয় না কেউ কেউ মিত্রও হয়ে যায় হি হি হি। তাই আমি নিজেকে নিরাপদে রাখার জন্য মিত্র শব্দটার সুন্দর একটা ব্যবহার করলাম আজ হা হা হা। আসলেই মাঝে মাঝে আমরা এমন অনেক নির্মম সত্য কথা শুনে থাকি যা হুট করে হাসির খোরাক হয়ে যায়। যাইহোক, হাসির খোরাক অর্থাৎ মনের খোরাক বাদ দিয়ে এবার ফিরে আসি পেটের খোরাক এর দিকে। মানে স্বাদের রেসিপির কথা বললাম, আজকেও চলুন স্বাদের একটা ব্যতিক্রম ভর্তার রেসিপি দেখি-

IMG20230923124033_01--.jpg

প্রয়োজনীয় উপকরণঃ

  • মিষ্টি কুমড়ার খোসা
  • কাঁচা মরিচ
  • শুকনা মরিচ
  • রসুন
  • পেঁয়াজ
  • লবন
  • তেল।

প্রস্তুত প্রণালীঃ

IMG20230923124204_01.jpg

IMG20230923124246_01.jpg

প্রথমে একটা প্যান চুলায় বসিয়ে হালকা তেল দিয়ে শুকনা মরিচগুলো ভেজে নিয়েছি।

IMG20230923124321_01.jpg

IMG20230923124358_01.jpg

IMG20230923124420.jpg

তারপর মিষ্টি কুমড়ার খোসাগুলো দিয়েছি সেই প্যানে, এরপর কাঁচা মরিচ, পেঁয়াজ ও রসুনের সাথে হালকা পানি দিয়েছি এবং দ্রুত সিদ্ধ করার জন্য একটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি।

IMG20230923130006_01.jpg

IMG20230923130040_01.jpg

কিছু সময় পর ঢাকনা সরিয়ে নিয়েছি এবং সেগুলো সিদ্ধ হয়ে আসলে নামিয়ে নিয়েছি।

IMG20230923132745_01.jpg

IMG20230923133201.jpg

IMG20230923134039.jpg

তারপর শুরু হয় আসল পর্ব, এই পর্বের কষ্টের ভয়ে অধিকাংশ মানুষ ভর্তা তৈরী করে না থুক্কু আপুরা হি হি হি। তবে এই কাজটা বরাবরের মতো আপনাদের ভাবিই করে।

IMG20230923134226.jpg

IMG20230923134251_01.jpg

শীল পাটার এই এ্যাকশনটা যত সুন্দরভাবে করা সম্ভব হয় ভর্তার স্বাদটা কিন্তু ততো ভালো হয়। আর আপনাদের ভাবি বেশ দক্ষতার সাথে এটা করে থাকে। দেখুন কতটা সুন্দরভাবে বাটা হয়েছে।

IMG20230923135311_01.jpg

ব্যস তৈরী হয়ে গেলো আজকের ভিন্ন স্বাদের ঝাল ঝাল মিষ্টি কুমড়ার খোসার ভর্তা। ঝাল বেশী না খেলেও নানা ধরনের ভর্তাটা আমি একটু বেশী খেয়ে থাকি। না না এটা ভাববেন না ভুলেও যে আমি আপনাদের ভাবিকে একটু বেশী খাটাই হে হে হে।

ধন্যবাদ সবাইকে।
@hafizullah

break .png
Leader Banner-Final.pngbreak .png

আমি মোঃ হাফিজ উল্লাহ, চাকুরীজীবী। বাংলাদেশী হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। বাঙালী সংস্কৃতি ও ঐতিহ্য লালন করি। ব্যক্তি স্বাধীনতাকে সমর্থন করি, তবে সর্বদা নিজেকে ব্যতিক্রমধর্মী হিসেবে উপস্থাপন করতে পছন্দ করি। পড়তে, শুনতে এবং লিখতে ভালোবাসি। নিজের মত প্রকাশের এবং অন্যের মতামতকে মূল্যায়নের চেষ্টা করি। ব্যক্তি হিসেবে অলস এবং ভ্রমন প্রিয়।

break .png

Banner.png

Sort:  

ভাইয়া ফেসবুকের বাণীটি কিন্তু জোস ছিল। পড়ে আমিও হাসতে বাধ্য হলাম। তবে ভাইয়া অবিবাহিতরা এই বাণীটি পড়লে অনেকেই আবার বিয়ের আগ্রহটা হারিয়ে ফেলবে হাহাহা। যাইহোক ভাইয়া, মিষ্টি কুমড়ার খোসা ভর্তা করে খাওয়া যায় এটা তো জানতাম না। তাই আপনার তৈরি মিষ্টি কুমড়ার খোসা ভর্তা রেসিপি আমার কাছে খুব ইউনিক ও নতুনত্বে ভরপুর মনে হচ্ছে। এমনিতেই আমার কাছে যেকোনো ভর্তা রেসিপি খেতে খুবই ভালো লাগে। আর যদি এমন ইউনিক ভর্তা রেসিপি হয় তাহলে খাওয়াটা বেশ জমিয়ে খাওয়া যাবে। অনেক অনেক ধন্যবাদ ভাইয়া, চমৎকার একটি রেসিপি শিখিয়ে দেয়ার জন্য।

 11 months ago 

ভাইয়া আপনার কথাটি পড়ে আমার ও তো পেট ফেটে হাসি আসছে। আরে দাঁড়ান দাঁড়ান। একটু হেসে নেই। তারপর না হয় আপনার এত ‍সুন্দর রেসিপি দেখবো। ওকে হাসা শেষ। দারুন ছিল আজকের মিষ্টি কুমড়ো ভর্তা রেসিপিটি । দেখে তো খেতে মনে চাচেছ। এত সুন্দর ভর্তার রেসিপি দেখলে কি আর লোভ সামলানো যায়?

 11 months ago 

এখনো বিয়ে করিনি আপনার কথাটা শুনে তো মনে হচ্ছে বিয়ে আরও অনেক পিছিয়ে দিই। শত্রুর সাথে থাকতে হবে যেটা মানসিকভাবে প্রেসারে ফেলবে। যাই হোক জীবনটাই একটা যুদ্ধ ক্ষেত্র সকল বাধা অতিক্রম করে চলতে হবে। আজকে কুমড়ার খোসা দিয়ে ভর্তা রেসিপি দেখে অবাক হলাম। আগে এই ধরনের ভর্তা খাওয়ার অভিজ্ঞতা নেই একসময়ের ট্রাই করবো।

Posted using SteemPro Mobile

 11 months ago 

ফেসবুক থেকে আপনি যে কথাটা পড়লেন আসলেই বাস্তবতার সাথে মিল আছে অনেকের। আসলে বিবাহিত জীবনটা একটা চ্যালেঞ্জিং হিসাবে ধরে নিতে হয় আমাদের কাছে।সেটা ছেলেদের ক্ষেত্রে হোক বা নারীদের ক্ষেত্রে হোক। তবে দুই জনের ক্ষেত্রেই চ্যালেঞ্জিং। যাক অবশেষে আমাদেরকে দিন শেষে দিন গুলো কাটাতে হয় ভালোমতো সেটা হচ্ছে মূল ঘটনা। আপনি খুব সুন্দরভাবে মিষ্টি কুমড়ার খোসা দিয়ে ভর্তা করলেন। আপনার রেসিপিটি দেখে মনে হচ্ছে খুবই সুস্বাদু ছিল।

 11 months ago 

সত্যি ভাইয়া বিয়ে একমাত্র যুদ্ধ আর যেখানে হাসিমুখে প্রতিপক্ষের সাথে ঘুমাতে হয় 😅😅। তবে যাই বলুন না কেন এই কথাটা কিন্তু বেশ পছন্দ হয়েছে ভাইয়া। যাই হোক সেই সাথে মজার একটি রেসিপি শেয়ার করেছেন দেখে অনেক ভালো লাগলো। মিষ্টি কুমড়ার খোসার ভর্তা রেসিপি দারুন হয়েছে। যদিও এভাবে কখনো খাওয়া হয়নি। একদিন অবশ্যই খেয়ে দেখব।

 11 months ago 

দারুন ও ইউনিক একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করেছেন। এই রেসিপিটি খেতে অনেক স্বাদ। আমি এই রেসিপিটি বাসায় তৈরি করে খেয়েছি। গরম ভাতের সঙ্গে মিষ্টি কুমড়ার খোসার ভর্তা তুলনা নেই। অনেক ধন্যবাদ ভাই সুন্দর একটি রেসিপি আমাদের মাঝে উপস্থাপন করার জন্য।

 11 months ago 

ফেসবুকের বানীটি কিন্তু চমৎকার ছিল।বেশ ভালোই লাগলো পড়ে।😃 ভাইয়া আপনার মতো আমিও কিন্তু মিষ্টি কুমড়ার খোসা ভর্তা করি।তবে সাথে চিংড়ি মাছ ভেজে দেই।খেতে কিন্তু সেই মজার হয়।আপনার ভর্তার রেসিপি দেখে ক্ষুধা পেয়ে গেলো। ধন্যবাদ আপনাকে সুন্দর পরিবেশনের মাধ্যমে মজার এই রেসিপিটি শেয়ার করার জন্য।

 11 months ago 

লাউয়ের ছোলা ভাজি খেয়েছিলাম,কিন্তু কুমড়ার ছোলা ভর্তা খাওয়া হয়নি কখনও। রেসিপিটা আমার কাছে খুব ইউনিক লেগেছে ভাই। গরম গরম ভাতের সাথে এই রেসিপিটা খেতে খুব ইয়াম্মি লাগবে। একেবারে সহজলভ্য কিছু উপকরণ দিয়ে, খুব সহজেই এই রেসিপিটা তৈরি করতে পেরেছেন মনে হচ্ছে। এই রেসিপিটা আমিও বাসায় তৈরি করে খাওয়ার চেষ্টা করবো। কারণ মোটামুটি সব ধরনের ভর্তা আমার খুব পছন্দ। যাইহোক এমন মুখরোচক একটি রেসিপি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

Posted using SteemPro Mobile

 11 months ago 

ভাইয়া আপনি অনেক সুন্দর একটা রেসিপি শেয়ার করেছেন। মিষ্টি কুমড়ার খোসা দিয়ে অনেক সুন্দর একটি রেসিপি উপস্থাপন করেছেন করেছেন।মিষ্টি কুমড়ার ভর্তা আসলেই অনেক সুস্বাদু।এই ভর্তাটি আমার অনেক পছন্দের। আপনি অনেক সুন্দরভাবে ধাপে ধাপে মিষ্টি কুমড়োর ভর্তা রেসিপি শেয়ার করেছেন। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাইয়া।

 11 months ago 

বিয়ে একমাত্র যুদ্ধ যেখানে হাসি মুখে শত্রুর সঙ্গে ঘুমাতে হয়।

হাহাহা! আপনাদের এসব কথা শুনে মনে হয় বিয়ে করাই বাদ দিয়ে দিতে হবে 😁😁। যাক, মিষ্টি কুমড়ার খোসার ভর্তা কখনো খাওয়া হয়নি। তবে দেখে মনে হচ্ছে খেতে মজা হয়েছে।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.16
JST 0.029
BTC 62856.64
ETH 2425.55
USDT 1.00
SBD 2.67