স্বাদের পটলের রোস্ট রেসিপি || Bengali Recipe by @hafizullah

in আমার বাংলা ব্লগ2 years ago

Recipe Cover-potol rost.png

হ্যালো বন্ধুরা,

আশা করছি সবাই ভালো আছেন এবং পটলের সাথে সন্ধি করে নতুন রেসিপি তৈরী করার প্রস্তুতি নিচ্ছেন। আমি সেটা অনেক আগেই করে ফেলেছি, যার কারনে আমি বেশ ভালো অবস্থানে আছি। কারন আমি পটলের দারুণ সকল রেসিপি উপভোগ করছি আর নিজেকে উজ্জীবিত রাখার চেষ্টা করছি। ঐ যে আগেই আপনাদের বলেছিলাম ভালো কিংবা স্বাদের খাবার আমাদের দারুণভাবে উজ্জীবিত রাখতে পারে। আর শুধুমাত্র এই কারনেই আমি নানা ভাবে নতুন রেসিপি করার চেষ্টা করি এবং নতুন নতুন স্বাদ উপভোগ করার চেষ্টা করি।

তবে পটলের বিষয়টি একটু ভিন্ন যেমন মুলো নিয়ে এর আগে হৈ চৈ পড়ে গিয়েছিলো। তবে পটল নিয়ে হয়তো এতো বেশী হৈ চৈ হবে না কারন সবাই পটলকে মুলোর মতো অতো ভালো চোখে দেখে না, না থুক্কু খারাপ চোখে দেখে না। মুলোর প্রতি সকলের যতটা ভালোবাসা না যতটা অভিমান সেটা কিন্তু পটলের ক্ষেত্রে নেই, তাই পটল সবাই স্বাদরে গ্রহণ করে এবং চুপে চুপে মজার স্বাদ নেয়। তবে আমি কিন্তু ইতিমধ্যে অনেকগুলো নতুন রেসিপির স্বাদ নিয়েছি, নতুন রেসিপি মানে পটলের রেসিপির স্বাদ। একটু ভিন্নভাবে, নতুন আঙ্গিকে রেসিপিগুলোকে সাজিয়েছিলাম এবং তারপর আনন্দের সাথে তার স্বাদ উপভোগ। এটা সত্যি দারুণ একটা অনুভূতি, আপনি যদি নতুন একটা রেসিপি তৈরী করেন এবং সেটার দারুণ স্বাদ উপভোগ করতে পারেন, তাহলে বুঝতে পারবেন অনুভূতিটা কেমন কাজ করে।

আজকেও আমি আপনাদের সাথে পটলের আরো একটা দারুণ স্বাদের রেসিপি শেয়ার করবো। এই রেসিপিটির নাম দিয়েছি পটলের রোস্ট। রোস্টের প্রতি এমনিতেই আমাদের সকলের দারুণ একটা আগ্রহ থাকে, কারন রোস্ট মানেই দারুণ স্বাদের কিছু। আর সেটা যদি হয় পটলের রোস্ট তাহলে সেটার প্রতি আগ্রহের পরিমাণটা আরো একটু বেশী হয়ে যাবে নিঃসন্দেহে। কারন পটলের রোস্ট শুনার পর কৌতুহলটা সাথে সাথে দ্বিগুন হয়ে যাবে, এটাই বাস্তবতা। আসলে রোস্ট শুধু মুরগি দিয়েই হয় না, অনেক কিছু দিয়েই তৈরী করা যায়। চলুন তাহলে আজকের পটলের রোস্টটি দেখি-

IMG20220704160036.jpg

প্রয়োজনীয় উপকরণঃ

  • পটল
  • টক দই
  • পেঁয়াজ পেষ্ট
  • কয়েক পদের বাদাম পেষ্ট
  • হলুদ গুড়া
  • মরিচ গুড়া
  • জিরা গুড়া
  • লবন
  • চিনি
  • গরম মসলা
  • কাঁচা মরিচ
  • তেল।

প্রস্তুত প্রণালীঃ

IMG20220704160151_01.jpg

IMG20220704160308.jpg

পটলগুলোকে প্রথমে পরিস্কার করে ভালোভাবে কুচিয়ে নিয়েছি, তারপর হলুদ, মরিচ গুড়া ও লবন দিয়ে মাখিয়ে নিয়েছি।

IMG20220704162750_01.jpg

IMG20220704162837_01.jpg

IMG20220704163908_01.jpg

তারপর একটা প্যান চুলায় বসিয়ে কিছু তেল ঢেলে গরম করেছি তারপর মসলা মাখানো পটলগুলো তেলে ভেজে নিয়েছি। তবে ভাজার ক্ষেত্রে কিছু সময়ের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি যাতে ভাজার সাথে সাথে কিছুটা সিদ্ধ হয়ে যায়।

IMG20220704163048.jpg

IMG20220704163055_01.jpg

তারপর একটা কড়াই চুলায় বসিয়ে পুনরায় তেল গরম করেছি এবং তাতে গরম মসলা দিয়েছি।

IMG20220704163138.jpg

IMG20220704163458_01.jpg

তারপর পেঁয়াজ পেষ্টগুলো দিয়েছি এবং কষানোর মতো কিছু সময় রান্না করেছি।

IMG20220704163524_01.jpg

IMG20220704163608_01.jpg

এরপর বাদাম পেষ্ট, হলুদ, মরিচ, জিরা গুড়া ও লবন দিয়ে কষা করার চেষ্টা করেছি।

IMG20220704163624.jpg

IMG20220704163810_01.jpg

তারপর চিনি এবং টক দই ঢেলে দিয়ে সমলাগুলোর সাথে মিক্স করে নিয়েছি।

IMG20220704165122.jpg

IMG20220704165251_01.jpg

তারপর ভেজে রাখা পটলগুলো দিয়েছি এবং সাথে হালকা পানি দিয়েছি।

IMG20220704165309_01.jpg

IMG20220704165454_01.jpg

এরপর কাঁচা মরিচ দিয়ে কিছু সময়ের জন্য ঢেকে দিয়েছি, ঢাকনা সরিয়ে পুরনায় গরম মসলা গুড়া দিয়েছি।

IMG20220704165608_01.jpg

IMG20220704170025.jpg

আরো কিছু সময় এভাবে রান্না করেছি এবং ঝোলটা গাঢ়ো হওয়ার সাথে সাথে নামিয়ে নিয়েছি।

patol rost.jpg

তৈরী হয়ে গেলো স্বাদের পটলের রোস্ট। প্রথম বার তৈরী করা হয়েছে বলে পটলের সংখ্যা কম নিয়েছিলাম, তবে হ্যা, স্বাদটা দারুণ ছিলো এবং সবগুলো আমি একটাই খেয়েছিলাম। অবশ্য পরবর্তীতে আবারও তৈরী করা হয়েছিলো।

ধন্যবাদ সবাইকে।
@hafizullah

break2.jpg
Leader Banner-Final.pngbreak2.jpg

আমি মোঃ হাফিজ উল্লাহ, চাকুরীজীবী। বাংলাদেশী হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। বাঙালী সংস্কৃতি ও ঐতিহ্য লালন করি। ব্যক্তি স্বাধীনতাকে সমর্থন করি, তবে সর্বদা নিজেকে ব্যতিক্রমধর্মী হিসেবে উপস্থাপন করতে পছন্দ করি। পড়তে, শুনতে এবং লিখতে ভালোবাসি। নিজের মত প্রকাশের এবং অন্যের মতামতকে মূল্যায়নের চেষ্টা করি। ব্যক্তি হিসেবে অলস এবং ভ্রমন প্রিয়।

break2.jpg

Banner Annivr4.png

Sort:  
 2 years ago (edited)

পটলের রোস্ট রেসিপি দেখেই জিভে জল চলে আসলো। এমন ধরনের রেসিপি আগে কখনো দেখিনি বা খাইনি। আপনার রেসিপিটা দেখে মনে হচ্ছে অনেক সুস্বাদু হয়েছে ভাইয়া। আপনি খুব সহজে কিভাবে রেসিপিটা তৈরি করতে হবে আমাদের মাঝে ধাপে ধাপে শেয়ার করেছেন। আপনার এই রেসিপিটা দেখে খুব সহজে রেসিপিটা তৈরি করা যাবে। আপনার রেসিপিটা একদিন বাড়িতে তৈরি করে খেয়ে দেখব ভাইয়া খেতে কেমন।

 2 years ago 

সবাই পটলকে মুলোর মতো অতো ভালো চোখে দেখে না, না থুক্কু খারাপ চোখে দেখে না।

ভাইয়া আমি কিন্তু আপনার দলের লোক। আমি কিন্তু মুলো খেতে পছন্দ করি। আবার আসছে মুলোর দিন। শুরু হয়ে যাবে মুলোর মজার মজার রেসিপি। পটলের রেসিপি খেতেও কিন্তু আমার অনেক ভালো লাগে। পটলের রোস্ট সত্যি অনেক ইউনিক ছিল ভাইয়া। ধন্যবাদ আপনাকে ভিন্ন ধরনের একটি রেসিপি শেয়ার করার জন্য।

Upvoted! Thank you for supporting witness @jswit.
default.jpg

 2 years ago 

আপনি যদি নতুন একটা রেসিপি তৈরী করেন এবং সেটার দারুণ স্বাদ উপভোগ করতে পারেন, তাহলে বুঝতে পারবেন অনুভূতিটা কেমন কাজ করে।

বেচারা পটল যদি জানত যে আমার বাংলা ব্লগ কমিউনিটির সবাই তাকে বিভিন্ন স্বাদের বিভিন্নভাবে রোস্ট করবে তাহলে মনে হয় সে লজ্জায় ঘর থেকেই বের হতো না।।

আপনার মত আমারও নতুন নতুন রেসিপি প্রস্তুত করতে খুবই ভালো লাগে ।নতুন স্বাদ গ্রহণ করার মজাটাই অন্যরকম থাকে। ফিলিংসটা আসলে বলার মত থাকে না।।

আপনার প্রস্তুত করার রেসিপি অন্য সবার থেকে ভিন্ন এবং ইউনিক।।

যাই হোক আপনার রেসিপিটি দেখে আমার মনে হচ্ছে খাওয়ার সময় খাসির মাংসের একটা ফিলিংস আসবে 😋😋😋

 2 years ago 

হা হা হা বেচারা পটল এখন আর বেচারা নেই ভাই হিরো হয়ে গেছে, সকলের মনে মনে আছে নতুন রেসিপির জন্য।

 2 years ago 

পটলের রেসিপি তে ভরপুর আমাদের এই বাংলা ব্লগ।বিভিন্ন ধরনের মজাদার পটলের রেসিপি দেখতে পাচ্ছি। যা এর আগে কখনও আমি দেখি নাই এবং তার নামও শুনি নাই।বিশেষ করে আপনার তৈরি পটলের রেসিপি দেখে তো আমি জাস্ট হতভম্ব হয়ে গেছি।পটলের রোস্ট, যা ভেবেই তো আমার অবাক লাগছে।এত সুন্দর ভাবে যে মজাদার পটলের রোস্ট তৈরি করা যায় তা আজকে আপনার এই পোষ্টটিতে না দেখলে জানতে পারতাম না।এত সুন্দর ভাবে পটলের মজাদার একটি ইউনিক রেসিপি আমাদের মাঝে তুলে ধরার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ভাইয়া।

 2 years ago 

হুম চারদিকে হৈ চৈ হচ্ছে নতুন রেসিপি খোঁজে, পটলের ইউনিক রেসিপি চায় সবাই হা হা হা।

 2 years ago 

মুলা বাদ দিয়ে এবার পটলের সাথে সন্ধি করে ফেলেছেন দেখছি 😁। মজার মজার পটলের অনেক রেসিপি ইতোমধ্যে দেখে ফেলেছি। পটলের রোস্ট দেখেই তো লোভ লেগে গেছে ভাইয়া। টক দই দেয়াতে আরও মজা হয়েছে খেতে নিশ্চয় 👌।

 2 years ago 

হুম, মুলো ফিরে আসলে আবার পটলকে ভুলে যাবো, ভালোবাসা ভাগাভাগি করে নিচ্ছি আরকি।

 2 years ago 

হাহাহা একটি মানুষ দুটি মনের দাবিদার 🤭

 2 years ago 

স্বাদের পটলের রোস্ট রেসিপি সত্যিই ইউনিক রেসিপি। এমন রেসিপি গুলো দেখলে ভীষণ ভালো লাগে। আপনার রেসিপি আমার ভীষণ পছন্দ হয়েছে। আমিও শিখে নিলাম বাসায় তৈরী করবো। আপনার জন্য শুভ কামনা রইলো ভালো থাকুন।

 2 years ago 

শুধু ইউনিক না ভাই স্বাদটা সত্যি দারুণ ছিলো, পটলের বিরুদ্ধে মুরগি মামলা না করলেই হলো হা হা হা।

 2 years ago 

মামলা করে লাভ নেই মুরগির দাম অনেক বেড়ে গিয়েছে ভাবছি এখন থেকে পটলের রোস্ট খেতে হবে।

 2 years ago 

মূলা নিয়ে সত্যি অনেক হইচই হয়েছিল। এটাও ঠিক মূলার মতো হইচই পটোল নিয়ে হবে না। কারণ মূলার থেকে পটলের অবস্থান ভালো আমাদের কাছে হি হি।।

ভাই করছেন কী শেষ পযর্ন্ত পটলের রোস্ট ভাবা যাচ্ছে না। একেবারেই ইউনিক ছিল রেসিপি টা। শুধু আমি না অধিকাংশই এটা হয়তো প্রথমবার দেখবে। দারুণ তৈরি করেছেন পটলের রোস্টটা ভাই।

 2 years ago 

স্বাদের পটলের রোস্ট রেসিপি সত্যি বলতে ভাইয়া আগে আমি কখনো জানতাম না পটলে এতগুলা রেসিপি তৈরি করে করা যায়। কিন্তু আপনার রেসিপিটি দেখে আমি লোভ সামলাতে পারিনি ভাইয়া। আপনার ধাপগুলো বেশ চমৎকারভাবে ফুটিয়ে তুলেছেন আমাদের মাঝে দেখে আমি মুগ্ধ হয়ে গেছি। অনেক অনেক ধন্যবাদ ভাই এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য ।আশা করি আপনি ফার্স্ট হবেন ভাইয়া ধন্যবাদ।

 2 years ago 

মুরগির মাংসের রোস্ট খেয়েছে কিন্তু কখনো পটলের রোস্ট খাওয়া হয়নি। দেখে মনে হচ্ছে খেতে নিশ্চয়ই খুবই সুস্বাদু হয়েছে। আমার তো এখনো পটলের রেসিপি করা হয়নি কি রেসিপি করব সেটা ভাবছি। আপনার রেসিপিটা দেখতে খুবই লোভনীয় লাগছে ভাইয়া। আমি অবশ্যই এভাবে একদিন বাসায় ট্রাই করে দেখব। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া পটলের এত সুন্দর একটি ইউনিক রেসিপি শেয়ার করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.13
JST 0.028
BTC 59452.12
ETH 2603.11
USDT 1.00
SBD 2.39