‘আমার বাংলা ব্লগ’-সাপ্তাহিক হ্যাংআউট রিপোর্ট-৩৯ (Weekly Hangout Report-39)

in আমার বাংলা ব্লগ3 years ago (edited)

weekly hangout cover 39.png

ভূমিকাঃ

“আমার বাংলা ব্লগ”- এখন শুধু একটি কমিউনিটির নাম না বরং সকলের নিকট জনপ্রিয় মাধ্যম, নিজের ভাষায় আবেগ, অনুভূতি ও ভালোবাসা প্রকাশের। দিন দিন যার জনপ্রিয়তা বৃদ্ধি পাচ্ছে এবং শীর্ষে উঠে আসছে র‍্যাংকিং এ। আসলে আমার বাংলা ব্লগ এর যাত্রা শুরু হয় মাতৃভাষায় মনের ভাব প্রকাশে স্টিম ব্লকচেইন এ সুযোগ সৃষ্টি করার লক্ষ্য নিয়ে। পুরো পৃথিবীতে ছড়িয়ে থাকা বাংলা ভাষাভাষী কমিউনিটিকে এক প্লাটফর্মে নিয়ে আসা এবং পারস্পরিক সম্পর্ক সৃষ্টির মাধ্যমে ভাষার প্রতি ভালাবাসা সৃষ্টি করা এবং নিজেদের বন্ধনকে আরো মজবুত করা। আমাদের বিশ্বাস আমরা খুব দ্রুততম সময়ের মাঝে আমাদের লক্ষ্যে পৌছাতে সক্ষম হবো। আমার বাংলা ব্লগ কমিউনিটিতে এখন পর্যন্ত ২৪৪২ জন সদস্য হয়েছেন এবং বর্তমান এ্যাকটিভ পোষ্টের সংখ্যা ২০৬।

আমরা পুরো বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা বাঙালীদের নিজের মাতৃভাষায় আবেগ, অনুভূতি ও জীবনের গল্পগুলোকে ভাগ নেয়ার সুযোগ করে দিতে চাই। কারন তথ্য প্রযুক্তির এই যুগে ব্লকচেইন সবার মাঝে একটি সেতু বন্ধন তৈরী করতে সক্ষম হয়েছে। আমরা এই সুযোগটির পূর্ণ ব্যবহার এবং বাঙালি কমিউনিটির একটি নির্দিষ্ট অবস্থান নিশ্চিত করার মাধ্যমে পারস্পরিক সম্পর্ক এবং অভিজ্ঞতা বিনিময় সহজসাধ্য করতে চাই।

হ্যাংআউট-৩৯

যথা সময়ে হ্যাংআউট শুরু করেন আমার বাংলা ব্লগের এ্যাডমিন @shuvo35 ভাই। টান টান উত্তেজনা নিয়ে শুভ সবাইকে এই সপ্তাহের হ্যাংআউটে স্বাগতম জানান। শুরুতেই আমার বাংলা ব্লগ প্রতিষ্ঠা করার জন্য দাদাকে ধন্যবাদ জানান, কমিউনিটি তৈরী করার মাধ্যমে চমৎকার একটা সুযোগ আমাদের করে দেয়ার জন্য। আমরা পজিটিভ মনের মানুষ তাই সবাইকে পজিটিভ মনোভাব নিয়ে কমিউনিটির সাথে কাজ করার আহবান জানান।

এরপর আমি @hafizullah কিছু বলার চেষ্টা করি, আমার অধীনে থাকা সকল এ্যাকটিভ ইউজারদের ব্যাপারে কথা বলি। সবাই মোটামোটি ভালো কাজ করছেন তবে @naimuu আপুর পোষ্টের সংখ্যা এবং কোয়ালিটি ঠিক থাকলেও এনগেজমেন্ট অনেক কমে গেছে তাই সেটা বৃদ্ধি করার পরামর্শ দেই। এছাড়াও @alokroy647 @haideremtiaz@moarif তাদের পোষ্টের সংখ্যা যেমন কম ঠিক তেমনি এনগেজমেন্টর অবস্থাও খুব খারাপ। তাদেরকে অনুরোধ করছি পোষ্টের সংখ্যা বৃদ্ধির সাথে সাথে এনগেজমেন্ট বৃদ্ধি করার। পুরো সপ্তাহে সঠিক অবস্থান ধরে রাখার জন্য @sikakon পাচ্ছেন পাঁচ স্টিম পুরস্কার।

কমিউনিটির এ্যাডমিন @winkles ভাই কথা বলেন এরপর, তার অধীনে থাকা ইউজারদের নিয়ে কোন সমস্যা নেই, সবাই ঠিক ঠাক কাজ করছেন। তবে যারা কমেন্ট করছেন তাদের উদ্দেশ্যে কিছু বলা দরকার, কারন ইতিমধ্যে একজনতো ডিএম করে নিজের কথা প্রকাশ করেছেন পুরস্কার এর বিষয়ে। ভালো কমেনট করার পরও তার নাম কেন বিজয়ীদের তালিকায় আসে না। আসলে সকলের কমেন্ট পড়ার চেষ্টা করি এবং সকলের এনগেজমেন্ট দেখার চেষ্টা করি। তাই শুধু চার পাঁচটা কমেন্ট করেই বসে থাকলে হবে না, সকলের সাথে এনগেজমেন্ট তৈরী করতে হবে। এরপর এই সপ্তাহে কাংখিত বিজয়ীদের নাম প্রকাশ করেন। যথা নিয়মে তাদের নিকট পুরস্কার চলে যাবে।

Untitled1.png
Screen shot from @winkles

কমিউনিটির এ্যাডমিন @moh.arif আরিফ ভাই কথা বলেন এরপর, তার অধীনে থাকা ইউজাররা সবাই বেশ ভালো কাজ করছেন দুই একজন বাদে, তাদের তালিকা প্রকাশ করেন এবং তাদের পরামর্শ দেন। এছাড়া বাকী ইউজারদের সার্বিক এ্যাক্টিভিটি বেশ ভালো ছিলো।

Untitled-00.png

এরপর কমিউনিটির এ্যাডমিন এবং কোয়ালিটি কন্ট্রোলার @rex-sumon সুমন ভাই বলেন, তার অধীনে যারা আছেন তাদের মাঝে কয়েকজনের নাম উল্লেখ্য করেন যাদের অবস্থা খুবই খারাপ, পোষ্ট সংখ্যা কম এবং এনগেজমেন্ট খুবই নাজুক। এই রকম হলে পরবর্তীতে এ্যাকটিভ কিংবা সুপার এ্যাকিটভ তালিকায় আসতে বা থাকতে পারবেন না। বাকীদের অবস্থা খুবই ভালো ছিলো। এছাড়াও গত সপ্তাহে দুইজন ভেরিফাইড ইউজারের পোষ্টে এ্যাবিউস পেয়েছি এটা আমার জন্য খুবই দুঃখজনক ছিলো। পোষ্ট রিপিট করা মোটেও ঠিক হচ্ছে না, মনে রাখতে হবে এটা করে পার পেয়ে যাবেন না, ধরা ঠিক পরবেন। আর একজন্য ভেরিফাইড মেম্বার যদি এটা করে সেটা আমাদের খুবই কষ্ট দেয়। যারা এই রকম করবে তাদের লেভেল পরিবর্তন করে দেয়া হবে। আমি সকলের সাথে খুবই বন্ধুসুলভ আচরণ করি কিন্তু এ্যাবিউস করলে কোন ছাড় দেয়া হবে না।

এরপর শুভ ভাই কথা বলেন, শুরুতেই ইউজারদের উদ্দেশ্যে বলেন হ্যাংআউটে জয়েন করার পর মাইকটি যেন মিউট করে রাখেন। তারপর তার অধীনে যারা ছিলেন তাদের কাজের ব্যাপারে কথা বলেন। তাদের কাজের ধরাবাহিকতা খুব একটা ভালো ছিলো না। তবে তাদের মাঝে কিছু ইউজার ভালো ছিলো। যদি টিকে থাকতে চান তাহলে এনগেজমেন্ট এর লেভেল ধরে রাখতে হবে এবং ভালো পোষ্ট শেয়ার করতে হবে।

এরপর কমিউনিটির মডারেটরদের সেগমেন্ট শুরু হয়, শুরুতে @rupok ভাই কথা বলেন, সবাইকে একটা বিষয়ে দৃষ্টি আকর্ষণ করেন এলিট ব্লগার বাছাই নিয়ে। তাদেরকে নিয়ে আমরা নতুন একটা ক্লাস করানোর পরিকল্পনা করেছি, আপনার কষ্টের টাকা কিভাবে সরাসরি ব্যাংক একাউন্টে নিতে পারবেন সে বিষয়ে। এই সম্পর্কে কি কি কাগজপত্র লাগবে? সে বিষয়ে পুনরায় কিছু তথ্য উপস্থঅপন করেন। কিছু ইউজার ইতিমধ্যে তাদের নাম নিশ্চিত করেছেন, বাকী যারা আগ্রহী তাদেরকে সে বিষয়ে দৃষ্টি আকর্ষন করেন এবং সে অনুপাতে অংশগ্রহণ করার চেষ্টা করতে বলেন। যাদের নাম নিশ্চিত হয়েছে তাদের তালিকাটি প্রকাশ করে দেয়া হবে, যারা সবাই নিশ্চিত হতে পারেন।

এরপর @alsarzilsiam ভাই বলেন, শুরুতেই তিনি এবিবি স্কুল নিয়ে কথা বলেন। বিশেষ করে যারা লেভেল-৩ তে ক্লাস করছেন তাদের এ্যাক্টিভিটি বাড়াতে হবে। এছাড়াও যারা লেভেল-৩ পার করে গিয়েছেন তাদের সকলের পোষ্ট আজ চেক করা হয়েছে কিন্তু কারো এনগেজমেন্ট এখনো ১০০ পর্যন্ত পৌঁছায় নাই। সেক্ষেত্রে সবাইকে অনুরোধ করেন কমেন্ট সংখ্যা বৃদ্ধি করার অন্যদিকে তাদের পোষ্টের সংখ্যা খুবই কম। তাদের মাঝে মাত্র কয়েকজন ফুল এ্যাকটিভ রয়েছেন। এ বিষয়ে নতুন একটি সিদ্ধান্ত পরবর্তীতে জানানো হবে। সব কিছু শিক্ষা দেয়ার পরও আপনারা যদি এ্যাকটিভ না হোন, তাহলে ভেরিফাইড হওয়ার পর টিকে থাকতে পারবেন না। এরপর আমার বাংলা ব্লগের অন্য সোস্যাল মিডিয়ার লিংকগুলো শেয়ার করেন।

Untitled-11.png

এরপর @kingporos ভাই কথা বলেন, একটা বিষয়ে উনি সকলের দৃষ্টি আকর্ষন করে বলেন যারা লেভেলে আছেন তাদের এনগেজমেন্ট এ বেশ ঘাটতি রয়েছে, তারা কমেন্ট করতেই চান না। তাদের কমেন্ট খুব একটা চোখে পড়ে না, আসলে চেষ্টাই করেন না তারা। প্রতিদিন একটু চেষ্টা করলেই হয়ে যায়, কমপক্ষে পাঁচটাই কমেন্ট করেন না, তাতেও কিছুটা পরিচিতি বাড়বে। আরো একটা বিষয় নিয়ে কথা বলেন সেটা হলো বানান ভুল নিয়ে। বানান ভুল কিছুটা এখনো রয়েছে গেছে বিশেষ করে নতুনদের, যদিও এটা আগের তুলনায় অনেক কম।

এরপর @nusuranur আপু কথা বলেন, প্রথমে রেসিপি জাতীয় পোষ্ট নিয়ে নিজের অনুভূতি প্রকাশ করেন। রেসিপি পোষ্টের নিয়ম জানার পরও ঠিক মতো পোষ্ট করা হচ্ছে না, কোয়ালিটি নেই এবং দেখতেও সুন্দর লাগে না। লেভেল-৪ এর ক্লাসটা শেষ লেভেল কিন্তু এখানে অনেকের এ্যাক্টিভিটি খুবই খারাপ, তাদের পোষ্টের মানও অনেক নীচু। বিগত তিনটি লেভেলে কি শিখে আসছেন সেটার কিছুই দেখতি পাচ্ছি না আমি। কিন্তু পরবর্তীতে যখন ভেরিফািইড হয়ে যাবেন তখন কিন্তু সাপোর্ট পাবেন না, কারন যিনি ভালো কাজ করবেন তখন তিনিই শুধু সাপোর্ট পাবেন। বর্তমান লেভেল-৪ এ মাত্র একজন ইউজার পেয়েছি আমি যিনি ভালো কাজ করছেন এবং এছাড়া আরো একজন ইউজারের নাম বলেন তিনি ভালো কাজ করছেন, যদিও তার কোয়ালিটি এবং এনগেজমেন্ট বাড়াতে হবে। আরো একটা বিষয় রয়েছে তাদের ডিসকর্ডে খুব বেশী এ্যাকটিভ দেখা যায় না। সবশেষে সকল আপুদের উদ্দেশ্যে বলেন, যে কোন সমস্যা থাকলে বিষয়টি নিয়ে তার সাথে যোগাযোগ করতে বলেন।

তারপর @ayrinbd আপু কথা বলেন, নতুন মেম্বার নেই দেখে আমি কিন্তু বসে নেই, সকলের পোষ্ট চেক করছি। যারা রেসিপি পোষ্ট করছেন তাদের থাম্বনেইল একেবারেই হচ্ছে না। এই ধরনের পোষ্ট করে ভোটের আশা করা বৃথা হবে। পোষ্টের কোয়ালিটি বৃদ্ধি করুন এবং কমেন্টগুলো ঠিক মতো করার চেষ্টা করুন। অনেকেই ভয়েস দিয়ে কমেন্ট করেন তাদের উচিত হবে সেটা চেক করে নেয়া, তাহলে ভুল হওয়ার সুযোগ থাকবে না। নুর আপু যে কথাগুলো বলেছেন সেদিকে খেয়াল রাখতে বলেন এবং ডিসকর্ডের জেনারেল চ্যাটে উপস্থিত থাকলে বলেন সকল নিয়ম মেনে।

Untitled-33.png

তারপর শুভ ভাই ফিরে আসেন এবং কমিউনিটির আরো একজন মডারেটরের নাম বলেন, তিনি হলেন @tangera আপু। যিনি সব কিছু মডারেট করেন এবং চেক করেন সব কিছু, নিরব থাকলেও উনি কিন্তু সব কিছু পর্যবেক্ষন করেন। বিশেষ করে কোয়ালিটি ইউজারদের পোষ্ট নিয়মিত চেক করেন। তাই সাপোর্ট নিয়ে কারো চিন্তিত হওয়ার দরকার নেই।

এরপর শুভ ভাই লাজুক খ্যাঁক এর ভোট পাওয়ার বিষয়টি সবাইকে ব্যাখ্যা করেন, শুধু ভালো পোষ্ট করলেই হবে না বরং তার সাথে এনগেজমেন্ট এবং বেনিফিশারি থাকতে হবে। এখন হতে যারা বিভিন্ন লেভেল থেকে পোষ্ট করবেন, তাদেরকে সাই ফক্স এর সাথে সাথে এবিবি স্কুলকেও ৫% বেনিফিশিয়ারি দিতে হবে। তারপর এবিবি স্কুল নিয়ে কথা বলেন, এবিবি স্কুলের বিষয়ে সকলের দৃষ্টি আকর্ষন করেন। তারপর হিরোইজম নিয়ে কথা বলেন শুভ, এ প্রসঙ্গে সুমন ভাই কথা বলেন, অনেকেই ৫০০ স্টিম এর নিচে রয়েছেন ডেলিগেটর হিসেবে। তাদের আহবান জানান সেগুলোর পরিমান বৃদ্ধি করার। আপনি যে পরিমান ডেলিগেশন করবেন তার দশগুন রিওয়ার্ডস পাবেন হিরোইজম প্রজেক্ট হতে। যদি ৫০০ স্টিম এর নীচে ডেলিগেশন করেন তাহলে শুধুমাত্র রিওয়ার্ডস পাবেন কিন্তু সাপোর্ট পাবেন না। তাই সবাইকে ডেলিগেশন বৃদ্ধি করার আহবান জানান। প্রতিনিয়ত আপডেট করার কথা বলেন। এরপর শুভ ভাই এবিবি চ্যারিটি নিয়ে কথা বলেন, মানুষ মানুষের জন্য। দিন শেষে মানবিকতা এবং আমাদের মনুষত্ব্য কতটা ধরে রাখতে পারলাম, সেটাই আসল কথা।

এরপর কুইজ পর্ব শুরু হয়, যেহেতু আরিফ ভাই পারিবারিক অনুষ্ঠান নিয়ে ব্যস্ত আছেন তাই শুভ ভাই কুইজ পর্বটি পরিচালনা করেন। তাকে সহযোগিতা করি আমি এবং সুমন ভাই। পর পর চারটি প্রশ্ন করা হয় এবং যারা সঠিক উত্তর দিয়ে বিজয়ী হন তাদেরকে আরিফ ভাইয়ের পক্ষ হতে পুরস্কৃত করা হয়।

Untitled 44.png

এরপর পাওয়ার আপ কনটেস্ট নিয়ে কথা বলেন শুভ ভাই, চলতি সপ্তাহের ফলাফলের পোষ্টটি ইতিমধ্যে সুমন ভাই শেয়ার করেছেন। এটা পরের সপ্তাহেও চলমান থাকবে, সাবইকে অংশগ্রহন করার আহবান জানান। তারপর সুপার এ্যাকটিভ তালিকা প্রকাশ করেন। সবাইকে আমরা সব সময় বলার চেষ্টা করি, নিজের দক্ষতায় নিজের কর্ম দেখার।

তারপর আমার বাংলা ব্লগের এক্সিকিউটিভ এ্যাডমিন @blacks দাদা কথা বলেন, সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করেন, কমিউনিটিতে আমাদের মুল উদ্দেশ্য কি? কেন আমরা এখানে সময় ব্যয় করছি? সকলের নিকট সেটা জানতে চান। আমার বাংলা ব্লগ সব থেকে ভিন্ন এবং সিস্টেম মতো চলে। শুধ স্টিম না হাইভ এ এমন কোন কমিউনিটি নেই যেটা আমাদের মতো সিস্টেম অনুযায়ী বলে। আমাদের কমিউনিটি একদম ইউজার ভিত্তিক কমিউনিটি, ইউজারদের কথা চিন্তা করে কমিউনিটি চলে। অন্য কোন কমিউনিটিতে সেটা নেই, অন্য কমিউনিটিগুলো বাছাই করে কিছু ইউজারদের সাপোর্ট দেয়া হয় কারন সেখানে স্বজনপ্রীতিসহ অনেক কিছু থাকে। আমাদের কমিউনিটিতে স্বজন প্রীতি খুবই কম, গনতন্ত্র বেশ ভালো অবস্থায় আছে এখানে। কোন বিনিয়োগ ছাড়াই আপনি একটু কষ্ট করতে পারলে এখান হতে ভালো ইনকাম করা সহজ হবে। কিন্তু আপনাদের কোন বিনিয়োগ নেই এবং আমরা বলিও নাই আপনাদের বিনিয়োগ করতে। আপনি আপনার মেধা এবং পরিশ্রম নিশ্চিত করে একটা আয় নিশ্চিত করতে পারছেন। এটা খুব বেশী কঠিন বিষয় না। সব চেয়ে ব্যস্ততম লোকটিরও কাজ করার সুযোগ আছে এখানে, যদি ইচ্ছা থাকে। আমরা শুধুমাত্র পাওয়ার বৃদ্ধির জন্য কিছু পরিমান বেনিফিশিয়ারি দিতে বলেছি। তবে আপনার পকেট হতে কোন টাকা বিনিয়োগ করতে বলা হয় নাই। জাষ্ট অবসর কিছু সময় ব্যয় করলে এবং নিজের ক্রিয়েটিভিটি দেখাতে পারলে, একটা সুন্দর পরিবেশে সকলের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রেখে আপনি কিছু ইনকাম করতে পারছেন। যে কাজ করতে চান না সে হয়তো বলবে তার সময় নেই, এই সেই সেটা একান্ত্যই তার ব্যক্তিগত ব্যাপার।

বিষয় হলো আপনি এখানে কাজ করছেন, আপনাকে সাপোর্ট দেয়া হচ্ছে কোন একটা বিষয়ে বা দায়িত্বের উপর নির্ভর করে। কিন্তু কাউকে মুখ দেখে সাপোর্ট দেয়া হচ্ছে না। দেখুন এখানে আমরা যে বিনিয়োগ করেছি সেটা কমপক্ষে ৪০-৫০ কোটি টাকা হবে, এটা শুধু মাত্র মজা করার জন্য করা হয় নাই, কিছু বিষয়তো অবশ্যই রয়েছে। যে বিনিযোগ করেছেন তিনি নিশ্চয় বোকা না? এক টাকা আয় করতে হলেও আপনাকে কিছু করতে হবে। আপনারা যদি কিছু পেতে চান তাহলে আপনাকে কিছু পরিশ্রম করতে হবে। আপনাকে আমি একটু পছন্দ করি, এখন আপনি যদি দায়িত্ব পালন না করে শুধু সাপোর্ট নিতে চান, তাহলে আমরা বোকামি করছি, কিছুই না বুঝে এতো টাকা শুধু শুধু বিনিয়োগ করেছি। একজন ছাত্র যদি মাস শেষে এখান হতে কিছু ইনকাম করতে পারেন, তাহলে তার পড়াশুনা ঠিক মতো চালিয়ে যেতে পারবেন। পড়াশুনার ব্যয় খুবই বেশী এখন। খুব সুন্দর পরিবেশ রয়েছে যেখানে কোন নেগেটিভিটি নেই। অনেকের ভাব দেখে মনে হয়, কিছু বোকা লোক এখানে পুরো সিষ্টেমটি পরিচালনা করছেন।

Untitled 55.png

যারা বিভিন্ন রুল এ আছেন তারা খুব বোকা না। যে এতোগুলো টাকা বিনিয়োগ করেছেন তাকে তো টাকাগুলো ইনকাম করতে হয়েছে। ইনকাম করার যোগ্যতা আছে বলেই তিনি এখানে এতো টাকা বিনিয়োগ করেছেন। নিঃসন্ধেহে সে বোকা না, আপনি কি করছেন না করছেন সে সম্পর্কে তার আইডিয়া আছে। কিন্তু ভদ্রতার খাতিরে আমরা অনেক কিছু দেখেও চুপ থাকি। তারমানে এই না যে আমি বোকা। আপনাকে বিশ্বাস করি বলে এটা না যে আপনার কিছুই আমি বুঝতে পারি না। যে লোকগুলো চালাচ্ছে তাদের সাথে কি রকম ব্যবহার করতে হবে সে বিষয়ে মিনিয়াম জ্ঞান থাকা উচিত এবং তাদের সাথে ভালো ব্যবহার করতে হবে। যে গাছ হতে ফল খাচ্ছেন সে গাছের ডাল পালা যদি কেটে ফেলেন তাহলে সে গাছটি তো দাঁড়িয়ে থাকার পরিস্থিতি থাকবে না। সে গাছের প্রতি যত্নশীল থাকতে হবে। আমার কোন ব্যবহার আপনার খারাপ লাগতেই পারে কিন্তু সেটা আমার সাথে শেয়ার করতে হবে। বিষয়টি যদি মনে পুষে রেখে নিজের সিদ্ধান্ত নিজেই নিয়ে নেন, তাহলে ভুল কিছু হলে সে দায়িত্বটা কে নিবে। এখানে বন্ধুত্বপূর্ণ পরিবেশে কাজ করতে এসে যদি ব্যক্তি জীবনে জটিলতা তৈরী হয় তাহলে তো অসুবিধা। আমার অনুরোধ কেউ কারো ব্যক্তিগত বিষয়ে নাক গলাতে যাবেন না, যোগ্যতা নিয়ে কাজ করার চেষ্টা করুন এবং কোন সমস্যা থাকলে সেটা শেয়ার করুন।

এরপর আমার বাংলা ব্লগের প্রতিষ্ঠাতা @rme দাদা এ বিষয়ে কিছু কথা বলেন, এখানে সাপোর্ট দেয়া হচ্ছে সকল ইউজারদের উদ্দেশ্যে । কিন্তু এখানে কিছু ইউজার নানা ভাবে ফেইক আইডি ব্যবহার করছেন, একাধিক আইডি ব্যবহার করে সাপোর্ট নেয়ার চেষ্টা করছেন। যদি আমরা তাদের ধরতে পারি, তাদের সরাসরি ব্যান করে দিবো। আমি আগেও বলেছি আমরা এতোটা বোকা না, বোকা হলে এতো টাকা বিনিয়োগ করতাম না। এখানে সিষ্টেমটা যেন ঠিক ঠাক মতো চলে সবাই যেন সুবিধা পান সেভাবেই উদ্যোগটা নেয়া হয়েছে। আপনারাতো টাকা দিচ্ছেন সেই টাকায় আমরা বিনিয়োগ করেছি এমনটা না কিন্তু। আপনারা পোষ্ট করছেন আনন্দ সহকারে, সেখানে আমরা সাপোর্ট দেয়ার চেষ্টা করছি, এখানে আপনাদের চাপও দেয়া হচ্ছে না পোষ্ট দেয়ার জন্য কারন এটা ওপেন প্লাটফর্ম। কিউরেশন করার মাধ্যমে আমরা ইনকামের পথ তৈরী করে দিচ্ছি। আমাদের যে নিয়ম ও রুলস রেগুলেশন রয়েছে সেগুলো মেনে চলতে হবে। স্ক্যান করে কিছু ইউজারদের কার্যক্রম একটু ফিশিং মনে হয়েছে আমাদের নিকট। এক ব্যক্তি একাধিক আইডি পরিচালনা করলে তাদের ব্যান করে দেয়া হবে। এছাড়াও আমাদের ব্যক্তিগত জীবন নিয়ে কোন আগ্রহ দেখাবেন না দয়াকরে, ব্যক্তিগত বিষয় সম্পূর্ণ ব্যক্তিগত থাকবে। কাজের ক্ষেত্রে কাজ, আমার ভার্চুয়ার যে নাম রয়েছে সেটা নিয়েই সব কিছু হবে এখানে, এর বাহিরে কিছু নয়।

তারপর হ্যাংআউটের দ্বিতীয় পর্ব মানে এন্টারটেইন্টমেন্ট পর্ব শুরু হয়। শুরুতে শুভ ভাই সকলের দৃষ্টি আকর্ষণ করেন এবং সবাইকে তাদের নাম এন্ট্রি করতে বলেন। তারপর একে একে @limon88 গান করেন, @amitab চমৎকার গান, @jahidulislam01 কবিতা আবৃত্তি করেন, @Saymaakter আপু কবিতা পাঠ করেন, @mrnazrul কবিতা পাঠ করেন, @munna101 রেকর্ড কৃত আবৃত্তি শুনান, @selinasathi1 কবিতা এবং গজল পাঠ করেন, @hsiddiqui79 গান করেন, @rimon03 গান করেন, @fensi আপু গান করেন এবং সব শেষে @santa14 আপু গান করেন।

এরপর সবাইকে ধন্যবাদ জানিয়ে শুভ ভাই হ্যাংআউটের সপ্তাপি ঘোষণা করেন।

অডিও ভার্সন শুনুন এখান হতে-

ধন্যবাদ সবাইকে।

@hafizullah


Community TEAM

@rme ADMIN ✠ Founder 🔯
@blacks ADMIN Executive Admin ♛
@winkles ADMIN Admin India Region 🇮🇳 ✨
@rex-sumon ADMIN Admin Quality Controller ✨
@hafizullah ADMIN Admin Bangladesh Region 🇧🇩 ✨
@shuvo35 ADMIN Admin Bangladesh Region 🇧🇩 ✨
@moh.arif ADMIN Admin Bangladesh Region 🇧🇩 ✨
@rupok MOD Community Moderator 🇧🇩 ✨
@alsarzilsiam MOD Community Moderator 🇧🇩 ✨
@kingporos MOD Community Moderator 🇮🇳 ✨
@nusuranur MOD Community Moderator 🇧🇩 ✨
@tangera MOD Community Moderator 🇧🇩 ✨
@brishti MOD Community Moderator 🇧🇩 ✨
@ayrinbd MOD Community Moderator 🇧🇩 ✨
@shy-fox MOD Extreme Curator 🐺
@abb-school MOD Steem School ✍
@endplagiarism04 MOD Steemit Watcher 🔍
@amarbanglablog MOD Primary Curator ♛♝
@royalmacro MOD Secondary Curator ♝
@curators MOD Secondary Curator ♝
@photoman MOD Secondary Curator ♝

Banner.png


Support @heroism Initiative by Delegating your Steem Power and get Amazing Support

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png

Sort:  
 3 years ago 

সাপ্তাহিক হ্যাংআউট মানে হচ্ছে আমার বাংলা ব্লগ পরিবারের মিলনমেলা। আমরা আমাদের পরিবারের সকল সদস্যরা মিলে অনেক সুন্দর সময় কাটাই এবং সন্মানীত এডমিন ও মডারেটরদের গুরুত্বপূর্ণ মতামত সম্পর্কে জানতে পারি। আসলে আমরা যারা একত্রে কাজ করি তারা এই বিশেষ দিনটির জন্য অপেক্ষায় থাকি। এই বিশেষ দিনে সবাই একত্রিত হই এবং খুবই সুন্দর মূহুর্ত কাটাই। আশা করছি ভবিষ্যতে আমরা এই দিনটির জন্য অপেক্ষায় রইবো। আর সেই সাথে ধন্যবাদ জানাতে চাই ভাইয়া আপনাকে। আপনি এত নিখুত ভাবে কি করে প্রতিবেদন তৈরি করলেন সেটা ভেবে মাঝে মাঝে অবাক হয়ে যাই। অসাধারণ হয়েছে আপনার এই প্রতিবেদন প্রকাশ। একেবারে মনে হচ্ছে যেন আবারো সেই হ্যাংআউটের মুহূর্ত উপভোগ করছিলাম। শুভকামনা রইল আপনার জন্য।

 3 years ago 
দেখতে দেখতে ৩৯ নাম্বার হ্যাংআউট শেষ হয়ে গেলো। অনেক ভালো লাগছে পুরো হ্যাংআউটের সময়। সবাই অনেক সুন্দর কবিতা, গান আমাদের উপহার দিয়েছে। আমার অনেক ভালো লাগে কুইজ প্রতিযোগিতা। তবে একদিনও কুইজের উত্তর দিয়ে পারি না। 😁😁 কুইজের জন্য রাজু আহমেদ ভাই প্রো। ✌️

সাপ্তাহিক হ্যাংআউট এর সম্পূর্ণ উপস্থাপনা আপনি আপনার এই পোষ্টের মাধ্যমে করেছেন। আপনার এই পোষ্টের মাধ্যমে আমরা হ্যাংআউট এর সকল তথ্য একত্রিত ভাবে পেয়েছে। সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে সম্পূর্ণ হাংআউট এর আলাপচারিতা তুলে ধরেছেন। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি পোষ্টের মাধ্যমে আমাদেরকে সব কিছু জানিয়ে দেওয়ার জন্য।

 3 years ago 

এই সপ্তাহের হ্যাংআউট অনেক ভালো ছিল। তবে দাদাদের কমিউনিটি সম্পর্কে জোরালো বক্তব্য আমার ভালো লেগেছে। নিয়ম শৃঙ্খলা ও কমিউনিটির প্রতি ডেডিকেশন না থাকলে আসলে কখনোই সেখানে ভালো করা সম্ভব না।আপনি খুব সুন্দর ভাবে রিপোর্ট তুলে ধরেছেন।অসংখ্য ধন্যবাদ ভাইয়া।

 3 years ago (edited)

রিপোর্ট টা জাস্ট অসাধারণ। একেবারে প্রথম থেকে শুরু সবটাই আছে লেখাতে।সাথে অডিও থাকাতে তো আরো দারুণ।

 3 years ago 

দেখতে দেখতে ৪৯তম হ্যাংআউট শেষ হয়ে গেল। হ্যাংআউট এর পুরো সময় ধরে অনেক আনন্দ অনেক মজা করেছি। আসলে বৃহস্পতিবারেই হ্যাংআউট এর জন্য অপেক্ষা করি। আপনি হ্যাংআউট এর পুরো বিষয়টি খুবই সুন্দর ভাবে আলোচনা করেছেন। হ্যাংআউট খুবই ভালো লেগেছে। বিশেষ করে বড় দাদা ছোট দাদা আমাদের ইউজারদের জন্য গুরুত্বপূর্ণ কথা বলেছেন। সে কথাগুলো মেনে চলবো এবং হ্যাংআউট এর পুরো বিষয়টি সুন্দর ভাবে আমাদের মাঝে তুলে ধরার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

You've got a free upvote from witness fuli.
Peace & Love!

Congratulations, your post has been upvoted by @dsc-r2cornell, which is the curating account for @R2cornell's Discord Community.

Manually curated by @jasonmunapasee

r2cornell_curation_banner.png

 3 years ago 

সাপ্তাহিক হ্যাংআউট রিপোর্ট-৩৯

দেখতে দেখতে আমরা হাংআউট এর ৩৯ তম পর্ব পার করে ফেললাম। আসলে প্রত্যেকটি হ্যাংআউটের স্মৃতি সারাজীবন মনে থাকবে। আর আপনি একজন এমন মানুষ যিনি এত সুন্দর করে এই প্রতিবেদন রিপোর্ট প্রকাশ করেন। মনে হয় যেন আপনি হ্যাংআউট এর পুরো মুহূর্ত আপনার মস্তিষ্কে রেকর্ড করেছেন। মাঝে মাঝে আপনার কথা ভেবে আমার অবাক লাগে ভাইয়া। আপনার প্রখর মেধা সবাইকে মুগ্ধ করে। কারণ এতটা প্রখর মেধার অধিকারী না হলে সম্পূর্ণ হ্যাংআউট রিপোর্ট এত নিখুত ভাবে ভাবে প্রকাশ করা সম্ভব হতো না। খুবই ভালো লাগলো হ্যাংআউটের এই রিপোর্ট পড়ে। আশা করছি আমার বাংলা ব্লগ পরিবার এভাবেই এগিয়ে যাবে এবং সকলের পথচলা আরো বেশি সুন্দর হবে। ধন্যবাদ আপনাকে ভাইয়া এবং সেইসাথে আপনার জন্য অনেক অনেক শুভকামনা ও ভালোবাসা রইলো। 💗💗💗

 3 years ago 

দেখতে দেখতে 39 হাংআউট এ পা দিয়ে ফেললাম। সত্যি বলতে আমি মুগ্ধ হয়ে যায় একটা ওয়ার্ড বাদ যায়না। আপনি সম্পূর্ণ লিখেন সত্যিবলতে আশ্চর্যজনক। প্রথমে আপনি খুব অল্প কথার মাধ্যমে মানুষকে বুঝিয়ে দেন। বেশ ভাল লাগে।আসলে একটা জিনিস খারাপ লাগে যে অনেককে শুধু চারটা পোষ্টের মতো করে একটা কমেন্ট করে আর অন্য জায়গায় একদমই ছোট । আসলে ছোট দাদা ঠিকই বলেছে আসলে আমরা সহজে পাচ্ছি তো কিছুই মনে হচ্ছে না।খুবই উত্তেজনা ছিল কুইজ প্রতিযোগিতা তারপরই সুপার একটিভ লিস্ট এবং সুন্দর আয়োজন গান কবিতা। সত্যি মুন্নাভাইয়ের পরিবেশনা মুগ্ধ করেছিল আমাকে। আর আসলেই কমিউনিটি তে ঢুকে জয়েন হয়ে বসে থাকে আর মাইক অন করে রাখে সত্যিই এটা খুবই দুঃখজনক। খুব সুন্দরভাবে শেষ হয়েছে। বেশ ভালো লাগলো আপনার উপস্থাপনা।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.16
JST 0.030
BTC 62802.36
ETH 2462.43
USDT 1.00
SBD 2.62