‘আমার বাংলা ব্লগ’-সাপ্তাহিক হ্যাংআউট রিপোর্ট-১৭ (Weekly Hangout Report-17)

in আমার বাংলা ব্লগ3 years ago

weekly hangout cover design.png

ভূমিকাঃ

“আমার বাংলা ব্লগ”- এখন শুধু একটি কমিউনিটির নাম না বরং সকলের নিকট জনপ্রিয় মাধ্যম, নিজের ভাষায় আবেগ, অনুভূতি ও ভালোবাসা প্রকাশের। দিন দিন যার জনপ্রিয়তা বৃদ্ধি পাচ্ছে এবং শীর্ষে উঠে আসছে র‍্যাংকিং এ। আসলে আমার বাংলা ব্লগ এর যাত্রা শুরু হয় মাতৃভাষায় মনের ভাব প্রকাশে স্টিম ব্লকচেইন এ সুযোগ সৃষ্টি করার লক্ষ্য নিয়ে। পুরো পৃথিবীতে ছড়িয়ে থাকা বাংলা ভাষাভাষী কমিউনিটিকে এক প্লাটফর্মে নিয়ে আসা এবং পারস্পরিক সম্পর্ক সৃষ্টির মাধ্যমে ভাষার প্রতি ভালাবাসা সৃষ্টি করা এবং নিজেদের বন্ধনকে আরো মজবুত করা। আমাদের বিশ্বাস আমরা খুব দ্রুততম সময়ের মাঝে আমাদের লক্ষ্যে পৌছাতে সক্ষম হবো। আমার বাংলা ব্লগ কমিউনিটিতে এখন পর্যন্ত ৯৬৪ জন সদস্য হয়েছেন এবং বর্তমান এ্যাকটিভ পোষ্টের সংখ্যা ১৬৯।

আমরা পুরো বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা বাঙালীদের নিজের মাতৃভাষায় আবেগ, অনুভূতি ও জীবনের গল্পগুলোকে ভাগ নেয়ার সুযোগ করে দিতে চাই। কারন তথ্য প্রযুক্তির এই যুগে ব্লকচেইন সবার মাঝে একটি সেতু বন্ধন তৈরী করতে সক্ষম হয়েছে। আমরা এই সুযোগটির পূর্ণ ব্যবহার এবং বাঙালি কমিউনিটির একটি নির্দিষ্ট অবস্থান নিশ্চিত করার মাধ্যমে পারস্পরিক সম্পর্ক এবং অভিজ্ঞতা বিনিময় সহজসাধ্য করতে চাই।

হ্যাংআউট-১৭

নির্দিষ্ট সময়ে হ্যাংআউট শুরু করেন কমিউনিটির এ্যাডমিন @shuvo35 ভাই, পজিটিভ কিছু কথা দিয়ে শুভ ভাই কথা বলা শুরু করেন। প্রতি বৃহস্পতিবার আসলেই আমাদের মাঝে বাড়তি একটা উত্তেজনা কাজ করতে থাকে, হ্যাংআউট শুরু না হওয়া পর্যন্ত উত্তেজনাটি চলমান থাকে। তারপর শুভ ভাই শুরুটা আরো বেশী আনন্দময় করে তোলার চেষ্টা করেন, কারন বৃহস্পতিবার ছিলো আমাদের কমিউনিটির অন্যতম এ্যাকটিভ ইউজার @emranhasan ইমরান হাসান ভাইয়ের মেয়ের জন্মদিন ছিলো। তাই কমিউনিটির পক্ষ হতে জন্মদিনের শুভেচ্ছা প্রদানের সাথে ইমরান হাসান ভাইকে কিছু অনুভূতি শেয়ার করার সুযোগ দেন। তার মাঝে আরিফ ভাই জন্মদিনের সুন্দর একটি মিউজিক বাজিয়ে আনন্দের মাত্রাটা আরো বাড়িয়ে দেন। বেশ আনন্দময় কিছু মুহুর্ত উপভোগ করার সুযোগ পান উপস্থিত সবাই।

এরপর কমিউনিটির প্রতিষ্ঠাতা ও এ্যাডমিন @rme দাদা মূল পর্ব শুরু করার অনুমতি দেন। শুভ ভাই তখন মূল আলোচনায় ফিরে আসেন এবং শুরুতেই আমাকে কিছু বলার সুযোগ দেন। আমি যথারীতি আমার অধীনে যারা আছেন তাদের সম্পর্কে কিছু কথা বলে আলোচনায় চলে যাই। এই সপ্তাহে দুটি বিষয়ে কিছু কথা বলে সবাইকে উৎসাহিত করার চেষ্টা করি। কারন কাজের ক্ষেত্রে মানসিকতাকে সঠিক অবস্থানে ধরে রাখার জন্য অনুপ্রেরণা খুবই কার্যকর ভূমিকা পালন করে।

তারপর শুভ ভাই আরো কিছু কথা বলেন, তিনি সবাইকে মানসিকতার পরিবর্তন করার অনুরোধ করেন। কারন ভালো কিছু করার ক্ষেত্রে মানসিকতার পরিবর্তন খুবই জরুরী। আর এই জন্য প্রথমে নিজের ইগোকে ঝেড়ে ফেলা প্রয়োজন, তবেই কিছু শেখার এবং নিজেকে উন্নত করা সহজ হবে। আমরা সব সময় আপনাদের পাশে আছি, আমাদের ডাকতে হবে না। আমরা সব সময়ই চাই আপনারা চেষ্টা করুন এবং সেটা সঠিক নিয়মে করুন, ভালো কিছু করার ক্ষেত্রে আমরা আপনার পাশে থাকবো সব সময়। তারপর শুভ ভাই দুর্গো উৎসব এর শুভেচ্ছা জানান সবাইকে, তার সাথে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার অনুরোধ করেন।

Untitled 17 2.png

তারপর কথা বলেন কমিউনিটির এ্যাডমিন @moh.arif আরিফ ভাই, শুরুতে তিনি কমিউনিটি নিয়ে কথা বলেন কারন ইদানিং কমিউনিটিতে স্প্যামিং খুব বেড়ে গেছে, তাই বিষয়টি নিয়ে সবাইকে আরো বেশী সতর্ক থাকার আহবান জানান। কখনো বাহিরের কোন লিংকে কেউ ক্লিক করবেন না এবং আপনার পাসওয়ার্ড শেয়ার করবেন না। এরপর আরিফ ভাই এ্যাকটিভ লিস্ট নিয়ে কথা বলেন, কমিউনিটির সদস্য আগের তুলনায় অনেক বেশী তাই এ্যাকটিভ লিষ্ট অনেক বড় হচ্ছে। সবাইকে একসাথে সাপোর্ট দেয়া সম্ভব না, তাই ধৈর্য ধরে কাজ করে যাওয়ার আহবান জানান। তারপর আরিফ ভাইয়ের অধীনে যারা আছেন তাদের সম্পর্কে রিপোর্ট উপস্থাপন করেন।

শুভ ভাই ফিরে আসেন এবং আরিফ ভাইকে ধন্যবাদ জানান সুন্দরভাবে রিপোর্টটি উপস্থাপন করার জন্য। যাদের কাজের ক্ষেত্রে দুর্বলতা আছে তাদের উচিত হবে আরিফ ভাইয়ের পরামর্শ শুনে তা দূর করার চেষ্টা করা। আর এনগেজমেন্ট বৃদ্ধিতে খুব বেশী সময় লাগে না, বেশী না হলেও চেষ্টা করুন অন্তত দশটা কমেন্ট করার জন্য, তবে অবশ্যই তা কাংখিত হতে হবে। নিজের অবস্থান উন্নত করতে না পারলে টিকে থাকা অসম্ভব হয়ে যাবে। উন্নত অবস্থান নিশ্চিত করতে না পারলে সময়ের সাথে তাল মেলানো সম্ভব হবে না। আমরা চাই পরিবর্তন আসুক সবার ভিতর।

এরপর কথা বলেন কমিউনিটির এ্যাডমিন @rex-sumon​ সুমন ভাই। তিনি প্রথমে কমিউনিটির কনটেষ্ট নিয়ে কথা বলেন, এসো নিজে করি DIY Event এ যারা অংশগ্রহনে করেছেন তাদের সকলের মাঝে বেশ ভালো একটা প্রতিযোগিতার ভাব ছিলো, এবারের কনটেষ্টে এটা ছিলো সব থেকে ভালো দিক। বিশেষ করে যারা পোষ্ট লিখতে পারেন না, তাদের উচিত হবে সেটা চেষ্টা করা যা তারা ভালো বুঝেন কিংবা পারেন। আপনি যে বিষয়টি উপভোগ করেন, সেটাকে প্রাধান্য দেয়ার চেষ্টা করুন। অন্যদের অনুসরণ করার দরকার কি? নিজের পছন্দের বিষয়টিকে বেছে নিন এবং সবার সাথে শেয়ার করুন। এরপর কথা বলেন কমেন্ট নিয়ে, বার বার সতর্ক করার মাধ্যমে আমরা চেষ্টা করছি কিন্তু তবুও অনেকেই কমেন্ট করার পর সেটা আর পড়ে দেখেন না, কমেন্টটি কি সঠিক হলো নাকি ভুল? আর বানান এর ক্ষেত্রে এখনো অনেকেই খেয়াল করেন না এবং উদাসহীনভাবে মন্তব্য করেন। এ বিষয়ে একটি উদাহরণের মাধ্যমে নিজের অভিজ্ঞতা ভাগ করে নেন।

Untitled-7.png

তারপর কমিউনিটিতে নতুন চালু হওয়া টিকেট এর বিষয়টি উপস্থাপন করেন, কারো কোন সমস্যা থাকলে তা টিকেট নেয়ার মাধ্যমে শেয়ার করার অনুরোধ করেন। এ বিষয়ে বিস্তারিত তথ্য পোষ্টের মাধ্যমে শেয়ার করা হয়েছে। এরপর তিনি নতুন একটি বিষয়ে সকলের দৃষ্টি আকর্ষন করেন, আর সেটা হলো ডেলিগেশন। নতুন এবং ভালো ইউজারদের কাজের ক্ষেত্রে আরো বেশী উৎসাহ দেয়ার জন্য সুমন ভাই নিজ হতে তাদের স্টিম ডেলিগেশন করবেন। এ বিষয়ে একটি পোষ্টের মাধ্যমে বিস্তারিত তথ্য শেয়ার করবেন বলে সবাইকে জানান।

এরপর কথা বলেন কমিউনিটির এ্যাডমিন @winkles ভাই, শুরুতেই তিনি তার অধীনে থাকা ইউজারদের ব্যাপারে কোন অভিযোগ না থাকার বিষয়টি উপস্থাপন করেন যদিও অনেকের এ্যাকটিভি আগের তুলনায় কমে গিয়েছে, সেটা বৃদ্ধি করা প্রয়োজন। এরপর তিনি এ বিষয়ে কিছু জানতে চান, গত সপ্তাহে কারো কোন সমস্যা হয়েছে কিনা? কমিউনিটির নতুন মডারেটর @kingporos ভাইয়ের কাছে। তারপর @kingporos ভাই কথা বলেন, প্রথমে বানান ভুলের বিষয়টি সামনে নিয়ে আসেন যা আগের তুলনায় অনেক হ্রাস পেয়েছে। কারন এখন সবাই পোষ্ট পড়ছেন এবং সঠিকভাবে এনগেজমেন্ট বৃদ্ধির চেষ্টা করছেন। এরপর তিনি সবাই অনুরোধ করেন পোষ্ট করার ক্ষেত্রে এ্যাডমিন এবং মডারেটরদের যেন ট্যাগ করা না হয়, এটা মোটেও ঠিক না যদিও অনেকেই নিয়মিত এ্যাডমিনদের ট্যাগ দিচ্ছেন।

এরপর @winkles ভাই আরো কথা বলেন, বিশেষ করে আমাদের ব্যবহারটা আরো বেশী সুন্দর করা প্রয়োজন কারন অনেকেই ফাউল কথা বলেন, যা মোটেও ঠিক না। এই বিষয়টিকে আমরা কখনো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবো না। এছাড়াও হিরোইজম নিয়ে কেউ বাজে মন্তব্য করলে সেটাও মেনে নেয়া হবে না। এছাড়া আমার বাংলা ব্লগ কমিউনিটিতে যে পরিমান সাপোর্ট দেয়া হয় বিশেষ করে লাজুক খ্যাঁক এর ভোটের ব্যাপারে কোন আপত্তি গ্রহনযোগ্য হবে না, যতটুকু সাপোর্ট দেয়া হবে সেটা নিয়েই সন্তুষ্ট থাকতে হবে। ভালো না লাগলে কমিউনিটিতে থাকার প্রয়োজন নেই। এছাড়াও কেউ যদি অনুমতি ছাড়া মেয়েদের ডিস্টার্ব করে কিংবা ফোন করার চেষ্টা করে, তাহলে মেয়ে ইউজারদের অনুরোধ করেন এ্যাডমিনদের অবহিত করার, পরবর্তীতে সে বিষয়ে যথাযথ এ্যাকশন নেয়া হবে।

Untitled17.png

এরপর শুভ ভাই কথা বলেন, আমরা সব কিছু আপনাদের ভালোর জন্য বলি কারন দিন শেষে আপনার কর্মই আপনার পজিশন ধরে রাখবে। এরপর তিনি শারদীয়া কনটেস্ট ১৪২৮ এ সবাইকে অংশগ্রহণ করার আহবান জানান তবে অবশ্যই তা নিয়ম মেনে করতে হবে।

এরপর কমিউনিটির প্রতিষ্ঠাতা ও এ্যাডমিন @rme দাদা কথা বলেন, শুরুতে তিনি পুজোর ভিড়ের বিষয়টি উল্লেখ করেন। তিনি সবাইকে সতর্ক করেন শারদীয়া কনটেস্ট ১৪২৮ এ অংশগ্রহণ করার ক্ষেত্রে অবশ্যই ভিড় এড়িয়ে চলবেন। যেখানে ভিড় কম সেখানে যাওয়ার পরামর্শ দেন। কারন উৎসব চলে যাবে আবার ফিরে আসবে, এটা জীবনে একবারই হয় না বরং বার বার হয় কিন্তু জীবনের কোন ক্ষতি হয়ে গেলে সেটা আর ফিরে আসবে না, জীবন একটাই। তাই স্বাস্থ্য সচেতন হয়ে উৎসব এর বিষয়টির প্রতি খেয়াল রাখার আহবান জানান। খুব হাই ফাই কিংবা ঝাঁকজমক মন্ডব এড়িয়ে যাওয়ার পরামর্শ দেন। কারন ঝাঁকজমকহীন মন্ডবগুলোতে তুলনামূলকভাবে ভিড় কম হয়।

এরপর দাদা কমিউনিটিতে চালু করা টিকেট সিষ্টেম নিয়ে কথা বলেন এবং সবাইকে যে কোন সমস্যার বিষয় টিকেট তৈরীর মাধ্যমে শেয়ার করার আহবান জানান। আমরা সবাই সব সময় তাৎক্ষনিক রেসপন্স করতে পারি না কিন্তু টিকেট এর মাধ্যমে সমস্যা শেয়ার করা হলে তাৎক্ষনিক রেসপন্স পাওয়াটা সম্ভব হবে। এরপর দাদা সবাইকে নতুন একটি বিষয় অবহিত করেন, কেউ নতুন স্টিম একাউন্ট কেউ খুলতে চাইলে, কোন রকম ভেরিফিকেশন ছাড়া এবং ঝামেলাবিহীনভাবে তাৎক্ষনিক স্টিম আইডি খোলার জন্য Register-Steemit চ্যানেলে আবেদন করতে পারবে।

Untitled 6.png

এরপর শুভ ভাই কথা বলেন, এবিবি চ্যারিটির বিষয়টি উপস্থাপন করেন এবং সবাইকে আহবান জানান যতটা সম্ভব ডোনেট করার। আমাদের অল্প অল্প ডোনেট এক সময় বড় একটি ফান্ড তৈরী করবে এবং আমরা সেটা ভালো কাজে ব্যবহার করতে পারবো। তারপর শুভ ভাই এসো নিজে করি DIY Event এর পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা করেন এবং তাদের অনুভূতি শেয়ার করার সুযোগ দেন।

এরপর কমিউনিটির প্রতিষ্ঠাতা ও এ্যাডমিন @rme দাদা আরো কিছু কথা বলেন হিরোইজম নিয়ে, তিনি এই ক্ষেত্রে জাষ্টি এবং আপভো’র সিষ্টেমটি সম্মুখে নিয়ে আসেন, উপস্থিত সবাইকে উদাহরণ এবং সুন্দর ব্যাখ্যার মাধ্যমে বিষয়টিকে বুঝানোর চেষ্টা করেন। তাদের সাথে হিরোইজম এর মূল পার্থক্যটি উপস্থাপন করার চেষ্টা করেন। হিরোইজম হতে সাপোর্ট এবং রিওয়ার্ডস দুটোই দেয়া হয়। আমার বাংলা ব্লগে অনেকেই আছেন যারা নিয়মিত সাপোর্ট পান না, তাদের জন্য হিরোইজম চমৎকার প্রজেক্ট। কিন্তু তবুও অনেকের মাঝে চৈতন্য হচ্ছে না, নিজেদের পাওয়ারগুলোকে অলস অবস্থায় ফেলে রেখেছেন, যা মোটেও ঠিক না। শুধু বিনিয়োগ কিংবা সাপোর্ট এর জন্য না বরং নিজেদের নিরাপদ রাখার জন্য হলেও হিরোইজমকে ডেলিগেশন দেয়া উচিত। এছাড়াও তিনি সবাইকে অনুরোধ করেন হিরোইজম নিয়ে নিজেদের ভালো কিংবা খারাপ অভিজ্ঞতা পোষ্ট আকারে শেয়ার করার।

এরপর শুভ ভাই কথা বলেন, হিরোইজম নিয়ে সবাইকে আরো বেশী আন্তরিক হওয়ার আহবান জানান। তারপর ভাইয়ের পক্ষ হতে @mrnazrul কে, আরিফ ভাইয়ের পক্ষ হতে @shopon700@saymaakter কে, সুমন ভাইয়ের পক্ষ হতে @nusuranur, @limon88@litonali কে এবং আমার পক্ষ হতে @ayrinbd কে পুরস্কৃত করা হয়। এরপর আরিফ ভাই সবচেয়ে আকর্ষনীয় কুইজ পর্ব পরিচালনা করেন, যারা সঠিক প্রশ্নে উত্তর দেন তাদেরকে আরিফ ভাই, সুমন ভাই এবং আমার পক্ষ হতে নগদ স্টিম পুরস্কার হিসেবে দেয়া হয়। এরপর শুভ ভাই সুপার এ্যাকটিভ লিষ্ট প্রকাশ করেন।

Untitled 5.png

এরপর শুভ ভাই কিছুটা সময় ভিন্নভাবে উপভোগ করার জন্য উপস্থিত সবাইকে গান শুনানোর আহবান জানালে @isha.ish আপু চমৎকার একটি গান গেয়ে শুনান। তারপর শুরু হয় কাংখিত প্রশ্ন-উত্তর পর্ব, একে একে @rahomotullah1998, @rita135, @nusuranur, @alauddinpabel, @emranhasan, @limon88, ও @saifulraju প্রশ্ন করেন কমিউনিটির পক্ষ হতে তাদের প্রশ্নের যথাযথ উত্তর বা ব্যাখ্যা দেয়া হয়।

তারপর সবাইকে শুভেচ্ছা জানিয়ে হ্যাংআউট এর সমাপ্তি ঘোষণা করা হয়।

ধন্যবাদ সবাইকে।


Community TEAM

@rme ADMIN ✠ Founder 🔯
@winkles ADMIN Admin India Region 🇮🇳 ✨
@blacks ADMIN Executive Admin ♛
@hafizullah ADMIN Admin Bangladesh Region 🇧🇩 ✨
@shuvo35 ADMIN Admin Bangladesh Region 🇧🇩 ✨
@rex-sumon ADMIN Admin Quality Controller ✨
@moh.arif ADMIN Admin Bangladesh Region 🇧🇩 ✨
@shy-fox MOD Extreme Curator 🐺
@curators MOD Secondary Curator ♝
@photoman MOD Secondary Curator ♝
@rupok MOD Community Moderator 🇧🇩 ✨ 🍁
@alsarzilsiam MOD Community Moderator 🇧🇩 ✨
@kingporos MOD Community Moderator 🇮🇳 ✨
@endplagiarism04 MOD Steemit Watcher 🔍
@amarbanglablog MOD Primary Curator ♛♝
@royalmacro MOD Secondary Curator ♝

bangla.png


Support @heroism Initiative by Delegating your Steem Power and get Amazing Support

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png

Sort:  
 3 years ago 

সব মিলিয়ে হ্যাং আউট অসম্ভব ভালো কেটেছে। বিশেষ করে জন্ম দিনের ইন্ট্রো টা ছিল অসাধারণ 😍😍😍😍😍।

শুভ ভাইয়া এত সুন্দর ভাবে হ্যাং আউট কের উপস্থাপনা করেন যা কিনা যে কেউ মুগ্ধ হয়ে যাবেন। এই পোস্ট টা করতে আপনার অনেক পরিশ্রম করতে হয় ভাইয়া, তেমন কিছু দেয়ার নেই শুধু ভালোবাসা রইল আপনার এই ছোট ভাই টার পক্ষ থেকে ❣️❣️❣️😍😍😍
সব কিছু নোট করা হ্যাং আউটে নিজের বক্তব্য রাখা সেটা পোস্ট করা আসলেই মুখের কথা না।🙏🙏🙏

 3 years ago 

প্রতিবারের ন্যায় এবারও আপনি খুব সুন্দর একটি প্রতিবেদন তৈরি করেছেন। আপনার প্রতিবেদন থেকে কোন কিছু মিস হওয়া প্রায় অসম্ভব, সবকিছুই নিখুঁত ভাবে তুলে ধরেছেন।

 3 years ago 

ধন্যবাদ ভাই, পুরো চারঘন্টা সময় লেগেছে এবার রিপোর্টটি তৈরীর ক্ষেত্রে, হি হি হি

 3 years ago 

জি ভাই, তা তো আপনার পোস্ট দেখেই বুঝা যাচ্ছে। অনেক পরিশ্রম করেন আপনি। আপনার জন্য ভালোবাসা রইলো ভাই।

 3 years ago 

এবার ও ভুল ধরতে পারলাম না।ঠিকই ইউজার নেমটা তুলে দিলেন। ভাবলাম একটু জ্বালাবো আপনাকে। 😪😜
প্রত্যেকবার এর মতো আপনি এবারেও হ্যাংগ আউটের একটি কোণাও ছাড়েননি। অনেক সুন্দর ভাবে উপস্থাপন করতে পারেন ভাইয়া আপনি। 🥰🥰

 3 years ago 

ভাইয়া আপনি খুব সুন্দরভাবে হ্যাংআউট ১৭ এর প্রতিটি বিষয় গুছিয়ে উপস্থাপন করেছেন। যারা এই হ্যাংআউটে অংশগ্রহণ করতে পারেনি আপনার পোষ্টের মাধ্যমে তারা অনেক কিছু সম্পর্কে খুব সহজেই জানতে পারবে। আপনার হ্যাংআউট ১৭ এর উপর প্রতিবেদনটি পড়ে মনে হচ্ছে আমি দ্বিতীয় বার যেন এতে অংশগ্রহণ করেছি এবং এর পুনরাবৃত্তি হচ্ছে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

হ‍্যাংআউট ১৭ টা ছিল খুবই আনন্দমূখর একটি সময়। প্রথমেই শুভ ভাইয়ের সেই শ্রুতিমধুর ভাষা এবং একে একে হাফিজ ভাই আরিফ ভাই সুইম ভাই উইনক্লেস দাদা। এবং কিছু সমস‍্যার জন্য আমাদের বাংলাদেশের দুই মডারেটর সেরকম কথা বলত‍ে পারে নাই। কিন্তু আমাদের নতুন মডারেটর kingpros দাদা খুব সুন্দর কিছু কথা বলেন। এরপর ডাই ইভেন্টের রেজাল্ট। এরপর কুইজ। একে একে শেষ হয় সব সেগমেন্ট। সবমিলিয়ে অসাধারণ ছিল হ‍্যাংআউট ১৭। এবং আমাদের হাফিজুল্লাহ ভাই অতা দক্ষতার সাথে সেই রিপোর্ট টা প্রকাশ করেছে।

 3 years ago 

সাপ্তাহিক হ্যাংআউট প্রতিবেদনটি খুব সুন্দর ভাবে উপস্থাপন করেন।আপনি এতো সুদক্ষ এবং পরিশ্রমের মাধ্যমে প্রতিবেদন প্রকাশ করেন যা আমার নিজের কাছে খুবি ভালো লেগেছে ।হ্যাংআউটের প্রতিটা ব্যাপারে কথা আপনি ধাপে ধাপে তুলে ধরেছেন।আমি সাপ্তাহিক হ্যাংআউটে উপস্থিত ছিলাম তাই আমার প্রতিবেদনটি পড়ে খুবই ভালো লাগলো।ধ্যনবাদ ভাইয়া।

 3 years ago 

ভাইয়া,,, অনেক কষ্ট করতে হয়েছে আপনাকে এই রিপোর্ট তৈরি করতে। কী ভাবে মনে আছে আপনার সকল খুটিনাটি বিষয় গুলো? আমি হলে ভুলেই যেতাম😂

আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া আমাদের মাঝে এটি শেয়ার করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল 😊

 3 years ago 

দিনের পর দিন আমার বাংলা ব্লগ কমিউনিটি অগ্রগতির চূড়ায় পৌঁছে যাচ্ছে। সারা পৃথিবীর মানুষের সাথে ভ্রাতৃত্বের মেলবন্ধন তৈরি। সবসময় নতুন কিছু শিখছি ,জানছি। অনেক মানুষের সৃজনশীল কাজ দেখছি, শিখছি অনেক অনুপ্রেরণা পাচ্ছি। সপ্তাহে প্রতি বৃহস্পতিবার হ্যাংআউট আমাদের জন্য একটা উত্তেজনা থাকে। নানা প্রশ্নের উত্তর , প্রতিযোগিতার ফলাফল, কুইজ বিনোদনের মধ্যে দিয়ে বাঙালির কাছে আনন্দের বন্যা তৈরি করেছে এই হ্যাংআউট। যা বার বার বলতে ভাষা খুঁজে পাই না। সত্যি অনবদ্য। অসংখ্য ধন্যবাদ হাফিজুল ভাইয়া অনেক নিখুঁত ও সুন্দর ভাবে উপস্থাপনা করেছেন।

 3 years ago 

গত দুইদিন থ্রিজি এবং 4g কানেকশন একেবারেই বন্ধ থাকার কারণে অনেক চেষ্টা করেও হ্যাংআউটে অংশগ্রহণ করতে পারিনি। তবে আপনার এই হ্যাঙ্গআউট রিপোর্টটি অনেক কাজে দিয়েছে কারণ একবার সম্পূর্ণটা পড়ে নিয়ে পুরো হ্যাঙ্গআউট সম্বন্ধে একটা বিস্তারিত ধারণা পেলাম এবং নতুন নতুন বিষয়গুলো জানতে পারলাম। ধন্যবাদ।

 3 years ago 

এবারের হ্যাংআউট আমাদের পুরো পরিবারের জন্য ছিল স্মরনীয় একটি অধ্যায়। সত্যিই সবকিছু অভাবনীয় সুন্দর ছিল। বিশেষ করে আমার মেয়ে ঈলমা অনেক বেশি উপভোগ করেছে। আমি পুরো আমার বাংলা ব্লগ পরিবারকে আন্তরিক ধন্যবাদ জানাতে চাই।
সবাই দোয়া করবেন। আমি যদিও পুরো সময়টা এখানে থাকতে পারিনি কিন্তু তারপরও মন এখানেই ছিল। অনেক ধন্যবাদ সুন্দর একটি রিপোর্ট তৈরি করার জন্য 💌
শুভ কামনা রইল সবার জন্য।

Coin Marketplace

STEEM 0.22
TRX 0.20
JST 0.034
BTC 92452.51
ETH 3105.57
USDT 1.00
SBD 3.16