‘আমার বাংলা ব্লগ’-সাপ্তাহিক হ্যাংআউট রিপোর্ট-৯ এবং ১৫ স্টিম পুরস্কার (Weekly Hangout -9 Report & Prize)

in আমার বাংলা ব্লগ3 years ago (edited)

Hangout Report-9.png


ভূমিকাঃ

“আমার বাংলা ব্লগ”-শুধুমাত্র বাংলায় ব্লগিং করার জন্য এবং পুরো পৃথিবীতে ছড়িয়ে থাকা বাংলা ভাষাভাষী বাঙালিদের জন্য একটি ব্যতিক্রম প্রচেষ্টা। যেহেতু স্টিম ব্লকচেইন এ ভাষার উপর ভিত্তি করে নানা ধরনের কমিউনিটি কার্যকর রয়েছে, সেহেতু বাঙালিদের জন্য বাংলা ভাষায় ব্লগিং করার নির্দিষ্ট কমিউনিটি প্রতিষ্ঠা করার জন্য ‘আমার বাংলা ব্লগ’ উদ্যোগ নেয়া হয়। সুতরাং আমার বাংলা ব্লগ শুধুমাত্র বাংলা ভাষার উপস্থিতি সুনিশ্চিত করার সাথে সাথে বাঙালিদের জন্য একটি সুযোগ তৈরীর চেষ্টা করেছে, যাতে সবাই নিজের অনুভূতি বাংলা ভাষায় প্রকাশের সুযোগ গ্রহন করতে পারছে। ইতিমধ্যে আমার বাংলা ব্লগ ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে, কমিউনিটিতে ৫২০ জন সদস্য হয়েছেন এবং বর্তমান এ্যাকটিভ পোষ্টের সংখ্যা ১৪৮।

আমরা পুরো বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা বাঙালীদের নিজের মাতৃভাষায় আবেগ, অনুভূতি ও জীবনের গল্পগুলোকে ভাগ নেয়ার সুযোগ করে দিতে চাই। কারন তথ্য প্রযুক্তির এই যুগে ব্লকচেইন সবার মাঝে একটি সেতু বন্ধন তৈরী করতে সক্ষম হয়েছে। আমরা এই সুযোগটির পূর্ণ ব্যবহার এবং বাঙালি কমিউনিটির একটি নির্দিষ্ট অবস্থান নিশ্চিত করার মাধ্যমে পারস্পরিক সম্পর্ক এবং অভিজ্ঞতা বিনিময় সহজসাধ্য করতে চাই।

হ্যাংআউট-৯

কমিউনিটির সকল সদস্যদের উৎসাহ, আগ্রহ এবং যথাসময়ে উপস্থিত থাকা এবং প্রতিনিয়ত উপস্থিতির সংখ্যা বৃদ্ধি পাওয়া, সত্যি আমাদের দারুনভাবে অনুপ্রাণিত করছে। এবারের হ্যাংআউটটিও যথা সময়ে কমিউনিটির মডারেটর @shuvo35 ভাই কমিউনিটির প্রতিষ্ঠাতা ও এ্যাডমিন @rme দাদার অনুমতি নিয়ে শুরু করেন।

শুরুতেই শুভ ভাই কয়েকটি নির্দিষ্ট বিষয় নিয়ে কথা বলেন, বিশেষ করে এনগেজমেন্ট এর উপর বেশী জোর দেন এবং উপস্থিত সবার নিজস্ব অভিমত জানতে চান। তিনি সবাইকে দায়সারা মন্তব্য হতে বিরত থাকার অনুরোধ করেন, মন্তব্য করা লাগবে এই জন্য কেউ যেন দায়সারা মন্তব্য না করেন। এছাড়াও সবাইকে পুনরায় স্মরণ করিয়ে দেন, পূর্বের ন্যায় বাহিরের কারো অনাকাংখিত মন্তব্য দেখে কেউ যেন বিভ্রান্ত না হন, এবিষয়ে আর কেউ মন্তব্য দেখেছেন কিনা সেটাও জানতে চান। এরপর তিনি নতুন আঙ্গিকে সাজানো এ্যাকটিভ সদস্যদের টীম নিয়ে কথা বলেন, কারো কিছু বলার আছে কিনা? এ বিষয়ে সেটা বলার সুযোগ দেন সবাইকে। তিনি অনুরোধ করেন, সারাদিন ডিসকর্ডে বসে না থেকে কমিউনিটির পেজে এ্যাকটিভ থাকার। কারন কমিউনিটি আছে বলেই ডিসকর্ড তৈরী হয়েছে, সুতরাং ডিসকর্ড না কমিউনিটিকে বেশী গুরুত্ব দেয়া দরকার।

Untitled-1.png

আরো একটি বিষয়ে সবাইকে সতর্ক করেন শুভ ভাই, যারা নিয়মিত সাপোর্ট পাচ্ছেন না, তাদের বুঝতে হবে যে পোষ্টের কোয়ালিটি বা মান যথেষ্ট হচ্ছে না অথবা টীমে অন্যান্যদের কোয়ালিটি বা পোষ্টের মান বেশী ভালো হচ্ছে। সুতরাং এ বিষয়ে কোন অভিযোগ না করে বরং পোষ্টের মানের প্রতি মনযোগিতা হওয়ার আহবান জানান। তাছাড়া আমাদের সাপোর্ট দেয়ার ক্ষমতা আনলিমিটেড না বরং আমাদেরও একটি নির্দিষ্ট মাত্রায় সাপোর্ট দিতে হয়। সে বিষয়টিও খেয়াল রাখার অনুরোধ করেন। তাই লেগে থাকুন, নিজের সেরাটা দিন, সাপোর্ট অবশ্যই আসবে। কারন ভালো পোষ্টের সাপোর্ট নিশ্চিত করার জন্যই ‘লাজুক খ্যাঁক এর আগমন। তবে এটা যে প্রতিদিন আসবে, সেটা ভাবা ঠিক না।

এরপর আমি মোঃ হাফিজ উল্লাহ, কিছু অনুভূতি শেয়ার করার চেষ্টা করি। ‘আমার বাংলা ব্লগ’ একটি পরিবারের মতো, এখানে ভালো এবং খারাপ দুই ধরনের ইউজার এর উপস্থিতি রয়েছে, সুতরাং আমরা সবাই যদি পরিবারের ন্যায় কাজ করি এবং পারস্পরিক এনগেজমেন্ট বৃদ্ধির মাধ্যমে দুর্বলদের সহযোগিতা করার চেষ্টা অব্যাহত রাখি তবে সবাই সুন্দর এবং দক্ষতা নিয়ে কাজ করার সুযোগ পাবে। এ বিষয়ে আমার বাংলা ব্লগের অবস্থান পরিস্কার করার চেষ্টা করি এবং নির্দিষ্ট কিছু বিষয়ে সবাইকে সচেতন হওয়ার আহবান জানাই।

শুভ ভাই এরপর আরো কিছু বিষয়ে নিজের অবস্থান ব্যাখ্যা করেন এবং কমিউনিটির মডারেটদের কেন বেশী সাপোর্ট দেয়া হয় সেটা নিয়ে কথা বলেন। তিনি সবাইকে বিষয়টি সুন্দরভাবে বুঝার আহবান জানান এবং স্মরণ করিয়ে দেন, যার চিন্তা-ভাবনা যতো বেশী ভালো এবং স্বচ্ছ, সে ততো সুন্দরভাবে এগিয়ে যেতে সক্ষম। সুতরাং সবাইকে অযথা উল্টা পাল্টা প্রশ্ন কিংবা চিন্তা না করে কমিউনিটির নিয়মগুলো অনুসরন করে, সঠিকভাবে কাজ করার আহবান জানান।

Untitled-11.png

কমিউনিটির এ্যাডমিন+মেন্টর+কোয়ালিটি কন্ট্রোলার @rex-sumon সুমন ভাই কথা বলেন, এ্যাকটিভ লিষ্টের বিষয়ে তিনি কমিউনিটির অবস্থান ব্যাখ্যা করেন এবং এটা স্থায়ী কোন লিষ্ট না সেটা সবাইকে স্মরণ করিয়ে দেন। প্রতি সপ্তাহে সকালের কার্যাবলী বিবেচনায় নিয়ে এই তালিকা পরিবর্তন হবে। যারা সঠিক নিয়মে গুনগত মান বজায় রেখে কাজ করবেন এবং কমিউনিটিতে এ্যাকটিভ থাকবেন, কমিউনিটি তাদের নিয়েই কাজ করবে। যদি অল্প সংখ্যাক সদস্যও ভালো কাজ করেন, তবে সেই অল্প সংখ্যাক সদস্যদেরই নিয়মিত সাপোর্ট দেয়া হবে। এখানে কমিউনিটির নিয়ম অনুসরণ না করলে এবং এ্যাকটিভ না থাকলে বাদ পরার সম্ভাবনা রয়েছে। কারন আমরা প্রতি সপ্তাহে সকলের কার্যাবলী মূল্যায়ন করবো। আমরা সবাইকে সাপোর্ট দিতে চাই কিন্তু আপনারা যদি কাজের মাধ্যমে সেটা নিতে না পারেন তাতে আামদের দোষ কোথায়?

এরপর তিনি পাওয়ার বৃদ্ধির উদ্যোগ নিয়ে কথা বলেন, অনেকেই আগ্রহ নিয়ে এই উদ্যোগের সাথে সংযুক্ত হয়েছেন আবার অনেকেই অনিয়মিত অংশগ্রহন করেছেন। যারা নিয়মিত পাওয়ার ‍বৃদ্ধির মাধ্যমে নিজেদের অবস্থান পরিস্কার করেছেন, তাদেরকে তিনি ধন্যবাদ জানান এবং পরিসংখ্যান অনুযায়ী এগিয়ে থাকা সদস্যদের পুরস্কার দেয়ার ঘোষণা দেন। প্রকাশিত তালিকা অনুযায়ী বিজয়ীদের মাঝে মোট ২৫ স্টিম পুরস্কার দেয়ার ঘোষণা দেন, যাতে তারা পরবর্তীতে আরো উৎসাহ নিয়ে কাজ করতে পারেন।

Untitled-12.png

কমিউনিটির মডারেটর @winkles দাদা এরপর কথা বলেন, তিনি কমিউনিটিতে পোষ্ট করার ব্যাপারে শব্দের সংখ্যার বিষয়টি পুনরায় সবাইকে স্মরণ করিয়ে দেন। যারা ব্লগ লিখেন তাদের কমপক্ষে ২০০-২৫০ লিখতে বলেন এবং যারা ফটোগ্রাফি শেয়ার করেন তাদের ৫-৭টা ছবি যুক্ত করার অনুরোধ করেন। অন্যত্থায় তিনি তাদের পোষ্ট কিউরেট হতে বিরত থাকবেন। এছাড়াও তিনি মডারেটরদের নিয়ে যারা প্রশ্ন করেন তাদের সেটা না করতে অনুরোধ করেন। টীমে থাকা বা না থাকা এসব বিষয় নিয়ে চিন্তা না করে বরং নিজের গুনগত মান বজায় রেখে সকলের সাথে মিলেমিশে কাজ করার আহবান জানান। কিন্তু ভোট কিংবা সাপোর্টের জন্য ডিএম করে বিরক্ত না করার অনুরোধ করেন।

কমিউনিটির মডারেটর @moh.arif আরিফ ভাই এরপর কথা বলেন, তিনি মাইক্রো পোষ্ট যারা করেন তাদেরকে সতর্ক হওয়ার অনুরোধ করেন। মাত্র দুটি ছবি কিংবা ৮০-৯০ শব্দ দিয়ে অনেকেই পোষ্ট শেয়ার করেন এবং অনাকাংখিতভাবে সাপোর্টের প্রত্যাশা করেন। কারন তারা আমাদের কমিউনিটিতে মাইক্রো পোষ্ট করলেও অন্যান্য কমিউনিটিতে ঠিকই বড় ও গুনগতমান ঠিক রেখে পোষ্ট করেন, এই বিষয়টি খুবই দুঃখজনক। অন্য কমিউনিটিগুলোতে তারা নিজের সেরাটা শেয়ার করেন কিন্তু আমাার বাংলা ব্লগে দায়সারা পোষ্ট দিয়েই ভোটের জন্য ডিএম করা শুরু করেন। এছাড়া যারা ডেলিগেশন করেছেন কমিউনিটিতে তাদেরকেও সতর্ক করেন, ডেলিগেশন দিলেই যে নিয়মিত সাপোর্ট পাওয়া যাবে এমনটা ভাবা ঠিক না, কারন ভালো এবং গুনগত মান ঠিক না থাকলে কমিউনিটি হতে পোষ্ট কিউরেট করা হবে না। তবে ডেলিগেশন দেয়ার সাথে সাথে যদি মান সম্মত পোষ্ট শেয়ার করা হয়ে তবে তাদের একটু বেশী সাপোর্ট দেয়া হবে কমিউনিটি হতে।

Untitled-14.png

শুভ ভাই পুনরায় কথা বলেন, যারা বুদ্ধিমান তারা সহজেই সব কিছু বুঝতে পারেন কিন্তু যারা বুদ্ধিমান না তারা কোনদিনও সঠিক বিষয়টি বুঝতে পারেন না আর তাদের বিষয়ে আমাদের কিছুই বলার নেই। তারপর শুভ ভাই পাওয়ার বৃদ্ধি নিয়ে টার্গেট ডিসেম্বর এ অংশগ্রহনকারীদের পরিসংখ্যান ও তথ্য উপস্থাপন করেন। যারা বিজয়ী হয়েছেন তাদের নাম ঘোষণা করেন। তাদেরকে সুমন ভাইয়ের পক্ষ হতে যথা সময়ে পুরস্কার দেয়া হবে। এরপর তিনি উপস্থিত সবাইকে প্রশ্ন করার সুযোগ দেন-

প্রশ্ন করেন, @rasel72 ভাই কমিউনিটির মডারেটর @winkles দাদার প্রসঙ্গ টেনে গল্প শেয়ারের ক্ষেত্রে কয়টি ছবি যুক্ত করতে হবে সেটা জানতে চান। @winkles দাদা তার প্রশ্নের উত্তর দেন গল্পের ক্ষেত্রে সেটা গল্পের উপর নির্ভর করে। কিন্তু শুধুমাত্র ফটোগ্রাফির ক্ষেত্রে ঐ নির্দিষ্ট সংখ্যক ফটো অবশ্যই শেয়ার করতে হবে।

এরপর @oishi001 আপু প্রশ্ন করেন এবং সবার কাছে পরামর্শ চান তার দুর্বলতা প্রকাশ করেন। এ বিষয়ে শুভ ভাই কথা বলেন এবং তাকে পরামর্শ দেন কমিউনিটির নিয়মগুলো অনুসরণ করার। এছাড়া নিয়মিত কমিউনিটির Pinned পোষ্টগুলো দেখার অনুরোধ করেন। তারপরও বিষয়ে উনাকে সরাসরি কথা বলার অনুরোধ করেন এবং অনাকাংখিতভাবে সবাইকে ডিএম না করার অনুরোধ করেন।

কমিউনিটির মডারেটর @moh.arif আরিফ ভাই পুনরায় কথা বলেন এবং উপস্থিত সবাইকে নিয়ে একটি প্রশ্ন-উত্তর পর্ব চালু করেন, সেখানে তিনি কমিউনিটি এবং ষ্টিম ব্লকচেইন নিয়ে সহজ কিছু প্রশ্ন করেন সবাইকে, যারা সঠিক উত্তর দেন তাদেরকে আরিফ ভাই নিজস্ব তহবিল হতে পুরস্কৃত করেন। এটা ছিলো সবচেয়ে জমজমাট একটি পর্ব, প্রায় সবাই বেশ আগ্রহ নিয়ে অংশগ্রহন করেন এবং বেশ উপভোগ করেন। এর ফাঁকে আমাদের @selinasathi1 কবি আপু চমৎকারভাবে একটি কবিতা আবৃত্তি করেন। শুভ ভাইও এ্যাকিটভ ছিলেন তার পরামর্শগুলো নিয়ে এই পর্বে।

Untitled-15.png

সবশেষে কমিউনিটির প্রতিষ্ঠাতা ও এ্যাডমিন @rme দাদা সকলের উদ্দেশ্যে কিছু কথা বলেন, তিনি সবাইকে স্মরণ করিয়ে দেন আমার বাংলা ব্লগ কারো নিকট হতে কখনো ডেলিগেশন চাননা, কিন্তু লাজুক খ্যাঁক এর গ্রো’র জন্য ১০% বেনিফিশিয়ারি যোগ করার কথা বলেছেন এবং এই বিষয়ে একটি ঘোষণা প্রকাশ করা হয়েছে। আমরা প্রফিট করার উদ্দেশ্যে কমিউনিটি প্রতিষ্ঠা করি নাই কিন্তু যারা করবে তাদের সাধুবাদ জানাই কিন্তু কোয়ালিটি পোষ্ট না হলে সাপোর্ট পাওয়ার সম্ভাবনা কম। তিনি সবাইকে কমিউনিটিতে তাদের এ্যাকটিভি বৃদ্ধি করার অনুরোধ করেন, যদিও এখন মোটামোটি সবাই ভালো এ্যাকটিভ এবং পুর্বের তুলনায় আমাদের অবস্থান ভালো। দাদা স্মরণ করিয়ে দেন এখানে সব পাওয়ার দাদার নিজস্ব ফান্ড হতে দেয়া হয়েছে সুতরাং এই বিষয়ে আমি কি করবো এবং কাদের সাপোর্ট দিবো সেটা আমার উপর নির্ভর করে, কিন্তু কেউ আমাকে কোন প্রশ্ন করতে পারবেন না ।

দাদা আরো বলেন তিনি সব সময় সর্বোচ্চ সাপোর্ট দেয়ার চেষ্টা করেন, কিউরেশন লিষ্ট বাদেও তিনি অনেক ইউজারকে সাপোর্ট দেন। এছাড়া সুপার টেন নিয়ে কথা বলেন, তারা যদি কোয়ালিটি ঠিক না রাখেন তবে সাপোর্ট দেয়া হবে না। সুপার টেন বাদেও যারা লেভেল-০১ এর আছেন তাদেরও গুরুত্ব দেয়া হবে সাপোর্ট দেয়ার ক্ষেত্রে। সুতরাং সবাইকে কোয়ালিটি ঠিক রাখার অনুরোধ করেন এবং যথা নিয়মে কাজ করার আহবান জানান।

এরপর শুভ ভাই হ্যাংআউটের শেষ মানে সমাপ্তি ঘোষণা করেন।

বিশেষ আকর্ষনঃ

হ্যাংআউট সম্পর্কে যারা মানসম্মত কমেন্ট করবেন, তাদের মাঝ হতে পাঁচজনকে তিন স্টিম করে মোট ১৫ স্টিম পুরস্কার দেয়া হবে আমার পক্ষ হতে পরবর্তী হ্যাংআউটের দিন।

বিগত হ্যাংআউটে বিজয়ীদের পুরস্কার বিতরণঃ

প্রাইজ.png


Community TEAM

@rme ADMIN ♚Founder♔
@blacks ADMIN Executive Admin ♛🇮🇳
@rex-sumon ADMIN Admin+Mentor+Quality Controller
@amarbanglablog ADMIN Community Admin+Curator ♛♝
@royalmacro MOD Community Curator ♝
@winkles MOD Community Moderator 🇮🇳 🏁
@endingplagiarism MOD Steem Watcher 🔍
@moh.arif MOD Community Moderator 🇧🇩🏁
@curators MOD Community Curator ♝
@photoman MOD Community Curator ♝
@hafizullah MOD Community Moderator 🇧🇩🏁
@shuvo35 MOD Community Moderator 🇧🇩🏁


break.png

Leader Banner-Final.png

break.png

আমি মোঃ হাফিজ উল্লাহ, চাকুরীজীবী। বাংলাদেশী হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। বাঙালী সংস্কৃতি ও ঐতিহ্য লালন করি। ব্যক্তি স্বাধীনতাকে সমর্থন করি, তবে সর্বদা নিজেকে ব্যতিক্রমধর্মী হিসেবে উপস্থাপন করতে পছন্দ করি। পড়তে, শুনতে এবং লিখতে ভালোবাসি। নিজের মত প্রকাশের এবং অন্যের মতামতকে মূল্যায়নের চেষ্টা করি। ব্যক্তি হিসেবে অলস এবং ভ্রমন প্রিয়।

break.png


Support @amarbanglablog by Delegation your Steem Power

100 SP250 SP500 SP1000 SP2000 SP

-cover copy.png

| Community Page | Discord Group |

Sort:  
 3 years ago 

সাপ্তাহিক হ্যাংআউট আমার বাংলা ব্লগের একটি ইউনিক আইডিয়া যেখানে মেম্বার রা সরাসরি অ্যাডমিন ও মোডেরেটদের সাথে কানেক্টেড হতে পারে ।এই কমিউনিটি যে অন্যদের চেয়ে অনেক বেশি উন্মুক্ত তার প্রমান এই হ্যাংআউট ।

 3 years ago 

ঠিক বলেছেন দাদা, আমার মনে হয় এমন সুযোগ আর কোন কম্মুনিটি থেকে দেওয়া হয় না যতটা দেওয়া হচ্ছে আমার বাংলা ব্লগ কমিউনিটি থেকে

 3 years ago 

হ‍্যাংআউট ৯ ছিল একটি জমজমাট সময়। প্রতিদিনের মতো শুভ ভাই শুরু করে। ফর্মালিটি গুলো শেষ করে। এরপর হাফিজ ভাই সুমন ভাই আরিফ ভাই সবার বক্তব্য শোনে। এবং হ‍্যাংআউটে আমাদের একটি পুরানো সমস্যার কথা পুণরায় বলা হয়। সেটা হলো অ‍্যাডমিনকে DM. এরপর আসে সুমন ভাইয়ের টার্গেট ডিসেম্বর এর ডেলিগেশনের কিছু তথ‍্য এবং কিছু পুরষ্কার। এরপর সদস্যদের কিছু প্রশ্ন গ্রহণ করা হয়। এবং সেগুলোর উওর দেওয়া হয়। এরপর মডারেটরের আরিফ ভাই একটি চমকপ্রদ প্রতিযোগিতা আয়োজন করেন। আমার বাংলা ব্লগ এবং স্টিম প্লাটফর্ম নিয়ে কিছু প্রশ্ন সেখানে করা হয়। এরপর প্রতিদিনের মতো সেলিনা সাথী আপুর কবিতা। এরপর প্রতি সপ্তাহের মতো সেরা কমেন্টের জন‍্য হাফেজ ভাই স্টিম পুরষ্কার দেন।এবং এরপর মডারেটরে সুমন ভাই Shy-fox এর সাপোর্টের জন‍্য এই সপ্তাহের সুপার একটিভ সদস্যদের নাম ঘোষণা করেন। এভাবেই প্রচুর উওেজনা আড্ডা শিক্ষার মধ্যে দিয়ে আমাদের হ‍্যাংআউট শেষ হয়। এবং হাফিজ ভাই অসাধারণ দক্ষতার সাথে এই পোস্টে সেটার বিবরণ দিয়েছেন। ধন্যবাদ আপনাকে হাফিজ ভাই।

 3 years ago 

ধন্যবাদ ভাই সুন্দর মন্তব্য আমাদের সাথে ভাগ করে নেয়ার জন্য।

 3 years ago 

আপনাকেও ধন্যবাদ। সময় করে আমার মন্তব্যে সাড়া দেওয়ার জন্য।

 3 years ago 

এটা অনেক আনন্দের বিষয় যে খুব অল্পসময়ের মধ্যেই আমাদের কমিউনিটি তে প্রায় দেড়শ জন একটিভ মেম্বার রয়েছে।
সবচেয়ে বেশি মুগ্ধ ও অবাক হতে হয় ভাইয়ের এই মিটিং মাইনিউটস পোস্টটি দেখে। ভাই আপনি অন্য সবকিছু বাদ দিয়ে সাচিবিক বিদ্যা পড়াশোনা করলে কিংবা কাজ করলে অনেক ভালো করতে পারতেন। আমার মনে হয় আপনি নোট খাতা নিয়ে বসে পড়েন এবং প্রত্যেকটি বিষয়ে খুব দ্রুততার সাথে এবং পুঙ্খানুপুঙ্খ নোট করে যান। নবম হ্যংআউট এর প্রথম থেকে প্রায় শেষ পর্যন্ত ছিলাম যদিও প্রথমদিকে কিছু সময় মিস করেছি। তারপরও আপনার লেখাটি প্রথম থেকে শেষ পর্যন্ত পড়ে গেলাম এবং আমার মনে হয় না কোন কিছুই বাদ পড়েছে কারণ আপনি প্রত্যেকের অংশগুলো পার্ট বাই পার্ট শেয়ার করেছেন পাশাপাশি যে কয়জন প্রশ্ন করেছে তাদের কেও বাদ দেননি। অনেক ধন্যবাদ চমৎকার করে বিষয়টি উপস্থাপন করার জন্য এবং আশা করি যে কেউ খুব সহজে এই পোস্টটি পড়ার মাধ্যমে হাংআউট এর প্রথম থেকে শেষ পর্যন্ত একটা বিস্তারিত ধারণা পেয়ে যাবে অন্তত যারা মিস করে ফেলেছে।

 3 years ago 

ধন্যবাদ ভাই সুন্দর মন্তব্য করার জন্য, আশা করছি আজও উপস্থিত থাকবেন।

 3 years ago 

জি ইনশাআল্লাহ

প্রথমেই আমি হাফিজ ভাইয়াকে ধন্যবাদ জানাই প্রতি সপ্তাহের হ্যাংআউট নিয়ে প্রতিনিয়ত এতো সুন্দর একটা পোষ্ট আমাদের সবার মাঝে শেয়ার করার জন্য। আমার পক্ষ থেকে ভাইয়াকে জানাই আন্তরিক ভাবে ধন্যবাদ।

গতকালকের হ্যাংআউটটা ছিল আমার জন্য একটা বিশেষ হ্যাংআউট। কেনো না, আমি গতকালকে হ্যাংআউট থেকে অনেক কিছু শিখেছি পেয়েছি এবং আমার মতামতগুলো শেয়ার করতে পেরেছি। যেটা আমার কাছে একটা বড় পাওয়া। প্রতিবারের মতো এবারও আমাদের হ্যাংআউটে আমাদের মোডারেটররা তাদের মূল্যবান সব কথাগুলো আমাদেরকে বললেন এবং সুপার অ্যাকটিভ মেম্বারদের লিস্ট প্রকাশ করলেন।

এবার বলি হ্যাংআউটের এই পোষ্টটা নিয়ে। একজন বিজ্ঞানী যখন কোনো জিনিস আবিষ্কার করেন তখন তিনি সেটা নিয়ে অনেক ভাবনা চিন্তা বই প্রস্তুক পড়ে তারপর সেটা করতে পারেব। তবে একবারে সফল হতে নাও পারেন। তবে শুধু যে একটা কথা একবারই কানে শুনে পরবর্তী সময়ে সেটা হুবুহু বলা যায়, সেটা হাফিজুল্লা ভাইকে না দেখলে বুঝতে পারতাম না। আসলে তার জ্ঞানের তিক্ষণ্য বুদ্ধির কোনো তুলনা হয় না। তিনি একদিনে আমাদেরকে সব সময় সাহায্য করে যাচ্ছেন, অন্যদের পোষ্ট পড়ছেন, কমেন্ট করছেন আবার নিজের ব্যক্তিগত কাজও সামলাচ্ছেন। একই হাতে সু নিপুন কৌশলে করে যাচ্ছেন সকল।কাজ।

আবার হাফিজুল্লাহ ভাইয়াকে ধন্যবাদ জানাই এতো সুন্দর একটা রিপোর্ট দেওয়ার জন্য। সব সময় আপনার জন্য ভালোবাসা এবং শুভ কামনা। ভালো থাকবেন।

 3 years ago 

আপনাকেও ধন্যবাদ ভাই রিপোর্টটি পড়ে নিজের মন্তব্য ভাগ করে নেয়ার জন্য।

আমার বাংলা ব্লগের সফলতার শীর্ষে পৌঁছাতে অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এই হ্যাংআউট। বলা যায় সফলতা এক বড় ক্ষেপণাস্ত্র এই হ্যাংআউট 😀। হাফিজুল্লাহ ভাই আপনি পুরস্কার ঘোষণার পর থেকে কমেন্টের সংখ্যা যেমন বেড়েছে সেইসাথে একটা জিনিস খেয়াল করেছেন কমেন্টের সাইজগুলো কত বড় হচ্ছে! 🤪🤪🤪, আজ আমি আর বেশি কিছু না বলে কিছু কথা ছন্দে ছন্দে বলছি আমার বাংলা ব্লগের জন্য ,

বাংলার বাঙালি দিল হুংকার
আমার বাংলা ব্লগে আজ জয় জয়কার
@rme দাদা তুমি অলওয়েজ রকস
সারপ্রাইজ হাতে নিয়ে এলো @shy-fox
বাঙালির দাদাগিরি হয়ে গেল শুরু
স্টিমিট পরিবারে দাদা তুমি গুরু
বিশ্বজয়ে আরতো মাত্র কটা দিন বাকি
দুই বাংলা এক এবার ঠেকায় কে দেখি
সেরার সেরা হতে হাতে রাখি হাত
লড়ছি সবে একসাথে করব বাজিমাত
বাংলা হবে মুখে মুখে মিলিয়ে নিও
আমার বাংলা ব্লগ তুমি যুগ যুগ জিও

 3 years ago 

বাহ! আপনিও দেখি বেশ সুন্দর কবিতা লিখতে পারেন। ধন্যবাদ ভাই

Loading...
 3 years ago 

পড়ে মনে হচ্ছিল আবার হ্যাংআউটে জয়েন আছি।দুঃসাধ্য কাজটি ভাইয়া আপনি প্রতিবারই সুন্দর করে আমাদের মাঝে উপস্থাপন করেন।যারা হ্যাংআউটে জয়েন হতে পারেনি তাদের ও এটা পড়লে আইডিয়া হয়ে যাবে। ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

অসম্ভব সুন্দর লিখেছেন ভাই। হ্যাংআউটে যা যা ঘটেছিলো তা হুবাহু তুলে ধরেছেন। এই ব্লগটি পড়ে মনে হচ্ছে আমি আবারো গতকালকে ফিরে গেছি।

ধন্যবাদ আপনাকে এই রকম একটি হ্যাংআউট রিপোর্ট তৈরি করার জন্য। এতে যারা হ্যাংআউটে অংশগ্রহণ করে না, তাদের উৎসাহ ও আগ্রহ বৃদ্ধি পাবে নিশ্চয়ই।

 3 years ago 

উপস্থাপনটি অনেক সুন্দর হয়েছে ভাইয়া....❤️

Loading...

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.16
JST 0.033
BTC 64071.08
ETH 2763.75
USDT 1.00
SBD 2.66