$PUSS আমার বাংলা ব্লগের নেটিভ কয়েন

in আমার বাংলা ব্লগlast month

puss mini banner-6.png

হ্যালো বন্ধুরা,

কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি এবং চঞ্চল থাকার চেষ্টা করছি। যদিও প্রকৃতিগত কারনে আমরা এই মুহুর্তে বেশ চাপের মাঝে রয়েছি, তবুও চেষ্টা করা হচ্ছে যতটা সম্ভব সব কিছু সুন্দরভাবে কাটিয়ে উঠার। এটা বিষয় বেশ দারুণ অনুভূতির সৃষ্টি করেছে সেটা হলো দেশের বন্যা পরিস্থিতিতে সকলের সুন্দর ঐক্য এবং সহযোগিতার দারুণ মনোভাব। আমি নিজেও যথাসাধ্য চেষ্টা করেছি এই প্রচেষ্টায় নিজের অংশগ্রহণ নিশ্চিত রাখার। কারন সুযোগ সব সময় আসে না, আর যেহেতু এবার সুযোগ পেয়েছি সেহেতু নিজের সুন্দর অংশগ্রহণ নিশ্চিত করেছি। এটাই তো মানবতার দাবী নাকি?

যাইহোক, আজকে কথা বলতে চাই আমার বাংলা ব্লগের নেটিভ মেমে টোকেন $PUSS নিয়ে, যদিও এই মুহুর্তে এই টোকেন নিয়ে আমার বাংলা ব্লগ এবং আমার বাংলা ব্লগের প্রতিষ্ঠাতার অন্যান্য যে সকল কমিউনিটি আছে সেই সকল কমিউনিটির ইউজারদের মাঝেও বিগত কয়েক দিন যাবত বেশ উত্তেজনা বিজাড় করছে। তার কারণ একটাই আর সেটা হলো আমাদের প্রথম মেমে কয়েন $PUSS। কারণ ইতিমধ্যে আমরা সেই সকল কমিউনিটির এ্যাডমিন মডারেটরদের নিয়ে মিটিং করেছি এবং এই টোকেনের বিস্তারিত তথ্যের সাথে আমাদের ভবিষ্যৎ পরিকল্পনাও উপস্থাপন করেছি। সত্যি বলছি আমরা দারুণ আশাবাদী এই টোকেনের ভবিষ্যৎ নিয়ে।

আমরা সম্মিলিতভাবে একটা সুন্দর পরিকল্পনা গ্রহণ করতে যাচ্ছি, যেখানে আমাদের একাধিক টীম থাকবে এবং টীমগুলোর দায়িত্ব ভিন্ন ভিন্ন থাকবে। যাতে আমরা টোকেনের সুন্দর একটা অবস্থান নিশ্চিত করার জন্য সমন্বিতভাবে কাজ করতে চাই। মোট কথা টোকেনের বিনিয়োগ, প্রচার ও প্রসারের জন্য কাংখিতভাবে যা যা করা প্রয়োজন আমরা তার সব কিছু করবো, তবে সেটা অবশ্যই সুন্দর একটা পরিকল্পনার আওয়াত এবং টীমওয়ার্কের মাধ্যমে। সুতরাং এই টোকেন নিয়ে আমাদের ভীত হওয়ার কিছু নেই। ইতিমধ্যে হয়তো অনেকেই টোকেন ক্রয় করেছেন এবং অনেকেই হয়তো পরিকল্পনা করেছেন, আপনারা নিশ্চিত থাকুক আমাদের নিজেদেরও অনেক টোকেন কেনা আছে এবং আমরা প্রতিদিন অল্প অল্প করে সেটা বৃদ্ধি করার পরিকল্পনা করছি।

puss mini banner5.png

ইতিমধ্যে আমার বাংলা ব্লগের প্রতিষ্ঠাতা কর্তৃক নতুন একটা প্রতিযোগিতার ঘোষণা দেয়া হয়েছে, খুব জটিল কিছু না এটা এবং নিয়মগুলোও সুন্দরভাবে উপস্থাপন করা হয়েছে। তবুও আমি বলবো প্রতিযোগিতায় অংশগ্রহণের ব্যাপারে কোনরূপ দ্বিধাবোধ থাকলে টিকেট কেটে আমাদের নক করুন, আমরা তাৎক্ষনিকভাবে সেটার সমাধান দেয়ার চেষ্টা করবো। অল্প পরিমানে হলেও টোকেন কিনে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করুন, যেহেতু দাদা আছেন আমাদের সাথে এবং পাশে। প্রতিযোগিতার আয়োজন করার মানেই হলো এই টোকেন সম্পর্কে আপনাদের আগ্রহী করে তোলা এবং আরো বেশী করে জানার সুযোগ তৈরী করে দেয়া। সুতরাং আপনাদের সবার এই সুযোগটা গ্রহণ করা উচিত বলে আমি মনে করি।

সময়ের আলোয় সব কিছু আলোকিত হয়ে যায়, অন্ধকার দূরীভূত হয়ে যায় তবে মনের অন্ধকার কখনো কাটে না। আর হ্যা, আমরা কিন্তু আপনাদের হিউজ বা খুব বেশী পরিমানে বিনিয়োগ করতে উৎসাহ দিচ্ছি না কারন দাদা নিজে বলেছেন এটা ফান টোকেন। ফান হিসেবে অল্প পরিমানে বিনিয়োগ করুন, এই বিষয়ে নিজের ভেতরে থাকা অন্ধকার দূর করার চেষ্টা করুন। জীবনকে গতিশীল রাখার জন্য আনন্দ খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং ভবিষ্যতেও করবে। সুতরাং ফান এর উদ্দেশ্য নিয়ে মেমে টোকেনের সাথে থাকুক আর কমিউনিটির চলমান প্রতিযোগিতা সহ সকল ইভেন্টের সাথে সংযুক্ত থাকুক, দারুণ কিছু সারপ্রাইজ অপেক্ষা করছে আপনাদের জন্য।

ধন্যবাদ সবাইকে।
@hafizullah

break .png
Leader Banner-Final.pngbreak .png

আমি মোঃ হাফিজ উল্লাহ, চাকুরীজীবী। বাংলাদেশী হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। বাঙালী সংস্কৃতি ও ঐতিহ্য লালন করি। ব্যক্তি স্বাধীনতাকে সমর্থন করি, তবে সর্বদা নিজেকে ব্যতিক্রমধর্মী হিসেবে উপস্থাপন করতে পছন্দ করি। পড়তে, শুনতে এবং লিখতে ভালোবাসি। নিজের মত প্রকাশের এবং অন্যের মতামতকে মূল্যায়নের চেষ্টা করি। ব্যক্তি হিসেবে অলস এবং ভ্রমন প্রিয়।

break .png

Banner.png

Sort:  

@tipu curate

;) Holisss...

--
This is a manual curation from the @tipU Curation Project.

 last month 

জি ভাইয়া দাদা নিজেও বলেছেন এত বেশী বিনিয়োগ করতে দাদা কোন উৎসাহ দেয় না। তাই আমাদের সবারই উচিত বুঝে শুনে বিনিয়োগ করা। যাতে করে আমাদের নিজেদেরও ক্ষতি না হয়। তবে আমার মনে হচ্ছে এই কয়েনটি খাপার হবে না। যাই হোক এমন মূল্যবান একটি পোস্ট শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।

 last month 

এখনো পর্যন্ত এবিবি স্কুলের ছাত্রী হওয়ার কারণে সবে সবে বাইনান্স, পোলনেক্স ইত্যাদি সম্পর্কে অবগত হয়েছি। নতুন নতুন না টাকা ট্রান্সফারটাও শিখছি। মডারেটর ভাইরা খুব সাহায্য করেছে। পুশ কয়েন কেনার উৎসাহ তো অবশ্যই আছে। দেখা যাক পুরোটা শিখে নিয়ে কতটা করে উঠতে পারি।

আপনাদের মতো সাহায্যের হাত আছে বলে করতে পারছি এতো কিছু দাদা। নইলে কলম চালানোর বাইরে যে কিছু পারব সেসব ভাবিইনি।

 last month 

বন্যা কবলিত মানুষদেরকে অবশ্যই যথাসম্ভব সাহায্য সহযোগিতা করা উচিত আমাদের। যাইহোক আমিও প্রতিনিয়ত চেষ্টা করছি পুস কয়েন কেনার জন্য। আজকে বেশ কিছু পুস কয়েন কিনে প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছি এবং সেটা ভেবে ভীষণ ভালো লাগছে। আমাদের উচিত যথাসম্ভব পুস কয়েন কিনে রাখা এবং প্রমোশন করা। যাইহোক পোস্টটি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.16
JST 0.030
BTC 63931.86
ETH 2639.37
USDT 1.00
SBD 2.83