প্রকৃতির অনাকাংখিত রূপ (The Unwanted form of Nature)

in আমার বাংলা ব্লগ3 years ago

হ্যালো বন্ধুরা,

প্রকৃতি, আমার কাছে ভালো লাগার কিংবা উপভোগ করার সবচেয়ে আকর্ষণীয় বিষয়। কিন্তু দিন যত যাচ্ছে উপভোগ করার বিষয়টি ততোবেশী হ্রাস পাচ্ছে, ভালো লাগার বিষয়টি ভিন্ন স্বাদে রূপান্তরিত হচ্ছে। অবশ্য আমি মনে করি এর পেছনের কারনটা আমরা নিজেরাই। কারন আমরাওতো অবাঞ্ছিতভাবে প্রকৃতির ভারসাম্যের উপর হস্তক্ষেপ করছি এবং তার সাভাবিক অবস্থা বিনষ্ট করছি। যার কারনে প্রকৃতি তার সাভাবিক রূপ হারাচ্ছে এবং ভিন্নরূপে আমাদের উপর তার প্রতিশোধ নিচ্ছে। সুতরাং এই ক্ষেত্রে শুধুমাত্র প্রকৃতির উপর দোষ চাপালেই দায়মুক্তি আসবে না, বরং এর দায়িত্ব আমাদেরকেও স্বীকার করতে হবে।

আসলে কথাগুলো বলার কারন হলো আজকের তাপমাত্রা বেশ বেশী এবং সারাদিন খুবই কষ্ট সহ্য করে অফিস করেছি। আমাদের অফিসে আবার এসি নেই, বস বলে বেশী আরামে নাকি ভালো কাজ হয় না। কিন্তু তাকে কিভাবে বুঝাই বেশী গরমেও ভালো কাজ হয় না। না, এই সাহসটা আমাদের অফিসে কারো নেই, আমারতো প্রশ্নই উঠে না, হি হি হি। যাইহোক, বিষয়টি হলো কষ্টকর, সাভাবিক মানসিকতা ছাড়া কিংবা সাভাবিক পরিবেশ ছাড়া কাজের গতি ধরে রাখা অসম্ভব। তাই গরমের কারনেও অফিসের কাজের গতি ঠিক থাকবে না, এটা বুঝা উচিত।

IMG_20210911_173552.jpg

তবুও বিষয়টিকে মেনে নিতে চেষ্টা করেছি, কারন বসের কথার বাহিরে কিছু বলা যাবে না। কিন্তু প্রকৃতি তাকে নিয়ে মেলা কথা বলার ‍সুযোগ আছে কারন সে হয়তো তাৎক্ষনিক কোন প্রতিউত্তর দিবে না। তাই আমাদের একটু বেশী গরম অনুভূত হলেই আমরা শুরু করে দেই, প্রকৃতি নিয়ে নানা ধরনের অনাকাংখিত কথা বলা এবং অযাচিত শব্দের ব্যবহার। এটা সত্যিই দুঃখজনক আমার দৃষ্টিতে। তবে সিয়াম ভাইয়ের জন্য কিছুটা সুবিধাজনক হয়েছে। বিশেষ করে উনি গ্যাস এর দারুন সাশ্রয় করতে সক্ষম হবেন। গরমের তাপে ডিম ভাজা থেকে শুরু করে আলু সিদ্ধ কিংবা ভাত ফোটানো বেশ স্বাচ্ছন্দ্যে সম্পন্ন করতে পারবেন। কি দারুণ ব্যাপার চিন্তা করে দেখুন, আমরা গরমে অস্থির আর উনি ডিম ভাজা নিয়ে ব্যস্ত।

IMG_20210911_174007.jpgIMG_20210911_174436.jpg
বিষয়টি নিয়ে একটু রসিকতা করা যায় কি বলেন আপনারা? না খুব বেশী না। কারন আগে দেখতে কারা কারা বাড়ীর উপরের অংশে বসবাস করেন, যাতে সহজেই বাড়ীর ছাদটা ব্যবহার করতে পারেন রান্নার কাজে। যদি সদস্য সংখ্যা বেশী হয়, তাহলে একটা প্রতিযোগিতার আয়োজন করা যেতে পারে। রোদের তাপে ডিম ভাজার প্রতিযোগিতা, যাদের ডিম আগে ভাজা হবে, সময়ের অনুপাতে তাদের বিজয়ী ঘোষণা করা হবে এবং ভাজা ডিমগুলো তারা মনের খুশিতে খেতে পারবেন, আমরা একদম বাধা দিবো না। অবশ্য নিজ দায়িত্বে, স্বাস্থ্যগত কোন সমস্যা হলে তার জন্য আমরা মোটেও দায়ী থাকবো না, হি হি হি।

IMG_20210911_171430.jpgIMG_20210911_171440.jpg
ফিরে আসি পূর্বের কথায়, গরমের মাঝেও কষ্ট করে অফিস শেষ করে একটু আগে বের হয়ে মার্কেটে যাওয়ার চেষ্টা করেছি। সেই প্রত্যাশাটাও পূর্ণতা পেল কিন্তু তারপূর্বে অতিরিক্ত গরমের কারনে আমাকে ঘামের জোয়ারে গোসল সারতে হয়েছিলো। বুঝতেই পারছেন, আজকের দিনটা একটু অন্য কারনে বেশ রোমাঞ্চকর, একদম না, মোটেও তা ছিলো না। একে তো গরম তার উপর ছিলো সড়কে প্রচন্ড জ্যাম, যাকে বলে বিষের উপর ফোঁড়া।

IMG_20210911_180618.jpg

অবশ্য আমি ব্যর্থ হয়ে বাড়ীতে ফিরে আসি নাই, বরং যানজট কিংবা গরম দুটোকে উপেক্ষা করেই নিউ মার্কেটে প্রবেশ করেছি এবং মেয়ের জন্য একটি খেলনা নিয়ে বাড়ী ফিরে এসেছি। তবে মাঝের সময়টা এবং গরম ও যানজটের যন্ত্রনাটা, একদম ভুলে গিয়েছি যখন মেয়ে খেলানাটি দেখে তার সেই সুখের হাসিটি উপহার দিলেন। সত্যি সেই মুহুর্তে সব যন্ত্রনা নিমিষেই যেন কোথায় হারিয়ে গেলো। এই ধরনের মুর্হুত কিংবা ‍সুখের জন্যই পিতা-মাতা এতোটা যন্ত্রনাসহ্য করেন সন্তানদের জন্য। সুখ মিশ্রিত হাসিগুলো ফুটে থাকুক প্রতিটি শিশুর মুখে, যন্ত্রণাগুলো এভাবেই হারিয়ে যাক অজান্তে।

W3W Code: https://what3words.com/wiping.briefer.thrashed
Device: Redmi 9, Xiaomi

ধন্যবাদ সবাইকে।

break.png
Leader Banner-Final.pngbreak.png

আমি মোঃ হাফিজ উল্লাহ, চাকুরীজীবী। বাংলাদেশী হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। বাঙালী সংস্কৃতি ও ঐতিহ্য লালন করি। ব্যক্তি স্বাধীনতাকে সমর্থন করি, তবে সর্বদা নিজেকে ব্যতিক্রমধর্মী হিসেবে উপস্থাপন করতে পছন্দ করি। পড়তে, শুনতে এবং লিখতে ভালোবাসি। নিজের মত প্রকাশের এবং অন্যের মতামতকে মূল্যায়নের চেষ্টা করি। ব্যক্তি হিসেবে অলস এবং ভ্রমন প্রিয়।

break.png


Support @amarbanglablog by Delegation your Steem Power

100 SP250 SP500 SP1000 SP2000 SP

-cover copy.png

Sort:  

Congratulations, your post has been upvoted by @dsc-r2cornell, which is the curating account for @R2cornell's Discord Community.

Manually curated by @jasonmunapasee

r2cornell_curation_banner.png

ভাই অনেক ভালো লিখেছেন।শেষের কথাগুলো সত্যই বাস্তব।যেমন এই কথাটা-

এই ধরনের মুর্হুত কিংবা ‍সুখের জন্যই পিতা-মাতা এতোটা যন্ত্রনাসহ্য করেন সন্তানদের জন্য।

আসলে সারা দিন যত পেশারের মধ্যেই থাকি না কেন, যত কষ্ট করেই কাজ করি না কেন, দিন শেষে বাচ্চা কিংবা পরিবারের জন্য কোন জিনিস নিয়ে গিয়ে তাদের হাসিমাখা মুখ দেখা সত্যি আনন্দদায়ক।

 3 years ago 

জ্বী ভাই ঠিক বলেছেন আপনি, এটাই সত্য এবং বাস্তব। ধন্যবাদ

 3 years ago (edited)

ভাই দিন দিন পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে। এবং দুই মেরুর বরফ গলছে এতে করে আমরা ভবিষ্যতে কঠিন পরিস্থিতির সম্মূখিন হব। এর জন্য দায়ী আমরাই। এবং গরমের মধ্যে আবার যানজট এর মতো দূর্ভোগ আর কী হতে পারে।

ভাই আপনি স্বাভাবিক বানানটা সবজায়গাই ভূল লিখেছেন। আপনি সাভাবিক লিখেছেন। এটা টাইপিং মিসটেক হতে পারে।
কিছু মনে নিয়েন না।

 3 years ago 

ভাই আপনারও ভুল বানানটি ভুল হয়েছে, বেশিরভাগ লোকজনকেই দেখি ভুল বানানটি ভুল করে। হয়তোবা আপনারও ভুল হয়েছে অথবা টাইপিং মিসটেক।

 3 years ago 

অসংখ্য ধন্যবাদ আপু এটা ধরিয়ে দেওয়ার জন্য। ু,ূ ছোট একটি পার্থক্য 🙂🙂🙂

 3 years ago 

আপনি ঠিকই বলেছেন ভাইয়া, প্রকৃতির প্রতি আমাদের বিশ্রদ্ধায় আজ করোনার কারণ, অতিরিক্ত বর্জ্যপাত,ঘূর্ণিঝড়, বন্যা এবং এই অসহ্য গরমের কারণ।মানুষেরাই প্রকৃতিকে ক্ষতির দিকে ঠেলে দিয়ে বিপদকে সাদরে আমন্ত্রণ জানাচ্ছে।
সিয়াম ভাইয়াকে নিয়ে মজাটি দারুণ ছিল।আর আপনার মেয়ের জন্য কেনা খেলনাটি ও দারুণ।শত কষ্টের মাঝে বাচ্চাদের মুখের একটুখানি মিষ্টি হাসি সব কষ্টই ভুলিয়ে দিতে পারে।আপনার মেয়ের জন্য অনেক অনেক আদর ও ভালোবাসা রইলো ভাইয়া।ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

সেটাই, প্রকৃতির ভারসাম্য আমরাই নষ্ট করছি আবার প্রকৃতির আগ্রাসী রূপ দেখে আমরাই প্রকৃতিকে দোষারোপ করছি। একটু মজা করলাম আরকি, ধন্যবাদ আপু।

কি আর করার ভাই, বস যেহেতু এসির ব্যাবস্থা করবেই না একটা কাজ করা যেতে পারে, বসকে দশ মিনিট আপনাদের সাথে বসিয়ে রাখবেন।দেখবেন আপনা আপনি বলে ফেলবে,এখানে একটি এসির দরকা😄 হাহাহা।

আমাদের এই দিকেও ভাই প্রচুর গরম।বৃষ্টি হয়না তো হয় ই না সামান্য বাতাস ও নেই বললেই চলে😢।খুব অসহ্য গরম ভাই।

বরং যানজট কিংবা গরম দুটোকে উপেক্ষা করেই নিউ মার্কেটে প্রবেশ করেছি এবং মেয়ের জন্য একটি খেলনা নিয়ে বাড়ী ফিরে এসেছি।

খেলনা টা অনেক সুন্দর ভাই।যদিও পলিথিলিন এর কারণে সৌন্দর্যটা খুব ভালো উপভোগ করতে পারলাম না। যাই হোক ভাই গরমের সাথে যুদ্ধ করে আপনি জিতেছেন আজকে।

শুভ কামনা রইলো ভাই।

 3 years ago 

তাতে কোন লাভ নেই, উনার শরীর এমনিতেই ঠান্ডা থাকে। বরং উনার রুমে প্রবেশ করলে আমরা ঘামে ভিজে যাই।

 3 years ago 

জ্বী ভাই প্রকৃতির রূপের পরিবর্তন আমাদের জন্য খুব কষ্টের হয়ে যাচ্ছে।কারন এই গরম এই ঠান্ডা এতে আমাদের শরীরও অসুস্থ হয়ে পরে।

বাচ্চার জন্য খেলনাটা অনেক সুন্দর হয়েছে। নিশ্চয় আপনার বাচ্চা খুব খুশি হয়েছে।

 3 years ago 

মানুষ সব সময় প্রকৃতির সাথে স্বার্থপরের মতো আচারণ করেছেন আর করেও যাচ্ছে। ফলস্বরূপ বর্তমান পরিস্থিতির উদ্ভব হয়েছে। তবে দিন শেষে সন্তানের মুখের হাসির কাছে সারাদিনের ক্লান্তি যেন ম্লান হয়ে যায়।এটাই হয়তো পরম সুখ।

 3 years ago 

যেখানে প্রকৃতি জীবের প্রাণের ধারক, বেঁচে থাকা অনন্য শক্তির বাহক, সেখানে আমরা অপরিকল্পিতভাবে বিনষ্ট করছি তার অবয়ব। মানুষ প্রকৃতির ভালোবাসার যে জীবপ্রাকৃতিক বন্ধন ও জীবনযাপনের যোগসূত্র তা যেন ভুলেই যায়। ভুলে যায় আদি থেকেই জীব ও প্রকৃতির অস্তিত্ব। ভুলে গিয়ে সেই অস্তিত্ব করেছে খুব দূষিত।

আপনার পোস্ট থেকে অনেক কিছু শেখার বিষয় আছে।ধন্যবাদ ভাইয়া এতো সুন্দর একটা পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।

 3 years ago 

ভাইয়া আমিও দুই তিন ধরে ভাবছিলাম ছোট বোনের জন্য এই ধরণের খেলনাটা কিনবো। তবে দাম না জানাতে এখনো সিউর হতে পারিনি। আশা করি আপনার মেয়ে খুব পছন্দ করবে খেলনাটি।
ভাইয়া আপনি একদম সঠিক বলেছেন প্রকৃতির ব্যাপারটা। প্রকৃতির প্রতি আমরা প্রচন্ড উদাসীন।এই উদাসীনতাই আমাদের জন্য কাল হয়ে দাড়াচ্ছে। সিয়াম ভাইয়াকে নিয়ে মজাটা 😜😜, সব মিলিয়ে দারুণ।

ভাই অনেক ভালো লিখেছেন।শেষের কথাগুলো সত্যই বাস্তব |

Coin Marketplace

STEEM 0.30
TRX 0.12
JST 0.033
BTC 64093.86
ETH 3123.80
USDT 1.00
SBD 3.94