আহ! কোথায় যেন হারিয়ে গেলাম, স্মৃতির গভীরের থাকা সেই মজার মুহুর্তগুলো যেন আবার ভেসে উঠলো। তবে এটা সত্য বাহিরের পরিবেশে পিকনিকটা একটু বেশী মজার হয়। তবে যেহেতু উপযুক্ত পরিবেশে হোটেলে রান্না করার সুযোগ পেয়েছেন সেহেতু পরিশ্রমটা একটু কম হয়েছে। কব্জি ডুবিয়ে খাওয়ার জন্যই তো এই ব্যবস্থা হি হি হি। ভাবিকে দেখাতে হবে এটা কেন বাড়িতে কব্জি ডুবিয়ে খেতে দেয় না, হা হা হা।
ভুঁড়ি বেড়ে যাচ্ছে তো তাই বাড়িতে কব্জি ডুবিয়ে খেতে দিচ্ছে না। 😜
এই দিনগুলোর কথা স্মৃতি হয়ে থাকবে। সত্যি অনেক মজা এমন পিকনিকে। 😘