শুভ জন্মদিন RME দাদা - শুভ হোক আগামীর প্রতিটি দিন

in আমার বাংলা ব্লগ13 days ago

হ্যালো বন্ধুরা,

কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি এবং চঞ্চল আছি, সবুজের সতেজতায় বেশ উৎফুল্ল আছি এই মুহুর্তে। সত্যি বলতে মাঝে মাঝে ছোট ছোট ট্যুরগুলো আমাদের ভীষণভাবে চঞ্চল রাখতে সহযোগিতা করে, কর্ম ব্যস্ততা ছাপিয়ে একটু নির্মল নিঃশ্বাস নিতে সহযোগিতা করে। আমি তেমন একটা ছোট ট্যুর দিয়ে আসলাম ঢাকার বাহির হতে। তবে একটা জিনিষ খারাপ লেগেছে সেটা হলো এখনো তেমন একটা শীত অনুভব হয়নি ঢাকার বাহিরের জেলাগুলোতেও।

যাইহোক, পরিবেশ ও প্রকৃতি পরিবর্তন হয়ে গেছে, তার সাথে সাথে পরিবর্তন হয়ে গেছে আমাদের মানসিকতা। আমরা খুব দ্রুত সব কিছু ভুলে যাই, ভুলে যাই উপকারীর উপকারের কথা। কেমন জানি একটা অকৃজ্ঞতা ভাব চলে আসে আমাদের মাঝে সমস্যার সমাধান হওয়ার পর হতে। কিছু বিষয় আমরা হয়তো খুব দ্রুত ভুলে যাই আবার কিছু বিষয় হয়তো আমরা হাজার চেষ্টা করেও ভুলতে পারি না। আসলে আজকে আমার বাংলা্ ব্লগের প্রতিষ্ঠাতা আরএমই দাদার জন্মদিন, ভালোবাসা এবং কৃজ্ঞতা দিয়ে বিশেষ এই দিনটিকে আনন্দ চিত্তে পালন করছি।

Birthday Dada.png

আমার বাংলা ব্লগের প্রতিষ্ঠাতা শুধু আমাদের উপকারই করেন নাই বরং সুন্দর একটা ভবিষ্যতের সকল আয়োজন সুসম্পন্ন করেছেন এবং পারিবারিক নানা সমস্যা কিংবা চাপ উপেক্ষা করে প্রতিনিয়ত আমাদের কমিউনিটির সকলকে সাপোর্ট দিয়ে যাচ্ছেন। আমি নিজে হলেও হয়তো সেটা করতাম না, সামান্য সমস্যা হলেই হয়তো কাজ হতে নিজেকে ফিরিয়ে নিতাম। কিন্তু অনন্য এক মানসিকতার অধিকারী আমার বাংলা ব্লগের প্রতিষ্ঠাতা, শত ব্যস্ততায়ও আমাদের ভুলে যান নি, নানা আঘাতের পরও আমাদের ছেড়ে চলে যাননি। যতবারই ভুল করেছি ক্ষমা করে কাছে টেনে নিয়েছেন, পুনরায় নতুন করে সুযোগ দিয়েছেন।

বাস্তবতা আমাদের কত সুন্দরভাবে কত কিছু শিক্ষা দেয় এবং কত কিছু বুঝার সুযোগ করে দেয় কিন্তু আমরা যদি সেটাকে সঠিকভাবে গ্রহণ করতে না পারি তাহলে হয়তো অকৃতজ্ঞ হিসেবে আমাদের স্থান হবে সবচেয়ে নিন্মতর ও নিকৃষ্টতম জায়গায়। ভালোবাসা এবং কৃজ্ঞতাবোধ নিয়ে স্মরণ করছি আজকের এই বিশেষ দিনটিকে, যেই দিনে দাদার মতো বৃহৎ মনের একজন মানুষের জন্ম হয়েছিলো, যার কল্যানে আমার মতো অসংখ্য বাঙালীর পথ চলা সুন্দর ও আনন্দময় হয়েছে। ভালোবাসা ও শ্রদ্ধাবোধ দুটোই থাকবে সমানভাবে সর্বদা দাদা তোমার প্রতি, শুভ জন্মদিন।

যত কথাই বলি না কেন দাদার সম্পর্কে, দিন শেষে তবুও মনে হবে সেটা কম হয়ে গেছে। কারন আমার বাংলা ব্লগের শুরু হতে এখন পর্যন্ত তার যত অবদান রয়েছে আমাদের প্রতি, তা সত্যি বলে প্রকাশ করা সম্ভব না। কোন ছেড়ে কোনটা কথা বলবো, যেটাই বলি না কেন মনে হবে কম বলে ফেলেছি। শুধু হৃদয়ের অনুভূতি নিয়ে এতোটুকু বলছি-

সুন্দরের সাথে রঙিন হোক
রঙিনের সাথে সুখকর হোক,
জীবনের সাথে সন্ধি হোক
সন্ধির সাথে সম্পর্ক হোক,
সম্পর্কের সাথে দিনগুলো জাগ্রত হোক
ভালোবাসার সাথে সময়গুলো চঞ্চল হোক।
শুভ জন্মদিন দাদা।

ধন্যবাদ সবাইকে।
@hafizullah

break .png
Leader Banner-Final.pngbreak .png

আমি মোঃ হাফিজ উল্লাহ, চাকুরীজীবী। বাংলাদেশী হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। বাঙালী সংস্কৃতি ও ঐতিহ্য লালন করি। ব্যক্তি স্বাধীনতাকে সমর্থন করি, তবে সর্বদা নিজেকে ব্যতিক্রমধর্মী হিসেবে উপস্থাপন করতে পছন্দ করি। পড়তে, শুনতে এবং লিখতে ভালোবাসি। নিজের মত প্রকাশের এবং অন্যের মতামতকে মূল্যায়নের চেষ্টা করি। ব্যক্তি হিসেবে অলস এবং ভ্রমন প্রিয়।

break .png

Banner.png

Sort:  
 13 days ago 

শুভ হোক আজ সব কিছু। দাদার জীবনের প্রথম জন্মদিন তাঁর বাবাকে ছাড়া। জানি না ওনার মনের মধ্যে কি হচ্ছে৷

অনেকগুলো কথা আপনি লিখেছেন যা অল্প কিছু দিন এসেও আমি খেয়াল করেছি। সত্যিই ওনার কী মহৎ মন। যেভাবে উনি আমাদের সবার পাশে থাকেন, স্তব্ধবাক হয়ে দেখি।

ঈশ্বর নিশ্চই অনেক সময় নিয়ে ওনাকে বানিয়েছেন। নইলে আজকের যুগে এমন মানুষ দেখতে পাওয়া যায় না৷ আজ বিশেষ দিনে ওনার সুস্থ ও সুন্দর আগামী প্রার্থনা করি। ভালো হোক সব। দাদা আলোয় ভরে থাকুন।

 13 days ago 

সত্যিই দাদার মত মানুষ পাওয়া ভাগ্যের ব্যাপার।কারণ এ যুগে মানুষ এত ভালো হয় না। আমরা হাজারটা ভুল করি তারপরও দাদা আমাদেরকে ক্ষমা করে দেন। হৃদয়ের অনুভূতি নিয়ে যে কবিতা লিখেছেন কবিতাটি অনেক দারুন ছিল ভাই। একটাই চাওয়া দাদা সব সময় যেন ভালো থাকে সুস্থ থাকে এবং তার জীবনের সফলতা যেন আসে। দাদার জন্মদিনে অনেক অনেক শুভেচ্ছা।দাদার জন্য শুভকামনা রইল সব সময়।

 13 days ago 

দাদার জন্মদিনে অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা। আসলেই, ভাগ্যিস দাদা জন্মেছিলেন! এতগুলো পরিবারের মানুষের জন্য দাদা যেভাবে চিন্তা করেন, অনেক সময় নিজেদের পরিবারের গার্জিয়ানরাই সেভাবে চিন্তা করে না। দাদার পুরো পরিবারের মঙ্গল কামনা, প্রার্থনা আমার পক্ষ থেকে।

 13 days ago 

একটু ঘুরাঘুরি করলে মনটা অনেক হালকা লাগে। এইবার শীত অনেক কম পড়েছে। ডিসেম্বর মাসেও রাতের বেলা টি-শার্ট পড়ে বাহিরে ঘুরাঘুরি করা যায়। যাইহোক দাদাকে জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছি। দাদার জীবনের আগামী দিনগুলো আরও সুন্দর ও রঙিন হোক সেই কামনা করছি। পোস্টটি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 12 days ago 

প্রিয় দাদার জন্মদিনে দাদাকে শুভেচ্ছা জানাই মনের গভীর থেকে।দাদার প্রতিটি দিন,মূহুর্ত ভালো কাটুক,জীবন সুন্দর হোক।পরিবার পরিজন নিয়ে আনন্দে জীবন অতিবাহিত হোক। জন্মদিনে এটাই প্রত্যাশা করি।প্রিয় দাদার জন্মদিনে শুভেচছা বার্তা পৌঁছে দিলেন খুব সুন্দর লেখার মধ্যে দিয়ে।অনেক ধন্যবাদ জানাচ্ছি শুভেচ্ছা জানানোর জন্য।

Coin Marketplace

STEEM 0.22
TRX 0.27
JST 0.041
BTC 104664.06
ETH 3858.84
SBD 3.32