পশুত্ব থেকে মনুষ্যত্বে উত্তীর্ণ হতে সে পেরেছে । এটাই তার জীবনের চরম সার্থকতা ।
সত্যি অনুতাপের চেয়ে বড় সাজা আর কিছুই হতে পারে না, কিন্তু আমাদের আত্মাগুলো যে শুকিয়ে পাথর হয়ে গিয়েছি, শত ভুলেও আমরা অনুতপ্ত হয় না, আমাদের হৃদয় কাঁপে না!
আমরা ত্যাগ করি, সাধনা করি, কিন্তু দিন শেষে নিজের চরিত্র হতে বের হয়ে আসতে পারি না, দেরীতে হলেও বীরেশ্বরের মাঝে সেটা এসেছিলো, তাই রহিম শেখের সিদ্ধান্তটি ছিলো সঠিক।
দারুণ ছিলো গল্পটা এবং তার ভেতরকার বাণীটা। ধন্যবাদ দাদা। ঈদ মোবারক।