বাহ! কবিতায় দেখছি দাদা সেই ছোট বেলা হতেই বেশ পারদর্শী, প্রথম কবিতাটি নিয়ে কিছু বলবো না কারন সেটা আপনি পরিণত বয়সে লিখেছেন। কিন্তু দ্বিতীয়টির কথা না বললেই না, বেশ লিখেছেন সেটা, মজার সাথে ছন্দ তার সাথে দারুণ অর্থ, বেশ লেগেছে আমার কাছে।
পালিয়ে আয়রে ওরে ভুতো,
তা না হলে খাবিরে খুব জুতো !
বলেই আর না করে দেরী,
দিলাম দৌড় প্রাণের আশা ছাড়ি ।