বৃহৎ স্বার্থের জন্য ক্ষুদ্র স্বার্থ ত্যাগ করা বুদ্ধিমত্তার পরিচয়

in আমার বাংলা ব্লগ2 years ago

হ্যালো বন্ধুরা,

কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন, অবশ্য ভালো থাকারই কথা কারন হঠাৎ বৃষ্টির আগমন এবং পরিবেশের মাঝে ঠান্ডার একটা ঢেউ। সত্যি গতকালের দারুণ বৃষ্টিতে পরিবেশটা বেশ সতেজ ও ঠান্ডা হয়ে গিয়েছিলো। যার কারনে গতকাল কিছুটা কম গরম ছিলো এবং পরিবেশ গত কয়েক দিনের তুলনায় বেশ ঠান্ডা ছিলো। আর সবচেয়ে বড় কথা হলো রাতের ঘুমটা ভালো হয়েছে। আমি আসলে গরম খুব বেশী সহ্য করতে পারি না এবং অতিরিক্ত গরম পড়লে রাতের ঘুম ভালো হয় না। যার কারনে আমি ছোট বেলা হতেই শীতের সিজনটা একটু বেশী পছন্দ করি।

আমরা মানুষ, আর মানুষ হিসেবে আমাদের সকলের মাঝে একটা কমন বৈশিষ্ট্য রয়েছে, সেটা হলো লোভ। লোভের কারনে আমরা অনেক ক্ষেত্রেই ভুল সিদ্ধান্ত গ্রহণ করি এবং পরবর্তীতে সেটার জন্য আবার আফসুসও করি। এই লোভ আমাদের মানসিকভাবে পঙ্গু করে দেয় এবং আমাদেরকে বিপদগামী করে তোলে। কিন্তু বাস্তবতা হলো আমরা কিন্তু স্বজ্ঞানে এবং বুঝে শুনে এই ধরনের ভুল করে থাকি। কারন স্কুল জীবন হতে শুরু করে আমরা প্রতিনিয়ত শুনে আসছি লোভে পাপ এবং পাপে মৃত্যু। অতিরিক্ত লোভ মানুষের বিবেক ও চরিত্র নষ্ট করে দেয়। কিন্তু তবুও আমরা কি সেটা মনে রাখি, নিজেদের নৈতিকতার মাঝে আটকে রাখি?

IMG_20220715_112824.jpg

বাস্তবতা কিন্তু ভিন্ন কথা বলে, আমরা কিন্তু নিজেদের সঠিক পথে ধরে রাখতে পারি না। নানা কারনে নানা বিষয়ে চিন্তা করে আমরা ঠিক নিজেদের নৈতিকতার বিসর্জন দিয়ে দেই এবং দিন শেষে লোভের কাছে আত্ম সমর্পণ করে ভুল পথে হাঁটা শুরু করি। কিন্তু কেন? এতো কিছু জানার পর এবং এতো কিছু বুঝার পরও আমরা কেন নিজেদের নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হই এবং সঠিক পথে থাকতে পারি না। আসলে প্রতিটি মানুষই তার নিজের মাঝে একটা স্বপ্ন লালন করে, প্রতিটি মানুষই চায় তার স্বপ্নটা পূর্ণতা পাক এবং দিনের সফলতায় নিজেকে সুখি করুক। কিন্তু চারপাশের মানুষগুলোর অবস্থান এবং প্রকৃত সফল মানুষদের সুউচ্চ অবস্থান, তার মনের মাঝে একটা অন্যরকম অনুভূতির সৃষ্টি করে এবং তাকে সুড়সুড়ি দিতে থাকে।

IMG_20220715_112803.jpg

IMG_20220715_112813.jpg

আর তখনই সে নিজেকে ভিন্ন দিকে নিয়ে যাওয়ার জন্য কিছুটা উৎসাহবোধ করে এবং নিজের নীতির বিসর্জন দিয়ে খুব দ্রুত নিজেকে সফল করে তোলার চেষ্টা করে। এই ক্ষেত্রে সবাই যে পথে হাঁটে সেটা হলো শর্টকাট পথ কিংবা চোরা পথে দ্রুত সফলতা অর্জন। যার ফলস্বরূপ নিজের বিবেকের সঠিক ব্যবহার করতে ব্যর্থ হয় এবং আরো বেশী বেশী ভুল করতে শুরু করে। কিন্তু তখন তার মনের মাঝে শুধু একটা বাসনাই কাজ করে আর সেটা হলো তাকে সফলতা অর্জন করতে হবে এবং এই ক্ষেত্রে বিজয় নিশ্চিত করতে হবে, সেটা যেভাবেই হোক। আসলে বাস্তবতা হলো, অতিরিক্ত চাহিদা কিংবা অতিরিক্ত কিছু প্রাপ্তির প্রত্যাশা, মানুষকে বিপদগামী ও অনৈতিক পথে নিয়ে যায়।

তবে আমরা যদি নিজেদের বৃহৎ স্বার্থের কথা চিন্তা করে, নিজেদের লোভ এবং বাসনার মানসিকতাকে নিয়ন্ত্রণ করতে পারি। তাহলে এই কথা নিঃসংকোচে বলা যায় যে, কিছু সময়ের জন্য কিছু প্রাপ্তি হতে বঞ্চিল হলেও ভবিষ্যতে আরো বৃহৎ কিছুর প্রাপ্তি নিশ্চিত হবে। দেখুন ক্ষুদ্র ক্ষুদ্র স্বার্থগুলো যারা ত্যাগ করে সামনে এগিয়ে যাওয়াটা অব্যাহত রাখতে পারে, বৃহৎ স্বার্থের কিছুর প্রাপ্তি শুধুমাত্র তাদের ভাগ্যেই ঘটে। হ্যা, হয়তো এখন নগদ প্রাপ্তিটাকে বৃহৎ কিছু মনে হচ্ছে কিন্তু একটা সময় পর ঠিক এই বিষয়টি বুঝে আসে যে, সেটা বা সেই প্রাপ্তিটা গ্রহণ করাটা ছিলো বোকামি। কিন্তু আফসুস ছাড়া তখন আর কিছুই করার থাকে, কারন সুযোগ ততোক্ষণে অন্যের হাতে চলে গিয়েছে এবং সে আরো বেশী সফলকাম হয়েছে।

IMG_20220715_102619.jpg

IMG_20220715_102629.jpg

সুতরাং আমি যে কথাটা বলতে চাচ্ছি এবং যে বিষয়টি আজকে উপস্থাপন করতে চাচ্ছি সেটা হলো, বৃহৎ কিছুর চিন্তা করুন। ক্ষুদ্র ক্ষুদ্র সুবিধাগুলোর চিন্তা বাদ দিয়ে ভবিষ্যতে বড় কিছু প্রাপ্তির পথ তৈরী করুন। নিজের লক্ষ্যকে সামনে রেখে, চেষ্টগুলোকে গতিশীল রাখুন। নগদ কিছুর লোভে পড়ে নিজের ভবিষ্যটাকে নষ্ট করা ঠিক হবে না। হয়তো এখন প্রাপ্তিটাকে বড় মনে হচ্ছে কিন্তু একটা সময় শেষে ঠিক বুঝতে পারবেন, সিদ্ধান্তটা কতটা ভালো এবং সঠিক ছিলো। নিজের পথকে ধরে রাখুন, লক্ষ্য হতে ছিটকে যাবেন না, আজকের ক্ষুদ্র ত্যাগ, ভবিষ্যতে আপনাকে বড় কিছু অর্জন করতে দারুণভাবে সহযোগিতা করবে।

IMG_20220715_102613.jpg

IMG_20220715_102646.jpg

আজকের অনুভূতিগুলোর সাথে গ্রামীন পরিবেশের কিছু দৃশ্য ভাগ করে নিয়েছি। দৃশ্যগুলো আমাদের গ্রামের মেঠো পথে হাঁটার সময় ক্যাপচার করেছি। আসলে গ্রামীন মেঠো পথে হাঁটার অনুভূতিটা ভিন্নভাবে কাজ করে, চারপাশের প্রতিটি দৃশ্যই অত্যন্ত সুন্দর ও আকর্ষণীয় লাগে। যা কিছু দেখি সবই ক্যাপচার করতে মন চায়, প্রতিটি জিনিষের প্রতি একটা অন্য রকম ভালো লাগা কাজ করে। আশা করছি দৃশ্যগুলো আপনারাও উপভোগ করেছেন।

IMG_20220715_112746.jpg

IMG_20220715_112749.jpg

তারিখঃ জুলাই ১৫, ২০২২ইং।
লোকেশনঃ সিঙ্গাইর, মানিকগঞ্জ।
ক্যামেরাঃ রেডমি-৯ স্মার্টফোন।


ধন্যবাদ সবাইকে।
@hafizullah

break .png
Leader Banner-Final.png
break .png

আমি মোঃ হাফিজ উল্লাহ, চাকুরীজীবী। বাংলাদেশী হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। বাঙালী সংস্কৃতি ও ঐতিহ্য লালন করি। ব্যক্তি স্বাধীনতাকে সমর্থন করি, তবে সর্বদা নিজেকে ব্যতিক্রমধর্মী হিসেবে উপস্থাপন করতে পছন্দ করি। পড়তে, শুনতে এবং লিখতে ভালোবাসি। নিজের মত প্রকাশের এবং অন্যের মতামতকে মূল্যায়নের চেষ্টা করি। ব্যক্তি হিসেবে অলস এবং ভ্রমন প্রিয়।

break .png

Banner.png

Sort:  

Conserve.🤲 Protect.🛡 Preserve.🌱 Resteemed.♻

Upvoted! Thank you for supporting witness @jswit.
default.jpg

 2 years ago 

অতিরিক্ত লোভ মানুষের বিবেক ও চরিত্র নষ্ট করে দেয়। কিন্তু তবুও আমরা কি সেটা মনে রাখি, নিজেদের নৈতিকতার মাঝে আটকে রাখি?

অতিরিক্ত লোভ আমাদের জীবনের নৈতিকতা নষ্ট করে ফেলে। অতিরিক্ত লোভ আমাদের জীবনের ছোট ছোট চাওয়া গুলো হয়তো পূর্ণ করে কিন্তু তার পেছনে অনেক বড় পাওয়া গুলো একেবারেই হারিয়ে যায়। তাই ছোট ছোট চাওয়া গুলোকে বিসর্জন দিয়ে আমরা যদি বড় কিছু পেতে চাই তাহলে অবশ্যই লোভ সংযত করতে হবে এবং এগিয়ে যেতে হবে। ভাইয়া আপনি অনেক গুরুত্বপূর্ণ কথাগুলো তুলে ধরেছেন। সেই সাথে গ্রামীন পরিবেশের সৌন্দর্য ফটোগ্রাফির মাধ্যমে তুলে ধরেছেন। ধন্যবাদ আপনাকে ভাইয়া।

 2 years ago 

আসলে অতিরিক্ত লোভ আমাদের প্রাপ্তির সুখগুলোকে ঢেকে দেয় এবং আমাদের মানসিকতাকেও নষ্ট করে দেয়। ধন্যবাদ

 2 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ। খুবই সুন্দর একটি সচেতনামূলক পোস্ট আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। তবে সত্যি বলতে কি, যখন লোভের সম্মুখীন হয়ে যায় মানুষ, তখন আর মাথায় কাজ করে না। আর আমরা তো বাঙালি জাতি মাথায় কাজ করবেই বা কেন। তবে আপনার লেখাগুলো আমার খুবই পছন্দ হয়েছে।

 2 years ago 

একদমই ঠিক, লোভ মানুষের বিবেকটে নষ্ট করে দেয়, তখন ভালো কিছু তার মাথায় আর কাজ করে না।

Congratulations, your post has been upvoted by @dsc-r2cornell, which is the curating account for @R2cornell's Discord Community.

Manually curated by @jasonmunapasee

r2cornell_curation_banner.png

 2 years ago 

বৃহৎ কিছুর চিন্তা করুন। ক্ষুদ্র ক্ষুদ্র সুবিধাগুলোর চিন্তা বাদ দিয়ে ভবিষ্যতে বড় কিছু প্রাপ্তির পথ তৈরী করুন।

এটাই আমাদের একমাত্র সমস্যা তা হলো লোভ সামলাতে ব্যার্থ তা যত ছোট কিংবা বড় হোক।
লোভ মানুষকে ধীরে ধীরে ধ্বংসের দিকে ঠেলে দেয়। তবে তারা সত্যিই বিপথগামী যারা লোভ সামলাতে পারে না। যাক উপর ওয়ালা বোঝার তৌফিক দান করুন এই কামনা করি সবার জন্য।

 2 years ago 

ঠিক বলেছেন আপনি, এই লোভ আমাদের ধীরে ধীরে একেবারে ধ্বংসের শেষ প্রান্তে নিয়ে যা। আমিন।

 2 years ago 

আসসালামু আলাইকুম ভাই
একথা চির সত্য বৃহৎ স্বার্থে ক্ষুদ্রতর বিষয়গুলো পরিত্যাগ করা উচিত।
হ্যাঁ প্রচন্ড গরমে ঘুমানো খুব দায় একটা অনেকের জন্য অস্বস্তিকর গরম অনেকেই সহ্য করতে পারে না। লোভে পাপ পাপে মৃত্যু আমাদের যার যা কিছু আছে তাই নিয়ে সন্তুষ্ট থাকা উচিত এবং অন্যের কোন কিছু থেকে লোভ করে নিজের স্বাভাবিক জীবনকে বিনষ্ট করা উচিত নয়। আমি দেখেছি আমার কর্মজীবনে আমার এক বন্ধু লোভে পড়ে কিছু টাকা আত্মসাৎ করায় সে তার পদ থেকে দুই গ্রেড ডিমোশন হয়ে নিচের গ্রেডে আসে। এতে কি হলো একদিকে তার মান-সম্মান গেল অন্যদিকে চাকরি থেকে পদনতি হলো । তাই কখনো লোভ করা উচিত নয় লোভে পাপ পাপে মৃত্যু।

 2 years ago 

ওয়ালাইকুমুস সালাম, কিন্তু আমরা হয়ে গেছি উল্টো ক্ষুদ্র স্বার্থের আশায় আমরা বৃহৎ স্বার্থগুলো ত্যাগ করি এবং পরবর্তীতে সেটা নিয়ে আফসুস করি।

 2 years ago 

হ্যাঁ ভাই পরবর্তীতে আমাদের অনেক আফসোস হয় কিন্তু তখন আর রিকভারি করার সুযোগ থাকে না।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.13
JST 0.030
BTC 64752.70
ETH 3455.13
USDT 1.00
SBD 2.50