গ্রামীণ পরিবেশ পায়রা খেতের ফটোগ্রাফি || Photography by @hafizullah

in আমার বাংলা ব্লগ3 years ago

হ্যালো বন্ধুরা,

আজ একটু ভিন্নভাবে শুরু করবো কারন ভালো আছি কিংবা ভালো নেই এগুলো বলতে আর ভালো লাগছে না। সত্যি কমন শব্দগুলো খুব বেশী ব্যবহার করলে আর ভালো লাগে না। তাই আজ সেভাবে শুরু করলাম না। এই মাসে বেশ কয়েকবার গ্রামের বাড়ীতে যাওয়ার সুযোগ হয়েছিলো কিন্তু গ্রামীন প্রকৃতির কিছুই শেয়ার করা হয় নাই। আসলে সময়ের অভাবে আজকাল অনেক কিছুই করতে পারছি না, ইচ্ছে থাকার পরও সেটা করা হচ্ছে না। তবে ফটোগ্রাফি কিন্তু মসি করি নাই, শেয়ার করতে পারি নাই সত্য তবে বেশ ফটোগ্রাফি করেছি। কারন গ্রামের বাড়ীতে যাওয়া মানেই হলো সবুজ প্রকৃতি আর সবুজ প্রকৃতি মানেই হলো দারুণ ফটোগ্রাফি।

হ্যা, এটা স্বীকার করে নিচ্ছি যে আমার ক্যামেরা মানেই ঐ যে ফোনের সাথে ফ্রিতে যেটা থাকে সেটার কথাই বলছি হি হি হি। কারণ অনেকেরই চমৎকার মডেলের ফোন রয়েছে ফটোগ্রাফি করার জন্য, যেটা মোবাইলের অংশ না বরং আলাদা একটা জিনিষ, যেটায় রয়েছে পাওয়ারফুল ডিভাইস এবং যার দ্বারা চমৎকার সকল ফটোগ্রাফি করা যায়। এই চমৎকার ফটোগ্রাফির ডিভাইসটি আমার নেই তাই আমি মোবাইলের সাথে ফ্রিতে যেটা পেয়েছি সেটা দিয়েই কাজ চালানোর চেষ্টা করি। এখন বাকিটা আপনাদের মতামতের উপর নির্ভর করে।

আজকে শুধুমাত্র একটা বিষয়কে ফোকাস করবো ফটোগ্রাফির মাধ্যমে। এইগুলো দূর হতে দেখতে একদম গমের মতো মনে হবে কিন্তু আদতে এগুলো গম না বরং পায়রা। হ্যা, আমাদের দেশে এগুলোকে পায়রা নামেই সবাই চিনে তবে এটিকে আরো একটা নামে সবাই চিনে সেটা হলো বার্লি। বিশেষ করে শিশুদের জন্য অত্যন্ত পুষ্টিকর একটা খাবার। এছাড়াও রোগির জন্য স্যুপ তৈরীতে এই বার্লির বিশেষ কদর রয়েছে। কিন্তু কালের বিবর্তনে এখন খুব একটা কদর নেই এই বার্লির। তাই মানুষ আগের মতো অতো বেশী পরিমানে চাষ করেন না। এছাড়া এগুলোর ছাতু বেশ মজাদার জিনিষ। আমরা ছোট বেলায় বেশ খেতাম। এখন অল্প বিস্তর চাষাবাদ হয়, তাও নিজেদের জন্য শুধুমাত্র।

আগে যেমন বাণিজ্যিক ভিত্তিতে চাষাবাদ হতো এখন তেমনটা হয় না। তবে এর জন্য আমি দায়ী করবো সংশ্লিষ্ট দায়িত্বশীল কর্তৃপক্ষকে। কারন যারা দায়িত্বে থাকেন কিন্তু সেই দায়িত্ব যথাযথভাবে পালন করেন না, যে কোন অনাকাংখিত পরিস্থিতির দায়ভার তাদেরই বহন করতে হবে। যেমন বর্তমান পাটের অবস্থা, এর জন্য কারা দায়ী? কৃষক নাকি অন্য কেউ? যাইহোক আমি এসব বিষয় নিয়ে কথা বলতে চাই না, এসব কথা বলাও আমার উদ্দেশ্য না বরং আমি এই জাতীয় কিছু ফটোগ্রাফি আপনাদের সাথে ভাগ করে নিতে ইচ্ছুক। যেহেতু মোবাইলের সাথে ক্যামেরাটি ফ্রিতে পেয়েছি সেহেতু ইচ্ছে মতো ফটোগ্রাফি করেছি, ফ্রি জিনিষের সঠিক ব্যবহার করতে হবে তো নাকি? হি হি হি হি

IMG_20220312_134643.jpg

IMG_20220312_134647.jpg

IMG_20220312_134631.jpg

IMG_20220312_134635.jpg

IMG_20220312_134522.jpg

IMG_20220312_134528.jpg

IMG_20220312_134534.jpg

IMG_20220312_134537.jpg

তবে শিশুদের খাবার তৈরীতে এই বার্লি এখনো ব্যবহার হয়ে আসছে। আমরা শিশুদের খাবারের জন্য যে সেরেলাক ক্রয় করি আবার পুষ্টির জন্য অনেকেই হরলিক্সের পিছনে দৌড়াই এগুলোতে কিন্তু এই বার্লি ব্যবহার করা হয়। আসলে আমরা সরাসরি তাজা বিষয়টি গ্রহণ না করে বরং ভাসি বিষয়গুলোর প্রতি এখন বেশী নির্ভলশীল হয়ে পড়ছি। দিন দিন আমরা আরাম প্রিয় হয়ে যাচ্ছি এবং তার কুফল বেশ ভালোভাবে ভোগ করছি।

IMG_20220312_134518.jpg

IMG_20220312_134530.jpg

IMG_20220312_134540.jpg

IMG_20220312_134543.jpg

IMG_20220312_134546.jpg

IMG_20220312_134602.jpg

IMG_20220312_134609.jpg

IMG_20220312_134619.jpg

এই ছিলো আমার আজকের ফটোগ্রাফি। আমাদের গ্রামে এখনো অল্প বিস্তর পায়রা নামের এই জিনিষগুলোর চাষাবাদ হয়। তবে শুধুমাত্র নিজেরা ব্যবহার করার জন্য, তাই বেশী পরিমানে আবাদ করা হয় না। তবুও ভালো অল্প বিস্তর হলেও চাষাবাদ হচ্ছে এবং আমাদের সন্তানদের সেটা দেখাতে পারছি।

তারিখঃ মার্চ ১২, ২০২২ইং।
লোকেশনঃ সিঙ্গাইর, মানিকগঞ্জ।
ক্যামেরাঃ রেডমি-৯ স্মার্টফোন।

ধন্যবাদ সবাইকে।
@hafizullah

break.png
Leader Banner-Final.pngbreak.png

আমি মোঃ হাফিজ উল্লাহ, চাকুরীজীবী। বাংলাদেশী হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। বাঙালী সংস্কৃতি ও ঐতিহ্য লালন করি। ব্যক্তি স্বাধীনতাকে সমর্থন করি, তবে সর্বদা নিজেকে ব্যতিক্রমধর্মী হিসেবে উপস্থাপন করতে পছন্দ করি। পড়তে, শুনতে এবং লিখতে ভালোবাসি। নিজের মত প্রকাশের এবং অন্যের মতামতকে মূল্যায়নের চেষ্টা করি। ব্যক্তি হিসেবে অলস এবং ভ্রমন প্রিয়।

break.png

Banner.png

Sort:  
 3 years ago 

আপনার ফটোগ্রাফির সুবাদে অনেক পায়রা ক্ষেত দেখা হলো। পায়রা ক্ষেতকে আবার বার্লি ক্ষেত বলে। আসলে আমি প্রথমে এগুলোকে গম গাছ মনে করছিলাম। আর ভাই ফটোগ্রাফির জন্য লাখ টকাকার ক্যামেরা লাগে না। ফটো তুলতে জানলে ১০ হাজার টাকার ফোন দিয়েও ভালো ছবি তুলা যায়। আপনার প্রতিটি ফটোগ্রাফি অনেক সুন্দর হয়েছে। ধন্যবাদ ভাই আপনার অসাধারণ ফটোগ্রাফির জন্য।

 3 years ago 

হ্যা, এটা স্বীকার করে নিচ্ছি যে আমার ক্যামেরা মানেই ঐ যে ফোনের সাথে ফ্রিতে যেটা থাকে সেটার কথাই বলছি হি হি হি।

ফোনের ক্যামেরা যেমনই হোক না কেন ফটোগ্রাফির দক্ষতা হলো মূল বিষয়। আর আপনার প্রত্যেকটি ফটোগ্রাফি আমার কাছে ভীষণ ভালো লেগেছে। আপনি আপনার গ্রামের বাড়ি যেয়ে দারুন সব ফটোগ্রাফি করেছেন। এত দারুন সব ফটোগ্রাফি উপস্থাপন করেছেন দেখে খুবই ভালো লাগলো। আশা করছি আরও দারুণ সব ফটোগ্রাফিগুলো দেখতে পাব। আপনাকে ধন্যবাদ জানাচ্ছি এই ফটোগ্রাফি গুলো শেয়ার করার জন্য এবং শুভকামনা রইলো আপনার জন্য। সেই সাথে আপনার জন্য ভালোবাসা রইলো। ♥️♥️♥️♥️

 3 years ago 

দাদা এত রোদের মধ্যে এসব করছেন!! আমার দাদার তো স্কিন খারাপ হয়ে যাবে, 😣😣 দাদা, রোদ অ্যাভয়েড করেন।তবে ফোনের ক্যামেরা কিন্তু আপনারও ভালো দাদা, প্রথম ছবিটা সেরা।

 3 years ago 

একদম ঠিক বলছেন আমিতো এগুলোকে গমের খেতে মনে করছি কিন্তু পায়রা ক্ষেত এই প্রথম আমি শুনলাম। আমি কখনোই পায়রা খেতের নাম শুনি নাই। বার্লির নাম শুনেছি। শিশু খাদ্য হিসেবে বার্লি সে বহুকাল আগে থেকে ভাবিত হয়ে আসছে। আপনি অনেক সুন্দর ছবি তুলেছেন। আপনার ফটোগ্রাফির হাত দেখি বেশ মজবুত। এত সুন্দর সুন্দর ফটোগ্রাফি আমাদের মাঝে তুলে ধরার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 3 years ago 

আপনার ফটোগ্রাফির মাধ্যমে পায়রা খেত সম্পর্কে ধারণা পেলাম । ফটোগ্রাফি গুলো খুব অসাধারণ এবং নিখুঁত হয়েছে। ফটোগ্রাফি গুলো সুন্দর ভাবে আমাদের সামনে তুলে ধরেছেন ।ধন্যবাদ ভাই

 3 years ago 

ওহো, এগুলো বার্লি।আমি এর পুষ্টি গুন সম্পর্কে জানি তবে কখনো গাছ এভাবে দেখা হয়নি।আজ দেখে নিলাম।আমি তো প্রথমে ভেবেছিলাম পায়রা মানে পাখির কথা বলছেন।তবে এইরকম ঘাসও হয়, দারুণ ছবি তুলেছেন ভাইয়া।আমার কাছে 9 ও 12 নং ছবিটি বেশি ভালো লেগেছে, মনে হচ্ছে স্বর্গ।ধন্যবাদ ভাইয়া।

 3 years ago (edited)

ওয়াও ভাইয়া অসাধারণ ছিলো, আপনার প্রকৃতিতে থেকে নেয়া ফটোগ্রাফিগুলো আমি আপনার পোষ্টের শুরূতে দেখে মনে করছিলাম এটা গম কারণ পায়রা গুলো দেখতেই প্রায় গমের মতই। তবে গমের মত দেখতে পায়রা আছে তা প্রথম দেখলাম আপনার পোষ্ট এর দ্বারা।ধন্যবাদ আপনাকে নতুন একটা প্রকৃতির বৃক্ষের সাথে পরিচয় করিয়ে দেয়ার জন্য।

 3 years ago 

একদম ঠিক বলেছেন ভাই আমিও গ্রামের বাড়িতে গেলে ক্যামেরা বের না করে থাকতে পারি না, গ্রামের বাড়িতে গেলে ফটোগ্রাফি আমার করতেই হবে। কারন ফ্রী জিনিসের সঠিক ব্যবহার করতে আমারও খুবই ভালো লাগে হিহিহি।
পায়রা ক্ষেতের নাম শুনে আমি বুঝতে পারছিলাম না এটা কি জিনিস কারণ এনাম এর আগে আমি কখনও শুনিনি। তবে আপনার পোষ্টটি পড়ে বুঝতে পারলাম বার্লির আরেক নাম পায়রা।
যাইহোক ভাইয়া আপনার ফটোগ্রাফি গুলো দারুন হয়েছে। খুবই ভালো লাগলো আপনার ধারণ করার সবগুলো ফটোগ্রাফি। ধন্যবাদ ।

 3 years ago 

ওয়াও ভাইয়া আপনার তোলা প্রতিটি ফটোগ্রাফি দেখতে অনেক সুন্দর লাগছে। প্রথমে তো আমি ভেবে ছিলাম আপনি কবুতর ওড়ার কথা বলছেন। পরে আপনার ফটোগ্রাফি দেখে বুঝলাম এগুলো পায়রা ক্ষেতের ফটোগ্রাফি। এর আগে কখনো এরকম পায়রা ক্ষেত দেখা হয়নি। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া এত সুন্দর পায়রা ক্ষেতের ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

ভাইয়া আপনার ফটোগ্রাফির মাধ্যমে নতুন একটি জিনিস দেখতে পেলাম এর আগে কোনদিন আমি পায়রা ক্ষেত দেখিনি। প্রথম দেখাতেই আমি ভেবেছিলাম যে এটা গমের ক্ষেত আসলে পায়রা আর গমের মধ্যে আমি কোন পার্থক্য খুঁজে পেলাম না বাস্তবে দেখলে হয়তো কিছুটা পার্থক্য বুঝতে পারতাম। আপনার মোবাইল দিয়ে ফটোগ্রাফি করা হলেও খুব চমৎকার হয়েছে আপনার ফটোকপি গুলো। কোন কোন জায়গায় মনে হচ্ছে অরজিনাল ক্ষেতের সামনে দাঁড়িয়ে আছি। ফটোগ্রাফি গুলো আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.16
JST 0.029
BTC 74698.65
ETH 2837.65
USDT 1.00
SBD 2.46