আবেগের কবিতা ||  সত্যের বিজয়  || Original Poetry by @HafizullahsteemCreated with Sketch.

in আমার বাংলা ব্লগ10 months ago

man-8091933_1280.jpg

হ্যালো বন্ধুরা,

কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। ভালো থাকার চেষ্টায় আমরা সবাই সহযাত্রী আবার আমরা সবাই সংগ্রামী। প্রতিনিয়ত আমরা প্রতিকুল পরিস্থিতির সাথে লড়াই করে নিজেকে এবং নিজের পরিবারের সবাইকে ভালো রাখার চেষ্টা করে যাচ্ছি। প্রিয় মানুষগুলোর মুখের হাসি কিংবা সম্পর্কগুলোর সুন্দর আকৃতি ধরে রাখার চেষ্টা করছি। কারন আমরা প্রিয় মানুষ এবং প্রিয় সম্পর্কগুলোকে ভালোবাসি, সময়ে কিংবা অসময়ে নানাভাবে তাদের কদর করার চেষ্টা করি। কিন্তু প্রকৃত পক্ষে কি আমরা সেখানে সফল হতে পারছি? আমি এর আগেও আমার একটা কবিতায় সম্পর্কের বিষয়টি উপস্থাপন করার চেষ্টা করছি। সেখানে অবশ্য সম্পর্ক তৈরীর বিষয়টিকে প্রাধান্য দিয়েছিলাম। কিন্তু আজকাল শুধু সম্পর্ক তৈরী নয় বরং সেটাকে টিকিয়ে রাখার ক্ষেত্রেও বেশ সংগ্রাম করতে হচ্ছে।

সত্যি সম্পর্ক তৈরী করা আজকাল যতটা সহজসাধ্য বিষয় হয়ে যাচ্ছে সম্পর্কগুলোকে টিকিয়ে রাখা ঠিক ততোটাই কষ্টসাধ্য হয়ে উঠছে। কারন আজকাল তুচ্ছ বিষয়ের প্রভাবও সম্পর্কের উপর পড়ছে এবং হুট হাট করে প্রায় সম্পর্কগুলো বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। কারণে অকারণে সম্পর্কগুলোর মাঝে সন্দেহের দেয়াল তৈরী হচ্ছে, আর সেই দেয়ালকে ভেঙ্গে ফেলার চেষ্টা বা আগ্রহ কারো মাঝে তৈরী হচ্ছে না বরং সবাই এক কেন্দ্রিকভাবে সম্পর্কগুলো হতে বিচ্ছিন্ন হওয়ার চেষ্টা করছে, ফলশ্রুতিতে অযত্নে আর অবিশ্বাসের আঘাতে সম্পর্কগুলো নিঃশেষ হয়ে যাচ্ছে। তবে সত্যিটা জীবনে ঠিক থেকে যায় এবং আলোকিত হয়ে হঠে একটা সময় কিন্তু ততোক্ষনে আমাদের খুব বেশী দেরী হয়ে যায়।

bike-8087239_1280.jpg

সম্পর্ক ভঙ্গুর অতি
হৃদয়টা মমতাবিহীন শূণ্য
ভালোবাসার লোভে আচ্ছন্ন সবাই
বিবেকটা কলুষিত বিবর্ণ।

সম্পর্কের মায়ায় সবই হারায়
স্পর্শের কামনা থাকে জাগ্রত
ভালোবাসাহীন সম্পর্ক ছায়ায়
বন্ধন ছিন্ন হচ্ছে অহরহ।

বড় হচ্ছে মিথ্যার রাজত্ব
সত্যটা দুর্বল খুবই ক্লান্ত
ছলনায় মায়ায় সবই ঢাকা
ভালোবাসা যেন নিস্প্রভ ছায়া।

সত্যের হার যেন স্বাভাবিক
মিথ্যার জয় সদা নিশ্চিত
মানবতার দাবী অপরিচ্ছন্ন
খাঁটি মানুষগুলো হয় অপমানিত।

তবুও রাতের আলোর ক্ষয়
সত্যের ক্ষনিকের পরাজয়
তবুও প্রদীপের আলোর ভয়
মিথ্যে মায়ায় জীবনের অপচয়।

দুর্বলতায় আসবে না হয়তো জয়
পরাজয় আসবেই মিথ্যায়
দিনের আলোয় আলোকিত হবে
জীবনের রাজত্বে সত্যের জয়।



Image taken from Pixabay 1 and 2

ধন্যবাদ সবাইকে।
@hafizullah

break .png
Leader Banner-Final.pngbreak .png

আমি মোঃ হাফিজ উল্লাহ, চাকুরীজীবী। বাংলাদেশী হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। বাঙালী সংস্কৃতি ও ঐতিহ্য লালন করি। ব্যক্তি স্বাধীনতাকে সমর্থন করি, তবে সর্বদা নিজেকে ব্যতিক্রমধর্মী হিসেবে উপস্থাপন করতে পছন্দ করি। পড়তে, শুনতে এবং লিখতে ভালোবাসি। নিজের মত প্রকাশের এবং অন্যের মতামতকে মূল্যায়নের চেষ্টা করি। ব্যক্তি হিসেবে অলস এবং ভ্রমন প্রিয়।

break .png

Banner.png

|| আমার বাংলা ব্লগ-শুরু করো বাংলা দিয়ে ||

break .png
standard_Discord_Zip.gif

>>>>>|| এখানে ক্লিক করো ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য ||<<<<<

Posted using SteemPro Mobile

Sort:  
 10 months ago 

ঠিকই বলেছেন ভাইয়া,সম্পর্কগুলো যেন এখন অহরহ ভেঙে যাচ্ছে। আসলে এক দিক থেকে সম্পর্কগুলো কখনোই টিকিয়ে রাখা সম্ভব নয়। যদি মানুষ একে অপরের প্রতি ভালোবাসা শ্রদ্ধা সম্মান রেখে সম্পর্ক গুলোকে টিকিয়ে রাখার চেষ্টা করত তাহলে অবশ্যই সম্পর্ক গুলো টিকে থাকতো। কিন্তু সবাই আত্মকেন্দ্রিক হয়ে থাকার কারণে সব সম্পর্ক গুলো টিকে থাকে না। কবিতাটি সত্যিই আমার খুব ভালো লেগেছে। বাস্তব জীবনের মিল পাচ্ছি এখানে, দারুন হয়েছে ভাইয়া।

 10 months ago 

আপনি ঠিকই বলেছেন ভাইয়া সম্পর্ক তৈরি করা কোন ব্যাপার নয় কিন্তু সেই সম্পর্কটি অনেকদিন ধরে টিকে রাখাটাই অনেক ব্যাপার। আপনার কবিতাটি দুর্দান্ত ছিল । আবারো নতুন একটি কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য। আপনাকে ধন্যবাদ ভাইয়া।

Congratulations, your post has been upvoted by @dsc-r2cornell, which is the curating account for @R2cornell's Discord Community.

Manually curated by @jasonmunapasee

r2cornell_curation_banner.png

 10 months ago 

জীবনে ভালো থাকার সংগ্রামে আমরা সবাই সংগ্রামী সদস্য বলতেই হয়। ভালো থাকার চেষ্টা করেও যেন ভালো থাকা যাচ্ছে না। আসলে এখনকার সম্পর্কগুলো যত সহজে তৈরি হয়ে যায় সেটা পরে টিকিয়ে রাখা যায় না বেশিদূর! তৈরি হয় কাচেঁর দেয়াল। আমরা সে দেয়াল ভাঙতে কোনো আগ্রহই দেখায় না। কিন্তু একটা সময় বড্ড দেরি হয়ে যায়। কবিতার মাধ্যমে সুন্দর করে ফুটিয়ে তুলেছেন বিষয়টি 🦋☘️

 10 months ago 

আমি আগেও বলেছি যে আপনার পোস্টের সূচনাটি বেশ দারুন হয়। মাঝে মাঝে আপনার সূচনার কথা গুলোতেই মুগ্ধ হয়ে যাই। তবে এটা কিন্তু সত্য দিনে দিনে মানুষের মধ্যে অবিশ্বাস আর যত্ন বেড়েই যাচেছ। যাই হোক বেশ দারুন একটি কবিতা আজও আমাদের কে উপহার দিলেন। কবিতার মধ্যে কিন্তু বেশ বাস্তবতার ছোঁয়া খুজেঁ পাওয়া গেল।

 10 months ago 

আজকাল সম্পর্ক গুলো টিকিয়ে রাখা সত্যি ই কষ্টসাধ্য ব্যাপার হয়ে দাঁড়াচ্ছে এটা খুব সত্যি কথা।মানুষের প্রতি মানুষের বিশ্বাস, শ্রাদ্ধা না থাকলে মানুষের সাথে মানুষের সম্পর্ক টিকে থাকা সম্ভব নয়।চমৎকার একটি কবিতা আপনি আজ আমাদের মাঝে শেয়ার করেছেন। দারুন লাগলো কবিতার প্রতিটি লাইন। বরাবরের মতোই সুন্দর গুছিয়ে লাইনগুলো লিখলেন।আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া কবিতাটি শেয়ার করার জন্য।

 10 months ago 

আপনি কিন্তু কবিতা সব সময় দারুন লিখেন আজকের কবিতার অনুভূতিগুলো অসাধারণ ছিল। সম্পর্ক তৈরি করা বড় কথা নয় সে সম্পর্ককে যত্ন করতে হয়। ভালোবেসে আগলে রাখতে হয় তাহলে সে সম্পর্কে সফলতা আসে। অনেক মানুষ আছেন যারা প্রতিনিয়ত কাউকে না কাউকে ঠকিয়ে থাকেন। কিন্তু অবশেষে তারা পরাজয় হয়। এবং যারা ঠকতে থাকে তারাই জয়ী হয়ে যায়। ধন্যবাদ সুন্দর কবিতা লেখার জন্য।

 10 months ago 

ভাই আপনি আজকে আমাদের মাঝে দারুণ একটি কবিতা লিখে শেয়ার করেছেন। আপনার লেখা কবিতার প্রতিটি লাইন আমাকে বেশি মুগ্ধ করেছে। আপনি একদম ঠিক বলেছেন ভাই সম্পর্কের মায়া আসলে প্রতিটা মানুষ হারিয়ে যায়। আসলে প্রতিটা মানুষের সাথে যদি সম্পর্ক ভালো থাকে প্রতিটা দিন বেশ ভালোভাবেই পার হতে থাকে প্রতিটা মানুষের। ধন্যবাদ ভাই এত সুন্দর একটি কবিতা আমাদের মাঝে উপহার দেওয়ার জন্য।

 10 months ago 

সত্য কখনো চাপা দেয়া যায় না, সত্য কখনো লুকিয়ে রাখা যায় না, সত্য একদিন জাগ্রত হবেই। বর্তমানের বাস্তবতার ভিত্তিতে এই কবিতাটি সত্যিই অনবদ্য হয়েছে ভাই। আপনার কবিতার প্রতিটি লাইন হৃদয়ে শিহরণ জাগানোর মতো। অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে, আপনার জন্য শুভকামনা রইল।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.14
JST 0.030
BTC 68221.63
ETH 3277.70
USDT 1.00
SBD 2.66