আবেগের কবিতা || অপূর্ণ হৃদয় || Original Poetry by @hafizullahsteemCreated with Sketch.

in আমার বাংলা ব্লগ11 months ago

heart-3085515_1280.jpg

হ্যালো বন্ধুরা,

কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো এবং সুস্থ্য আছেন। আজকে কোন ভূমিকা না রেখেই একটা কবিতা শেয়ার করবো। তবে হ্যা, কবিতাটির সম্পর্কে অবশ্যই কিছু শব্দ শেয়ার করবো। কারণ প্রতিটি কবিতার আড়ালে কবির একটা সুন্দর কল্পনার সাথে অনুভূতিও জাগ্রত থাকে। সেটা হয়তো সব সময় কবিতা পরে পাঠক বুঝতে সক্ষম হয় না, এটাই বাস্তবতা। কারন কবিতার আড়ালে যেমন অনেক আবেগ লুকিয়ে থাকে ঠিক তেমনি কবিতার ছন্দের তালে তালে কল্পনাগুলো রংধনুর আলো ছড়ায়। তবে সকল কল্পনায় পূর্ণতা থাকে না, মাঝে মাঝে অপূর্ণতার অন্ধকার ঢেকে রাখে হৃদয়।

তবুও হৃদয় শূন্যতায় ভেসে অপূর্ণতার আড়ালে নতুন স্বপ্ন খোঁজে। সময়ের সাথে সাথে অনুভূতিগুলো নতুন ডানায় ভেসে চলে এবং স্বনের খোঁজে হৃদয় গতিশীল থাকে। বাস্তব কিংবা অবাস্তব অনুভূতি আমাদের যতটা না চঞ্চল রাখে, কবিতার ছন্দগুলো ঠিক ততোটাই আমাদের সজীব রাখে। অন্ধকারের মাঝে নতুন করে আলো খোঁজার পথ আরো বেশী গতিশীল করে এবং কবিতার খাতায় ছন্দের ছন্দময় যাদুতে আবেগ প্রকাশের চেষ্টা প্রকট থাকে। চলুন তাহলে আজকের কবিতাটি পড়ি-

roses-2840743_1280.jpg

শূন্যতা বেঁধে রাখে আমায়
তার অনুভূতির যন্ত্রণায়,
পূর্ণতা আসে না হৃদয়ে
তাকে না পাওয়ার হতাশায়।

অস্থিরতায় হারায় হৃদয়
কল্পনার সকল অন্ধকারে,
ভালোবাসা যেন বিবর্ণ আকাশ
রংধনু ঢেকে থাকে কালো মেঘে।

তোমার হাসি-রূপের মায়া
হৃদয়কে রাখে চঞ্চল,
চোখ বুজলেই জাগ্রত হয়
হৃদয়ের সকল অঞ্চল।

আলো আঁধারে মিশে আছে
হৃদয়ের সকল ভাবনাগুলো,
দিবানিশি কল্পনার সাগরের জলে
ভাসছে আমার স্বপ্নগুলো।

তুমি ছিলো হৃদয়ের তারা
ভালোবাসায় রাঙানো জোছনা,
অপূর্ণতায় হারিয়ে যাওয়া চাঁদ
স্বপ্নগুলো নিঃশেষ করার রাত।



Image taken from Pixabay 1 and 2

ধন্যবাদ সবাইকে।
@hafizullah

break .png
Leader Banner-Final.pngbreak .png

আমি মোঃ হাফিজ উল্লাহ, চাকুরীজীবী। বাংলাদেশী হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। বাঙালী সংস্কৃতি ও ঐতিহ্য লালন করি। ব্যক্তি স্বাধীনতাকে সমর্থন করি, তবে সর্বদা নিজেকে ব্যতিক্রমধর্মী হিসেবে উপস্থাপন করতে পছন্দ করি। পড়তে, শুনতে এবং লিখতে ভালোবাসি। নিজের মত প্রকাশের এবং অন্যের মতামতকে মূল্যায়নের চেষ্টা করি। ব্যক্তি হিসেবে অলস এবং ভ্রমন প্রিয়।

break .png

Banner.png

Sort:  
 11 months ago 

বিরহ অনুভূতিমূলক কবিতাগুলো যেন আমার অনেক ভালো লাগে। কারণ আমি যতই কবিতা পড়ি না কেন বিরহ অনুভূতিমূলক কবিতার মধ্যে কবিতার প্রাণ খুঁজে পাই। হোক সেটা প্রেম বিরহ না হয় অন্য কোন। খুবই সুন্দর ভাবে আপনি আজকের কবিতা রচনা করে আমাদের মাঝে শেয়ার করেছেন ভাইজান, খুব ভালো লাগলো আবৃত্তি করে।

 11 months ago 

অপূর্ণ হৃদয় কবিতাটিতে অপূর্ণতা প্রকাশ পেয়েছে।কবিতার লাইনগুলো চমৎকার লাগলো।তবে আমার মনে হয় অপূর্নতাতেই সুখ।কেননা এতে করে পূর্নতা পেতে মানুষ বাঁচার আশা পায়।একজন অনুভূতি পূর্ণ মানুষ হয়ে বাঁচেন।একজন ভালো কবিও হয়ে যান।এটা একান্তই আমার ভাবনা।ধন্যবাদ ভাইয়া।

 11 months ago 

মনে যদি ভালোবাসা থাকে তাহলে এরকম কবিতা লেখা সম্ভব তবে নির্দিষ্ট একজন ভালোবাসার মানুষ থাকলে কবিতার লাইনগুলো এভাবেই ফুটিয়ে তোলা যায়। দারুন লিখেছেন ভাইয়া লাইনগুলো মন ছুয়ে গিয়েছে।

Posted using SteemPro Mobile

 11 months ago 

কথাটা একেবারে ঠিক বলেছেন ভাই প্রতিটা কবিতার পেছনে লেখকের একটা কল্পনা একটা মনোভাব থাকে। যেগুলো ফুটে উঠে ছন্দে এবং কবিতার কথায়। আমাদের হৃদয় অপূর্ণ থাকলেও পূর্ণতার খোঁজ করতে থাকে। খোঁজে আবার নতুন কাউকে। অনেক সুন্দর লিখেছেন কবিতা টা ভাই। এককথায় চমৎকার লাগল। ধন্যবাদ আমাদের সঙ্গে কবিতা টা শেয়ার করে নেওয়ার জন্য আপনাকে।।

Posted using SteemPro Mobile

 11 months ago 

ভাইয়া আপনার লেখা আবেগের কবিতা "অপূর্ণ হৃদয়" অসাধারণ কাব্যময় হয়েছে।এ যেন অন্যরকম এক কাব্যশৈলী।একবার পড়ে যখন ভালো লেগেছে তখন আরো বেশ কয়েকবার পড়লাম।এক কথায় অসাধারণ, অতুলনীয়, অনন্য♥♥

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.16
JST 0.029
BTC 63788.86
ETH 2476.31
USDT 1.00
SBD 2.66