কাঁঠালের পিঠা রেসিপি || তেলেভাজা রান্নার রেসিপি কনটেষ্ট || Bengali Food by @hafizullah

in আমার বাংলা ব্লগ3 years ago

বন্ধুরা,
আশা করছি সবাই ভালো আছো। আমার বাংলা ব্লগ এর উদ্যোগে তেলেভাজা রান্নার রেসিপি কনটেষ্টে আমি আনন্দের সাথে অংশগ্রহন করতে যাচ্ছি। আসলে এটা আমাদের জন্য দারুন একটি সুযোগ নিজের মাতৃভাষায় প্রতিযোগিতায় অংশগ্রহন করে স্টিম জেতার। তাই আমি সুযোগটি পূর্ণ ব্যবহার নিশ্চিত করতে যাচ্ছি। তবে আমি একটু ব্যতিক্রমধর্মী রেসিপি শেয়ার করবো তবে অবশ্যই এটি তেলেভাজা রেসিপি।

01.jpg

এই সময়টা আমাদের চারপাশে চমৎকার ও স্বাদের সকল মৌসুমী ফলসমূহ পাওয়া যায়। এদের মাঝে আম আর কাঁঠাল আমার কাছে সবচেয়ে বেশী পছন্দিয়। সত্যি বলতে আমার ছোট ভাই কাঁঠাল খুব বেশী পছন্দ করে না। তাই আম্মু কাঁঠালের কোষের নিংরানো জুস দিয়ে এই ভাবে পিঠা বানিয়ে ছোট ভাইকে খেতে দিতো এবং সে এই পিছা খুব পছন্দ করে। আরো একটা কথা বলে রাখি এই কাঁঠালটি আমাদের গ্রামের বাড়ীর নিজেদের গাছ হতে আনা হয়েছে।

IMG20210622143906.jpg

তাই আজ আমি আমাদের অঞ্চলে জনপ্রিয় একটি কাঁঠালের পিঠার রেসিপি আপনাদের সাথে ভাগ করে নেব। আমি আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। চলুন তাহলে কাঁঠালের চমৎকার একটি পিঠার রেসিপি দেখি-

IMG20210622150837.jpg

প্রয়োজনীয় উপকরনসমূহ-

  • কাঁঠালের রস কিংবা নিংরানো জুস
  • চালের গুড়া
  • আটা
  • চিনি
  • পানি ও
  • তৈল।

IMG20210622150539.jpg
কাঁঠালের কোষের নিংরানো জুস

IMG20210622150555.jpg
চালের গুড়া

IMG20210622150609.jpg
সাদা আটা

IMG20210622150619.jpg
সাদা চিনি

প্রস্তুত প্রণালী-

কাঁঠালের পিঠা বানানোর পদ্ধতিটি খুবই সহজ, তবে সকল ক্ষেত্রেই কিছুটা সতর্কতার সব কিছু সম্পন্ন করা জরুরী, না হলে সকল পরিশ্রম পন্ড হতে পারে।

পর্ব-১
IMG20210622150944.jpg

প্রথমে এই রকম একটি মাঝারি সাইজের বোল নিবো, যাতে সকল উপাদানগুলোর সংমিশ্রন ঘটানো যায় এখানে।

পর্ব-২
IMG20210622151023.jpg

IMG20210622151023.jpg

IMG20210622151055.jpg

তারপর সেই বোলে আটা, চালের গুড়া, কাঁঠালের জুস এবং চিনি ঢালবো।

পর্ব-৩
IMG20210622151414.jpg

IMG20210622151805.jpg

IMG20210622182110.jpg

অল্প কিছু পরিমানে পানির মাধ্যমে পাতলা একটি পেষ্ট তৈরী করবো। তবে সেটি যেন খুব বেশী পাতলা না সেদিকে লক্ষ্য রাখতে হবে।

পর্ব-৪
IMG20210622181013.jpg

এখন একটি প্যান চুলার উপর দিয়ে সেখানে কিছু পরিমান তৈল দিয়ে সেটিকে গরম কররো। তবে তৈল এর পরিমান কিছুটা বেশী হতে হবে না হলে পিঠাগুলো সুন্দরভাবে ভাজা যাবে না।

পর্ব-৫
IMG20210622183015.jpg

IMG20210622183112.jpg

এরপর পূর্বে সকল উপাদানের সমন্বয়ে তৈরী করে রাখা পেষ্টগুলো হতে একটি চামচের মাধ্যমে অল্প অল্প পরিমানে গরম তেলের উপল ঢালবো। তবে সেগুলো যেন খুব বেশী বড় কিংবা ছোট সাইজের না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে।

পর্ব-৬
IMG20210622183558.jpg

IMG20210622184732.jpg

এরপর আমাদের কিছুটা সময় অপেক্ষা করতে হবে। কারন এগুলো ভালোভাবে ভাজার আগ পর্যন্ত নামানো যাবে না। পিঠাগুলোর রং যখন কিছুটা বাদামী হবে উঠবে তখন এগুলো নামিয়ে ফেলবো এবং অন্য একটি পাত্রে নিবো।

চূড়ান্ত পর্ব-৭

IMG20210622183735.jpg

02.jpg

উপরের চিত্রে লক্ষ্য করুন পিঠাগুলোর রং খুব সুন্দরভাবে ফুটে উঠেছে মানে এগুলো এখন খাওয়ার জন্য প্রস্তুত, তাই আমরা এগুলোকে চুলা হতে নামিয়ে অন্য একটি পাত্রে নিয়েছি। এখন গরম গরম এগুলো স্বাদ চেক করার সময়।

04.jpg

05.jpg

আমি এবং আমাদের পরিবারের সবাই এই ধরনের কাঁঠালের পিঠা খুবই পছন্দ করি। আপনি অবস্থান কোথায়? কখনো কি চেক করেছেন এই ধরনের পিঠার স্বাদ? যদি না টেষ্ট করে থাকেন, তবে অবশ্যই চেক করে দেখুন। কথা দিচ্ছি ভালো লাগবে।

এই রেসিপিটি আমার বাংলা ব্লগ কমিউনিটির কনটেষ্টের জন্য প্রস্তুত করা হয়েছে। আপনি চাইলে তেলেভাজা যে কোন রেসিপি বাংলায় শেয়ার করতে পারেন। নিচে কনটেষ্টের লিংক শেয়ার করা হলো-
https://steemit.com/hive-129948/@amarbanglablog/5w1nwx

এটি আমার নিজের রেসিপি এবং সবগুলো ফটোগ্রাফি আমার নিজের অরিজিনাল।

ধন্যবাদ সবাইকে।
@hafizullah

222.jpg

text15.png

আমি মোঃ হাফিজ উল্লাহ, চাকুরীজীবী। বাংলাদেশী হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। বাঙালী সংস্কৃতি ও ঐতিহ্য লালন করি। ব্যক্তি স্বাধীনতাকে সমর্থন করি, তবে সর্বদা নিজেকে ব্যতিক্রমধর্মী হিসেবে উপস্থাপন করতে পছন্দ করি। পড়তে, শুনতে এবং লিখতে ভালোবাসি। নিজের মত প্রকাশের এবং অন্যের মতামতকে মূল্যায়নের চেষ্টা করি। ব্যক্তি হিসেবে অলস এবং ভ্রমন প্রিয়।
text15.png

Sort:  
 3 years ago 

ভাইরে ভাই, আপনি ভালো কিছু ডিজার্ভ করেন। কারণ যেভাবে পোস্ট তৈরী করেছেন একদম ফাটিয়ে দিয়েছেন। শুভকামনা রইল আপনার জন্য। তবে পিঠাটা আমার কাছে ভালো লেগেছে ।

কাঁঠাল পিঠা আমার খুব পছন্দের একটি পিঠা আমার খুব ভালো লাগে খেতে। আপনার পিঠার ছবি দেখে আমাকে খেতে ইচ্ছে করতেছে। ধন্যবাদ ভাইয়া অনেক সুন্দর একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

Your post has been upvoted by Steem Sri Lanka Community Curation Trail.

Steem Sri Lanka Discord Channel

✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵

Join With
steem-sri.lanka
Curation Trail For Better Curation Rewards

 3 years ago 

আমি আগে কখনই শুনিনি কাঁঠাল দিয়ে এত সুন্দর পিঠা বানানো যায়।দাদা পিঠাগুলি দেখেই খেতে মন চাইছে।আমিও একদিন চেষ্টা করে দেখবো।

Congratulations, your post has been upvoted by @dsc-r2cornell, which is the curating account for @R2cornell's Discord Community.

Manually curated by @jasonmunapasee

r2cornell_curation_banner.png

 3 years ago 

ভাইয়া আমিও জানতাম না কাঠাঁল দিয়ে পিঠা বানানো যায়।

Coin Marketplace

STEEM 0.15
TRX 0.12
JST 0.026
BTC 56095.11
ETH 2533.38
USDT 1.00
SBD 2.23