টক ঝাল আমড়ার ভর্তা রেসিপি || Bengali Recipe by @hafizullahsteemCreated with Sketch.

in আমার বাংলা ব্লগ9 months ago

IMG20230929120940_01.jpg

হ্যালো বন্ধুরা,

কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো এবং সুস্থ্য আছেন। যদিও চারপাশে এখন অনেকেই অসুস্থ্য, অনেকের কারনে এখনো মন চিন্তিত কারন পরিবেশ পরিবর্তনের এই সময়টা বেশ আতংকময় হয়ে থাকে। তবুও আশা এবং দোয়া করছি সবাই সুস্থ্য এবং ভালো থাকুন। আসলে আমাদের দেশের যে পরিবেশ মাঝে মাঝে মনে হয় দোয়া ছাড়া আমাদের বোধহয় আর কিছুই করার নেই, কারন চাইলেও আমরা কাউকে প্রয়োজনে সহযোগিতা করতে পারি না। পরিবেশ এবং পরিস্থিতি আমাদের অনেকটা যেন বন্দি করে রাখে।

যাক সেসব কথা বাদ, অতি বৃষ্টিতে আমরা যেমন ভাজা পুড়া কিছু খেতে পছন্দ করি, ঠিক তেমনি অতি গরমের মাঝেও আমরা টক কিংবা ঝাল জাতীয় কিছু খেতে পছন্দ করি। আসলে আর যাইহোক খাবার ও রুচির ব্যাপারে বাঙালীর কোন বিকল্প নেই, এটা আমি বেশ বুঝতে পারছি হি হি হি। বাঙালীতো কেমন জানি সব বুঝে ফেলি এবং নিজেও চেষ্টা করি স্বাদের মাত্রাটা ঠিক ভাবে ধরে রাখার। তাই মাঝে মাঝে বৃষ্টির মান সম্মান যেমন ধরে রাখার চেষ্টা করি, ঠিক তেমনি উষ্ণতার সম্মানহানীও কখনো করি না হি হি হি। আজকে আপনাদের সাথে টক ঝাল একটা রেসিপি শেয়ার করবো, এটা দারুণ স্বাদের আমড়ার রেসিপি। চলুন তাহলে দেখি-

IMG20230929120049_01--.jpg

প্রয়োজনীয় উপকরণঃ

  • আমড়া
  • তেঁতুল
  • কাঁচা মরিচ
  • ধনিয়া পাতা
  • চিনি
  • বিট লবন
  • সাদা লবন

প্রস্তুত প্রণালীঃ

IMG20230929120115_01.jpg

IMG20230929120617_01.jpg

প্রথমে আমড়াগুলোর ছোকলা ছাড়িয়ে নিয়েছি তারপর একটা গ্রেটার এর সাহায্যে আমড়াগুলোকে সুন্দর করে গ্রেট করে নিয়েছি। না না না অসুন্দর গ্রেট হলেও কোন সমস্যা নেই হি হি হি।

IMG20230929120659_01.jpg

IMG20230929120714_01.jpg

তারপর প্লেটের এক পাশে সাদা লবন, বিট লবন, কাঁচা মরিচ, ধনিয়া পাতা কুচি ও নিয়েছি এবং সেগুলোকে হাত দিয়ে ভালোভাবে ডলে নিয়েছি।

IMG20230929120730_01.jpg

IMG20230929120734_01.jpg

এরপর সেগুলোর সাথে তেঁতুল নিয়েছি এবং পুনরায় সেগুলোকে মিক্স করেছি। তারপর গ্রেট করে রাখা আমড়াগুলোকেও এই মিশ্রণের সাথে ভালোভাবে মিক্স করে নিয়েছি।

IMG20230929120800_01.jpg

IMG20230929120909_01.jpg

দেখুন এখন মিশ্রণটি দেখতে কেমন হয়েছে? খবরদার দেখিয়েন আবার জীবে যেন জল না চলে আসার হা হা হা। তেঁতুল দেয়াতে সত্যি দারুণ হয়েছিলো খেতে।

ধন্যবাদ সবাইকে।
@hafizullah

break .png
Leader Banner-Final.pngbreak .png

আমি মোঃ হাফিজ উল্লাহ, চাকুরীজীবী। বাংলাদেশী হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। বাঙালী সংস্কৃতি ও ঐতিহ্য লালন করি। ব্যক্তি স্বাধীনতাকে সমর্থন করি, তবে সর্বদা নিজেকে ব্যতিক্রমধর্মী হিসেবে উপস্থাপন করতে পছন্দ করি। পড়তে, শুনতে এবং লিখতে ভালোবাসি। নিজের মত প্রকাশের এবং অন্যের মতামতকে মূল্যায়নের চেষ্টা করি। ব্যক্তি হিসেবে অলস এবং ভ্রমন প্রিয়।

break .png

Banner.png

|| আমার বাংলা ব্লগ-শুরু করো বাংলা দিয়ে ||

break .png
standard_Discord_Zip.gif

>>>>>|| এখানে ক্লিক করো ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য ||<<<<<

break .png

Posted using SteemPro Mobile

Sort:  
 9 months ago 

ভাইয়া কি যে করেন না। এমন করে আমড়ার ভর্তা করে চোখের সামনে ঝুলালেন যে দেখে আর জিভের জল ধরে রাখতে পারছি না। বার বার শুধু জল গিলতে হচেছ। অনেক সুন্দর করে ঝাল ঝাল ভর্তা করলেন আর আমাদের জিভে জল আসার জন্য পোস্ট করে দিলেন। বেশ স্বাদ হয়েছিল তাই না?

 9 months ago 

বিভিন্ন সময় বিভিন্ন ধরনের খাবারের স্বাদ নেয়াটাই বাঙালির কাজ। গরমের সময় সবাই টক জাতীয় খাবার খেতে পছন্দ করে আপনি আজকে আমরা টক-জাল দারুন ভর্তা রেসিপি করেছেন। এই ধরনের টক জাতীয় খাবার দেখলেই জিহ্বায় জল চলে আসাটাই স্বাভাবিক ভালো লাগলো।

Posted using SteemPro Mobile

 9 months ago 

ভাই আপনি আজকে আমাদের মাঝে শেয়ার করেছেন টক ঝাল আমড়ার ও তেঁতুল ভর্তা রেসিপি। আপনার তৈরি রেসিপি দেখে সত্যি ভাই জিভে জল চলে এসেছে। আসলে আমরা ভর্তা রেসিপি আগে কাউকে খেতে দেখিনি। দারুন ইউনিক পদ্ধতিতে আপনি আজকের রেসিপি তৈরি করে শেয়ার করেছেন। রেসিপি খেতে সব থেকে বেশি ভালো লাগবে কারণ আপনি ভর্তার সময় ধনিয়া পাতা দিয়েছে। ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 9 months ago 

বাহ! চমৎকার এমন একটি ইউনিক পোস্ট শেয়ার করার জন্য আপনাকে প্রথমে জানাই ধন্যবাদ। আসলে ভাইয়া আমড়া মাখিয়ে বা রান্না করে খেলে অনেক স্বাদ লাগে। তবে আপনি দেখছি আমড়া ভর্তা করেছেন দেখে তো লোভ সামলাতে পারছি না। আর মনে হচ্ছে এই ঝাল দেওয়া আমড়ার ভর্তাটি খেতে খুবই মজাদার হয়েছে। তবে দুঃখের বিষয় দেখেই যাচ্ছি কিন্তু খেতে পারলাম না। তাই পার্সেল করে পাঠিয়ে দিতে ভুলবেন না 😆। ধন্যবাদ

 9 months ago 

টক ঝাল আমড়ার ভর্তা রেসিপি দেখে সুস্বাদু মনে হচ্ছে তাই খেতে ইচ্ছা করছে। আপনার এই রেসিপি একদম ইউনিক মনে হচ্ছে তাই রেসিপি পরিবেশন অসাধারণ লেগেছে আমার।

Posted using SteemPro Mobile

 9 months ago 

সত্যি জিভে চলে এল ভাইয়া, আহা খেতে পারলে ভালো লাগতো। এমন আচারও কেউ মিস করে 🙆‍♂️। গরমের মাঝে টক বা ঝাল জাতীয় কিছু খেতে পারলেও ভালো লাগে। তেতুল দেয়াতে স্বাদটা বেড়ে গিয়েছে কয়েকগুণ 😍

 9 months ago 

আসলে মাঝে মাঝে এরকম টক ঝাল খাবার খেলে মনে হয় যে মুখের রুচিটা আরো বেড়ে যায়। যাইহোক আমি প্রথমে দেখে তো ভেবেছিলাম এটা অন্য কোন খাবার হবে হয়তোবা পরে দেখি এটা আমড়া ভর্তা। যাইহোক ধন্যবাদ ভাই আপনাকে এই মুখরোচক রেসিপিটি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 9 months ago 

ভাইয়া আপনি জিভে জল আনা টক ঝাল মিষ্টি আমড়ার ভর্তা রেসিপি শেয়ার করেছেন।রেসিপি দেখে মনে হচ্ছে খেতে খুব ভালো ছিল।রেসিপি তৈরির প্রক্রিয়া শুরু থেকে শেষ পর্যন্ত গুছিয়ে উপস্থাপন করেছেন। এটা দেখে যে কেউ সহজেই রেসিপিটি তৈরি করে নিতে পারবেন।ধন্যবাদ সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 9 months ago 

এমন রেসিপি দেখলে জিভে জল না এসে পারা যায় না।আমার খুব পছন্দের দুটি খাবার টক আর ঝাল।দুটো একই সাথে দেখে লোভ সামলানো দায়।আপনি আমড়া কুচি করলেন,মরিচ লবন,বিট লবন,ধনিয়া পাতা কুচি দিলেন।আবার তেঁতুল দিলেন ভাইয়া এখন তো আর না খেয়ে পারাই যাবেনা।কাল ই আমড়া আনবো আর তেঁতুল বাসায় আছে। কাল না খেয়ে পারা যাবে না।রাতে আবার ভাবতে ভাবতে স্বপ্নে দেখি কিনা তা আল্লাহই ভালো জানেন।

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.13
JST 0.030
BTC 63526.15
ETH 3387.82
USDT 1.00
SBD 2.56