আমার বাংলা ব্লগ- সাপ্তাহিক হ্যাংআউট রিপোর্ট-১৩৭ || ABB Weekly Hangout Report-137

in আমার বাংলা ব্লগ7 months ago

Hangout Format 137.png

ভূমিকাঃ

“আমার বাংলা ব্লগ”- এখন শুধু একটি কমিউনিটির নাম না বরং সকলের নিকট জনপ্রিয় মাধ্যম, নিজের ভাষায় আবেগ, অনুভূতি ও ভালোবাসা প্রকাশের। দিন দিন যার জনপ্রিয়তা বৃদ্ধি পাচ্ছে এবং শীর্ষে উঠে আসছে র‌্যাংকিং এ। আসলে আমার বাংলা ব্লগ এর যাত্রা শুরু হয় মাতৃভাষায় মনের ভাব প্রকাশে স্টিম ব্লকচেইন এ সুযোগ সৃষ্টি করার লক্ষ্য নিয়ে। পুরো পৃথিবীতে ছড়িয়ে থাকা বাংলা ভাষাভাষী কমিউনিটিকে এক প্লাটফর্মে নিয়ে আসা এবং পারস্পরিক সম্পর্ক সৃষ্টির মাধ্যমে ভাষার প্রতি ভালাবাসা সৃষ্টি করা এবং নিজেদের বন্ধনকে আরো মজবুত করা। আমাদের বিশ্বাস আমরা খুব দ্রুততম সময়ের মাঝে আমাদের লক্ষ্যে পৌঁছাতে সক্ষম হবো। আমার বাংলা ব্লগ কমিউনিটিতে এখন পর্যন্ত ৭১৩৫ জন সদস্য হয়েছেন এবং বর্তমান এ্যাকটিভ পোষ্টের সংখ্যা ১৩৮।

হ্যাংআউট-১৩৭

আমার বাংলা ব্লগের এ্যাডমিন @shuvo35 ভাই যথারীতি সময় হওয়ার সাথে সাথে চলে আসেন। তারপর উপস্থিত সকলের সাথে শুভেচ্ছা বিনিময় করেন এবং সকলের অবস্থান জানতে চান। হ্যাংআউটে পুরো সপ্তাহ নিয়ে আলোকপাত করা হয়, অনেক কিছুর আপডেট শেয়ার করার চেষ্টা করা হয়, আজ অবশ্য অনেকগুলো সেগমেন্ট থাকবে তাই সকলের উচিত মনোযোগ সহকারে সব কিছু শুনা। কিছু বিষয়ে সকলের দৃষ্টি আকর্ষণ করেন এবং তাকে যথাযথভাবে সহযোগিতা করার আহবান জানান। এরপর সময় হওয়ার সাথে সাথে সবাইকে স্বাগতম জানিয়ে হ্যাংআউটের মূল পর্ব শুরু করেন।

এরপর কথা বলি আমি @hafizullah, যথারীতি সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার বাংলা ব্লগের ১৩৬তম সাপ্তাহিক হ্যাংআউটে। এই সপ্তাহে যে সকল ইউজার আমার অধীনে ছিলেন ছোটখাটো কিছু সমস্যা বাদে সবই ভালো ছিলো। তিনজন বাদে বাকিদের এ্যাক্টিভিটিস ভালো ছিলো, তবে ডিসকর্ডের এনগেজমেন্ট আরো একটু বৃদ্ধি করা প্রয়োজন। আমরা বার বার যে কথাটা বলি সেটা হলো, এনগেজমেন্ট এর ধারাবাহিকতা ধরে রাখার জন্য। এবিবি স্কুলের কিউরেশন দুইদিন বন্ধ থাকার কারনে হয়তো অনেকেই কাংখিত সংখ্যক সাপোর্ট পান নাই। যোগ্যদের যথারীতি সুপার এ্যাকটিভ তালিকায় জায়গা দেয়ার চেষ্টা করেছি। আশা করছি এ্যাকটিভিটিসের এই ধারাবাহিকতা বজায় থাকবে। ধন্যবাদ সবাইকে।

এরপর কথা বলেন আমার বাংলা ব্লগের এক্সিকিউটিভ এ্যাডমিন @winkles ভাই, শুরুতেই তার অধীনে থাকা এ্যাকটিভ ইউজারদের নিয়ে কথা বলেন। এই বিগত দুই সপ্তাহ যাবত যারা তার অধীনে ছিলেন এই সপ্তাহে তাদের পোষ্ট কোয়ালিটি ঠিক থাকলেও ডিসকর্ড এনগেজমেন্ট খুবই খারাপ ছিলো, এই সপ্তাহে আগের তুলনায় আরো ডাউন হয়েছে অনেকেরই। প্রতি সপ্তাহে এগুলো বলা হয় কিন্তু কথা শুনেন না আপনারা, এগুলো ঠিক করতে অনুরোধ করেন। আরো একটা বিষয়ে কথা বলেন, তিনি ম্যানুয়ালী চেক করে দেখেছেন অনেকেই ডাউনভোট দিচ্ছেন, এটা ঠিক না এতে একটা বিরূপ প্রতিক্রিয়া তৈরী হতে পারে। যদিও স্টিমিটি সার্ভারে সমস্যা চলছে , হয়তো অনেক সময় ভোট দেয়ার পরও সেটা বুঝা যায় না, তাই সবাইকে স্টিমওয়ার্ল্ড এ গিয়ে চেক করতে অনুরোধ করেন এবং ডাউনভোট এর ব্যাপারে সতর্ক হওয়ার অনুরোধ করেন।

Untitled-000.png

তারপর কথা বলেন আমার বাংলা ব্লগের এ্যাডমিন @nusuranur আপু, @maksudakawsar আপনার ডিজিটাল আর্ট গুলোর কোয়ালিটি আরো বৃদ্ধি করতে হবে। @nevlu123 আপনার কমেন্ট মনিটরিং টিম থেকে প্রাপ্ত মার্ক্স কম ছিলো। তবে যে কারণে আপনাকে এবার টায়ারে রাখতে পারিনি। তার কারণটি হলো আপনার ডিস্কোর্ড এংগেজমেন্ট একেবারেই ছিলোনা। @razuan12, @bdhero, @titash, @md-razu, @razuahmed আপনার একটিভিটিস জিরো। আশা করছি একটিভিটিস বৃদ্ধি করবেন। @maksudakawsar, @naimuu, @rahnumanurdisha, @isratmim আপনাদের ডিস্কোর্ড এংগেজমেন্ট খুবই লো ছিলো। বৃদ্ধি করতে হবে।

আমি আপাতত নাম উল্লেখ করছি না, কিন্তু আমি কয়েকজনকে সাজেস্ট করবো যারা অনু কবিতা লিখেন। আপনারা অনু কবিতার সেক্টর টি বাদ দিলেই বেশি ভালো হয়। কারণ আপনাদের অনু কবিতাগুলো এতই ছোট হয় যে পুরো পোস্টটিকে একসাথে একত্রে করলে আসলে ৩০০ শব্দ হওয়াটা খুব মুশকিলের হয়ে যায়। এবং সে কারণে আপনাদের নমিনেশন টাও কম করা হয়। আর আপুদের কোনো ব্যক্তিগত সমস্যা থাকলে আমার সাথে সরাসরি ডিএম এ যোগাযোগ করতে পারবেন, ধন্যবাদ।

এরপর কথা বলেন কমিউনিটির অ্যাডমিন (রেগুলেটরি কমপ্লায়েন্স) @rex-sumon সুমন ভাই, এই সপ্তাহে কমিউনিটিতে উল্লেখ্যযোগ তেমন কোন কিছু ছিলো না, মোটামুটি পরিবেশ ভালো ছিলো। তবে একটা বিষয়ে সকলের দৃষ্টি আকর্ষণ করেন, যখন এবিবি স্কুল ছিলো না তখন হাতে গুনা কিছু ইউজার ছিলেন যারা নিজেরাই বলতে পারবেন কতটা উন্নতি হয়েছে, তাদের কোন উন্নতি নেই, কোন মার্ক ডাউন ব্যবহার নেই পোষ্টের মাঝে। শুধুমাত্র তিন চার প্যারা লিখেই পোষ্টটি শেষ করে দেন। অনেকটা এমন যে ঘর করে রং না করলে যেমনটা দেখায়। একটু চেষ্টা করলেই হয়তো পোষ্টটি আরো একটু সাজিয়ে উপস্থাপন করা যায়, দেখতেও ভালো লাগে। আর পাওয়ার আপ প্রতিযোগিতার ফলাফলে একটু সমস্যা হয়েছে, একজন ডিএম করে জানিয়েছেন, একটু পরেই সেটা সমাধান করা হবে।

কমিউনিটির এ্যাডমিন (সোশ্যাল মিডিয়া এবং মার্কেটিং) @shuvo35 শুভ ভাই কথা বলেন এরপর, শুরুতেই আরিফ ভাইয়ের অসুস্থ্যতার কথা জানান, শুভ ভাই তার সুস্থতা কামনা করেন। সবার জায়গা হতে আরিফ ভাইয়ের জন্য প্রার্থনা করতে অনুরোধ করেন। তারপর প্রমোশন নিয়ে কিছু কথা বলেন, গতানুগতিক ধারাবাহিকতা একটু বজায় রাখার চেষ্টা করতে বলেন, টুইটার এর বিষযটি কাউন্ট করা হয় বুধবার হতে বুধবার পর্যন্ত। এই সপ্তাহে ১৬৭টি টুইট করা হয়েছে, এর বাহিরেও অনেকেই টুইট করেন, সেগুলোও শুভ ভাই দেখার চেষ্টা করেন এবং রিএ্যাক্ট দিয়ে থাকেন।

বুধবার হতে পরের বুধবার সন্ধ্যা পর্যন্ত সবাইকে চেষ্টা করতে বলেন কাংখিতভাবে এ্যাকটিভ থাকার। সব দিক বিবেচনায় কমপক্ষে সাতটি টুইট করার। সাতের উপরে হলে সমস্যা নেই কিন্তু নিচে হলে সেটা কাউন্ট হবে না। বটের ফলাফল অনুযায়ী সব কিছু বিবেচনা করা হয়। এবার মোট ৩৩জন ইউজার এ্যাকটিভ ছিলেন আর ১৩জন ছিলেন কাংখিত পর্যায়ে। এই সপ্তাহের বিজয়ী হলেন ঐশী। ফেসবুকে যারা ক্রমাগত কাজ করে যাচ্ছেন তাদের ধন্যবাদ জানান এবং ধারাবাহিকতা ধরে রাখতে অনুরোধ করেন।

Untitled-0001.png

এরপর কমিউনিটির মডারেটরগণ কথা বলেন, প্রথমে বলেন @rupok ভাই, এই মুহূর্তে লেভেল ফোরে একজন মেম্বার রয়েছেন। তিনি মোটামুটি পোস্ট করে চলেছেন। তবে তার প্রতি আমার পরামর্শ থাকবে আপনি রেগুলার পোস্ট করার চেষ্টা করবেন। সেই সাথে কমেন্ট এবং ডিসকর্ডেও এনগেজমেন্ট বজায় রাখবেন। কারণ আর কিছুদিন পরে আরো কিছু মেম্বার হলে তখন লেভেল ফাইভ এর পরীক্ষা নেয়া হবে। তখন আপনি ভেরিফাইড মেম্বার হওয়ার সুযোগ পাবেন। সেই সময় আপনার এই অ্যাক্টিভিটিস গুলোর মূল্যায়ন করা হবে।

কমেন্ট মনিটরিং নিয়ে বলতে চাই এ সপ্তাহে যাদের কমেন্ট দেখেছি দুই তিন জন বাদে বাদবাকি মোটামুটি সবার কমেন্ট ভালো ছিলো। তবে শুভ ভাই যে কথাটা বললেন সেটা আমিও খেয়াল করে দেখেছি। কিছু কিছু মেম্বার প্রতিদিন কমেন্ট না করে দু একদিন বেশি কমেন্ট করে বাদ বাকি দিন দুটো একটা করে কমেন্ট করছেন। তো এই ধরনের কর্মকাণ্ড আমরা ভালো চোখে দেখি না। আশা করি আপনারা এই ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকবেন।

এরপর কমিউনিটির মডারেটর @kingporos ভাই বলেন, নমস্কার! প্রথমেই টেম্পোরারি ইন্যাক্টিভ লিস্ট নিয়ে কয়েকটা কথা বলবো। এসপ্তাহে শুধুমাত্র Santa14 ম্যাডামকে এক্টিভ লিস্টে পাঠানো হয়েছে। বাকি কোনো সদস্যকে পাঠানো সম্ভব হয়নি emonv, mdemaislam00 ও steem-for-future তিনজনকে বলবো আপনারা পোস্ট করছেন ঠিকই তবে কমিউনিটি এনগেজমেন্ট খুবই কম। আপনারা যদি সেটা ঠিক করতে পারেন তাহলেই আপনাদের এক্টিভ লিস্টে পাঠানো সম্ভব হবে। এইবার লেভেল ২ নিয়ে কিছু কথা বলবো। লেভেল 2 এর ভাইবা খুব তাড়াতাড়ি নেওয়া হবে। লেভেল ২ এর ক্লাস করা সদস্যরা আ্যনাউনসমেন্ট এর দিকে খেয়াল রাখবেন।

এরপর কমিউনিটির মডারেটর @ayrinbd আপু বলেন, এই মুহূর্তে আমার আন্ডারে মাত্র তিনজন ইউজার আছেন তিনজনের মধ্যে দুইজন গেস্ট ব্লগার আর একজন নিউ মেম্বার। তাই দুইজন নিয়ে তো ক্লাস করা সম্ভব না ইউজার আসার পরেই হচ্ছে আমরা ডিসিশন নেব কখন লেভেল ওয়ানে ক্লাস নেয়া যায়। আরেকটি বিষয় আপনাদেরকে ক্লিয়ারলি বলি এই উইকে একসাথে ছয়টি ভেরিফিকেশন পোস্ট এসেছিল প্রত্যেক পোষ্টের সেইম ধরন ছিল, আপনারা যদি কেউ নিয়মাবলী রেফার করে থাকেন তবে অবশ্যই তার পোস্টে আপনার নাম উল্লেখ করতে বলবেন, পরে যদি ক্লাসে এসে বলেন যে আমি তাকে চিনি বা আগে থেকে চিনতাম জানতাম এই ধরনের কথাবার্তা বললে কিন্তু আমি ওই মেম্বারকে কোন ভাবেই একসেপ্ট করব না।

আপনাদের কোন সমস্যা থাকলে বা কোন কিছু জানার থাকলে অবশ্যই আগের টিকিট অপশনে গিয়ে একটি টিকিট ক্রিয়েট করবেন কারো সাথে ডিএমএ আলাপ আলোচনা করবেন না। কারণ ডি এম এ কথা বলা নিয়ে আমাদের কমিউনিটি ফাউন্ডার কিছুদিন আগে কিছু কথা বলেছিলেন তো আপনাদেরকে আগে থেকে সতর্ক করছি।আর জেনারেল ডিসকাশনে আপনারা যারা চ্যাটিং করেন আপনাদেরকে বলব অবশ্যই অবশ্যই নিজের জায়গায় নিজের সম্মান ধরে রাখার চেষ্টা করবেন এমন কোন ইমোজি বা এমন কোন বিষয় নিয়ে আলোচনা করবেন না যা Discord এর পরিবেশ নষ্ট করতে পারে।

Untitled-000123.png

এরপর শুভ ভাই ফিরে আসেন, তারপর কমিউনিটির মডারেটর @tangera তানজিরা ম্যাডামের কথা লিখে প্রকাশ করতে অনুরোধ করেন। আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, আশা করি সকলেই ভালো আছেন।আজকে তেমন কিছুই বলার নেই, শুধু কনটেস্টের বিষয়ে একটু বলছি। ২ সপ্তাহ বাড়ানোর পরও তেমন কোন পার্টিসিপেট বৃদ্ধি পাইনি। যাইহোক তারপরও আমরা অনেক সন্তুষ্ট। খুবই চমৎকার চমৎকার সব কার্ডগুলো আমরা দেখতে পেয়েছি। যারা উইনার হয়েছেন তাদেরকে অনেক অনেক অভিনন্দন। আর যারা হতে পারেননি, হতাশ হওয়ার কোনো কারণ নেই, নেক্সট টাইম আরও অনেক ভালো ভালো সুযোগ আপনাদের জন্য আসবে। এটিই ছিল বলার , ধন্যবাদ সকলকে।

যেহেতু পারিবারিক অনুষ্ঠানের কারনে দাদা বাহিরে আছেন এবং আজকের হ্যাংআউটে সংযুক্ত হতে পারেন নাই সেহেতু শুভ ভাই কমিউনিটির মডারেটর @tangera তানজিরা ম্যাডামকে দাদার পক্ষ হতে বেষ্ট ব্লগার এবং ফাউন্ডার চয়েস এর নাম ঘোষণা করতে অনুরোধ করেন। এরপর তানজিরা ম্যাডাম এই সপ্তাহের বেষ্ট ব্লগার অব দ্যা উইক এর নামগুলো ঘোষণা করেন। তারা হলেন, @ronggin, @mohinahmed এবং @tasonya এছাড়াও ফাউন্ডার'স চয়েস বিজয়ী হলেন @aongkon

এরপর ফাউন্ডার'স চয়েস নিয়ে প্রসঙ্গক্রমে আমার বাংলা ব্লগের এ্যাডমিন @nusuranur আপু কথা বলেন এবং সকলের দৃষ্টি আকর্ষণ করেন, বিশেষ করে যারা ফাউন্ডার চয়েস হন তাদেরকে পোষ্টের নিচে ফুটার ব্যবহার করার অনুরোধ করেন। কারন এটা নিয়ে দাদাকে একটা পোষ্ট লিখতে হয়, ফুটার না থাকলে ইউজার সম্পর্কে তথ্য সংগ্রহ করতে কষ্ট হয়। এই প্রসঙ্গে শুভ ভাইও সকলের দৃষ্টি আকর্ষণ করেন এবং ফুটার ব্যবহার করার গুরুত্ব উপস্থাপন করেন। আশা প্রকাশ করেন সবাই এই ব্যাপারে আরো বেশী যত্নশীল হবেন।

এরপর শুভ ভাই ফিরে আসেন এবং প্রমোশনাল কথাবার্তা শুরু করেন। এবিবি স্কুল নিয়ে কথা বলেন, যারাই স্কুলে থাকবেন সবাইকে এবিবি স্কুলকে ৫% বেনিফিশিয়ারি দিতে হবে এবং বাধ্যতামূলকভাবে সাইফক্সকে ১০% বেনিফিশিয়ারি দিতে হবে, যত দিন এবিবি স্কুলে থাকবেন ততদিন এটা করতে হবে। এরপর বলেন আমাদের তিনটি ডেলিগেশন প্রজেক্ট রয়েছে, সেগুলো কি কি তা উপস্থাপন করেন। প্রথমে হিরোইজম নিয়ে কথা বলেন, এটা বিশ্বব্যাপী ডেলিগেশন প্রজেক্ট, ডেলিগেশন করলে প্রতিদিন সাপোর্ট পাওয়া যাবে এবং প্রতি সপ্তাহে কিউরেশন রিওয়াডর্স পাবেন। তারপর সবাই সাপোর্ট পাচ্ছেন কিনা সেটা জানতে চান সবার কাছে। তারপর এবিবি কিউরেশন নিয়ে কথা বলেন, নিশ্চিত সাপোর্ট পেতে চাইলে এবিবি কিউরেশন এ ডেলিগেশন করতে বলেন। মিনিমাম ৩০০ এসপি ডেলিগেশন করতে হবে নিয়মিত সাপোর্ট পেতে চাইলে, এরপর নিয়মিত ডেলিগেশন বৃদ্ধি করতে অনুরোধ করেন। কোন ধরনের পোষ্টে এবিবি কিউরেটশন সাপোর্ট দেয় না সেটাও স্মরণ করিয়ে দেন।

এরপর কথা বলেন নিক্সি প্রজেক্ট নিয়ে, সবার কাছে নিক্সি সম্পর্কে জানতে চান। তারপর বলেন এটা আমাদের ফাউন্ডারের যৌথ প্রজেক্ট। যাদের বাড়তি কিছু এসপি আইডল রয়েছে তারা এখানে ডেলিগেশন করতে পারেন, এরপর নিক্সি নিয়ে বিস্তারিত তথ্য উপস্থাপন করেন। রেগুলার পোষ্ট করতে না পারলেও রিওয়াডর্স পাওয়া যাবে এখান হতে । তারপর কথা বলেন এবিবি চ্যারিটি নিয়ে, প্রতি বুধবার রিমাইন্ডার দেয়ার চেষ্টা করেন, মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য। এবিবি চ্যারিটির নিয়ম প্রসঙ্গে বলেন, কমিউনিটির কো ফাউন্ডার সেগুলো তৈরী করেছেন । তারপর যে কেউ চাইলে এখানে ডোনেশন করতে পারেন, লিকুইড স্টিম অথবা বেনিফিশিয়ারির মাধ্যমে। এরপর নতুন ফান্ড রাইজিং পোষ্ট নিয়ে কথা বলেন এবং সবাইকে যথাসম্ভব সহযোগিতা করার আহবান জানান।

Untitled-000123.png

এরপর ইউটনেস নিয়ে কথা বলেন কারা কারা ভোট দিয়েছেন সেটা জানতে চান। তারপর এবিবি পিন পোষ্ট নিয়ে কথা বলেন, পিন পোষ্ট নিয়ে বিস্তারিত তথ্য উপস্থাপন করেন। অনেকেই কমিউনিটি সম্পর্কে অনেক কিছু জানতে চান, তাদেরকে পিনড পোষ্টগুলো পড়ার অনুরোধ করেন, কমিউনিটির গুরুত্বপূর্ণ সকল পোষ্ট রয়েছে এখানে। এরপর কথা বলেন এবিবি ফিচারড পোষ্ট নিয়ে, আমরা আপনাদের পোষ্ট হাইলাইট করার চেষ্টা করছি এবং কোয়ালিটির সাথে সাথে আপনাদেরকেও হাইলাইট করার চেষ্টা করছি। ইতিমধ্যে দাদা ঘোষণা দিয়েছেন, যাদের পোষ্ট ফিচারড এ জায়গা পাচ্ছে তাদের বাড়তি সাপোর্ট দেয়ার ব্যবস্থা করা হয়েছে। প্রসঙ্গক্রমে ফোটার এর বিষয়টি নিয়ে আবারও কথা বলেন, আমরা অনেক সময় কাংখিত পোষ্ট নির্বাচন করেও সেটাকে বাদ দিয়ে দেই ফুটার না থাকার কারনে।

তারপর এবিবি স্টেজশো রবিবারের আড্ডা নিয়ে কথা বলেন, নিজের অনুভূতি প্রকাশ করেন। ইতিমধ্যে এই শোতে কিছুটা পরিবর্তন আনা হয়েছে । বিষয় ভিক্তিক আলোচনায় যারা অংশগ্রহণ করতে চান তাদের মডারেটরদের সাথে যোগাযোগ করতে বলেন। এরপর এবিবি ফান নিয়ে কথা বলেন, ফান করো আর্ন করো, কমেন্ট শেয়ার করেই খুব সহজেই পোষ্টের কাছাকাছি আয় করা সম্ভব এখানে। নতুনভাবে এখানে আপনাদের জন্য একটা সুযোগ তেরী করা হয়েছে, ফান প্রশ্ন বা অনু কবিতা দিয়ে ১০% বেনিফিশিয়ারী পাওয়ার সুযোগ দেয়া হয়েছে ইউজারদের, কারা কারা সেটা ইতিমধ্যে পেয়েছেন সেটা জানতে চান। এছাড়া নতুন ইউজারদের ফ্রি ডেলিগেশন দেয়ার ব্যবস্থা রয়েছে এখানে, সেটাও উপস্থাপন করেন সকলের অবগতির জন্য, যাদের ডেলিগেশন দরকার তারা মডারেটর আইরিন আপুর সাথে যোগাযোগ করবেন। নতুন ইউজারদের এনগেজমেন্ট এ যাতে সমস্যা না হয় সেই জন্য এই ব্যবস্থা। তবে নতুনদের নিয়মিত রিওয়াডর্স ক্লেইম করতে হবে। তারপর নতুন প্রতিযোগিতা নিয়ে কথা বলেন এবং সবাইকে যথা নিয়মে অংশগ্রহণের আহবান জানান।

এরপর শুভ ভাই কুইজ সেগমেন্টটি পরিচালনা করেন, যেহেতু আরিফ ভাই অসুস্থ্য। আর তাকে সহযোগিতা করেন মডারেটর রুপক ভাই, এ্যাডমিন সুমন ভাই এবং আমি। যেহেতু কুইজ পর্বের নিয়মগুলো আগের মতোই রয়েছে তাই দ্রুত কুইজ শুরু করা হয়। পর পর চারটি কুইজ শেয়ার করা হয় এবং পরবর্তীতে বিজয়ীদের রিওয়ার্ডস পাঠিয়ে দেয়া হবে বলে জানানো হয়। তারপর শুভ ভাই সুপার এ্যাকটিভ তালিকা নিয়ে কিছু কথা বলেন এবং সুপার এ্যাকটিভ তালিকা প্রকাশ করেন। কারো কোন সমস্যা থাকলে সেটা টিকেট ক্রিয়েট করে জানাতে অনুরোধ করেন।

তারপর শুভ ভাই ফিরে আসেন এবং গানের আসরটি শুরু করেন। এই আসরে একে একে @saymaakter কবিতা আবৃত্তি, @bristy1 গান, @samhunnahar গান, @afrinkhanupoma গান, @santa14 গান, @sumon09 গান এবং সবশেষে @mahbubul.lemon গান পরিবেশন করেন । সবাই এই আসরটি বেশ মুগ্ধতা নিয়ে উপভোগ করেন।

তারপর সবাইকে ধন্যবাদ জানিয়ে অফিসিয়ালি হ্যাংআউটের সমাপ্ত ঘোষণা করেন।

ধন্যবাদ আমার বাংলা ব্লগের এ্যাডমিন এবং মডারেটদের, যারা রিপোর্টটি তৈরী করতে সার্বিকভাবে সহযোগিতা করেছেন।
@hafizullah

break .png

Community TEAM

@rme ADMIN ✠ Founder 🔯
@blacks ADMIN Co-Founder & Operations Head ♛【IND】
@winkles ADMIN Executive Admin 🇮🇳 ✨
@hafizullah ADMIN Executive Admin 🇧🇩 ✨
@swagata21 ADMIN Community Admin 【IND】
@nusuranur ADMIN Community Admin 🇧🇩 ✨
@rex-sumon ADMIN Regulatory compliance Admin ✨
@moh.arif ADMIN Witness & Dev Team Admin ✨
@shuvo35 ADMIN Social Media & Marketing ✨
@rupok MOD Community Moderator 🇧🇩 ✨
@kingporos MOD Community Moderator 🇮🇳 ✨
@alsarzilsiam MOD Community Moderator 🇧🇩 ✨
@tangera MOD Community Moderator 🇧🇩 ✨
@ayrinbd MOD Community Moderator 🇧🇩 ✨
@abb-school MOD Steem School ✍
@shy-fox MOD Extreme Curator
@amarbanglablog MOD Primary Curator ♛♝
@curators MOD Secondary Curator ♝
@photoman MOD Secondary Curator ♝
@royalmacro MOD Secondary Curator ♝
@abuse-watcher MOD Steem Watcher

break .png
Banner Annivr2.png
break .png
Banner.png

আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃডিসকর্ড লিংক

break .png

Support @Bangla.Witness by Casting your witness vote


VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Witness Banner 2.png

Posted using SteemPro Mobile

Sort:  
 7 months ago 

প্রত্যেক সপ্তাহে এই দিনটির অপেক্ষা আমরা করি। আসলে হাংআউট মানে বিনোদনে ভরপুর। হাং আউট এর মাধ্যমে আমরা সকল তথ্য পেয়ে থাকি এক সপ্তাহের সকল কাজের এবং সেই সাথে আছে প্রচুর বিনোদন। অসংখ্য ধন্যবাদ সুন্দর একটি রিপোর্ট আমাদের মাঝে উপস্থাপন করার জন্য।

 7 months ago 

প্রতি সপ্তাহে এই দিনটার জন্যই অপেক্ষায় থাকি। বৃহস্পতিবারের এই হ্যাংআউটের মাধ্যমে সপ্তাহের একটিভিটি থেকে শুরু করে সব কিছুর সম্পর্কে আমরা জানতে পারি। সপ্তাহ শেষেই এই দিনে ভালো সময় অতিবাহিত করে থাকি। অসংখ্য ধন্যবাদ ভাইয়া এই হ্যাংআউট রিপোর্টটা এত সুন্দর করে সবার মাঝে তুলে ধরার জন্য।

 7 months ago 

প্রতি সপ্তাহের ন্যায় এই সপ্তাহেও সম্পূর্ণ হ্যাংআউট প্রোগ্রামটি বেশ উপভোগ করেছি। সত্যি বলতে পুরো সপ্তাহ অপেক্ষা করে থাকি হ্যাংআউট এর জন্য। এই সপ্তাহে দাদার কথা গুলো মিস করেছি। বিনোদন পর্বটি দারুণ লেগেছিল। যাইহোক পোস্টটি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

Posted using SteemPro Mobile

 7 months ago 

এই সপ্তাহের হ্যাংআউট রিপোর্টটা সুন্দর করে সবার মাঝে উপস্থাপন করেছেন দেখে আমার কাছে খুব ভালো লেগেছে। পুরো সপ্তাহ জুড়ে যখন এই দিনটা আসে তখন অনেক বেশি ভালো লাগে, সবাই একসাথ হতে পারি এই দিনে। এই হ্যাংআউটের মাধ্যমে আমরা নিজেদের কাজ সম্পর্কে সবকিছু জানতে পারি। নিজেদের ভুল সম্পর্কে আমরা ভালোভাবে ধারণা নিতে পারি। খুব ভালো লাগলো, এই রিপোর্ট দেখে।

 7 months ago 

বরাবরের মতো হ্যাংআউট রিপোর্ট পড়ে অনেক ভালো লাগলো। সত্যি বলতে এবার হ্যাংআউট এ উপস্থিত ছিলাম ঠিক কিন্তু কাজের জন্য তেমন শোনতে পারিনি। তবে আপনার পোস্ট পড়ে সকল কিছু জানতে পারলাম। ধন্যবাদ ভাইয়া পুরো রিপোর্ট সুন্দর ভাবে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 7 months ago 

হ্যাংআউট মানে অনেক আনন্দের একটি দিন। প্রতি সপ্তাহে বৃহস্পতিবারের জন্য অপেক্ষা করে থাকি। কারণ হ্যাংআউটের মাধ্যমে আমরা অনেক কিছু তথ্য জানতে পারি। অনেক কিছু সুন্দর সুন্দর খবর থাকে আমাদের জন্য। যা আমাদের সকল ইউজারের জন্য অনেক আনন্দের। এবারের হ্যাংআউট অনেক ভালো লেগেছিল। যেহেতু কনটেস্টের রেজাল্ট পাবলিস্ট হয়েছিল তাই।

 7 months ago 

দেখতে দেখতে আমার বাংলা ব্লগ কমিউনিটির ১৩৭ তম সাপ্তাহিক হ্যাংআউট শেষ হলো ৷ আসলে হ্যাংআউট মানেই ভরপুর বিনোদন ৷ সেই সাথে অনেক গুরুত্বপূর্ণ তথ্য আদান প্রদান ৷ সাপ্তাহিক এই দিনটি আসলেই ভীষণ ভালো লাগে ৷ এবং নিজের মতো এই সময়টা উপভোগ করি ৷ গতকালের হ্যাংআউটও ছিলো অসম্ভব সুন্দর এবং ভালোলাগার ৷ খুবই ভালো লেগেছে হ্যাংআউটে উপস্থিত থাকতে পেরে ৷ অসংখ্য ধন্যবাদ ভাইয়া সুন্দর ভাবে হ্যাংআউট রিপোর্ট টি প্রকাশের জন্য ৷

Posted using SteemPro Mobile

 7 months ago 

প্রত্যেক সপ্তাহের ন্যায় এই সপ্তাহেও হ্যাংআউট রিপোর্ট ১৩৭ তম পর্ব শেয়ার করা হয়েছে। আসলে গত হ্যাংআউটে আমি থাকতে পেরেছিলাম না প্রথমদিকে একটু ব্যস্ততার কারণে। শেষের দিকে বেশ ভালোভাবেই হ্যাংআউটের গানগুলো উপভোগ করেছিলাম। তবে এই রিপোর্টের মাধ্যমে বেশ ভালোভাবে সবকিছু বুঝতে পারলাম ধন্যবাদ এত সুন্দর একটি রিপোর্ট প্রকাশ করার জন্য।

Posted using SteemPro Mobile

 7 months ago 

সাপ্তাহিক হ্যাংআউট গুলো শুনতে আমার অনেক বেশি ভালো লাগে। আমি এই সাপ্তাহিক হ্যাংআউট শুনার জন্য প্রায় দেড় ঘণ্টা আগে থেকেই প্রস্তুতি নিয়ে থাকি।এ সপ্তাহে আমি সুপার এক্টিভ লিস্টের টায়ার তিনের মধ্যে থাকতে পেরে আমার বেশ ভালো লাগছিলো।যখন সুপার এক্টিভ লিস্টের ঘোষণা করছিল তখন, মনের ভিতর অন্যরকম কাজ করছিল।যখন আমি টায়ার তিনের মধ্যে আমার নাম দেখতে পারলাম তখন আমি অনেক খুশি হলাম।

 7 months ago 

পারিবারিক একটা সমস্যার কারণে আসলে উপস্থিত থাকতে পারিনি তবে এই রিপোর্ট এর মাধ্যমে কিছুটা ধারণা নেয়ার চেষ্টা করেছি।

Posted using SteemPro Mobile

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.15
JST 0.028
BTC 59820.46
ETH 2409.96
USDT 1.00
SBD 2.42