আমার বাংলা ব্লগ-সাপ্তাহিক হ্যাংআউট রিপোর্ট-১১৭ || ABB Weekly Hangout Report-117steemCreated with Sketch.

in আমার বাংলা ব্লগ11 months ago (edited)

Hangout 117.png

হ্যাংআউট-১১৭

আমার বাংলা ব্লগের এ্যাডমিন @shuvo35 ভাই যথারীতি সময়ের পূর্বে চলে আসেন এবং উপস্থিত সকলের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। ভালো লাগা এবং মন্দ লাগা অনুভূতি শেয়ার করেন। যদিও বর্তমান সময়টা ভালো যাচ্ছে না, আমার বাংলা ব্লগের প্রতিষ্ঠাতা দাদার আম্মা অসুস্থ্য, সবাই ইতিমধ্যে নিশ্চয় দাদার পোষ্টটি দেখেছেন। সবশেষ আপডেট খবর ছিলো সকল রিপোর্ট ভালো এবং আন্টি আগের তুলনায় সুস্থ্য আছেন। তবুও যার যার অবস্থান হতে আন্টির জন্য দোয়া প্রার্থনা করেন, যাতে দ্রুত সুস্থ্য হয়ে বাড়িতে ফিরে আসতে পারেন। এরপর আশা প্রকাশ করেন সকলের সাথে সুন্দর কিছু মুহূর্ত উপভোগ করতে পারবেন এবং কমিউনিটির অনেকগুলো বিষয় নিয়ে আপডেট শেয়ার করবেন। তারপর কিছু বিষয়ে সকলের দৃষ্টি আকর্ষণ করেন এবং তাকে যথাযথভাবে সহযোগিতা করার আহবান জানান। এরপর সময় হওয়ার সাথে সাথে সবাইকে স্বাগতম জানিয়ে হ্যাংআউটের মূল পর্ব শুরু করেন।

এরপর কথা বলি আমি @hafizullah, সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার বাংলা ব্লগের ১১৭তম সাপ্তাহিক হ্যাংআউটে। আশা করছি সবাই ভালো এবং সুস্থ্য আছেন। শুরুতেই আল্লাহর কাছে প্রর্থনা করছি আমার বাংলা ব্লগের প্রতিষ্ঠাতা আরএমই দাদার আম্মার জন্য। ইতিমধ্যে নিশ্চয় আপনারা সেটা জেনেছেন যে দাদার আম্মু হঠাৎ করে বেশ অসুস্থ্য হয়ে পড়েছিলেন। আলহামদুলিল্লাহ, কিছু সময় পূর্বে দাদার থেকে জানতে পেরেছি রিপোর্ট সব নরমাল এসেছে। আমি সকলের প্রতি আহবান জানাবো আন্টির জন্য প্রার্থনা করার, কারন দোয়া হলো সবচেয়ে বড় ঔষধ।

এই সপ্তাহে যে সকল ইউজার আমার অধীনে ছিলেন তাদের এ্যাকটিভিটিস মোটামুটি ভালো ছিলো। কিন্তু গত সপ্তাহে যে সকল ইউজার আমার অধীনে ছিলেন তাদের থেকে খারাপ ছিলো। তিন জনের কোন এ্যাকটিভিটিস ছিলো না, তিন জনের এ্যাকটিভিটিস মোটামুটি ছিলো,বাকিদের মাঝ হতে সেরাদের সুপার এ্যাকটিভ তালিকায় দেয়ার চেষ্টা করেছি। গত সপ্তাহের মতো এই সপ্তাহেও অনুরোধ করবো কমেন্ট এনগেজমেন্টের সাথে সাথে ডিসকর্ড এনগেজমেন্টও ধরে রাখার চেষ্টা করুন। ধন্যবাদ সবাই।

এরপর কথা বলেন আমার বাংলা ব্লগের এক্সিকিউটিভ এ্যাডমিন @winkles ভাই, এই সপ্তাহে যে সকল ইউজার তার অধীনে ছিলেন তাদের মাঝ হতে @litonali আপনার এ্যাকটিভিটিস খুবই খারাপ ছিলো এই সপ্তাহে, কোন পোষ্ট করেন নাই সাথে অন্যান্য এ্যাকটিভিটিসও নেই তাই এ্যাকটিভ হতে বলেন। @ashik333 আপনার পোষ্ট কোয়ালিটি অনেক খারাপ সাথে কমেন্ট এর মানও অনেক খারাপ। পোষ্ট কোয়ালিটি যদি ঠিক না থাকে তাহলে পোষ্ট নমিনেশনে যাবে না এখন হতে। @alamin-islam আপনার এ্যাকটিভিটিস অনেক লো আছে, রেগুলার না হলে কোন ইরেগুলার পোষ্ট নমিনেশনের যাবে না। @mohamad786 আপনার ডিসকর্ড এনগেজমেন্ট খারাপ আছে পরবর্তী সপ্তাহ হতে সেটা ঠিক করতে বলেন। @ayaan001 আপনার প্রায় পোষ্টই অনেক শর্ট লিখেন, বেশী শর্ট থাকেলে সেই পোষ্ট নমিনেশনের যাবে না, এছাড়া ডিসকর্ডে আরো এ্যাকটিভিটিস বাড়াতে হবে। @pujaghosh, @green015 এবং @sshifa আপনাদের কমিউনিটি এবং ডিসকর্ড এনগেজমেন্ট বাড়াতে হবে। অনেক কম আছে এই সপ্তাহে। যাদের যাদের পরামর্শ দেয়া হলো তারা সেগুলো মানার চেষ্টা না করলে সুপার এ্যাকটিভ তালিকায় নাম দেয়া হবে না।

এরপর আমার বাংলা ব্লগের এ্যাডমিন @swagata21 দিদি কথা বলেন, এই সপ্তাহে আমার অ্যাক্টিভ লিস্ট থেকে যে সকল ইউজার ছিলেন তাদের প্রত্যেকেরই এক্টিভিটিস খুব ভালো ছিল। কিন্তু fatema001 আপনি যে সকল ড্রয়িং গুলো করেন সে সকল ড্রয়িংগুলো একদম শিশুসুলভ হয়ে যাচ্ছে ।ড্রইং এর দিকটা খেয়াল রাখবেন । আর joniprins এই সপ্তাহে আপনারা সকল পোস্ট জেনারেল রাইটিং হয়ে গেছে ।একটু ভ্যারিয়েশন আনার চেষ্টা করবেন । তাছাড়া ডিসকর্ড এনগেজমেন্টও ভালো ছিল। শুধু একজনের এংগেজমেন্ট খুবই কম ছিল সে হলেন emon42,। এছাড়া এই সপ্তাহে কমেন্ট মনিটরিং রিপোর্ট অনুযায়ী কমেন্টের মান ভালো থাকলেও অনেকের বানান ভুল গেছে ।কমেন্টগুলো করার সময় একটু পড়ে দেখবেন খুব ছোট ছোট বানান ভুল কিন্তু একবার পড়ে দেখলেই সেগুলো ঠিক করে নেওয়া যায়। এবার একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলতে যাচ্ছি।আজকে আমি best blogger নিয়ে কিছু কথা বলবো।

Untitled-00.png

একটু মন দিয়ে শুনবেন সকলে।দেখুন abb community এবং steemit platform এ engagement একটা বড় বিষয়। abuse বা স্পামিং না হয় সেদিকে খেয়াল রেখে যত খুশি engagement বাড়িয়ে যান। তাতে কোনো অসুবিধা নেই। কিন্তু best blogger সিলেক্ট করার ক্ষেত্রে কিছু rules অবশ্যই জরুরি। যার উপর ভিত্তি করে আমরা কাঙ্ক্ষিত তিনজনকে সিলেক্ট করতে পারি।কিন্তু এখন একটা বিষয় দেখা যাচ্ছে পোস্ট সংখ্যা বেশি করে সবাই best blogger হতে চাইছেন। এর ফলে অনেক ভালো কোয়ালিটি পোস্ট থাকা সত্ত্বেও, অনেক জন অপেক্ষাকৃত কম কোয়ালিটি পোস্ট নিয়ে শুধু সংখ্যার দিক দিয়ে এগিয়ে যাচ্ছন।এই মুহূর্তে বেস্ট blogger এর ক্ষেত্রে কোনো ম্যাক্সিমাম পোস্ট কাউন্ট নেই। তাই একটা অসুবিধা হয়ে যাচ্ছে।

এই জন্য এবার থেকে একটা নতুন নিয়ম সংযোজন হচ্ছে যে, বেস্ট blogger সিলেক্ট এর ক্ষেত্রে একজনের সর্বোচ্চ ১০টা পোস্ট কাউন্ট করা হবে। তারপর কোয়ালিটি চেক করা হবে। অর্থাৎ দশটা পোস্টের কোয়ালিটি কিন্তু খুব ভালো হতে হবে এবং সেখান থেকে আমরা কোয়ালিটিফুল পোস্ট গুলোকে বিচার করবো এবং বিচারের দায়িত্ব শুধুমাত্র আমার এবং তাঞ্জিরা আপুর উপর পুরোপুরি থাকবে । সেই ক্ষেত্রে বিচারের জায়গা থেকে আর কোন রকম কিছু বলা যাবে না। তাও যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই তখন আপনারা টিকেট কেটে জানাবেন ।তখন বলে দেওয়া হবে।

এরপর আমার বাংলা ব্লগের এ্যাডমিন @nusuranur আপু কথা বলেন, প্রথমেই দাদার মা এর সুস্থতা এবং পরিবারের সকলের যেনো সৃষ্টিকর্তা ধৈর্য্য ধারণ করার শক্তি দেয় সে দোয়া করছি।দাদার দেওয়া তথ্য মতে এখন পর্যন্ত করানো রিপোর্ট গুলো মোটামুটি ঠিক আছে,আর আগের চেয়ে সুস্থ রয়েছে। আর অল্প কিছু জটিলতা রয়েছে তবে যেটা ধারণা করা হয়েছিলো তেমন কিছু হয়নি আলহামদুলিল্লাহ। আশা করছি আন্টি খুব দ্রুত ই একেবারে সুস্থ হয়ে বাড়ি ফিরে আসবে,সবার দোয়া কামনা করছি। একটা ব্যাপার হলো, এমন বিপদেও দাদা কমিউনিটির কোনো কাজ ই বন্ধ রাখেনি। তো আমি সকলের কাছে অনুরোধ করবো যে অহেতুক কেও কোনো কাজ নিয়ে দাদার সাথে ডিস্কাশন করবেন না।আমাদের জানালে আমরা সর্বোচ্চ চেষ্টা করবো সলভ করার। @tithyrani, @bristy1 আপনাদের পোস্ট সংখ্যা,কোয়ালিটি ঠিক ছিলো।

কিন্তু কমেন্ট এংগেজমেন্ট একেবারেই কম ছিলো। যে কারণে আপনাদের টায়ারে রাখতে পারিনি। বিশেষ করে কমেন্ট মনিটরিং টিম থেকে প্রাপ্ত স্কোর সর্বনিম্ন ৪ এর উপর থাকতে হবে। এবার ও আগেরবার এর মতো আমার লিস্টের অর্ধেক ইউজারই ইনএকটিভ ছিলেন।তো তাই নিয়ে কিছু বলার নেই।শুধু একটা কথাই জানানোর। তা হলো বিগত অনেক সপ্তাহ ধরে যাদের নাম ধরে ধরে সমস্যা বলার পরেও সমস্যার সমাধান করা হয়নি,উনাদের সাপোর্ট কমিয়ে দেওয়া হয়েছে। আর আপুদের কোনো ব্যক্তিগত সমস্যা হলে অবশ্যই আমাকে ডিএম করবেন, ধন্যবাদ।

কমিউনিটির অ্যাডমিন (রেগুলেটরি কমপ্লায়েন্স) @rex-sumon সুমন ভাই কথা বলেন, প্রথমে দাদার আম্মার সুস্থ্যতা কামনা করেন এবং প্রার্থনা করে সৃষ্টিকর্তা যেন দ্রুত তাকে সুস্থ্যতা দান করেন। বিগত সাত দিনের সুপার এ্যাকটিভ তালিকার ইউজারদের এ্যাকটিভিটিস ভালো ছিলো। কিন্তু কিছু বিষয় খুব খারাপ লাগে যখন আমরা হ্যাংআউটে কিছু কথা বলি কিন্তু তারপর যখন ইউজাররা সেটা শুনেন না বা আমাদের কথাগুলো তাদের নিকট পৌঁছায় না। গত সপ্তাহে এবং এর আগেও বলেছিলাম, আমাদের কমিউনিটির পোষ্ট বা পাওয়ার আপের পোষ্ট সমূহে অপ্রাসঙ্গিক ট্যাগ ব্যবহার করে অনেকেই, এটা করা যাবে না যদি পোষ্টের সাথে ট্যাগের কোন সম্পর্ক না থাকে। কিন্তু অনেকেই এটা শুনছেন না, স্টিমকিউরেটর০১ আবারো ট্যাগ দিয়েছেন আমাদের যেন অপ্রাসঙ্গিক ট্যাক না দেয়া হয়। তারপর বলেন পাওয়ার পোষ্ট সমূহে যদি ৫০০০ স্টিম পাওয়ার পূর্ণ হয় তাহলে ঐ বিষয়ের পোষ্টে শুধুমাত্র wearedolphin ট্যাগটা ব্যবহার করতে পারবেন। এ বিষয়ে সবাইকে গাইড করেন পুনরায়। এবং অনাকাংখিত ট্যাগ ব্যবহার হতে সবাইকে বিরত থাকার অনুরোধ করেন। পাওয়ার আপ প্রতিযোগিতার ফলাফল প্রকাশ করা হয়েছে, কারো কোন সমস্যা থাকলে তার সাথে যোগাযোগ করতে বলেন।

Untitled-001.png

এরপর কমিউনিটির এ্যাডমিন (উইটনেস এবং ডেভ টীম) @moh.arif আরিফ ভাই কথা বলেন, শুরুতেই দাদার আম্মার সুস্থ্যতা কামনা করেন, দোয়া করেন যেন দ্রুত সুস্থ্য হয়ে যান। তারপর বলেন গত সপ্তাহে কয়েকজন তাকে ডিএম করেছেন, স্টিমিট হতে পোষ্ট করার সময় একটা কমন সমস্যা দেখায়, এটার সমাধান নিয়ে আমি বিগত দুই সপ্তাাহ ধরে বলে যাচ্ছি। তবুও আবার বলেন, এই সমস্যাটা কখনো যাবে বলে মনে হয় না, ইতিমধ্যে স্টিমিট টীম অনেক কিছুর পরিবর্তন এনেছেন এপিআই এর ক্ষেত্রে। তারপরও হতে পারে এই সমস্যাটা কোনদিন যাবে না। যারা মোবাইলে পোষ্ট করেন, তাদেরকে স্টিমপ্রো এ্যাপ ব্যবহার করার অনুরোধ করেন এবং আরপিসি নোড পরিবর্তন করে নিতে বলেন। যারা পিসি বা ল্যাপটপ ব্যবহার করেন তাদেরকে অনুরোধ করেন স্টিমকি চেইন ইনস্টল করে নেয়ার জন্য। তারপর সেটার মাধ্যমে লগইন করার জন্য। তারপর একই ভাবে আরপিসি নোডটা পরিবর্তন করতে অনুরোধ করেন। তাহলে পোষ্ট ঠিক মতো করা যাবে। আমরা স্টিমিট.কম এর উপর নির্ভরশীল থাকতে চাই না, এই বিষয়ে সবাইকে সচেতন থাকতে বলেন।

কমিউনিটির এ্যাডমিন (সোশ্যাল মিডিয়া এবং মার্কেটিং) @shuvo35 শুভ ভাই কথা বলেন এরপর, প্রতিনিয়ত আমরা আপনাদের বাবা সোনা বলে যে কথাগুলো বলার চেষ্টা করি, কেন জানি সবাই সেটা শুনার চেষ্টা করেন না। তারপর প্রমোশন নিয়ে কথা বলেন, টুইটারে প্রমোশন করার সময় অবশ্যই তিনটি কমন ট্যাগ ব্যবহার কতে হবে, সেগুলো বলে দেন পুনরায়। প্রতিনিয়ত সকলের পোষ্টগুলো দেখার চেষ্টা করেন, আমার বাংলা ব্লগের সময় সবাই ঠিক ঠাক ট্যাগ ব্যবহার করেন কিন্তু অন্য কমিউনিটির পোষ্টগুলো প্রমোট করার সময় সেটা মানতে চান না, সবাইকে অনুরোধ করেন সেটা করার। এই সপ্তাহে টুইটার এ্যাকটিভিটিস একটু হ্রাস পেয়েছে, মোট টুইটের সংখ্যা ছিলো ১১০টি এবং ২৪ জন ইউজার টুইট করেছেন। স্টিমিটের সমস্যার কারনে হয়তো কিছুটা হ্রাস পেয়েছে কিন্তু আশা করেন সেটা আবার ঠিক হয়ে যাবে। তারপর টুইটার প্রমোট সম্পর্কে যারা জানেন না তাদেরকে টুইটার সম্পর্কে গাইডলাইনটি পড়ার আহবান জানান।

এরপর কমিউনিটির মডারেটরগণ কথা বলেন, প্রথমে @alsarzilsiam ভাই বলেন। প্রথমেই দাদার মায়ের জন্য রইল সৃষ্টি কর্তার কাছে অফুরন্ত দোয়া এবং ভালোবাসা। তিনি যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে সবার মাঝে ফিরে আসতে পারেন এই কামনাই করছি। প্রথমেই লেবেল তিন সম্পর্কে কিছু কথা বলতে চাই। বর্তমানে ক্লাস করানোর মত কোন ইউজার নেই তবে যারা রয়েছেন তাদের মধ্যে একজনকে ইনএক্টিভ লিস্টে পাঠানো হয়েছে তিনি বিগত তিন মাস ধরে ইন একটিভ রয়েছেন। সবার উদ্দেশ্যে একটু কথা বলতে চাই, আপনাদেরকে বারবার বলা হয়, আমাদের যত এডমিন মডারেটর রয়েছে তারা প্রত্যেকটি হ্যাংআউটে বিশেষ বিশেষ কিছু বিষয় উপস্থাপন করেন কিন্তু আপনার অনেকেই আছেন বিষয়গুলো শুনেও না শোনার ভান করেন, পরবর্তীতে টিকিটে এসে বিষয়গুলোর ব্যাখ্যা জানতে চান।

বিষয়গুলো কিন্তু দেখতেও খারাপ লাগে, পরবর্তীতে এই বিষয়গুলো একটু লক্ষ্য রাখবেন আপনারা। যেহেতু কমেন্ট মনিটরিং টিমে রয়েছে সেহেতু কমেন্ট মনিটরিং সম্পর্কে কিছু কথা বলতে চাই। এই সপ্তাহে আমার লিস্টে যারা ছিলেন তারা মোটামুটি সবাই ভালো করেছেন। তবে বেশ কিছু ইউজারের বিভিন্ন ধরনের সমস্যা দেখতে পেরেছি যা আমি রিপোর্টের মধ্যেই রিমার্কে লিখে দিয়েছি। আপনার অনুগ্রহ করে সেই রিপোর্টটি ভালো ভাবে পড়বেন এবং আপনাদের সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করবেন। ধন্যবাদ।

এরপর কমিউনিটির মডারেটর @rupok ভাই বলেন, প্রথমে দাদার আম্মার জন্য সুস্থতার প্রার্থনা করছি। যতদূর জানি তিনি এখন আগের থেকে ভালো আছেন। আন্টির জন্য দোয়া রইল যেনো তিনি দ্রুত সুস্থ হয়ে বাসায় ফিরে যেতে পারেন। দাদা এবং তার পুরো পরিবার একটা সংকটময় পরিস্থিতি ভেতর দিয়ে যাচ্ছে। এজন্য তাদের জন্য আমরা সকলেই দোয়া করি। এই মুহূর্তে লেভেল ফোরে সাতজন মেম্বার রয়েছেন। তাদের ভেতর তিনজনকে পোস্ট না করার কারণে ইনঅ্যাক্টিভ লিস্টে পাঠানো হয়েছে। বাকি চার জনের ভেতর দুজনের একটিভিটিস মোটামুটি ভালো আছে। আর দুজন বেশ কিছুদিন পর পর দুটো একটা করে পোস্ট করেন।

Untitled-0012.png

হ্যাংআউট শুরুর আগে আমি একটা এনাউন্সমেন্ট দিয়েছি। আগামীকাল বাংলাদেশ সময় রাত দশটা এবং ইন্ডিয়ান সময় সাড়ে নটায় লেভেল ফাইভ এর ভাইবা অনুষ্ঠিত হবে। আপনারা সকলে সময় মতো উপস্থিত থাকবেন। আর একটা ব্যাপার আমরা বারবার বলি এই পরীক্ষাটা যেহেতু ভার্চুয়ালি নেয়া হয় সেজন্য নেটওয়ার্ক খুব গুরুত্বপূর্ণ একটা ইস্যু। আপনারা এমন জায়গায় থাকার চেষ্টা করবেন যেখানকার নেটওয়ার্ক ভালো। আর সবাই মোবাইলে ডাটা রাখার চেষ্টা করবেন। যাতে করে ওয়াইফাই কাজ না করলে মোবাইল ডাটা ব্যবহার করতে পারেন। কমেন্ট মনিটরিং নিয়ে বলতে চাই এই সপ্তাহে আমার দলে যারা ছিলেন তাদের এক্টিভিটিস মোটামুটি ভালো ছিল দু একজন বাদে। দুই একজন ব্যক্তিগত সমস্যার কারণে বেশি কমেন্ট করতে পারেনি। বাদ বাকি সব ঠিক ছিলো।

এরপর কমিউনিটির মডারেটর @kingporos ভাই বলেন, নমস্কার। শুরুতে দাদার মা, আমার জেঠিমার জন্য সুস্থতা কামনা করবো। ঈশ্বরের কাছে প্রার্থনা করবো উনি তাড়াতাড়ি যেন পুরোপুরি সুস্থ হয়ে যান। সরাসরি চলে যাব টেম্পোরারি ইনএকটিভ মেম্বার নিয়ে। টেম্পোরারি ইনএকটিভ মেম্বারের লিস্ট অনেক বড় হয়েছে কিন্তু তার মধ্যে বেশিরভাগ সদস্যই পোস্ট করেন না। তাই যারা ইনএকটিভ হয়ে আছেন তারা কোনরূপে ফের পোস্ট করা শুরু করেন তাহলে অবশ্যই সেটা টিকিট কেটে কিংবা ইনএকটিভ প্যানেলে আমাকে মেনশন করে জানাবেন। নইলে আপনাদের পোস্ট কিন্তু নমিনেশন নাও যেতে পারে। তারপর চলে যাবো লেভেল ২ সংক্রান্ত কথা বলতে। লেভেল ১ এর ভাইভা নেওয়া হয়েছে তিনজন পাস করেছেন। তাদের অতিসত্বর লেভেল টু এর ক্লাস করানো হবে তাই আপনাদের বলবো ক্লাসের আগে লেবেল ২ এর লেকচার সিটটা অল্প করে দেখুন। প্রয়োজনে আমাকে লেবেল ২ চ্যানেলটিতে মেনশন করবেন। ধন্যবাদ সবাইকে।

এরপর শুভ ভাই ফিরে আসেন, তারপর কমিউনিটির মডারেটর @tangera তানজিরা ম্যাডামের কথা লিখে প্রকাশ করতে অনুরোধ করেন। আসসালামু আলাইকুম, আশা করি সকলেই ভালো আছেন। প্রথমে দাদার আম্মার সুস্থতা কামনা করছি।আমাদের সকলের দোয়া এবং আল্লাহর রহমতে তিনি এখন সুস্থ আছেন।দোয়া করি শীঘ্রই যেন ঘরে ফিরে আসতে পারেন। যাইহোক এ সপ্তাহে আমার লিস্টে যারা ছিলেন তাদের কমেন্টস এর মান মোটামুটি ভালই ছিল। এ ছাড়া তেমন কিছুই বলার নেই, বরাবরের মতো একই কথাই বলছি, ছোটখাটো ভুলের ব্যাপারে সকলেই খেয়াল রাখবেন।কিছু কিছু জায়গায় ছোটখাটো ভুল হতেই পারে, কিন্তু ভুলের পরিমান যদি খুব বেশি হয় তাহলে বেশি কমেন্টস করে আপনাদের কোন লাভ নেই। সে ক্ষেত্রে আপনাদের পয়েন্টস অনেক কমে যাবে। আর বেস্ট ব্লগার নির্বাচনের ক্ষেত্রে ইতিমধ্যেই নতুন রুলস আনা হয়েছে যা স্বাগতা আপুর বক্তব্যের মাধ্যমে জানতে পেরেছেন। বিস্তারিত জানতে হলে চোখ রাখুন আমার বাংলা ব্লগে। এটিই ছিল বলার, অনেক ধন্যবাদ সকলকে।

তারপর শুভ ভাই ফিরে আসেন এবং প্রমোশনাল কিছু কথা বলেন। শুরুতেই এবিবি স্কুল নিয়ে কথা বলেন, যারাই স্কুলে থাকবেন সবাইকে এবিবি স্কুলকে ৫% বেনিফিশিয়ারি দিতে হবে এবং বাধ্যতামূলকভাবে সাইফক্সকে ১০% বেনিফিশিয়ারি দিতে হবে । তারপর হিরোইজম নিয়ে কথা বলেন, এটা বিশ্বব্যাপী ডেলিগেশন প্রজেক্ট, ডেলিগেশন করলে প্রতিদিন সাপোর্ট পাওয়া যাবে এবং প্রতি সপ্তাহে কিউরেশন রিওয়াডর্স পাবেন। তারপর সবাই সাপোর্ট পাচ্ছেন কিনা সেটা জানতে চান সবার কাছে। তারপর এবিবি কিউরেশন নিয়ে কথা বলেন, নিশ্চিত সাপোর্ট পেতে চাইলে এবিবি কিউরেশন এ ডেলিগেশন করতে বলেন। মিনিমাম ৩০০ এসপি ডেলিগেশন করতে হবে নিয়মিত সাপোর্ট পেতে চাইলে, এরপর নিয়মিত ডেলিগেশন বৃদ্ধি করতে অনুরোধ করেন। কোন ধরনের পোষ্টে সাপোর্ট দেয়া হবে না সেটাও স্মরণ করিয়ে দেন।

এরপর কথা বলেন নিক্সি প্রজেক্ট নিয়ে, এটা আমাদের ফাউন্ডারের যৌথ প্রজেক্ট। যাদের বাড়তি কিছু এসপি আইডল রয়েছে তারা এখানে ডেলিগেশন করতে পারেন , এরপর নিক্সি নিয়ে বিস্তারিত তথ্য উপস্থাপন করেন। রেগুলার পোষ্ট করতে না পারলেও রিওয়াডর্স পাওয়া যাবে এখান হতে । তারপর কথা বলেন এবিবি চ্যারিটি নিয়ে, প্রতি বুধবার রিমাইন্ডার দেয়ার চেষ্টা করেন, মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য। তারপর যে কেউ চাইলে এখানে ডোনেশন করতে পারেন, লিকুইড স্টিম অথবা বেনিফিশিয়ারির মাধ্যমে, এরপর এখান হতে সুবিধা নিতে চাইলে কিভাবে নেয়া যাবে সেটা বিস্তারিত উপস্থাপন করেন। তারপর এবিবি পিন পোষ্ট নিয়ে কথা বলেন, পিন পোষ্ট নিয়ে বিস্তারিত তথ্য উপস্থাপন করেন। অনেকেই কমিউনিটি সম্পর্কে অনেক কিছু জানতে চান, তাদেরকে পিনড পোষ্টগুলো পড়ার অনুরোধ করেন, কমিউনিটির গুরুত্বপূর্ণ সকল পোষ্ট রয়েছে এখানে। এরপর কথা বলেন এবিবি ফিচারড পোষ্ট নিয়ে, আমরা আপনাদের পোষ্ট হাইলাইট করার চেষ্টা করছি এবং কোয়ালিটির সাথে সাথে আপনাদেরকেও হাইলাইট করার চেষ্টা করছি। সবাইকে পোষ্টের নিচে ফোটার ব্যবহার করার অনুরোধ করেন। যাদের পোষ্ট ফিচারড এ জায়গা পাচ্ছে তাদের বাড়তি সাপোর্ট দেয়ার ব্যবস্থা করা হয়েছে।

তারপর এবিবি স্টেজশো রবিবারের আড্ডা নিয়ে কথা বলেন, নিজের অনুভূতি প্রকাশ করেন এবং এ ব্যাপারে বিস্তারিত তথ্য উপস্থাপন করেন। এই বিষয়ে নতুন পরিকল্পনা করার চেষ্টা করা হচ্ছে এবং একটু ঢেলে সাজানোর চেষ্টা করা হচ্ছে। রবিবারের আড্ডায় পৃষ্ঠপোষকতা করার জন্য কমিউনিটির প্রতিষ্ঠাতাকে ধন্যবাদ জানান। এরপর এবিবি ফান নিয়ে কথা বলেন, ফান করো আর্ন করো, এছাড়া নতুন ইউজারদের ফ্রি ডেলিগেশন নেয়ার ব্যবস্থা রয়েছে এখানে সেটা উপস্থাপন। তাছাড়াও নতুন ইউজারদের ফ্রি ডেলিগেশন দেয়া হয় এখান হতে, এনগেজমেন্ট এ সমস্যা হলে এবিবি ফান হতে ফ্রি ডেলিগেশন পাওয়ার সুযোগ তৈরী করে দিবে। তবে নতুনদের নিয়মিত রিওয়াডর্স ক্লেইম করতে হবে। তারপর সাইফক্স ইউক নিয়ে কথা বলেন । তারপর সাইফক্স সপ্তাহ নিয়ে কথা বলেন। এরপর চলনাম প্রতিযোগিতার ফলাফল ঘোষণা করেন, বিজয়ীদের অনুভূতি শেয়ার করার সুযোগ দেন।

Untitled-00123.png

এরপর কথা বলেন আমার বাংলা ব্লগের প্রতিষ্ঠাতা @rme দাদা, শুরুতেই দাদা বলেন বেশ চাপের মাঝে রয়েছেন মানসিকভাবে। তারপর শুভ ভাইয়ের প্রশ্নের উত্তরে দাদা তার মায়ের বিষয়টি শেয়ার করেন। HDU কেবিনে ভর্তি করা হয়েছিলো ওখান হতে প্রাইভেট কেবিনে নেয়া হবে। দাদা বেশ কিছুটা সময় ছিলেন, কথা-বার্তা বলেছেন সব কিছু ঠিকঠাক আছে তবে দুর্বলতা আছে অনেক। বেশিক্ষণ বসে থাকতে পারছেন না, মাথা ঘুরাচ্ছে, এছাড়া চোখে কিছুটা সমস্যা আছে। যদিও এটা এর সাথে সম্পর্কৃত না দাদার মতে। এরপর দাদা পুরো বিষয়টি উপস্থাপন করেন, যদিও দাদা সেটা বিস্তারিত তার পোষ্টের মাধ্যমে শেয়ার করেছেন, সেটা সকলের সাথে আবার শেয়ার করে নেন। যদিও দাদা সমস্যাগুলো দেখে কিছুটা আইডিয়া করে নিয়েছিলেন তেমন গুরুতর কিছু না কিন্তু রিস্ক না দিয়ে তারপর দ্রুত হসপিটালে নিয়ে যান। এরপর দাদা সরকারী এবং বেসরকারি হাসপাতাল সম্পর্কে নিজের তিক্ত অভিজ্ঞতা শেয়ার করেন।

দাদার আম্মাকে ইমার্জেন্সি সেকশনে ভর্তি করা হয় এবং তারপর সন্ধ্যার দিকে সিটি স্ক্যান করানো হয়। রিপোর্টে কোন সমস্যা না পেয়ে ডাক্তার নিশ্চিত করলেন যে স্টোক জাতীয় কোন সমস্যা নেই। তারপর পরের দিনে MRI করানোর সিদ্ধান্ত নেয়া হয়। MRI রিপোর্টেও কোন সমস্যা পাওয়া যায়নি, সব কিছুই নরমাল এসেছে। তারপর ডাক্তার এর সাথে পরামর্শ করেন ডাক্তার আগামীকাল রিলিজ দিয়ে দিবেন বলেছেন। আসলে কি হয়েছিলো সেটা বলতে পারছেন না, তবে দাদার মতে সুগারফল হয়েছিলো। ডাক্তার পরামর্শ দিয়েছেন একটু সুস্থ হলে চোখের ডাক্তার দেখানোর জন্য। তবুও এখনো কিছুটা দুশ্চিন্তা রয়েছে কারণ আম্মা এখনো হসপিটালে আছেন। এরপর দাদা একটা গোপন খবর সকলের সাথে শেয়ার করেন, কালকে দাদার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা দিন। কাল ছোট দাদা এবং স্বাগতা দিদির এনগেজমেন্ট এর বিষয়টি, সবাই তাৎক্ষণিকভাবে ছোট দাদা এবং স্বাগতা দিদিকে শুভেচ্ছা জানান। এ ব্যাপারে দাদা নিজের অনুভূতি শেয়ার করেন। সব মিলিয়ে দাদা বেশ চাপের মধ্যে আছেন।

এরপর দাদা টিনটিন ইজিক্রিপ্টো প্রজেক্ট নিয়ে কথা বলেন, সীড জেনারেশনে বাংলা শব্দ যোগ করেছেন সেটা সবাইকে অবহিত করেন। এই বিষয়ে বিস্তারিত তথ্য শেয়ার করেন এবং সবাইকে বলেন হ্যাকারটা বাংলা শব্দ ব্রেক করতে পারবেন না, এটা শতভাগ নিরাপদ থাকবে। ২০৪৮টি শব্দের বেশী ব্যবহার করা হয়েছে এবং অনেকগুলো অপশন যোগ করা হয়েছে। সকলের কি শতভাগ নিরাপদ থাকবে এটা ব্যবহার করলে। দাদা স্ক্রিনশট দিয়ে বিষযটি উপস্থাপন করেন সকালের মাঝে। মোট ৩৬০টি কয়েন এখানে সাপোর্ট করবে, সবগুলো কয়েনই টপ লেভেলের। সফটওয়্যারটি সকলের উন্মুক্ত, সবাই ডাউনলোড করে নিতে পারবেন। ইনহেরিটেন্স ব্যাকআপ নিয়ে কথা বলেন এবং বিষয়টি বিস্তারিতভাবে উপস্থাপন করেন সকলের বুঝার জন্য, যদিও এই বিষয়ে একটা পোষ্ট করেছিলেন দাদা। এই সফটওয়্যারটি ব্যবহার করলে স্টিমিটের কি আর মনে রাখা লাগবে না, কোথায় লিখে রাখাও লাগবে না, সুতরাং এগুলো হ্যাকিং হওয়ারও কোন সম্ভাবনা থাকবে না। এটা আস্তে আস্তে ক্লাসে যোগ করা হবে এবং টিউটোরিয়াল শেয়ার করা হবে। ব্লগার অব দ্যা ইউক পরবর্তীতে জানিয়ে দেয়া হবে।

এরপর শুভ ভাই আরিফ ভাইকে আমন্ত্রণ জানান কুইজ পর্ব শুরু করার জন্য, যথারীতি আরিফ ভাই এই সেগমেন্টটি পরিচালনা করেন। আর তাকে সহযোগিতা করেন মডারেটর রূপক ভাই এবং এ্যাডমিন সুমন ভাই ও আমি। যেহেতু কুইজ পর্বের নিয়মগুলো আগের মতোই রয়েছে তাই দ্রুত কুইজ শুরু করা হয়। পর পর চারটি কুইজ শেয়ার করা হয় এবং পরবর্তীতে বিজয়ীদের রিওয়ার্ডস পাঠিয়ে দেয়া হবে বলে জানানো হয়। তারপর আমার বাংলা ব্লগের প্রতিষ্ঠাতা @rme দাদা ৩টি কুইজ শেয়ার করেন, অবশ্য একটা কুইজ দাদার পক্ষ হতে নিলয় মুজমদার উপস্থাপন করেন, তারপর বিজয়ীদের রিওয়ার্ডস দেয়া হয় সাথে সাথে। এরপর শুরু ভাই ফিরে আসেন, কুইজ নিয়ে নিজের অনুভূতি শেয়ার এবং তারপর সুপার এ্যাকটিভ তালিকা নিয়ে কিছু কথা বলেন এবং সুপার এ্যাকটিভ তালিকা প্রকাশ করেন।

তারপর শুভ ভাই ফিরে আসেন এবং গানের আসর পরিচালনা করেন। এই আসরে একে একে @jahidulislam01 কবিতা আবৃত্তি, @bristychaki গান, @hafizullah কবিতা আবৃত্তি, @saymaakter কবিতা আবৃত্তি এবং @mahbubul.lemon গান পরিবেশন করেন উপস্থিত সবাই দারুণভাবে উপভোগ করেন। তারপর শুভ ভাই সবাইকে প্রশ্ন করার সুযোগ দেন, কেউ কোন প্রশ্ন না করলে আমি সকলের উদ্দেশ্যে কিছু কথা বলি প্রতিযোগিতা নিয়ে।

এরপর সবাইকে ধন্যবাদ জানিয়ে অফিসিয়ালি হ্যাংআউটের সমাপ্ত ঘোষণা করেন শুভ ভাই।

ধন্যবাদ আমার বাংলা ব্লগের এ্যাডমিন এবং মডারেটদের, যারা রিপোর্টটি তৈরী করতে সার্বিকভাবে সহযোগিতা করেছেন।
@hafizullah

break .png

Community TEAM

@rme ADMIN ✠ Founder
@blacks ADMIN Co-Founder ♛【IND】
@winkles ADMIN Executive Admin ✨
@hafizullah ADMIN Executive Admin ✨
@swagata21 ADMIN Community Admin 【IND】
@nusuranur ADMIN Community Admin ✨
@rex-sumon ADMIN Regulatory compliance Admin ✨
@moh.arif ADMIN Witness & Dev Team Admin ✨
@shuvo35 ADMIN Social Media & Marketing ✨
@rupok MOD Community Moderator ✨
@kingporos MOD Community Moderator ✨
@alsarzilsiam MOD Community Moderator ✨
@tangera MOD Community Moderator ✨
@ayrinbd MOD Community Moderator ✨
@abb-school MOD Steem School ✍
@shy-fox MOD Extreme Curator
@amarbanglablog MOD Primary Curator ♛♝
@curators MOD Secondary Curator ♝
@photoman MOD Secondary Curator ♝
@royalmacro MOD Secondary Curator ♝
@abuse-watcher MOD Steem Watcher

break .png
Banner Annivr2.png
break .png

Sort:  
 11 months ago 

বরাবরের মতো হ্যাংআউট রিপোর্ট পড়ে অনেক ভালো লাগলো। আসলে হ্যাংআউট এ থেকে অনেক ভালো ভাবে সব কিছু শোনার চেষ্টা করি। তবে না শোনা জিনিস গুলো আপনার পোস্ট থেকে ভালো করে বুঝতে পারি।ধন্যবাদ আপনাকে পুরো রিপোর্ট সুন্দর ভাবে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 11 months ago 

আমার এক আপু হসপিটালে থাকার কারণে এই সপ্তাহে আমি হ্যাংআউটে থাকতে পারেনি। তবে খুব মিস করেছিলাম এই হ্যাংআউটটি।এখন পুরো রিপোর্টটি দেখে খুব ভালো লাগলো ধন্যবাদ।

 11 months ago 

আজ ১১৭ তম হ্যাং আউটের রিপোর্টটি উপস্থাপন করলেন ভাইয়া। বরাবরের মতো এবার ও খুব সুন্দর ভাবে প্রতিটি ধাপ আপনি শেয়ার করলেন। যদিও হ্যাং আউটে ছিলাম।তবে যারা কোন কারনে থাকতে পারেননি তাদের জন্য খুব ভালো হলো। সবকিছু আপনি খুব সুন্দরভাবে তুলে ধরেছেন। এজন্য প্রতিবারের মতো এবার ও জানাই আপনাকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন।

 11 months ago 

বৃহস্পতিবারের হ্যাংআউট অনেক স্পেশাল ছিল। অনেক ভালো ভালো সংবাদ পেয়েছি হ্যাংআউটের মাধ্যমে। তাছাড়া প্রতিযোগিতার অ্যানাউন্সমেন্ট অনেক সুন্দর মুহূর্ত ছিল। এছাড়া ও স্বাগতা দিদি এবং দাদার এনগেজমেন্টের অনুষ্ঠানের সংবাদ টা শুনে অনেক ভালো লেগেছিল। আবারো আপনার রিপোর্টের মাধ্যমে দেখতে পেয়ে অনেক ভালো লেগেছে। ধন্যবাদ ভাইয়া আপনাকে।

 11 months ago 

হ্যাংআউট চলাকালীন সময়ে বাহিরে ছিলাম। তাই গাড়ির শব্দের কারণে কিছু কথা ভালোভাবে শুনতে পারিনি। এই রিপোর্টটি পড়ে সবকিছু খুব ভালোভাবে বুঝতে পারলাম। দাদার মায়ের দ্রুত সুস্থতা কামনা করছি। যাইহোক এই রিপোর্টটি আমাদের মাঝে তুলে ধরার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 11 months ago 

হাসপাতালে ভর্তি থাকায় হ্যাংআউট এ জয়েন হতে পারেনি। তবে আপনার হ্যাংআউটের রিপোর্ট টা পড়ে বেটার ধারণা পেলাম। দাদার উপর দিয়ে বেশ প্রেসার যাচ্ছে সেটা বুঝা যাচ্ছে । দাদার আম্মার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি 🌼

Congratulations, your post has been upvoted by @dsc-r2cornell, which is the curating account for @R2cornell's Discord Community.

Manually curated by @jasonmunapasee

r2cornell_curation_banner.png

 11 months ago 

প্রতি সপ্তাহের মত আজও আপনি আমাদের মাঝে বেশ দারুন করে হ্যাং আউটের প্রতিবেদন টি তুলে ধরেছেন। এবার হ্যাং আউট পর্বটি ছিল অসাধারন, প্রাইজ আর প্রাইজ। তবে দাদার মুখে আন্টির সুস্থতার সংবাদটি কিন্তু সবার কাছে বেশ আনন্দের ছিল। এ যেন এক আকাশ মেঘের মধ্যে এক পসলা রোদ। সব মিলিয়ে এবারের হ্যাং আউটটি বেশ দারুন ছিল।

 11 months ago 

প্রত্যেক সপ্তাহের ন্যায় এই সপ্তাহেও হ্যাংআউট রিপোর্ট প্রকাশ করা হয়েছে। আসলে এই সপ্তাহে অনেকের কাছ থেকে জানতে পেরেছি দাদার মা অনেক অসুস্থ তাই প্রথমেই দাদার মায়ের জন্য দোয়া রইল যেনো দ্রুত সুস্থ হয়ে ওঠে। প্রত্যেক এডমিন মডারেটরের বক্তব্য বেশ দারুন ছিল এই সপ্তাহে। ধন্যবাদ এত সুন্দর একটি রিপোর্ট প্রকাশ করার জন্য।

 11 months ago 

পারিবারিক কিছু সমস্যার কারণে এবারের হ্যাংআউটে উপস্থিত থাকতে পারিনি। তবে এই পোষ্ট পড়ার মাধ্যমে অনেক কিছু জানতে পারলাম। যদিও এরকম সমস্যা আমার কখনো হয়নি। আজকে বুঝতে পারছি আসলে এই প্রতিবেদনটি কতটা গুরুত্বপূর্ণ। সম্পূর্ণ তথ্য অনেক সুন্দর ভাবে উপস্থাপন করেছেন ভাইয়া। দাদার মায়ের অসুস্থতার কথা জেনে সত্যি অনেক খারাপ লেগেছে। অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্যগুলো সুন্দরভাবে উপস্থাপন করেছেন এজন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ভাইয়া।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.13
JST 0.028
BTC 59991.95
ETH 2664.96
USDT 1.00
SBD 2.45