আমার বাংলা ব্লগ-সাপ্তাহিক হ্যাংআউট রিপোর্ট-১২৬ || ABB Weekly Hangout Report-126

in আমার বাংলা ব্লগ11 months ago

Hangout Format 126.png

ভূমিকাঃ

“আমার বাংলা ব্লগ”- এখন শুধু একটি কমিউনিটির নাম না বরং সকলের নিকট জনপ্রিয় মাধ্যম, নিজের ভাষায় আবেগ, অনুভূতি ও ভালোবাসা প্রকাশের। দিন দিন যার জনপ্রিয়তা বৃদ্ধি পাচ্ছে এবং শীর্ষে উঠে আসছে র‌্যাংকিং এ। আসলে আমার বাংলা ব্লগ এর যাত্রা শুরু হয় মাতৃভাষায় মনের ভাব প্রকাশে স্টিম ব্লকচেইন এ সুযোগ সৃষ্টি করার লক্ষ্য নিয়ে। পুরো পৃথিবীতে ছড়িয়ে থাকা বাংলা ভাষাভাষী কমিউনিটিকে এক প্লাটফর্মে নিয়ে আসা এবং পারস্পরিক সম্পর্ক সৃষ্টির মাধ্যমে ভাষার প্রতি ভালাবাসা সৃষ্টি করা এবং নিজেদের বন্ধনকে আরো মজবুত করা। আমাদের বিশ্বাস আমরা খুব দ্রুততম সময়ের মাঝে আমাদের লক্ষ্যে পৌঁছাতে সক্ষম হবো। আমার বাংলা ব্লগ কমিউনিটিতে এখন পর্যন্ত ৬৬০৮জন সদস্য হয়েছেন এবং বর্তমান এ্যাকটিভ পোষ্টের সংখ্যা ১৪৯।

হ্যাংআউট-১২৬

আমার বাংলা ব্লগের এ্যাডমিন @shuvo35 ভাই যথারীতি সময়ের আগেই চলে আসেন এবং উপস্থিত সকলের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। তারপর পরিবেশ ও পরিস্থিতি নিয়ে নিজের অনুভূতি শেয়ার করেন, পরিবেশ পরিবর্তন জনিত কারনে নিজেও অসুস্থ্যবোধ করছেন, তাই সবাইকে সতর্ক থাকার পরামর্শ দেন। এরপর হ্যাংআউট নিয়ে নিজের সুন্দর অনুভূতি প্রকাশ করেন। যেহেতু অনেকগুলো মানুষ একত্র হয়েছে সেহেতু প্রত্যাশা বেশ সুন্দর কিছু সময় উপভোগ করা যাবে। হ্যাংআউটে পুরো সপ্তাহ নিয়ে আলোকপাত করা হয়, অনেক কিছুর আপডেট শেয়ার করার চেষ্টা করা হয়। কিছু বিষয়ে সকলের দৃষ্টি আকর্ষণ করেন এবং তাকে যথাযথভাবে সহযোগিতা করার আহবান জানান। এরপর সময় হওয়ার সাথে সাথে সবাইকে স্বাগতম জানিয়ে হ্যাংআউটের মূল পর্ব শুরু করেন।

এরপর কথা বলি আমি @hafizullah, যথারীতি সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার বাংলা ব্লগের ১২৬তম সাপ্তাহিক হ্যাংআউটে। আশা সবাই ভালো এবং সুস্থ্য আছেন, শীতের সুন্দর প্রকৃতি উপভোগ করার চেষ্টা করছেন। এই সপ্তাহে যে সকল ইউজার আমাদের অধীনে ছিলেন তাদের এ্যাকটিভিটিস ভালো ছিলো গত সপ্তাহের তুলনায়। তবে কিছু সমস্যাও ছিলো, যা সত্যি আমাকে বেশ হতাশ করেছে। আমার বাংলা ব্লগের ইউজারদের কোয়ালিটি অনেক বেশী হ্রাস পেয়েছে আগের তুলনায়। এর আগেও শর্ট পোষ্ট এর ব্যাপারে সতর্ক করা হয়েছিলো কিন্তু তবুও সেটা এখনো হচ্ছে। মাত্র দুই প্যারাগ্রাফ দিয়েই পোষ্ট শেষ করছেন, যা খুবই দুঃখজনক। আমি এই সপ্তাহে কবিতা, শর্ট পোষ্ট এবং মার্কডাউন নিয়ে কয়েক জনকে সতর্ক করেছি।

এই বিষয়ে আমি আমার বাংলা ব্লগের প্রতিষ্ঠাতার দৃষ্টি আকর্ষন করতে চাইবো, যেহেতু সতর্ক করার পরও অনেকেই কথা শুনছেন না, সেই জন্য সাপোর্ট পরিমাণ হ্রাস করাটাই সঠিক হবে। যারা সতর্ক করার পরও ঠিকভাবে কোয়ালিটি বজায় রাখতে ব্যর্থ হবে তাদের কিউরেশনের সংখ্যা কমিয়ে দেয়ার প্রস্তাব করছি আমি । এ্যাকিটিভিস মূল্যায়ন করে যোগ্যদের সুপার এ্যাকটিভ তালিকায় জায়গা দেয়ার চেষ্টা করেছি। যেহেতু ইউজার সংখ্যা বেশী এবং সুপার এ্যাকটিভ তালিকায় সুযোগ দেয়ার সংখ্যা সীমিত, সেহেতু অনেকেই ভালো এ্যাকটিভিটিস ধরে রাখার পরও সুযোগ দিতে পারি নাই। ধন্যবাদ ।

Untitled-00.png

এরপর কথা বলেন আমার বাংলা ব্লগের এক্সিকিউটিভ এ্যাডমিন @winkles ভাই, শুরুতেই তার অধীনে থাকা এ্যাকটিভ ইউজারদের নিয়ে কথা বলেন। বিগত দুই সপ্তাহ যাবত যে সকল ইউজার তার অধীনে ছিলেন তাদের এ্যাকটিভিটিস মোটামুটি ভালোই আছে। তেমন কোন ভুল দেখতে পান নাই তবে কয়েকজন ইউজার আছেন যাদের নাম উল্লেখ্য করছি না, তাদের ডিসকর্ড এনগেজমেন্ট খুবই লো আছে। এগুলো ঠিক করার পরামর্শ দেন, বাকি সব কিছু মোটামুটি ঠিক ঠাক আছে। ধন্যবাদ সবাইকে।

তারপর কথা বলেন আমার বাংলা ব্লগের এ্যাডমিন @nusuranur আপু, এবার আমার আন্ডারে যারা একটিভ ছিলেন উনাদের নিয়ে বিশেষ কিছু বলার নেই। মোটামুটি সবার একটিভিটিস এভারেজ ছিলো। তবে হ্যা, ডিস্কোর্ড একটিভিটিস আশানুরূপ ছিলো না। এটা এই নিয়ে বেশ অনেকবার বলাও হয়েছে।এই উইকে যাদের একটিভিটিস খুব খারাপ ছিলো। উনারা হলেন, @anisshamim, @steem-for-future, @mithila19@steem-for-future একটা ব্যাপার আপনাকে অনেকবার বুঝানো হয়েছে।আপনি একসাথে এতোগুলো কমিউনিটিকে কষ্ট করেন। কিন্তু তেমন ফল আমি পেতে দেখিনা। যদিও এটা আপনার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আপনি এতো দিকে পোস্ট না করে ১, ২টা জায়গায় ভালোভাবে একটিভ হোন, তাহলে তো আপনাকে ভালো একটা সাপোর্ট দিতে পারি আমরা।

এভাবে আসলে সাপোর্ট দেওয়া পসিবল নয়। আর, যারা কবিতা পোস্ট করেন। উনাদের বলবো, শুধুমাত্র কবিতাটি লেখে কবিতা পোস্টটি শেষ করে দেবেন না। পোস্টগুলো একেবারে মাইক্রো পোস্ট এর মতোন হয়ে যায়। আর ইনএকটিভ লিস্ট থেকে যদি কেও একটিভ লিস্টে আসতে চান। উনারা যদি কেও টিকিট না কেটে দাদার সাথে যোগাযোগ করেন তাহলে অবশ্যই উনাকে একটিভ লিস্টে নেওয়া হবেনা। আর আপুদের কোনো ব্যক্তিগত সমস্যা হলে অবশ্যই আমার সাথে ডিএম এ যোগাযোগ করতে পারেন, ধন্যবাদ।

এরপর কথা বলেন কমিউনিটির অ্যাডমিন (রেগুলেটরি কমপ্লায়েন্স) @rex-sumon সুমন ভাই, স্বাগতা দিদির ইউজারদের নিয়ে কথা বলেন, তেমন কোন সমস্যা পান নাই এই সপ্তাহে, কোয়ালিটি ঠিকই ছিলো। কিন্তু তিনজন ইউজাররের সব কিছু ঠিক ছিলো তবে ডিসকর্ড ও কমিউনিটির এনগেজমেন্ট অনেক কম ছিলো, সব দিকে ব্যালেন্স করার পরামর্শ দেন, একটা দিকে ভালো করে অন্য একটা দিকে লো থাকলে পয়েন্ট কমে যায়, যার কারনে মোট নাম্বার কমে যায় এবং সুপার এ্যাকটিভে সুযোগ দেয়া সম্ভব হয় না। সুতরাং সবাইকে সব দিকে ব্যালেন্স করে কাজ করার চেষ্টা করতে অনুরোধ করেন।

Untitled-001.png

গত সডপ্তাহে @bijoy1 কে অনেক গুলো পরামর্শ দেয়া হয়েছিলো, সে বিষয়ে পুনরায় কথা বলেন। তার পোষ্টের লেখাগুলো নিয়ে কথা বলেন, যেখানে মুল প্রসঙ্গ খুবই কম থাকে কিন্তু রেনডম লেখাগুলো বেশী থাকে। সেগুলোর বিষয়ে পুনরায় দৃষ্টি আকর্ষণ করেন, এতে কোয়ালিটি কমে যায়, যা তাকে হতাশ করেছে। আশা প্রকাশ করেন এই সপ্তাহে কিছুটা পরিবর্তন দেখতে পাবেন, পরিবর্তন হলে সেটা ভালো লাগার বিষয় হয়। না হলে বিকল্প ব্যবস্থা মানে টিকেটে ডেকে আনা হবে। তারপর পাওয়ার আপ প্রতিযোগিতা নিয়ে কথা বলেন, কারো সমস্যা থাকলে তাকে অবহিত করতে বলেন। আরো একটা বিষয়ে স্মরণ করিয়ে দেন, এ্যাবিউজ নিয় একা একা কাজ করা সম্ভব হয় না, যদিও অনেকেই সহযোগিতা করছেন এবং এ্যাবিউজ দেখলেই সেটা তাকে অবহিত করছেন, এটা অব্যাহত রাখার অনুরোধ করেন। গল্পের ক্ষেত্রে কিছু দেখলে সেটাও তাকে অবহিত করতে অনুরোধ করেন।

কমিউনিটির এ্যাডমিন (সোশ্যাল মিডিয়া এবং মার্কেটিং) @shuvo35 শুভ ভাই কথা বলেন এরপর, শুরুতেই সুমন ভাইয়ের সাথ সহমত পোষণ করেন। এ্যাবিউজ নিয়ে কথা বলেন, এ্যাবিউজ সার্ভারে সংযুক্ত হওয়ার আহবান জানান সবাইকে। টুইটার প্রমোশনের ক্ষেত্রে বিগত সপ্তাহের তুলনায় ভালো ছিলো এই সপ্তাহ। মোট ১৯০টি পোষ্ট এবং ৩৫জন এ্যাকটিভ ছিলেন এই সপ্তাহে। এই ধরাবাহিকতা বজায় থাকবে বলে প্রত্যাশা করেন এবং তার সাথে সাথে এটা সব সময় সবাই করার চেষ্টা করবেন। ফেসবুক গ্রুপে ৫৫০ ইউজার হয়েছে, সবাইকে অভিনন্দন জানান। যারা প্রতিনিয়ত নিজেদের পোষ্টগুলো শেয়ার করবেন এবং এনগেজমেন্ট করছেন তাদের সবাইকে ধন্যবাদ জানান।

এরপর কমিউনিটির মডারেটরগণ কথা বলেন, প্রথমে @alsarzilsiam ভাই বলেন, বর্তমানে লেবেল তিনে ক্লাস করানোর মত কেউ নেই তবে এ সপ্তাহের লেবেল তিনের ভাইভা পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল এবং তিনজনেই ভাইভা পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে ও লিখিত পরিক্ষা ও দিয়েছেন। তারা এখন লেভেল ৪ এর জন্য প্রস্তুতি গ্রহণ করছে। কমেন্ট মনিটরিং নিয়ে কিছু কথা বলতে চাই। এই সপ্তাহে আমার লিস্টে যারা ছিলেন তাদের অ্যাক্টিভিটিস অ্যাভারেজ লেভেলের ছিল। তবে কিছু কিছু ইউজার একই ভুল বারবার করে যাচ্ছেন, বিশেষ করে একটি বিষয় দেখছি একই জাতীয় কমেন্ট অনেক বেশি হয়ে যাচ্ছে। কমেন্ট বেশি হলেও কোয়ালিটি একটু কম ছিলো। আশা করছি আপনারা সবাই নিজের ভুলগুলো শুধরে নেওয়ার চেষ্টা করবেন। এছাড়াও আমাদের যে রিপোর্ট প্রকাশ হয়, সেই রিপোর্টটি ভালো ভাবে পরে নিবেন, ধন্যবাদ।

এরপর কমিউনিটির মডারেটর @rupok ভাই বলেন, এই মুহূর্তে লেভেল ফোরে দুজন মেম্বার আছেন। তাদের দুজনের এক্টিভিটিস মোটামুটি সন্তোষজনক। তবে যারা লেভেলে আছেন তাদের সবার উদ্দেশ্যে একটা কথা বলতে চাই। আপনারা যতদিন লেভেলে থাকবেন ততদিন আপনাদেরকে অবশ্যই এবিবি স্কুল কে পাঁচ পার্সেন্ট এবং সাইফক্সকে ১০% বেনিফিশিয়ারি দিতে হবে। আমরা যখন কোন পোস্ট কিউরেশনের জন্য দেখি তখন সবচাইতে প্রথমে বেনিফিশিয়ারি চেক করি। যদি আপনি বেনিফিশিয়ারি না দেন তাহলে আপনার পোস্ট যত ভালই হোক আমরা সেগুলো কিউরেশনের জন্য পাঠাই না। আশা করি আপনারা এ বিষয়গুলোর প্রতি যত্নবান হবেন।

Untitled-0012.png

আর যারা লেভেল থ্রি পাস করে লেভেল ফোর পর্যন্ত চলে এসেছেন। আমি তাদের কে ভালো ব্লগার হিসেবে দেখি। যার ফলে তাদের প্রতি আশা থাকে যে তারা ভালো মানের ব্লগ লিখবে। কিন্তু যখন তাদের পোস্টগুলি পড়তে গিয়ে দেখি সেখানে পোস্টের কোয়ালিটি ভালো হয়নি তখন ব্যাপারটা আমাদেরকে হতাশ করে। এই সমস্যা থেকে উত্তরণের জন্য আপনাদেরকে বেশি বেশি ভালো ব্লগারদের পোস্ট পড়তে হবে। বেশি পড়া ছাড়া আপনার এই সমস্যা থেকে উত্তরণের আর কোন উপায় নেই।

আর কমেন্ট মনিটরিং নিয়ে বলতে চাই এই সপ্তাহে আমার আন্ডারে যারা ছিলেন তারা মোটামুটি সবাই বেশ ভালো পরিমানে কমেন্ট করেছেন। যদিও কোয়ালিটি নিয়ে কিছুটা সমস্যার রয়েই গিয়েছে। আপনারা চেষ্টা করবেন কমেন্টের কোয়ালিটি ভালো করতে। খেয়াল করে দেখবেন অনেকে আপনার থেকে অনেক কম কমেন্ট করেও ভালো মার্কস পেয়েছেন। এর একটা মাত্র কারণ হচ্ছে তারা সংখ্যার দিকে নজর না দিয়ে কমেন্টের মান ভালো করেছে। আশা করি এই বিষয়গুলোর প্রতি সবাই যত্নবান হবেন।

এরপর কমিউনিটির মডারেটর @kingporos ভাই বলেন, নমস্কার। প্রথমে টেম্পোরারি ইন্যাক্টিভ লিস্ট নিয়ে কয়েকটা কথা বলবো। চলতি সপ্তাহে টেম্পোরারি ইন্যাক্টিভ লিস্টের কোনো সদস্যকেই একটিভ লিস্টে পাঠানো হয়নি। যারা টেম্পোরারি ইন্যাক্টিভ লিস্ট আছেন তাদের স্টিমিট এবং ডিসকর্ড দুটোর এক্টিভিটিস দেখে তবেই এক্টিভ লিস্টে পাঠানো হবে। যেসব সদস্যরা লেভেল ২ এর ক্লাস করেছেন তাদের অতি সত্বর ভাইভা নেওয়া হবে। ভাইভা নেওয়ার তারিখ নির্ধারণ করে এনাউন্সমেন্ট করে দেওয়া হবে।

এরপর কমিউনিটির মডারেটর @ayrinbd আপু কথা বলেন, আমার আন্ডারে যে সকল ইউজাররা ছিল প্রত্যেকে লেভেল ওয়ান পাস করে গেছেন, আর মাত্র এখন একজন নিউ মেম্বার আছে। তবে লেভেল ওয়ান এর ক্লাস কখন থেকে শুরু করব সেটা এনাউন্সমেন্ট এর মাধ্যমে জানিয়ে দেয়া হবে। একটা কথা সকলের উদ্দেশ্যে বলতে চাচ্ছি, প্রতিটা কনটেস্টের টপিক যেটা থাকে আপনারা সব সময় টপিক অনুযায়ী অংশগ্রহণ করার চেষ্টা করবেন। বলা হয়েছে শীতের সকালের ফটোগ্রাফি দেয়ার জন্য আপনারা প্রত্যেকেই দেখেছি প্রায় পোস্ট দিয়েছেন ফুলের ফটোগ্রাফি। এই জিনিসগুলো মাথায় রেখে অংশগ্রহণ করবেন । discord এ যারা চ্যটিং করেন আপনাদের বলবো, বিতর্ক মুলক কোনো বিষয় নিয়ে আলোচনা করবেন না, এতে discord পরিবেশ নষ্ট হতে পারে, এবং নিজের জায়গা ও সম্মান নষ্ট হতে পারে।

Untitled-00123.png

তারপর শুভ ভাই ফিরে আসেন এবং প্রমোশনাল কিছু কথা বলেন। শুরুতেই এবিবি স্কুল নিয়ে কথা বলেন, প্রশ্ন করেন নতুন যারা বিভিন্ন লেভেলে আসেন তারা কি প্রফেসরদের কথা বুঝতে পারেন না, নাকি অন্য কোন সমস্যা আছে? তারপর বলেন যারাই স্কুলে থাকবেন সবাইকে এবিবি স্কুলকে ৫% বেনিফিশিয়ারি দিতে হবে এবং বাধ্যতামূলকভাবে সাইফক্সকে ১০% বেনিফিশিয়ারি দিতে হবে । এরপর বলেন আমাদের তিনটি ডেলিগেশন প্রজেক্ট রয়েছে। তারপর প্রথমে হিরোইজম নিয়ে কথা বলেন, এটা বিশ্বব্যাপী ডেলিগেশন প্রজেক্ট, ডেলিগেশন করলে প্রতিদিন সাপোর্ট পাওয়া যাবে এবং প্রতি সপ্তাহে কিউরেশন রিওয়াডর্স পাবেন। তারপর সবাই সাপোর্ট পাচ্ছেন কিনা সেটা জানতে চান সবার কাছে। তারপর এবিবি কিউরেশন নিয়ে কথা বলেন, নিশ্চিত সাপোর্ট পেতে চাইলে এবিবি কিউরেশন এ ডেলিগেশন করতে বলেন। মিনিমাম ৩০০ এসপি ডেলিগেশন করতে হবে নিয়মিত সাপোর্ট পেতে চাইলে, এরপর নিয়মিত ডেলিগেশন বৃদ্ধি করতে অনুরোধ করেন। কোন ধরনের পোষ্টে সাপোর্ট দেয়া হবে না সেটাও স্মরণ করিয়ে দেন।

এরপর কথা বলেন নিক্সি প্রজেক্ট নিয়ে, এটা আমাদের ফাউন্ডারের যৌথ প্রজেক্ট। যাদের বাড়তি কিছু এসপি আইডল রয়েছে তারা এখানে ডেলিগেশন করতে পারেন, এরপর নিক্সি নিয়ে বিস্তারিত তথ্য উপস্থাপন করেন। রেগুলার পোষ্ট করতে না পারলেও রিওয়াডর্স পাওয়া যাবে এখান হতে । তারপর কথা বলেন এবিবি চ্যারিটি নিয়ে, প্রতি বুধবার রিমাইন্ডার দেয়ার চেষ্টা করেন, মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য। তারপর যে কেউ চাইলে এখানে ডোনেশন করতে পারেন, লিকুইড স্টিম অথবা বেনিফিশিয়ারির মাধ্যমে। এরপর ইউটনেস নিয়ে কথা বলেন কারা কারা ভোট দিয়েছেন সেটা জানতে চান। তারপর এবিবি পিন পোষ্ট নিয়ে কথা বলেন, পিন পোষ্ট নিয়ে বিস্তারিত তথ্য উপস্থাপন করেন। অনেকেই কমিউনিটি সম্পর্কে অনেক কিছু জানতে চান, তাদেরকে পিনড পোষ্টগুলো পড়ার অনুরোধ করেন, কমিউনিটির গুরুত্বপূর্ণ সকল পোষ্ট রয়েছে এখানে। এরপর কথা বলেন এবিবি ফিচারড পোষ্ট নিয়ে, আমরা আপনাদের পোষ্ট হাইলাইট করার চেষ্টা করছি এবং কোয়ালিটির সাথে সাথে আপনাদেরকেও হাইলাইট করার চেষ্টা করছি। যাদের পোষ্ট ফিচারড এ জায়গা পাচ্ছে তাদের বাড়তি সাপোর্ট দেয়ার ব্যবস্থা করা হয়েছে।

তারপর এবিবি স্টেজশো রবিবারের আড্ডা নিয়ে কথা বলেন, নিজের অনুভূতি প্রকাশ করেন এবং এ ব্যাপারে বিস্তারিত তথ্য উপস্থাপন করেন। রবিবারের আড্ডার জন্য মডারেটরগন যোগাযোগ করলে সবাইকে নাম দেয়ার আহবান জানান। রবিবারের আড্ডায় পৃষ্ঠপোষকতা করার জন্য কমিউনিটির প্রতিষ্ঠাতাকে ধন্যবাদ জানান। এরপর এবিবি ফান নিয়ে কথা বলেন, ফান করো আর্ন করো, কমেন্ট শেয়ার করেই খুব সহজেই পোষ্টের কাছাকাছি আয় করা সম্ভব এখানে। এছাড়া নতুন ইউজারদের ফ্রি ডেলিগেশন দেয়ার ব্যবস্থা রয়েছে এখানে, সেটাও উপস্থাপন করেন সকলের অবগতির জন্য। নতুন ইউজারদের এনগেজমেন্ট এ যাতে সমস্যা না হয় সেই জন্য এই ব্যবস্থা। তবে নতুনদের নিয়মিত রিওয়াডর্স ক্লেইম করতে হবে। তারপর নতুন প্রতিযোগিতার বিষয়ে সকলের দৃষ্টি আকর্ষণ করেন, বিজয়ীদের ফলাফল ঘোষণা করেন এবং নিজেদের অনুভূতি শেয়ার করার সুযোগ দেন।

এরপর কথা বলেন আমার বাংলা ব্লগের প্রতিষ্ঠাতা @rme দাদা, শুরুতেই শুভ ভাই ছোট দাদার বিয়ের অনুষ্ঠানের ব্যস্ততা নিয়ে জানতে চান। দাদা বলেন, নিজের বাড়ির অনুষ্ঠান তাই বেশ ছোটাছুটি করতে হয়েছিলো দাদাকে। মূল অনুষ্ঠানে একদমই থাকতে পারেন নাই, মাত্র কয়েক মিনিটের জন্য সুযোগ পেয়েছিলেন। স্বাগতা দিদির আত্মীয় স্বজনদের নিয়ে ব্যস্ত হয়ে পড়েছিলেন। প্রায় ঘন্টা খানিক সময় বাহিরে ছিলেন অনুষ্ঠান চলাকালীন সময়ে। যার কারনে দাদা অনেক কিছুই মিস করেছেন। খাবার দাবার শুরু হয়েছিলো ৬টা হতে আর দাদা খাবার খেতে এসেছিলেন সাড়ে দশটার দিকে তখন অনেক আইটেম ছিলো না শেষ হয়ে গিয়েছিলো। আসেপাশের অনেক মানুষ এসেছিলেন, প্রায় পঞ্চাশ জনের মতো মানুষ খেয়ে গিয়েছিলেন বিনা দাওয়াতে।

Untitled-001234.png

বুফের আয়োজন ছিলো, ইচ্ছে মতো খাবার নষ্ট করা হয়েছে, তা না হলে খাবার কম পড়তো না। অবশ্য মেইন আইটেমগুলো যথেষ্ট পরিমাণে ছিলো। দাদা নিজেও খুব একটা ফটোগ্রাফি করতে পারেন নাই। তবে অনুষ্ঠানে ফটোগ্রাফার ছিলেন চারজন। পরবর্তীতে দাদা সেগুলো শেয়ার করতে পারবেন। এখন অবশ্য মোবাইলে ক্যাপচার করা কিছু দৃশ্য শেয়ার করেছেন। তারপর দাদা এই সপ্তাহের বেষ্ট ব্লগার অব দ্যা ইউক এর নামগুলো ঘোষণা করেন তারা হলেন, @tasonya, @mohinahmed এবং @samhunnahar। এছাড়াও ব্লগার অফ দা উইক ফাউন্ডার'স চয়েস বিজয়ী হলেন @shapladatta

তারপর কমিউনিটির এ্যাডমিন (উইটনেস এবং ডেভ টীম) @moh.arif আরিফ ভাই কথা বলেন, এই সপ্তাহে আসলে কিছুই বলার নেই, কোন সমস্যা হয় নাই এবং ডেভলপমেন্ট নিয়ে কোন আপডেট নেই। মিস্টিম.ব্লগ নিয় কথা বলেন, দাদার সাথে এ বিষয়ে আলোচনা করা হচ্ছে দ্রুত শুরু করার ব্যাপারে। তারপর poloniex এক্সচেঞ্জ নিয়ে কথা বলেন, গত সপ্তাহে বলেছিলেন poloniex হ্যাংকিং এর স্বীকার হয়েছে এবং বেশ বড় একটা এমাউন্ট চলে গেছে তাই Withdrawal Suspense রেখেছেন। এটা ঠিক হতে বেশ কিছুটা সময় লাগতে পারে।

এরপর শুভ ভাই আরিফ ভাইকে আমন্ত্রণ জানান কুইজ পর্ব শুরু করার জন্য। তারপর যথারীতি আরিফ ভাই এই সেগমেন্টটি পরিচালনা করেন। আর তাকে সহযোগিতা করেন মডারেটর রূপক ভাই, এ্যাডমিন সুমন ভাই এবং আমি। যেহেতু কুইজ পর্বের নিয়মগুলো আগের মতোই রয়েছে তাই দ্রুত কুইজ শুরু করা হয়। পর পর চারটি কুইজ শেয়ার করা হয় এবং পরবর্তীতে বিজয়ীদের রিওয়ার্ডস পাঠিয়ে দেয়া হবে বলে জানানো হয়। এরপর আমার বাংলা ব্লগের প্রতিষ্ঠাতা দাদার পক্ষ হতে ৩টি কুইজ ধরা হয় এবং বিজয়ীদের সাথে সাথে রিওয়ার্ডস দেয়া হয়।

তারপর শুভ ভাই ফিরে আসেন এবং গানের আসর শুরু করেন। একে একে @saymaakter গান (তার ভাগ্নি গান পরিবেশন করেন), @bristychaki গান, @mahbubul.lemon গান এবং সব শেষে @tithyrani কবিতা আবৃত্তি করেন। সবাই এই আসরটি বেশ মুগ্ধ হয়ে উপভোগ করেন। এরপর শুভ ভাই ফিরে আসেন, সবাইকে যে কোন বিষয়ে প্রশ্ন করার সুযোগ দেন।

তারপর সবাইকে ধন্যবাদ জানিয়ে অফিসিয়ালি হ্যাংআউটের সমাপ্ত ঘোষণা করেন।

ধন্যবাদ আমার বাংলা ব্লগের এ্যাডমিন এবং মডারেটদের, যারা রিপোর্টটি তৈরী করতে সার্বিকভাবে সহযোগিতা করেছেন।
@hafizullah

break .png

Community TEAM

@rme ADMIN ✠ Founder 🔯
@blacks ADMIN Co-Founder ♛【IND】
@winkles ADMIN Executive Admin 🇮🇳 ✨
@hafizullah ADMIN Executive Admin 🇧🇩 ✨
@swagata21 ADMIN Community Admin 【IND】
@nusuranur ADMIN Community Admin 🇧🇩 ✨
@rex-sumon ADMIN Regulatory compliance Admin ✨
@moh.arif ADMIN Witness & Dev Team Admin ✨
@shuvo35 ADMIN Social Media & Marketing ✨
@rupok MOD Community Moderator 🇧🇩 ✨
@kingporos MOD Community Moderator 🇮🇳 ✨
@alsarzilsiam MOD Community Moderator 🇧🇩 ✨
@tangera MOD Community Moderator 🇧🇩 ✨
@ayrinbd MOD Community Moderator 🇧🇩 ✨
@abb-school MOD Steem School ✍
@shy-fox MOD Extreme Curator
@amarbanglablog MOD Primary Curator ♛♝
@curators MOD Secondary Curator ♝
@photoman MOD Secondary Curator ♝
@royalmacro MOD Secondary Curator ♝
@abuse-watcher MOD Steem Watcher

break .png
Banner Annivr2.png
break .png
Banner.png

আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃডিসকর্ড লিংক

break .png

Support @Bangla.Witness by Casting your witness vote


VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Witness Banner 2.png

Posted using SteemPro Mobile

Sort:  
 11 months ago 

গত সপ্তাহে হ্যাং আউটে যুক্ত হতে পারিনি পারিবারিক সমস্যার কারনে। হাজারও সমস্যার মধ্যেও চেস্টা করি অন্তত হ্যাং আউটে থাকতে। কিন্তু পারিনি। তবে আপনার রিপোর্টে সকল বিষয় এতো সুন্দর করে উপস্থাপন করা আছে যে, সকল বিষয় জানা হয়ে গেল। ধন্যবাদ সুন্দরভাবে রিপোর্টটি শেয়ার করার জন্য।

 11 months ago 

আমার বাংলা ব্লগের হ্যাংআউটে যেয়ে কথোপকথন গুলো হয়ে থাকে সেগুলো সবাই মনোযোগ দিয়ে শুনলে তাদের নিজের উপকার হয়। অনেক ধন্যবাদ এর রিপোর্টটি আমাদের মাঝে উপস্থাপন করার জন্য।

 11 months ago 

যত ব্যস্ততাই থাক না কেন চেষ্টা করি সাপ্তাহিক হ্যাং আউটে অংশ গ্রহণ করার জন্য। গত সপ্তাহে অনেক ব্যস্ত সময় পার করেছি। হ্যাং আউট চলাকালীন সময়ে হাসপাতালে বসে থেকেও হ্যাং আউট প্রোগ্রামে অংশ গ্রহণ করার চেষ্টা করেছি। কারন এই একটি অনুষ্ঠানের মাধ্যমে আমরা আমাদের আমল নামা হাতে পাই। ধন্যবাদ ভাইয়া এত সুন্দর করে প্রতিবেদনটি শেয়ার করার জন্য।

 11 months ago 

সারা সপ্তাহ জুড়ে এই একটি দিনের অপেক্ষায় থাকি তা হলো বৃহস্পতিবার হ্যাংআউট।এই দিনটি আমার কাছে উৎসব এর মতো মনে হয়।সবসময়ই চেষ্টা করি শুরু থেকে হ্যাংআউট এ যুক্ত থাকার। কিন্তু এবারের হ্যাংআউট এ জয়েন করতে দেরি হয়ে গেছিলো,তাই প্রথম কথা গুলো শোনার সৌভাগ্য হয়নি।তাই আপনার রিপোর্ট টি প্রকাশের অপেক্ষায় ছিলাম কখন দেখতে পাবো।পুরো রিপোর্ট টি পড়ে অনেক ভালো লাগলো এবং অজানা বিষয় গুলো জানা হলো।আশাকরি কমিউনিটির সকল পরামর্শ গুলো মেনে কাজ করার চেষ্টা করবো।ভাইয়া আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই সেই সাথে অনেক অনেক শুভকামনা রইলো আপনার জন্য।🙏🙏🙏

 11 months ago 

দেখতে দেখতে ১২৬ তম হ্যাংআউট শেষ হয়ে গেল ৷ আসলে হ্যাংআউট মানেই সারা সপ্তাহ শেষে সুন্দর একটা মুহূর্ত ৷ এই হ্যাংআউটের মাধ্যমে অনেক গুরুত্বপূর্ণ তথ্য গুলো জানতে পারি এবং সেই সাথে ভরপুর বিনোদন তো আছেই ৷ সব মিলিয়ে সত্যিই ভীষণ ভালো লাগে হ্যাংআউটের এই সময়টা ৷ যদিও আমার নেটওয়ার্ক এর বাজে অবস্থা ছিলো এ সপ্তাহে , তবে আপনার এই রিপোর্ট পড়ে সব জানতে পরলাম ৷ অনেক ভালো লাগলো ৷ অসংখ্য ধন্যবাদ আপনাকে সুন্দর ভাবে রিপোর্ট টি প্রকাশ করার জন্য ৷ আরো একটা সুন্দর হ্যাংআউটের অপেক্ষায় রইলাম ৷ ধন্যবাদ

 11 months ago (edited)

হ্যাং আউট মানে আনন্দমুখর প্রোগ্রাম। যতই ব্যস্ত সময় পার করি না কেন হ্যাংআউটে না থাকতে পারলে মনে হয় কি যেন মিস করলাম।তাই চেষ্টা করি সব সময় হ্যাংআউটে থাকার জন্য।প্রত্যেক সপ্তাহে আপনি
হ্যাং আউটের এই রিপোর্টি আমাদের মাঝে উপস্থাপন করেন যা পড়ে খুব ভালো লাগে।ধন্যবাদ ভাই সুন্দর একটি রিপোর্ট আমাদের মাঝে উপস্থাপন করার জন্য।

Congratulations, your post has been upvoted by @dsc-r2cornell, which is the curating account for @R2cornell's Discord Community.

Manually curated by @jasonmunapasee

r2cornell_curation_banner.png

 11 months ago 

প্রতিবারের মতো আজকেও আপনি সাপ্তাহিক হ্যাংআউট উপস্থাপন করেছেন। হ্যাংআউট টি হচ্ছে আমাদের সুন্দর একটা দিন।এই হ্যাংআউটের কারনে সবার কাজের ব্যাপারে জানা যায়।এবং আমরা কোথায় কি ভুল করছি সেটা জানতে পারি।যাইহোক সাপ্তাহিক হ্যাংআউটের রিপোর্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাইয়া।

 11 months ago 

দেখতে দেখতে ১২৬ তম হ্যাংআউট পর্ব শেষ হয়ে গেল। প্রতি সপ্তাহের ন্যায় এই সপ্তাহেও সম্পূর্ণ প্রোগ্রামটি বেশ উপভোগ করেছি। এই সপ্তাহে শীতকালীন ফটোগ্রাফি প্রতিযোগিতার ফলাফল ঘোষণা করা হয়েছে বিধায়, এবারের প্রোগ্রামটি একটু বেশিই ভালো লেগেছে। কিন্তু বিনোদন পর্বে অংশগ্রহণকারী অনেক কম ছিলো এবার। যাইহোক সম্পূর্ণ প্রোগ্রামটি আমাদের মাঝে তুলে ধরার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

Posted using SteemPro Mobile

 11 months ago 

প্রতিবারের মতো এবারো হ্যাংআউট রিপোর্ট দেখে অনেক ভালো লাগলো। সত্যি হ্যাংআউট হলো আমাদের মিলনমেলা। হ্যাংআউট এর মাধ্যমে আমরা এক সপ্তাহের ভালো মন্দ সম্পর্কে জানতে পারি। যদিও হ্যাংআউটে উপস্থিত থাকি তারপর আবার আপনার পোস্ট পড়ে সকল বিষয় জানতে পেরে অনেক ভালো লাগলো। ধন্যবাদ ভাইয়া পুরো রিপোর্ট সুন্দরভাবে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.16
JST 0.029
BTC 74967.91
ETH 2823.87
USDT 1.00
SBD 2.51