রবিবারের আড্ডা || ABB Stage Show- Episode-02
সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার বাংলা ব্লগের নতুন আয়োজন রবিবারের আড্ডা-২য় পর্বে। আমরা শুরু হতেই বলেই আসছি আমার বাংলা ব্লগ ব্যতিক্রম কমিউনিটি এবং আমাদের চিন্তাধারাও কিছুটা ব্যতিক্রম, তাই সব ব্যতিক্রমধর্মী আয়োজন নিয়ে আমার বাংলা ব্লগকে সাজানোর চেষ্টা করি। নতুন এই আয়োজনটি নিয়ে আমরা এখনো চিন্তা করছি, কাংখিত ক্ষেত্রে আরো কি কি পরিবর্তন আনা যায়, আশা করছি সময়ের সাথে সাথে কাংখিত পরিবর্তনগুলো ঠিক দেখতে পাবেন।
আমাদের এই আয়োজনটি তিনটি সেগমেন্টে ভাগ করা হয়েছে, প্রথম সেগমেন্টে আমরা আমাদের অতিথির সাথে পরিচিত হবো এবং তার নিকট হতে আমাদের পাঁচটি প্রশ্নের উত্তর জানার চেষ্টা করবো। এ সম্পর্কে আপনাদের কোন প্রশ্ন বা কিছু জানার আগ্রহ থাকলে সেটা আমরা দ্বিতীয় সেগমেন্টে জানার চেষ্টা করবো। অর্থাৎ আমাদের দ্বিতীয় সেগমেন্টেটি আপনারা যারা দর্শক সারিতে রয়েছেন তাদেরকে নিয়ে। আপনারা নিজেদের কৌতুহল কিংবা আগ্রহ থেকে প্রশ্ন করতে পারবেন এবং সেখান হতে অতিথি নিজে তিনজন সেরা প্রশ্নকারী নির্বাচন করবেন। যাদের জন্য থাকবে বিশেষ পুরস্কার।
এরপর আমার নিজের পছন্দের একটা গান শুনবো, তারপর আমরা যাবো তৃতীয় সেগমেন্টে অর্থা শেষ পর্বে, যেখানে আমরা অতিথির নিকট হতে আমার বাংলা ব্লগের ব্যাপারে কিছু পরামর্শ বা দিক নির্দেশনা শুনতে চাইবো। কিভাবে আমরা আমাদের এই কমিউনিটিতে আরো সুন্দরভাবে সাজাতে পারি এবং এর গতিশীলতা ধরে রাখতে পারি। এই হলো আমাদের রবিবারের আড্ডার টোটাল প্যাকেজ।
আসুন আমরা আমাদের অতিথির নিকট যাই এবং তার সাথে পরিচিত হই, তার সম্পর্কে কিছুটা জানি। স্বাগতম @kingporos নির্মাল্য ভাই, অবশ্য সবাই আপনাকে কিংপ্রস নামে বেশী চিনে, আরো একটা বড় পরিচয় রয়েছে আর সেটা আমার বাংলা ব্লগের কমিউনিটি মডারেটর। সংক্ষেপে যদি নিজের সম্পর্কে কিছু বলতেন? তারপর সকলের অবগতির জন্য নির্মাল্য তার নিজের সম্পর্কে কিছু কথা বলেন, ব্যক্তি জীবনের কিছু তথ্যও উপস্থাপন করেন। তারপর আমরা শুরু করি প্রথম পর্বের পাঁচটি প্রশ্ন যা নিচে তুলে ধরা হলো।
স্ক্রিনশট ক্রেডিটঃ @alsarzilsiam সিয়াম ভাই
প্রশ্নঃ আপনার স্টিমিট জার্নির শুরুটা কেমন ছিলো? সে সম্পর্কে কিছু বলুন?
উত্তরঃ আমার স্টিমিট জার্নির শুরু সম্পর্কে এক কথায় বলা যায় সেটা হলো, কঠিন। আসলে আমরা যারা পুরোনো ব্লগার তাদের প্রত্যেকের শুরুটা মোটামুটি কঠিনই ছিলো। আমাদের মতো বাঙালিদের স্টিমিট মোটেই সুখকর নয়। কারণ একদিকে যেমন বাঙ্গালীদের সাপোর্ট দেওয়া হতো না তেমনি নতুন ইউজারদের রীতিমতো অবহেলা করা হতো। সেই জন্য প্রথম সময়টা বিশেষ করে প্রথম কয়েক মাস খুবই পরিশ্রমের করতে হয়েছিলো। তারপর আমার বাংলা ব্লগে আসা।
উত্তরঃ আমার স্টিমিট জার্নির শুরু সম্পর্কে এক কথায় বলা যায় সেটা হলো, কঠিন। আসলে আমরা যারা পুরোনো ব্লগার তাদের প্রত্যেকের শুরুটা মোটামুটি কঠিনই ছিলো। আমাদের মতো বাঙালিদের স্টিমিট মোটেই সুখকর নয়। কারণ একদিকে যেমন বাঙ্গালীদের সাপোর্ট দেওয়া হতো না তেমনি নতুন ইউজারদের রীতিমতো অবহেলা করা হতো। সেই জন্য প্রথম সময়টা বিশেষ করে প্রথম কয়েক মাস খুবই পরিশ্রমের করতে হয়েছিলো। তারপর আমার বাংলা ব্লগে আসা।
প্রশ্নঃ আমার বাংলা ব্লগের মডারেটর হওয়ার অনুভূতি কেমন ছিলো?
উত্তরঃ সে রাত আমার এখনো পরিষ্কার মনে আছে। আমার বাংলা ব্লগে যেদিন আমাকে মডারেটর করা হলো তখন আমি ট্রেনে ছিলাম। ট্রেনে থাকাকালীনই হ্যাং আউটে দাদা আমার মডারেটর হওয়ার কথা ঘোষণা করলেন। সেই সময়ের আমার মধ্যে কোন অনুভূতি গুলো কাজ করছিলো সেটা প্রকাশ করার মতো ভাষা আমার কাছে নেই। তবে সেদিন কি পরিমাণ এক্সাইটেড ছিলাম আপনাদের সেটা হয়তো একটা কথা বলেই বোঝাতে পারবো। সেই রাতে হ্যাং আউট শেষ হাওয়ার পর আমি পুরো আট ঘন্টার ট্রেন জার্নিটা জেগে জেগে কাটিয়ে কোলকাতা পৌঁছে গেছিলাম। হাঃ হাঃ।
উত্তরঃ সে রাত আমার এখনো পরিষ্কার মনে আছে। আমার বাংলা ব্লগে যেদিন আমাকে মডারেটর করা হলো তখন আমি ট্রেনে ছিলাম। ট্রেনে থাকাকালীনই হ্যাং আউটে দাদা আমার মডারেটর হওয়ার কথা ঘোষণা করলেন। সেই সময়ের আমার মধ্যে কোন অনুভূতি গুলো কাজ করছিলো সেটা প্রকাশ করার মতো ভাষা আমার কাছে নেই। তবে সেদিন কি পরিমাণ এক্সাইটেড ছিলাম আপনাদের সেটা হয়তো একটা কথা বলেই বোঝাতে পারবো। সেই রাতে হ্যাং আউট শেষ হাওয়ার পর আমি পুরো আট ঘন্টার ট্রেন জার্নিটা জেগে জেগে কাটিয়ে কোলকাতা পৌঁছে গেছিলাম। হাঃ হাঃ।
প্রশ্নঃ আপনার স্টিমিট জার্নির মজার কোন ঘটনা শেয়ার করুন?
উত্তরঃ প্রথম প্রথম স্টিমিটে এসেছি তখন অন্যদের ব্লগ পড়েই পাসওয়ার্ড ও কি সম্পর্কিত বুঝেছিলাম। তো একবার হয়েছে কি, আমি যে খাতায় আমার কি এবং মাস্টার পাসওয়ার্ড লিখে রেখেছিলাম সেটা আমার ঘরের টেবিলেই থাকতো। এক সকালে ঘুম থেকে উঠে দেখি খাতাটা টেবিলে নেই। আমি ধড়াম করে বিছানা থেকে উঠে পাগলের মত সারা বাড়ি তছনছ করে খাতা খুঁজতে শুরু করলাম। কিন্তু খাতার আর কিছুতেই খুঁজে পাই না, এদিকে দরদর করে ঘামতে শুরু করেছি। তখন আমার পিসি বললো, যা তোর বালিশের তলায় গিয়ে একবার দেখ দেখি তুই বিছানায় রেখেছিস কিনা। ওমা! গিয়ে দেখি বালিশের তলায় খাতা। পিসি ঠিকই বলেছে। রাত্রে হয়তো কোন কারণে খাতাটা আমার বালিশের তলায় রেখে ঘুমিয়ে পড়েছিলাম তারপর সেটা আর মনে নেই। খাতা পেয়ে হাফ ছেড়ে বাঁচলাম।
উত্তরঃ প্রথম প্রথম স্টিমিটে এসেছি তখন অন্যদের ব্লগ পড়েই পাসওয়ার্ড ও কি সম্পর্কিত বুঝেছিলাম। তো একবার হয়েছে কি, আমি যে খাতায় আমার কি এবং মাস্টার পাসওয়ার্ড লিখে রেখেছিলাম সেটা আমার ঘরের টেবিলেই থাকতো। এক সকালে ঘুম থেকে উঠে দেখি খাতাটা টেবিলে নেই। আমি ধড়াম করে বিছানা থেকে উঠে পাগলের মত সারা বাড়ি তছনছ করে খাতা খুঁজতে শুরু করলাম। কিন্তু খাতার আর কিছুতেই খুঁজে পাই না, এদিকে দরদর করে ঘামতে শুরু করেছি। তখন আমার পিসি বললো, যা তোর বালিশের তলায় গিয়ে একবার দেখ দেখি তুই বিছানায় রেখেছিস কিনা। ওমা! গিয়ে দেখি বালিশের তলায় খাতা। পিসি ঠিকই বলেছে। রাত্রে হয়তো কোন কারণে খাতাটা আমার বালিশের তলায় রেখে ঘুমিয়ে পড়েছিলাম তারপর সেটা আর মনে নেই। খাতা পেয়ে হাফ ছেড়ে বাঁচলাম।
প্রশ্নঃ আপনার ব্যক্তি জীবনের শিক্ষনীয় কোন ঘটনা শেয়ার করুন?
উত্তরঃ ব্যাচেলর ডিগ্রী পাস করার পরে আইন নিয়ে ভর্তি হবো, সেই সময় আমার জীবনে বিশাল শিক্ষা পেয়েছিলাম। আমাদের রাজ্যের বিভিন্ন জায়গায় আইন কলেজের এন্ট্রান্স পরীক্ষা দিয়ে বেড়াচ্ছি। মা সারাক্ষণ বলতে থাকে পরীক্ষা যখন দিতে যাবি তখন বেশি বেশি করে কলম নিয়ে যাবি। আমি সাহসী তাই একটা কালো কলম আরেকটা নীল কলম নিয়ে পরীক্ষা দিতে যাই। এরমই আমাদের রাজ্যের এক ইউনিভার্সিটিতে পরীক্ষা দিতে গেছি সেখানে পরীক্ষা হলে ঢুকে ব্যাগ হাতড়ে দেখি আমার ব্যাগের কলম নেই। মাথায় যেন বাজ ভেঙে পড়লো। চিন্তা করছি এইবার তো আর পরীক্ষা দেওয়া হলোনা। বারবার মায়ের কথা গুলোই আমার মনে পড়ছিল, মা বেশ কিছু কলম সাথে রাখতে বলেছিল। যাক আমার পিছনে যার সিট পড়েছিল সে আমাকে সেই বারের মতন একটি কলম দিয়ে রক্ষা করলো। সেদিন থেকেই আমি শিক্ষা নিলাম যে বড়রা যেটা বলেন সেটা ভালোর জন্যই বলেন।
উত্তরঃ ব্যাচেলর ডিগ্রী পাস করার পরে আইন নিয়ে ভর্তি হবো, সেই সময় আমার জীবনে বিশাল শিক্ষা পেয়েছিলাম। আমাদের রাজ্যের বিভিন্ন জায়গায় আইন কলেজের এন্ট্রান্স পরীক্ষা দিয়ে বেড়াচ্ছি। মা সারাক্ষণ বলতে থাকে পরীক্ষা যখন দিতে যাবি তখন বেশি বেশি করে কলম নিয়ে যাবি। আমি সাহসী তাই একটা কালো কলম আরেকটা নীল কলম নিয়ে পরীক্ষা দিতে যাই। এরমই আমাদের রাজ্যের এক ইউনিভার্সিটিতে পরীক্ষা দিতে গেছি সেখানে পরীক্ষা হলে ঢুকে ব্যাগ হাতড়ে দেখি আমার ব্যাগের কলম নেই। মাথায় যেন বাজ ভেঙে পড়লো। চিন্তা করছি এইবার তো আর পরীক্ষা দেওয়া হলোনা। বারবার মায়ের কথা গুলোই আমার মনে পড়ছিল, মা বেশ কিছু কলম সাথে রাখতে বলেছিল। যাক আমার পিছনে যার সিট পড়েছিল সে আমাকে সেই বারের মতন একটি কলম দিয়ে রক্ষা করলো। সেদিন থেকেই আমি শিক্ষা নিলাম যে বড়রা যেটা বলেন সেটা ভালোর জন্যই বলেন।
প্রশ্নঃ পছন্দের একটি গানের কথা বলুন, যেটা সব সময় শুনতে ইচ্ছে করে।
উত্তরঃ সত্যি কথা বলতে আমি যেমন গান শুনতে খুবই পছন্দ করি তেমনি গান কালেকশন করতেও আমার খুব ভালো লাগে। আমার পছন্দের গান অনেকগুলোই রয়েছে তবে আমি বর্তমান সময়ে যে গানটা বারবার শুনি সেটা হলো,
উত্তরঃ সত্যি কথা বলতে আমি যেমন গান শুনতে খুবই পছন্দ করি তেমনি গান কালেকশন করতেও আমার খুব ভালো লাগে। আমার পছন্দের গান অনেকগুলোই রয়েছে তবে আমি বর্তমান সময়ে যে গানটা বারবার শুনি সেটা হলো,
এবার আমরা শুরু করি উপস্থিত ইউজারদের নিয়ে দ্বিতীয় সেগমেন্ট অর্থা প্রশ্ন-উত্তর পর্ব- যারা প্রশ্ন করতে চায় তাদের স্টেজে আসার সুযোগ দেয়া হয়, এছাড়াও যারা জেনারেল চ্যাটে লিখে প্রশ্ন করতে চায় তাদের বলা হয় যে কোন মডারেটরকে ট্যাগ দিয়ে প্রশ্ন করার জন্য। যারা প্রশ্ন করেন নির্মাল্য ভাই তাদের সকলের প্রশ্নের কাংখিত জবাব দেন। তারপর প্রশ্নকারীদের মাঝ হতে তিনজন বিজয়ী নির্বাচন করার জন্য নির্মাল্য ভাইকে কিছুটা সময় দেয়া হয় এবং আমরা সেই ফাঁকে আরো একটা পছন্দের গান শুনি।
এখন আমরা নির্মাল্য ভাইয়ের কাছে জানতে চাইবো আজকের প্রশ্নোউত্তর পর্বে সেই ভাগ্যবান তিনটি বিজয়ী কারা? নির্মাল্য ভাইয়ের বিবেচনায় বিজয়ীরা হলেন- @Nevlu123, @shimulakter এবং @farhantanvir। অভিনন্দন আপনাদের যারা প্রশ্ন করে বিজয়ী হয়েছেন, যথা নিয়মে আপনাদের ওয়ালেটে পুরস্কার পাঠিয়ে দেয়া হবে।
অতিথি এবং প্রশ্ন পর্বে বিজয়ীদের যথা নিয়মে রিওয়ার্ডস প্রেরণ করা হয়েছে-
রবিবারের আড্ডার প্রাইজপুলের পৃষ্ঠপোষক @rme দাদা, ফাউন্ডার-আমার বাংলা ব্লগ।
সবশেষে আমরা আমাদের অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে যাই অর্থাৎতৃতীয় সেগমেন্টে। এখনে আমরা নির্মাল্য ভাইয়ের কাছে জানতে চাই আমার বাংলা ব্লগের ব্যাপারে উনার পরামর্শ বা সাজেশন। নির্মাল্য ভাই তার অভিজ্ঞতা ভিত্তিতে সকলের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ বেশ কিছু কথা শুনেন। তারপর আমরা শেষ করার পূর্বে আমার বাংলা ব্লগের প্রতিষ্ঠাতা @rme দাদার কিছু অনুভূতি শুনি।
সবশেষে আজকের এই বিশেষ আয়োজন রবিবারের আ্ড্ডায় যারা উপস্থিত ছিলেন সবাইকে আন্তরিক ধন্যবাদ, তবে যাওয়ার আগে আরো একটা বিষয়ে সবাইকে অনুরোধ করবো, এই শো’টি সম্পর্কে আপনাদের কোন আইডিয়া কিংবা পরামর্শ থাকলে অবশ্যই আমাকে ডিএম করবেন, আমরা চেষ্টা করবো শোটিকে আরো সুন্দর এবং প্রাণবন্ত করে তোলার, আপনাদের কাংখিত পরামর্শগুলো নিয়ে। তারপর সবাইকে ধন্যবাদ জানিয়ে শো সমাপ্ত ঘোষণা করি। পরবর্তী পর্বে আমাদের অতিথি হবেন কমিউনিটির মডারেটর সিয়াম ভাই।
ধন্যবাদ সবাইকে।
@hafizullah
আমি মোঃ হাফিজ উল্লাহ, চাকুরীজীবী। বাংলাদেশী হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। বাঙালী সংস্কৃতি ও ঐতিহ্য লালন করি। ব্যক্তি স্বাধীনতাকে সমর্থন করি, তবে সর্বদা নিজেকে ব্যতিক্রমধর্মী হিসেবে উপস্থাপন করতে পছন্দ করি। পড়তে, শুনতে এবং লিখতে ভালোবাসি। নিজের মত প্রকাশের এবং অন্যের মতামতকে মূল্যায়নের চেষ্টা করি। ব্যক্তি হিসেবে অলস এবং ভ্রমন প্রিয়।
|| আমার বাংলা ব্লগ-শুরু করো বাংলা দিয়ে ||
>>>>>|| এখানে ক্লিক করো ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য ||<<<<<
Support @heroism Initiative by Delegating your Steem Power
250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
Support @Bangla.Witness by Casting your witness vote
Support @Bangla.Witness by Casting your witness vote
VOTE @bangla.witness as witness
OR
এবারের আড্ডায় জয়েন দিতে পারলাম না 🥺। নতুন বছরের শুরুটাও হলো না! বাহিরে গিয়েছিলাম কাজে আর জয়েন দেয়া হয়নি! তবে কিংপ্রস দাদার অনুভূতিগুলো পড়ে ভালোই লাগলো! সবাই উপভোগ করেছে সময়টুকটু!
Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
please click it!
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)
The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.
নতুন বছরের শুভেচ্ছা ও অভিনন্দন ভাইয়া আপনাকে। ভাল আছেন আশাকরি। আর রবিবারের আড্ডা নিয়ে বলব, অনেক ভাল লাগে অনুষ্ঠানটি।কারন এই অনুষ্ঠানের মাধ্যমে ব্যক্তিগত, মন্দ লাগা, ভাল লাগা বিষয় গুলো আমরা প্রশ্ন করে জানতে পারি।এমনিতে তো আর এ কাজটা করা সম্ভব হতে না।তাই বলবো রবিবারের আড্ডা অনুষ্ঠানটি খুবই জনপ্রিয় হবে।এখানে অতিথির পছন্দের একটি গানও পরিবেশন করা হয়, এটাও খুব ভাল লাগে।আবার দর্শকদের থেকে ও প্রশ্ন করা হয়। তার মধ্যে থেকেও বিজয়ী নির্বাচন করা হয় এটাও খুব ভাল লাগে আমার।এভাবেই এগিয়ে যাবে রবিবারের আড্ডা আশা রাখি।অনেক ধন্যবাদ ভাইয়া।
প্রথমেই আপনাকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। আসলে রবিবারের আড্ডা ঘরে জয়েন করার যে ইচ্ছা শক্তি আমার মাঝে কাজ করে তা আমি বলে বুঝাতে পারবো না। তবে ছোট ভাই অসুস্থ্য থাকায় তাকে নিয়ে ডাক্তারের কাছে আমাকেই যেতে হয়। কারন আমি ছাড়া তো ওদের আর কেউ নেই। আমি ওদের সব। তাই দুধের সাধ ঘলে মিটানো আর কি। ভাইয়া এত সুন্দর আর ডিডেটলস ভাবে লেখেন যে, আড্ডা মিস করার কষ্টটা যেন দূর হয়ে যায়। ধন্যবাদ ভাইয়া।
সর্বপ্রথম একটি কথাই বলতে চাই ভাইয়া আপনার উপস্থাপনা কিন্তু দারুন ছিল। আমার জন্য ব্লগের প্রত্যেকটি আয়োজন যেন নতুন নতুন চমক। রবিবারের আড্ডা সত্যি দারুন ছিল। দ্বিতীয়বারের মতো আমরা সবাই দারুন সময় কাটিয়েছি। আসলে কিছু কিছু সময় আছে যেগুলো কাটাতে অনেক ভালো লাগে। রবিবারের আড্ডার পুরোটা সময় জুড়ে সবাই অনেক আনন্দ করেছে। সবার জন্য মুহূর্তগুলো বেশ আনন্দময় ছিল। ভালো লাগলো ভাইয়া আপনার এই পোস্ট পড়ে।
আমি যদি মন থেকে একটা সত্যি কথা বলতে যাই তাহলে বলবো,হ্যাং আউটের থেকে রবিবারের আড্ডাটাই আমার মনে জায়গা করে নিয়েছি বেশি।
কারণ,কোনোদিক থেকে মনে হয় হ্যাংআউট আমাকে একটা গন্ডির মধ্যে আবদ্ধ রাখে কিন্তু রবিবারের আড্ডাটায় আমি দিলখোলা।
ভালোবাসি এবিবি-কে, সাপোর্ট জানাই প্রত্যেকটি ভালো উদ্দ্যেগকে।
সবাইকে নতুন বছরের শুভেচ্ছা এবং অভিনন্দন রইল। নতুন বছরের নতুন দিন আর নতুন দিনে এমন একটি স্টেজ শোতে অংশগ্রহণ করতে পেরে সত্যিই আমি অনেক আনন্দ উপভোগ করেছি।। অনেক মজা করেছি সেই সাথে গুরুত্বপূর্ণ এবং জ্ঞানমূলক তথ্য ও নিয়েছি।।
যদিও আমি একটু দেরি করে জয়েন করেছিলাম তার পরেও বেশ আনন্দ উপভোগ করেছি। এমনিতেই মজার মজার প্রশ্ন করছিল তারপর আবার চ্যাট লিস্টে সবাই ভালোই আড্ডা দিচ্ছিলাম। আর সেই টপিক নিয়ে আপনি বেশ ভালো উপস্থাপন করেছেন। প্রতিটা বিষয়ে একদম নিখুঁতভাবে তুলে ধরেছেন। রবিবার মানেই আড্ডা আর সে আড্ডার বিষয়টা তুলে ধরার জন্য অসংখ্য ধন্যবাদ।
নতুন বছরের প্রথম দিনেই এই রবিবারের আড্ডাটি হয়েছে, কমিউনিটির ব্যতিক্রম ধর্মী একটি আয়োজন। গতকালের শো-টি অনেক চমৎকার হয়েঠে, উপস্থাপনা ও অতিথির সাথে কথা গুলো অনেক ভালো ছিলো ভাই ।
অনেক ভালো লাগলো গতদিনের আড্ডার অনুষ্ঠানটি, এবং বেশি ভালো লাগলো যে আমার প্রশ্নটি খুব আন্তরিকতার সাথে উত্তর দিয়েছে এবং সবাই অনেক মিস করে এ বিষয়টি। অনেক অনেক ধন্যবাদ আমাকে রিওয়ার্ড পাঠানোর জন্য।