ব্যস্তময় ছুটির দিন || A Busy Holiday

in আমার বাংলা ব্লগ3 years ago

আজকের দিনটি কিছুটা ব্যতিক্রম আমার জন্য, না শুধু আমার জন্য বরং যারা চাকুরীজীবী তাদের জন্য ব্যতিক্রম। কিন্তু যারা বিবাহিত তাদের জন্য শুধু ব্যতিক্রম না বরং প্যারাময় একদিন, হা হা হা হা। আসলে এটা বললাম অভিজ্ঞতা হতে। কারন বিবাহিত জীবন শুরু করার পর সাপ্তাহিক ছুটির দিন মানে শুক্রবার আরো বেশী বেশী ব্যস্ত সময় পার করতে হয়। চাকুরী জীবনে একটি অন্যন্ত বিশ্রাম নেয়ার লক্ষ্যে বিশেষ বিবেচনায় সাপ্তাহে একটি ছুটির দিন রাখা হয়েছে, কিন্তু আমাদের বিবাহিতদের সেই সুযোগটি মোটেও নেই।

কারন নানাভাবে নানাকাজে আমাদের সেদিন আরো বেশী ব্যস্ত সময় পার করতে হয়। যার কারনে মাঝে মাঝে হয়, ছুটির দিন না রেখে প্রতিটি দিন অফিস খোলা থাকলেই ভালো হতো। তবে হ্যা, বিবাহের আগ পর্যন্ত শুক্রবারের দিনটি ঠিক উপভোগ করার সুযোগ পেয়েছিলাম এবং তখন বেশ ভালোভাবে দিনটি উপভোগ করতাম। জানি যা চলে যায় তা আর ফিরে আসে না। যেমন অতীতের সেই দিনগুলো কিংবা সুযোগগুলো আর ফিরে আসবে না। আর ফিরে আসলে চাইরেও স্ত্রী তা হতে দিবে না, হা হা হা।

যাইহোক, আজকের দিনটির কথা দিয়ে শুরু করেছিলাম, আর সেখানে ফিরে আসলাম। আজ সারাটি দিন শপিং এ ব্যয় করেছি। কারন কিছু দিন পূর্বে শালীর বিয়ে হয়েছে, তাই তাদের জন্য বেশ ভালো শপিং করতে হয়েছে, দুলাভাই বলে কথা। শপিং না করে উপায় নেই, হা হা হা। আর যাইহোক এটা বলা যাবে না যে আজকের দিনটি বেশ উপভোগ্য ছিলো। বরং আজকের দিনটি শুধু টাকা খরচের দিন না প্যারাময়ও ছিলো অনেককাংশে। কিন্তু সত্যি বলতে কি বিকল্প কোন উপায় ছিলো না, তাই প্যারাগুলো খেতেই হলো আমাকে।

তবে আজকের পরিবেশটা বেশ ভালো ছিলো, এটা ভালো দিক বলতেই হবে। কারন বিগত কয়েকদিন বেশ মেঘাচ্ছন্ন পরিবেশ ছিলো এবং হঠাৎ করেই বেশ বৃষ্টিপাত হতো। আজকের সকালটাও কিছুটা মেঘাচ্ছন্ন ছিলো যার কারনে অনেকটা নিশ্চিন্তে বের হয়েছিলাম। পুরো দিনটি ঢাকা নিউ মার্কেটে কাটিয়েছি। কারন আমাদের দেশের অধিকাংশ মেয়েদের শপিং এর প্রথম পছন্দের স্থান হলো এই নিউ মার্কেট। বেশ বড় মাকের্ট যদিও এর চারপাশে আরো অনেকগুলো শপিং সেন্টার রয়েছে এবং সেখানে প্রচুর মানুষের উপস্থিতি লক্ষ্য করা যায় প্রতিদিন।

ঢাকার চারপাশের ৭ জেলায় বর্তমানে লকডাউন চলছে কিন্তু দুঃখজনক হলেও সত্য যে, আজ নিউমার্কেটে গিয়ে ব্যাপক মানুষের উপস্থিতি চিন্তিত করে তুলেছে আমাকে, কারন সামাজিক দুরত্ব কিংবা মাস্ক ব্যবহার খুবই কম ছিলো। অধিকাংশ মানুষকে খুবই উদাসিন দেখেছি এই ব্যাপারে। আমরা সত্যি বড্ড উদাসিন সকল ব্যাপারে।

যাইহোক ঢাকা নিউ মার্কেট হতে ফিরার সময় ওভারব্রিজের উপর হতে কিছু দৃশ্য ক্যাপচার করেছি, যা এখন আপনাদের সাথে ভাগ করে নিচ্ছি, আশা করছি দৃশ্যগুলো আপনাদের নিকট ভালো লাগবে।

IMG_20210625_173034.jpg
what3words: Link
Device: Redmi 9, Xiaomi

IMG_20210625_173031.jpg
what3words: Link
Device: Redmi 9, Xiaomi

IMG_20210625_173048.jpg
what3words: Link
Device: Redmi 9, Xiaomi

IMG_20210625_173112.jpg
what3words: Link
Device: Redmi 9, Xiaomi

IMG_20210625_173114.jpg
what3words: Link
Device: Redmi 9, Xiaomi

ধন্যবাদ সবাইকে।
@hafizullah

break.png
Leader_Banner-hafizullah.png
break.png

আমি মোঃ হাফিজ উল্লাহ, চাকুরীজীবী। বাংলাদেশী হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। বাঙালী সংস্কৃতি ও ঐতিহ্য লালন করি। ব্যক্তি স্বাধীনতাকে সমর্থন করি, তবে সর্বদা নিজেকে ব্যতিক্রমধর্মী হিসেবে উপস্থাপন করতে পছন্দ করি। পড়তে, শুনতে এবং লিখতে ভালোবাসি। নিজের মত প্রকাশের এবং অন্যের মতামতকে মূল্যায়নের চেষ্টা করি। ব্যক্তি হিসেবে অলস এবং ভ্রমন প্রিয়।

break.png

Follow me on Twitter: https://twitter.com/hafizdhaka
Add me on Facebook : https://www.facebook.com/hafiz.metu
Subscribe my Channel on YouTube: https://www.youtube.com/channel/UCMjwsztBrprT7XWeVwURrjA

break.png

Sort:  
 3 years ago 

এটা একদম সত্যি কথা, যারা ভাবে যে ছুটির দিনে একটু অন্যভাবে সময় কাটাবো। বরং তাদের সময়টা আরো ব্যস্ততা পূর্ণ ভাবে চলে যায়। আমি এটা আমার স্বামীকে দেখে বুঝতে পারি।

 3 years ago 

Thanks bhabi for your positive response.

Coin Marketplace

STEEM 0.15
TRX 0.12
JST 0.026
BTC 56095.11
ETH 2533.38
USDT 1.00
SBD 2.23